স্বাস্থ্যসেবা -Health Care

স্বাস্থ্যসেবা -Health Care স্বাস্থ্য ই সম্পদ- Health is wealth🩺

Probioslim supplement -
07/07/2025

Probioslim supplement -

19/05/2025

“আল্লাহ নসিবে অনেক কিছু রেখেছে প্রাপ্তির সময় হলে ঠিক পেয়ে যাব😊🦋
😊🦋_𝐈𝐧’𝐬𝐡𝐚’𝐀𝐥𝐥𝐚𝐡,,😊🦋

জনসাধারণের সচেতনতায় - যে কারণে আপনি সদর হাসপাতালে দ্রুত ও সঠিক চিকিৎসা পেতে হয়রানির শিকার হচ্ছেন?**১. আপনি ভুল বিভাগের ...
18/05/2025

জনসাধারণের সচেতনতায় -
যে কারণে আপনি সদর হাসপাতালে দ্রুত ও সঠিক চিকিৎসা পেতে হয়রানির শিকার হচ্ছেন?

**১. আপনি ভুল বিভাগের টিকেট কাটলে ১ ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর জানবেন আপনি অন্য রুমে যাবেন। পরের রুমে আবার লাইনে দাঁড়াতে হবে।

২. আপনার রোগ সম্পর্কে কাউন্টারে স্পষ্ট করে বলুন, লাইনে দাঁড়ানোর শুরুতে রুম অ্যাসিস্ট্যান্ট কে অবশ্যই জিজ্ঞেস আপনি সঠিক লাইনে আছেন কিনা?

৩. সকল পরীক্ষা সদরে হয়, তবে রিপোর্ট আপনি ওইদিন দেখাতে চাইলে অবশ্যই একটু সকালে আসবেন।

৪. লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলা মেনে চলুন । ডাক্তার কে স্পষ্ট করে আপনার পরিচয় দিয়ে সমস্যা বলুন।আপনার পেশা সম্পর্কে বলুন।

৫. আপনি নিচ থেকে রেফার ছাড়া সরাসরি বিশেষজ্ঞ সিনিয়র স্যার দেখাতে পারবেন না। ওই সব ক্ষেত্রে শুরুতেই লাইনম্যান কে বলুন রেফার বিষয়ে।

৬. সদরে দালাল, পকেটমার থাকে প্রচুর। মোবাইল, মানিব্যাগ সাবধানে রাখুন। স্বর্ণালঙ্কার না পরে আসায় ভালো।

৭. সদরে ভর্তি হতে আসলে/ মামলা সংক্রান্ত / আঘাত জনিত বিষয়ে শুরুতে ১০১ নাম্বার রুমে যোগাযোগ করুন। (২:৩০ এর আগে আসলে)

নিচে বহি: বিভাগের রুম নাম্বার দেওয়া হলো;

কপি পোস্ট, ডাঃ মোঃ সোলায়মান স্যার হতে

এই হারবাল সিরাপ বুকের ভিতর জমে থাকা কফ অপসারণ করে। শুষ্ক কাশি নিরাময় করে। ফুসফুসের দুর্বলতা ও গলার স্বরভঙ্গ রোগ উপশম কর...
14/03/2025

এই হারবাল সিরাপ বুকের ভিতর জমে থাকা কফ অপসারণ করে। শুষ্ক কাশি নিরাময় করে। ফুসফুসের দুর্বলতা ও গলার স্বরভঙ্গ রোগ উপশম করে।

সিভিট (অ্যাসকরবিক এসিড) নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত--স্কার্ভি রোগের প্রতিকার ও প্রতিরোধ করে■ ক্ষত সারাতে এবং ভাঙ্গা হাড়...
14/03/2025

সিভিট (অ্যাসকরবিক এসিড) নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-
-স্কার্ভি রোগের প্রতিকার ও প্রতিরোধ করে
■ ক্ষত সারাতে এবং ভাঙ্গা হাড় সারাতে সাহায্য করে
এটি সংযোজক কলার কোলাজেন গঠনে সাহায্য করে
■ এটি আয়রন এর শোষণ বাড়ায় এবং রক্তশূণ্যতা
রোধে সাহায্য করে
■ এটি অস্তিমজ্ঞাতে লোহিত কণিকা ও হিমোগ্লোবিন
উৎপাদনে সাহায্য করে।
■ যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ
থেকে রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়ায়
ঠান্ডা জনিত রোগের প্রতিকার ও প্রতিরোধে সাহায্য
করে
সুস্থসবল শিরা উপশিরা, মাড়ি ও দাঁত গঠনে সাহায্য
করে

14/03/2025

শুভ রাত্রী বন্ধুরা-

16/02/2025

Good Night friends

15/02/2025

ঘুমাতে যাওয়ার আগের দোয়া-

আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া', অর্থাৎ 'হে আল্লাহ, তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনরায় জাগব-🥀

সবাইকে শুভ রাত্রি!

ইয়া রব-আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে!কিন্তু আপনি ছাড়া আমার কেও নাই!আপনি আমাদের ক্ষমা করুন!
14/02/2025

ইয়া রব-
আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে!
কিন্তু আপনি ছাড়া আমার কেও নাই!
আপনি আমাদের ক্ষমা করুন!

Health is wealth
13/02/2025

Health is wealth

এই রমজানে প্রতিবেশীরা ঠিকঠাক সেহরি-ইফতার করছেন কিনা...!তার খোঁজ রাখছেন তো?
15/03/2024

এই রমজানে প্রতিবেশীরা ঠিকঠাক সেহরি-ইফতার করছেন কিনা...!
তার খোঁজ রাখছেন তো?


Address

Brahmanbaria
3400

Telephone

+8801770401389

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাস্থ্যসেবা -Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share