
16/05/2025
সান্ডা তেল ও সেলফি কেলেঙ্কারি!
আমার বন্ধু রহিম সাহেব, বয়সে ত্রিশ পার করলেও মনে প্রাণে এখনও ষোলো বছরের তরুণ! একদিন দেখি ভীষণ মন খারাপ। বললাম, "কি হইছে রে?"
সে বলল, "ভাই, বিয়ের প্রপোজাল দিলাম। মেয়ে বলল, 'তোমার তো পুরা গরুর মত গায়ের গঠন! এত শুকনা মানুষ আমি বিয়ে করবো না।'"
আমি হেসে বললাম, "তাহলে তুই এখন কি করবি?"
সে বলল, "ফেসবুকে দেখলাম, সান্ডা তেল ব্যবহার করলে গায়ের গঠন হয় হাল্কের মত! তাই অর্ডার দিছি, কালকে আসতেছে।"
পরদিন দেখি, ফেইসবুক লাইভে সে নিজের গায়ে তেল ঘষতেছে, আর বলতেছে,
“ভাইয়েরা, আজ থেকে আমি জিম ছেড়ে দিলাম, এখন শুধু সান্ডা তেলেই বিশ্বাষ!”
এক সপ্তাহ পর দেখি, রহিম ভাইয়ের শরীর আগের চেয়ে আরও বেশি হাড্ডিসার! বললাম, "কিরে, তেল কাজ করছে না?"
সে বলল, "ভাই, ভুলে গেছি বোতলের গায়ে লেখা ছিল ‘ব্যবহারের পূর্বে ভালোভাবে ঝাঁকান’। আমি তো একবারও ঝাঁকাই নাই!"
সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ঘটনার পর রহিম ভাই এখন নিজের নাম রেখেছে—“সান্ডা রহিম”। এলাকার লোক এখন তাকেই ফোন করে সান্ডা তেল
#সান্ডা_তেল #ফেসবুক_লাইভ #রহিমের_গল্প #হাসিরগল্প #ভাইরাল_স্টোরি