07/01/2023
- তারুয়া সমুদ্র সৈকত বাংলাদেশের ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় অবস্থিত একটি সমুদ্র সৈকত। জেলা সদর থেকে দেড়শ কিলোমিটার দূরে তারুয়া সমুদ্র সৈকতের অবস্থান। একশত পয়ত্রিশ কিলোমিটার পাকা সড়কের পর পনের কিলোমিটার নৌ-পথ পেরিয়ে সেখানে যেতে হয়।বর্তমানে তারুয়া দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। এক-কথায় অসাধারণ একটি জায়গা। তারুয়া সমুদ্র সৈকত ক্যাম্পিং করার জন্য খুবই আদর্শ এবং উপযুক্ত একটি জায়গা। নিরিবিলিতে ক্যাম্পিং করে কিছুদিন প্রকৃতি এবং সমুদ্র উপভোগ করে সময় কাটানোর জন্য তারুয়া সমুদ্র সৈকতের কোন তুলনা হয় না। তারুয়া সমুদ্র সৈকত থেকে প্রায় ১০-১২ কিলোমিটার দূরে ঢালছার বাজার অবস্থিত সেখানে অল্প কিছু জনবসতি আছে কিন্তু তারুয়া সমুদ্র সৈকতের দিকে জনবসতি একেবারে নেই বললেই চলে পুরোটাই ম্যানগ্রোভ বন আর সমুদ্রের তীর।ভিডিও টি দেখতে পারেন আশা করি ভালো লাগবে!
- তারুয়া সমুদ্র সৈকত বাংলাদেশের ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় অবস্থিত একটি সমুদ্র সৈকত। জেলা সদর থেকে দেড়শ কিলোমিটার দূরে তারুয়া সমুদ্র সৈকতের অবস্থান। একশত পয়ত্রিশ কিলোমিটার পাকা সড়কের পর পনের কিলোমিটার নৌ-পথ পেরিয়ে সেখানে যেতে হয়।বর্তমানে তারুয়া দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। এক-কথায় অসাধারণ একটি জায়গা। তারুয়া সমুদ্র সৈকত ক্যাম্পিং করার জন্য খুবই আদর্শ এবং উপযুক্ত একটি জায়গা। নিরিবিলিতে ক্যাম্পিং করে কিছুদিন প্রকৃতি এবং সমুদ্র উপভোগ করে সময় কাটানোর জন্য তারুয়া সমুদ্র সৈকতের কোন তুলনা হয় না। তারুয়া সমুদ্র সৈকত থেকে প্রায় ১০-১২ কিলোমিটার দূরে ঢালছার বাজার অবস্থিত সেখানে অল্প কিছু জনবসতি আছে কিন্তু তারুয়া সমুদ্র সৈকতের দিকে জনবসতি একেবারে নেই বললেই চলে পুরোটাই ম্যানগ্রোভ বন আর সমুদ্রের তীর।