18/10/2024
অহংকারীর পতন... ⬇️
আল্লাহ মানুষকে ক্ষমতা ও সম্পদ দিয়ে পরিক্ষা করেন। যে ব্যাক্তি এসব পেয়ে অহংকারী হয়ে যায় তার চোখে একধরনের পর্দা পরে যায়। তখন সে ব্যাক্তি ক্ষমতা, লোভ এবং নিজ স্বার্থ ছাড়া আর কিছুই দেখেনা। ন্যায় অন্যায় তার চোখে পড়ে না।
তখন সে ব্যাক্তি সব ভূলে যায়। মহান রবের কাছে শুকরিয়া আদায় করা ছেড়ে দেয়। আল্লাহ সেই বান্দাকে এর পরও অনেক সুযোগ দেয়, সঠিক পথে ফিরে আসার। তার পরও যখন সে সঠিক পথে ফিরে আসে না এবং সীমা লঙ্ঘন করে, মূলত তখনই মহান রব সেই অহংকারীর পতন ঘটান।
তাই ওপর ওয়ালাকে ভয় করুন, নামাজ পরুন মাফ চান। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল - তিনি রহমানুর রাহিম পরম করুণাময়। এতএব মহান রবের নিকট শরণাপন্ন হোন।
আল্লাহ সর্বশক্তিমান
... মুনশি সাহেব