Puber Alo Digital

Puber Alo Digital সত্য প্রকাশে দূর্বার সাহস
(2)

17/09/2025

সরাইল টিঘর গ্রামে চো*রের কাছে অ'সহায় সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা পরি'স্থিতি অ'ব'নতি!
#ব্রাহ্মণবাড়িয়া

17/09/2025
17/09/2025

সরাইলের ভু'ক্তভোগী সেই প্রবাসীর পরিবার থানার অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা চেয়েছে।

16/09/2025

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে প্রবাসী সিরাজ মিয়ার বাড়িতে দুঃসা'হসিক চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর মা লিল বানু মঙ্গলবার দুপুরে সরাইল থানায় উপস্থিত হয়ে চুরির বিষয়টি পুলিশকে অবগত করে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী লীল বানু বলেন, আমার তিন ছেলেই প্রবাসে থাকার কারণে বাড়িটি পুরুষ শূন্য। দুই ছেলের পরিবার সরাইল উপজেলা সদরে'র বাড়িতে ও টিঘরের এই বাড়িতে মিলেমিশে বসবাস করে। গতকাল আমি হঠাৎ অসুস্থ অনুভব হলে ছেলের বউয়েরা কেউ না থাকায় ঘর ঠিকঠাকভাবে বন্ধ করে মেয়ের বাড়িতে চলে যায় ও প্রতিবেশীদের খেয়াল রাখার কথা বলে যায়। হঠাৎ আজ (মঙ্গলবার) সকাল ৬ টায় বেশক'জন আমাদের কল করে জানান আমার বসতঘরে চুরি হয়েছে ও সবকিছু এলোমেলো। বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক এসে দেখি বাড়ির আসবাবপত্র সব এলোমেলো ও ড্রয়ার এবং বেশকিছু মালামাল ভাঙা।

তিনি আরও বলেন, গতকালের চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৫,৮০,০০০ টাকা, তিন পুত্রবধূর আনুমানিক ১৫ ভরি স্বর্ণালংকার ও রাইস-কুকার, ব্লেন্ডার, আইরন, ফ্যান, বিদেশি কাপড়চোপড়, কম্বল'সহ ট্রলি পর্যন্ত নিয়ে গেছে। এছাড়াও বেশকিছু আসবাবপত্র ও দামি মালামাল ভেঙে ফেলেছে। আমরা ন্যায় বিচার চায়।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, লিখিত অভিযোগ আমরা পেয়েছি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসপি অফিসে তদবির করতে এসে গ্রেফতার হত্যা মামলার আসামিব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে তদবির করতে এসে গ্রেফত...
16/09/2025

এসপি অফিসে তদবির করতে এসে গ্রেফতার হত্যা মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে তদবির করতে এসে গ্রেফতার হয়েছেন বাচ্চু মিয়া (৫০) নামের এক ব্যক্তি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা আছে।

গ্রেফতার বাচ্চু মিয়ার (৫০) বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অরুয়াইল ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার সন্ধ্যায় তাঁকে সরাইল থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়ার বিরুদ্ধে সরাইল এবং ঢাকার আদাবর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া বিভিন্ন থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে গত শনিবার ধামাউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শিরিন আক্তারকে মারধরের অভিযোগে সরাইল থানায় ৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় বাচ্চু মিয়া এক নম্বর আসামি। সোমবার দুপুরের পর বাচ্চু মিয়া ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে তদবিরে যান। সেখানে তিনি তাঁর বিরুদ্ধে গত শনিবার করা মামলটি মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ সুপারের নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়।

এর আগে গত বছরের ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে ডিবি পুলিশ বাচ্চু মিয়াকে মাদরাসাছাত্র হত্যা মামলায় গ্রেফতার করেন। এর দুই ঘণ্টা পর বিএনপির দুই নেতার সুপারিশে ডিবি পুলিশ তাকে ছেড়ে নেয়। এরপর কিছু দিন তিনি আত্মগোপনে ছিলেন। গত মঙ্গলবার ধামাউড়া গ্রামে তিনি কয়েকজনকে নিয়ে শিরিণ আক্তারকে মারধর করেন। এ ঘটনায় গত শনিবার শিরিন আক্তার সরাইল থানায় একটি মামলা দায়ের করেন।

শিরিন আক্তার বলেন, বাচ্চু মিয়ার নেতৃত্বে আমাকে মারধর করা হয়েছে। তার লোকজন মামলা তুলে নিতে আমাকে হুমকি দিচ্ছে। তার লোকজনের ভয়ে আমি একা মেয়েকে স্কুলে আনা-নেওয়া করতে পারছি না। আমি এ ঘটনার বিচার চাই।

বাচ্চু মিয়াকে পুলিশ সুপারের কার্যালয় থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী।
তিনি বলেন, বাচ্চু মিয়ার বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

16/09/2025

#ফিরে_দেখা : হাসিনা সরকারের আমলে হি*ন্দু বাড়ি দ*খল করেছিলেন আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়া। বর্তমানে পুলিশ তাকে গ্রে*ফতার করে আদালতের মাধ্যমে জে'ল হা'জতে পাঠিয়েছে। বাচ্চুর বি'রুদ্ধে একাধিক হ*ত্যা মামলা সহ নানা অপরাধে বেশকিছু মামলা রয়েছে।
#অরুয়াইল #সরাইল #ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে প্রবাসীর বসতঘরে দুঃসা'হসিক চু'রি! ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে প্রবাসী সিরাজ মিয়ার...
16/09/2025

সরাইলে প্রবাসীর বসতঘরে দুঃসা'হসিক চু'রি!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে প্রবাসী সিরাজ মিয়ার বাড়িতে দুঃসা'হসিক চু'রির ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর মা লিল বানু মঙ্গলবার দুপুরে সরাইল থানায় উপস্থিত হয়ে চু'রির বিষয়টি পুলিশকে অবগত করে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী লীল বানু বলেন, আমার তিন ছেলেই প্রবাসে থাকার কারণে বাড়িটি পুরুষ শূন্য। দুই ছেলের পরিবার সরাইল উপজেলা সদরে'র বাড়িতে ও টিঘরের এই বাড়িতে মিলেমিশে বসবাস করে। গতকাল আমি হঠাৎ অ'সুস্থ অনুভব হলে ছেলের বউয়েরা কেউ না থাকায় ঘর ঠিকঠাকভাবে বন্ধ করে মেয়ের বাড়িতে চলে যায় ও প্রতিবেশীদের খেয়াল রাখার কথা বলে যায়। হঠাৎ আজ (মঙ্গলবার) সকাল ৬ টায় বেশক'জন আমাদের কল করে জানান আমার বসতঘরে চু'রি হয়েছে ও সবকিছু এলোমেলো। বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক এসে দেখি বাড়ির আসবাবপত্র সব এলোমেলো ও ড্রয়ার এবং বেশকিছু মালামাল ভা'ঙা।

তিনি আরও বলেন, গতকালের চু'রি হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৫,৮০,০০০ টাকা, তিন পুত্রবধূর আনুমানিক ১৫ ভরি স্বর্ণালংকার ও রাইস-কুকার, ব্লেন্ডার, আইরন, ফ্যান, বিদেশি কাপড়চোপড়, কম্বল'সহ ট্রলি পর্যন্ত নিয়ে গেছে। এছাড়াও বেশকিছু আসবাবপত্র ও দামি মালামাল ভে'ঙে ফেলেছে। আমরা ন্যায় বিচার চায়।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, লিখিত অভিযোগ আমরা পেয়েছি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
#রিপোর্ট : Atikul Islam Efran

15/09/2025

সরাইলে আওয়ামী লীগ নেতা বাচ্চু গ্রে*ফতার

শেখ হাসিনার আমলে ডিবি হারুনের সাথে সখ্যতা ও শত কোটি টাকার মালিক বনে যাওয়া এবং একাধিক বিত*র্কে জড়িয়ে থাকা আওয়ামী লীগের নেতা বাচ্চু মিয়াকে অবশেষে গ্রেফ*তার করেছে পুলিশ।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফ*তার করে সরাইল থানাপুলিশের হাতে সো*পর্দ করে।

পুলিশ জানায়, ওই নেতার বি*রুদ্ধে হ*ত্যা, নারী নি*র্যাতন, না*শকতা, চাঁ*দাবা'জি ও সং*ঘর্ষ উস*কানির অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রে*ফতার করা হয়েছে। বাচ্চু মিয়া সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের আবেদ আলীর ছেলে।

এদিকে বাচ্চু মিয়া গ্রে*ফতারের খবরে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে বিভিন্ন মহলের লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বাচ্চু মিয়া অর্থের জোরে অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ নেন, পরবর্তীতে অরুয়াইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদও তার জন্য বরাদ্দ দেয়া হয়। যেকারণে বাচ্চু মিয়া আওয়ামী লীগ ও বিএনপি দুটি রাজনৈতিক দলের পরিচয় বহন করে আসছেন দিনের পর দিন। যখন যেখানে সুবিধা পেতেন সেখানে বড় দুই দলের পদবি তিনি ব্যবহার করতেন। অন্যান্য অপ*রাধের পাশাপাশি তার বি*রুদ্ধে হি*ন্দু সম্প্র*দায়ের জায়গা দ*খল সহ ধ*র্ষ'ণের অভিযোগও রয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফ*তার হওয়া এ নেতা দলে প্রভাব খাটানো, অভ্যন্তরীণ কো*ন্দল সৃষ্টি এবং ব্যক্তিস্বার্থে রাজনৈতিক অবস্থান কাজে লাগানোর কারণে বহুবার সমালোচনার মুখে পড়েছিলেন। তার আচরণে দলের তৃণমূল নেতাকর্মীরাও ক্ষু*ব্ধ ছিলেন। বাচ্চু মিয়া গ্রেফ*তারের খবরে সরাইল উপজেলা বিএনপির প্রথমসারির একাধিক নেতা খুশি হয়ে জানিয়েছেন - 'কোনো অপ*রাধীর স্থান বিএনপিতে নেই, বাচ্চু মিয়া একজন বিত*র্কিত মানুষ। সে (বাচ্চু) অরুয়াইল ইউনিয়নে আওয়ামী লীগের কমিটিতেও আছে, আবার বিএনপির কমিটিতেও কৌশলে নাম বসিয়েছে!' তবে বিএনপির এসব নেতা তাদের নাম প্রকাশ না করার জন্য অনুরোধ জানিয়েছেন।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সারাদেশে'র আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রধান উপদেষ...
15/09/2025

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সারাদেশে'র আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস-এর সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এন তরুণ দে।

সরাইলে নৌ-পরিবহন মালিক সমবায় সমিতির সভা প*ন্ড করতে প্যান্ডেল ভাং*চুর ও মাংস লু*টব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌ-পরিবহন মালিক ...
15/09/2025

সরাইলে নৌ-পরিবহন মালিক সমবায় সমিতির সভা প*ন্ড করতে প্যান্ডেল ভাং*চুর ও মাংস লু*ট

ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌ-পরিবহন মালিক সমবায় সমিতি লিমিটেডের নবগঠিত কমিটি'র আত্মপ্রকাশ ও পরিচিতি সভা প*ন্ড করতে সভার প্যান্ডেল ভাং*চুর ও খাবারের জন্যে আয়োজন করা গরুর মাংস লু*ট করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে সরাইল উপজেলা'র অরুয়াইল ইউনিয়নের বিআরডিসি মাঠে নবগঠিত এ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে গতকাল রাতেই প্যান্ডেলের কাজ সমাপ্ত করা হয়। পরবর্তীতে মধ্যরাতে প্যান্ডেল ভাং*চুরের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংগঠনের নেতৃবৃন্দের অভিযোগ, পাকশিমুল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবু সায়েম আওয়ালে'র নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নৌ-পরিবহন মালিক সমিতি দুই গ্রু*পে বিভ'ক্ত হয়ে যাওয়ায় এলাকাজুড়ে উ*ত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। গত (২৭ আগস্ট) গাজী মোঃ নোয়াব মিয়া'কে সভাপতি ও মোঃ হুমায়ুন কবির'কে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌপরিবহন মালিক সমিতির আংশিক কমিটি গঠন করে এক পক্ষ। এদিকে অপর পক্ষ সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন প্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌ-পরিবহন মালিক সমবায় সমিতি লিমিটেডের কমিটি'র আত্মপ্রকাশ ও পরিচিতি সভা করার আয়োজন করলে প্রতিপক্ষের লোকজন এটি প*ন্ড করার উদ্দেশ্যে হামলা চালায়।

তবে হা*মলায় প্যান্ডেল ল*ণ্ডভ*ণ্ড হলেও উন্মুক্ত পরিবেশেই মোঃ আব্দুল খালেক'কে সভাপতি ও অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক এনাম'কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।

হাম*লা'র ক্ষোভ প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌ-পরিবহন মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুল খালেক বলেন, আমাদের এই সংগঠন সরকারিভাবে রেজিষ্ট্রেশন প্রাপ্ত ও নৌ-পরিবহন মালিক সমিতি'র সমর্থন আমাদের পক্ষে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সভার আয়োজন করেছিলাম, এখানে নৌ-পুলিশের এসপি মহোদয় ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু গতকাল রাতে আচমকা পাকশিমুল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবু সায়েম আওয়াল, বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফ, গোলাম নবী, তরুণ দলের নেতা ফারুক মিয়া, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ তাদের দলবল নিয়ে আমাদের প্যান্ডেল ভাং*চুর করেছে ও মাংস লু*ট করে নিয়ে গেছে। এছাড়াও বাজারে ওপেন মিছিল করে আমাকে হ*ত্যার হু*মকি দিয়েছে এবং যুবদল নেতা আজিজ বলেছে এখানে আমি ব্যবসা করতে হলে তাদের চাঁ*দা দিয়ে ব্যবসা করতে হবে।

তিনি আরও বলেন, আমার সংগঠনের রেজিষ্ট্রেশন থাকার পরেও শান্তিপূর্ণ সমাবেশের প্যান্ডেল ভাং*চুর করা হলেও পুলিশের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা পায়নি। আমি এটার দৃষ্টা*ন্তমূলক বিচার দাবির পাশাপাশি আমার নি*রাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

প্যান্ডেল ভাং*চুরের ফলে উন্মুক্ত পরিবেশেই কমিটি ঘোষণা শেষে অরুয়াইল ইউনিয়ন বিএনপি ও নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌ-পরিবহন মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম বলেন, হা*মলা ও হু*মকি উপেক্ষা করে আজকের এই কমিটির পরিচিতি সভায় সকলের উপস্থিতি প্রমাণ করে নৌ-মালিকদের সমর্থন আমাদের পক্ষে। অত্যন্ত দুঃখের বিষয় ১৭ বছর ফ্যা*সিবাদের বিরুদ্ধে ল*ড়াই করেও আজ তাদের কারণে শান্তিপূর্ণ পরিবেশে সভা করতে পারিনি। তাদের সঙ্গে জোট বেঁধেছে বিএনপির বহিষ্কৃত ও কতিপয় কিছু নেতা। এসকল বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর ও আমাদের সিনিয়র নেতাদের অবগত করেছি, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি আরও বলেন, অরুয়াইল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এস আই রফিক'কে হা*মলার বিষয়টি আন্দাজ করে ব্যবস্থা গ্রহণের কথা জানালেও তিনি আমাকে নৌ-পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এস আই রফিকের ছত্র*ছায়ায় আওয়ামী দো*সররা এ কাজ ঘটানোর সাহস পেয়েছে। আমি এস আই রফিকের প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
Atikul Islam Efran

15/09/2025
15/09/2025

সরাইল অরুয়াইলে নৌকা মালিক সমিতির সমাবেশে প্যান্ডেল ভাং*চু*র...

Address

Kalikaccha. Sarail
Brahmanbaria
3430

Alerts

Be the first to know and let us send you an email when Puber Alo Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share