Brahmanbaria Express

Brahmanbaria Express ব্রাহ্মণবাড়িয়া আমার অহংকার,
আমার শেকড়,আমার পরিচিতি ৷

08/09/2025

ট্রেন এর ছাদ থেকে আশুগঞ্জ ভৈরব রেল ব্রিজ

08/09/2025

ট্রেন এর ছাদ থেকে প্রাকৃতিক পরিবেশ

শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ😘💚❤️
07/09/2025

শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ😘
💚❤️

সুন্দর একটা  পোস্ট  ❤️
07/09/2025

সুন্দর একটা পোস্ট ❤️

আজকের চন্দ্রগ্রহণের সময়সূচি
চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ কালে করণীয়-বর্জনীয় আপনাদের সামনে তুলে ধরবো।

📌 (বাংলাদেশ সময়, ৭–৮ সেপ্টেম্বর ২০২৫)
শুরু: রাত ৯:২৮
পূর্ণগ্রাস: রাত ১১:৩০ – ১২:৫২
শেষ: রাত ২:৫৫

❌ প্রচলিত কুসংস্কার
▪️ গ্রহণকালে খাবার খেলে পেট ব্যথা বা অসুখ হবে।
▪️ রান্না করলে খাবার অশুদ্ধ হয়ে যায়।
▪️ গর্ভবতী মহিলা ছুরি/কাঁচি ব্যবহার করলে শিশুর ক্ষতি হবে।
▪️ গ্রহণ দেখা অমঙ্গল ডেকে আনে।
▪️ পানি নষ্ট হয়ে যায়, তাই গ্রহণ শেষে পানি বদলাতে হয়।
➡️ এগুলো সবই ভিত্তিহীন।

🔭 বিজ্ঞানের সত্য
▪️ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ প্রাকৃতিক জ্যোতির্বিদ্যা ঘটনা।
▪️ এতে মানুষের শরীর, খাবার বা পানির কোনো ক্ষতি হয় না।
▪️ খাওয়া-দাওয়া, রান্না, পানি পান—সব স্বাভাবিকভাবে করা যায়।
▪️ গর্ভবতী মায়েদের জন্যও গ্রহণে কোনো বৈজ্ঞানিক ঝুঁকি নেই।

🕌 ইসলামিক বিধান

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন। কারও মৃত্যু বা জন্মের কারণে এগুলো গ্রহণ করে না। যখন দেখবে, তখন নামাজ পড়ো, দোয়া করো, ইস্তিগফার করো।” (সহিহ বুখারি, মুসলিম)

✅ ইসলাম নির্দেশ দিয়েছে—
▪️ সালাতুল খুসুফ/কুসুফ (বিশেষ নামাজ)
▪️ দোয়া, ইস্তিগফার ও তওবা
▪️ কুরআন তিলাওয়াত ও জিকির
▪️ সদকা করা

🚫 ইসলাম কোথাও বলেনি—খাবার খাওয়া যাবে না বা পানি নষ্ট হয়ে যায়।

✅ করণীয়
▪️ শান্ত মনে আল্লাহর ইবাদতে সময় কাটানো
▪️ নামাজ, দোয়া, কুরআন তিলাওয়াত ও সদকা
▪️ শিশু ও পরিবারকে কুসংস্কার নয়—ইসলাম ও বিজ্ঞান অনুযায়ী শিক্ষা দেওয়া

🚫 বর্জনীয়
▪️ কুসংস্কার ও অন্ধবিশ্বাস ছড়ানো
▪️ গর্ভবতী বা অসুস্থকে খাবার থেকে বিরত রাখা
▪️ আতঙ্ক সৃষ্টি করা বা প্রতারণামূলক “গ্রহণ-দোষ কাটানো” রীতি মানা।

শেষ কথাগুলো হলো:
চন্দ্রগ্রহণ হলো আল্লাহর মহাশক্তির নিদর্শন ও বিজ্ঞানের এক বিস্ময়কর দৃশ্য।
👉 ইসলাম বলে—ইবাদত করো, দোয়া করো, সদকা করো।
👉 বিজ্ঞান বলে—এটি প্রাকৃতিক ঘটনা, স্বাভাবিক জীবন চলবে।
👉 কুসংস্কার বলে—খাবার, পানি, গর্ভবতীর ক্ষতি—যা সবই ভিত্তিহীন।

➡️ তাই গ্রহণকে ভয় নয়, বরং ইমান ও জ্ঞানের আলোতে দেখা আমাদের কর্তব্য। 🌸

#চন্দ্রগ্রহণ #সূর্যগ্রহণ #চন্দ্রগ্রহণ২০২৫ #গ্রহণ২০২৫ #ইসলামিকদৃষ্টিতে #কুসংস্কারমুক্তহোন #ইবাদতওদোয়া #আল্লাহরনিদর্শন #বাংলাদেশ

07/09/2025

রুমিন ফারহানার গায়ে হলুদ চলতেছে চান্দুরায় 😁🥱🫣

07/09/2025

কাশবন ব্রাহ্মণবাড়িয়া 😂😂

শোক সংবাদব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আখাউড়া রেলওয়ে স্কুলের ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী আখাউড়া মসজিদ পা...
06/09/2025

শোক সংবাদ
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার
আখাউড়া রেলওয়ে স্কুলের ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী আখাউড়া মসজিদ পাড়ার বাসিন্দা মোঃ জসিম উদ্দিন টিপু ভাই
গত রাত আনুমানিক ১২ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতবাসী করুন।🤲

05/09/2025

জুম্মা মোবারক ❤️

04/09/2025

জন্মসুত্রে :ব্রাহ্মণবাড়িয়া😁
ভোটসুত্রে : সরাইল্লা 🙄

বিজয়নগরের চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে, চূড়ান্ত গেজেট প্রকাশ
04/09/2025

বিজয়নগরের চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে, চূড়ান্ত গেজেট প্রকাশ

04/09/2025

নবীনগর,কৃষ্ণনগর

Address

Kazi Para
Brahmanbaria
42311

Telephone

+8801329154498

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brahmanbaria Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brahmanbaria Express:

Share