স্বপ্নছোঁয়া বুক শপ

স্বপ্নছোঁয়া বুক শপ প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাঠকের নিকট বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।💙
(2)

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আপনার পছন্দের বই এখন থেকে পাবেন।Uday Pal ভাইয়ের লাইব্রেরিতে এম. বি. সি লাইব্রেরি নিজাম মার্ক...
21/08/2025

আসসালামু আলাইকুম
প্রিয় পাঠক আপনার পছন্দের বই এখন থেকে পাবেন।

Uday Pal ভাইয়ের লাইব্রেরিতে
এম. বি. সি লাইব্রেরি
নিজাম মার্কেট (২য় তলা),
তন্তুর বাজার, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
মোবাইল নাম্বার: 01755-995420

20/08/2025

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন?
আশা করি ভালো আছেন।ফ্রি আছি চলেন একটা Q&A হয়ে যাক আপনারা স্বপ্নছোঁয়া বুক শপ ? সম্পর্কে যা প্রশ্ন আছে সব জিজ্ঞেস করতে পারবেন আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

তো শুরু করা যাক....?

18/08/2025

স্বপ্নছোঁয়া বুক শপ 💙
#স্বপ্নছোঁয়া_বুক_শপ

18/08/2025

✨ ভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন গল্প…
জোছনার শেষ প্রহর | দহন শেষে মেঘ | মেহজাবি | উইল ইউ ম্যারি মি? | লেডি অব দ্য প্যালেস

কখনো প্রেমের কোমলতা, কখনো ত্যাগের কঠোরতা, কখনো ঈমানের দৃঢ়তা… প্রতিটি গল্পে আছে এক অদ্ভুত টান, যা আপনাকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আটকে রাখবে ইন শা আল্লাহ ।

দেখুন তো পছন্দ হয় কি না!•এখান থেকে কয়টি বই আপনার সংগ্রহে আছে আর কয়টি উইশলিস্টে?
17/08/2025

দেখুন তো পছন্দ হয় কি না!

এখান থেকে কয়টি বই আপনার সংগ্রহে আছে আর কয়টি উইশলিস্টে?

"আপনার উনি কে মেনশন মেরে বলছেন না কেন? এই কারণে তাই....  তোমাকে ভালোবাসি👀🫰📘অর্ডার করতে মেসেজ করুন পেইজের ইনবক্সে।
17/08/2025

"আপনার উনি কে মেনশন মেরে বলছেন না কেন?
এই কারণে তাই.... তোমাকে ভালোবাসি👀🫰

📘অর্ডার করতে মেসেজ করুন পেইজের ইনবক্সে।

17/08/2025

প্রিয় পাঠক, উপহার দেওয়ার জন্য কোন বইটি বেছে নেবেন?
১। গল্পগুলো অন্যরকম
২। জীবন যেখানে যেমন
৩। বেলা ফুরাবার আগে
৪। মা, মা, মা এবং বাবা

16/08/2025

* ছোট একটি স্বপ্ন

রাসেল ছোট্ট একটি গ্রামে থাকে। খুব বেশি কিছু চায় না, শুধু তার ইচ্ছে একদিন নিজের হাতে একটি ছোট বইয়ের দোকান হবে। দোকানের নাম দেবে "স্বপ্নছোঁয়া বুক শপ"। সেখানে শিশুরা আসবে রূপকথার বই কিনতে, ছাত্ররা আসবে পড়াশোনার বই নিতে, আর গ্রামের সবাই আসবে জ্ঞানের আলো খুঁজতে।

রাসেল ভাবে-

"বড় স্বপ্ন না হোক, ছোট একটা স্বপ্নও যদি সবার মুখে হাসি ফোটাতে পারে, তবে সেটাই সবচেয়ে বড় অর্জন।"

#স্বপ্ন_ছোঁয়াবুক_শপ

এই বইটি পড়েছেন কেউ? নবীজি (সাঃ) এর ঘরসংসার নিয়ে মাজিদা রিফা আপু'র লেখা সুন্দর একটি বই।ছবি - শিরিন জান্নাত আপু'র।
16/08/2025

এই বইটি পড়েছেন কেউ? নবীজি (সাঃ) এর ঘরসংসার নিয়ে মাজিদা রিফা আপু'র লেখা সুন্দর একটি বই।

ছবি - শিরিন জান্নাত আপু'র।

ছোট গল্প: স্বপ্নছোঁয়া বুক শপের দোকানশহরের ভিড়ভাট্টায় ক্লান্ত এক ছেলেটি প্রতিদিন বাসে করে কলেজে যায়। ধরখার বাসস্ট্যান্ডের...
16/08/2025

ছোট গল্প: স্বপ্নছোঁয়া বুক শপের দোকান

শহরের ভিড়ভাট্টায় ক্লান্ত এক ছেলেটি প্রতিদিন বাসে করে কলেজে যায়। ধরখার বাসস্ট্যান্ডের পাশে একটি ছোট্ট দোকান, নাম
স্বপ্নছোঁয়া বুক শপ

প্রথম দিন সে কৌতূহল নিয়ে ভেতরে ঢুকলো।
ছোট দোকান হলেও দেয়ালে সাজানো বইগুলো যেন গল্প বলছিল।

দোকানদার মিষ্টি হেসে বললেন-

"যে বইটা পড়লে মনে হবে তোমার স্বপ্নের দরজা খুলে যাচ্ছে, সেটাই তোমার জন্য সঠিক বই।"

ছেলেটি একটি বই কিনলো। বাসায় গিয়ে পড়তে পড়তে হঠাৎ সে বুঝলো-নিজের জীবনকেও নতুনভাবে গড়তে পারে।

এরপর থেকে যখনই মন খারাপ হয়, অথবা নতুন স্বপ্ন দেখতে ইচ্ছে করে, সে ছুটে যায় ওই দোকানে।

লোকজন এখন বলে-

"স্বপ্নছোঁয়া বুক শপ-এ গেলে শুধু বই নয়, নিজের ভবিষ্যতের আলোও পাওয়া যায়।"

আমাদের দেশে বই কেনার ক্ষেত্রে বড় সমস্যা হলো পরিবার থেকে অর্থ সাহায্য না পাওয়া।  অর্থ সাহায্য না পাওয়ার জন্য ও ২টি কারণ র...
15/08/2025

আমাদের দেশে বই কেনার ক্ষেত্রে বড় সমস্যা হলো পরিবার থেকে অর্থ সাহায্য না পাওয়া। অর্থ সাহায্য না পাওয়ার জন্য ও ২টি কারণ রয়েছে।

১/ মধ্যেবিত্ত দেশ বই কেনা একটি বাড়তি খরচ হিসাবে বিবেচনা করা হয়।

২/ মানহীন লেখা ও বই পছন্দে রুচিহীনতা। এমন সব বই পছন্দ তালিকায় যুক্ত করা হয় যা প্রকৃত অর্থে না সুস্থ বিনোদন দিতে পারে না ব্যাক্তি জীবনে কোন কল্যাণ সাধন করতে পারে।

আপনি বই কেনার টাকা জোগাড় করেন কি ভাবে?

উইশলিস্টের একটি বইয়ের নাম বলুন, হয়তো কোনো শুভাকাঙ্ক্ষী এসে হাদিয়া দিয়ে যাবে🤭
15/08/2025

উইশলিস্টের একটি বইয়ের নাম বলুন, হয়তো কোনো শুভাকাঙ্ক্ষী এসে হাদিয়া দিয়ে যাবে🤭

Address

ধরখার, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
Chittagong
8008

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নছোঁয়া বুক শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share