Titas Tv

Titas Tv Titas Tv is the most popular IP Television Channel & Digital Platform in Bangladesh.

02/06/2025
30/05/2025

নবীনগরে এম,পি হিসাবে কাকে দেখতে চান?

30/05/2025

আলহামদুলিল্লাহ।
আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে।
৭ জুন
পবিত্র ঈদ উল আযহা অনুষ্ঠিত হবে।

18/04/2025

কাঠ দিয়ে ফার্নিচার বানানোর কথা ভাবছেন?তাহলে তাহলে আজ চলে আসুন,জান্নাত-শারমিন ফার্নিচার মার্টে।

19/03/2025

নবীনগর বাজারের দুর্বিষহ যানজট ও তার প্রতিকার। জনগণের কথা - পর্ব ২। তিতাস টিভি।

18/03/2025

টাকা হলে প্রথমে হজ্জ করতে যাবেন কারা কার?

16/03/2025

নবীনগর টু রাধিকা আঞ্চলিক মহাসড়কটি যেন এক মৃত্যুপুরী। জনগণের কথা - পর্ব ১। "তিতাস টিভি"

শোক সংবাদ
13/03/2025

শোক সংবাদ

06/02/2025

🛑 সরাসরি 🛑
নৌকা ডুবি,নবীনগর বাজার।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা পৌরসভার বড় বাজার নৌকা ঘাটে ভয়াবহ নৌ দুর্ঘটনায় এখন পর্যন্ত মহিলা টি বেচেঁ আছেন ও ( ৩ ) বছরের শিশু টি বেচেঁ নেই।

নবীনগরে স্বপ্নের সেতুর দাবিতে পূর্ব ইউনিয়নের  হাজারো মানুষের উপস্থিতিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন নবীনগর (ব্রাহ্মণবা...
05/02/2025

নবীনগরে স্বপ্নের সেতুর দাবিতে পূর্ব ইউনিয়নের হাজারো মানুষের উপস্থিতিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

তিতাস নদীর বুকে বগডহর-নবীনগর সংযোগকারী সেতু নির্মাণের দাবিতে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সকাল ১১টায় নবীনগর প্রেসক্লাবের সামনে "বগডহর টু নবীনগর তিতাস নদীর উপর স্বপ্নের সেতু" শ্লোগানকে সামনে রেখে এই মানববন্ধনে নবীনগর পূর্ব ইউনিয়ন ও পৌরসভার হাজারো নারী-পুরুষ অংশ নেন।

বক্তারা বলেন, এই সেতু স্থানীয়দের দীর্ঘদিনের দাবি। সেতুটি নির্মিত হলে নবীনগরের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হবে এবং নদী পারাপারের ঝুঁকি থেকে মুক্তি পাবে জনগণ। বর্তমানে নৌকা অথবা অন্যান্য ঝুঁকিপূর্ণ পন্থা অবলম্বন করতে হয় স্থানীয়দের, যা বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও বয়স্কদের জন্য অত্যন্ত কষ্টকর।

মানববন্ধনে "আহাম্মদ হাসপাতাল গং"-এর বিরুদ্ধে সেতু নির্মাণে ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। বক্তারা দাবি করেন, নিজস্ব ব্যবসায়িক কাজে ব্যক্তিস্বার্থে বিকল্প স্থানে সেতু নির্মাণের চেষ্টা করছে, যা জনস্বার্থের পরিপন্থী।

নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু বলেন, ব্রীজটি হলে নবীনগর পৌরসভার পশ্চিমাঞ্চলের মানুষ সহজেই বগডহর হয়ে জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া যাতায়াত করতে পারবে। তিনি এই দাবিকে হাজারো মানুষের "প্রাণের দাবি" বলে অভিহিত করেন।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান বলেন, সেতুটি নির্মিত হলে নবীনগরবাসী মাত্র ২০থেকে ৩০ মিনিটের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছাতে পারবে। তিনি "আহাম্মদ হাসপাতাল গং"-এর কৃষি জমি দখল করার চেষ্টার ও ব্যক্তিস্বার্থে ব্রীজ করার ষড়যন্ত্রের অভিযোগ করেন।

মহিলা মেম্বার তাসলিমা বেগম সেতু নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মাইনউদ্দিন, মফিজ, বাচ্চু মিয়া, মোবারক হোসেন প্রমুখ।

নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বগডহর-নবীনগর সেতু প্রকল্পটি বর্তমানে একনেকের অনুমোদনের অপেক্ষায়। আন্দোলনকারীরা প্রকল্পের কার্যক্রম তাড়াতাড়ি শুরু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Titas Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Titas Tv:

Share

Category