
27/06/2025
ইসরাইল স্বীকার করল: ইরানের অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস হয়নি
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্বীকার করেছে, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ এখনো ধ্বংস হয়নি। চ্যানেল ১৩-কে সে জানায়, “শুরু থেকেই পরিষ্কার ছিল যে সবকিছু ধ্বংস হবে না।”
সে আরও বলে , যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অবস্থান অনুযায়ী ইরানকে বাকি ইউরেনিয়াম মজুত ‘হস্তান্তর’ করতে বলা হবে।