কিচিরমিচির

কিচিরমিচির জাতীয় শিশু-কিশোর সাময়িকী

ঘুরতে ঘুরতে বাংলাবাজারে ফের দেখা হলো অনুভব প্রকাশনীর স্বত্বাধিকারী, কবি তুষার প্রসুন ভাইয়ের সাথে। দুবছর আগে ভাইয়ের সাথ...
28/11/2025

ঘুরতে ঘুরতে বাংলাবাজারে ফের দেখা হলো অনুভব প্রকাশনীর স্বত্বাধিকারী, কবি তুষার প্রসুন ভাইয়ের সাথে। দুবছর আগে ভাইয়ের সাথে দেখা হয়েছিল অমর একুশে গ্রন্থ মেলায়।

উপহার পেলাম তুষার প্রসুন ভাইয়ের লেখা তিনটি কবিতার বই। তুলে দিলাম কিচিরমিচিরময় শুভেচ্ছা। কথাসাহিত্যিক আমির হোসেন স্যার খুঁজে বের করে নিলেন নদীভিত্তিক দুটো উপন্যাস।

বই ও বইয়ের মানুষের সাথে আমাদের সংযোগ অব্যাহত থাকুক।

মনিরুল ইসলাম শ্রাবণ
সম্পাদক
২৮ নভেম্বর ২৫

প্রথিতযশা কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের নামে একটি লিটলম্যাগ সংগ্রহশালা তৈরি করার কার্যক্রম গ্রহণ করেছে বাংলা একাডেমি...
25/11/2025

প্রথিতযশা কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের নামে একটি লিটলম্যাগ সংগ্রহশালা তৈরি করার কার্যক্রম গ্রহণ করেছে বাংলা একাডেমি। এ লক্ষ্যে দেশের সকল সম্পাদকদের কাছ থেকে লিটলম্যাগ সংগ্রহ করছেন তারা। উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

এই মহৎ কার্যক্রমের সাথে সংযুক্ত হতে কিচিরমিচির নিয়ে হাজির হলাম সেদিন। বাংলা একাডেমির পাঠ্যপুস্তক বিভাগে কর্মরত কবি ও প্রাবন্ধিক তারিক সজীব ভাইয়ের আন্তরিকতায় আপনাদের প্রিয় শিশু-কিশোর সাময়িকী কিচিরমিচির যুক্ত হল এই সংগ্রহশালায়।

ফেরার পথে দেখা হলো বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা, শ্রদ্ধেয় লেখক-গবেষক মামুন সিদ্দিকী ভাইয়ের সাথে। এদিন প্রথমবারের মতো পরিচিত হলাম বিশিষ্ট লেখক ও গবেষক শ্রদ্ধেয় আলী আকবর তাবি মহোদয়ের সাথে। এসময় তাঁর কাছেও তুলে দিলাম কিচিরমিচির।

খানিক সময় সকলের আন্তরিকতায় প্রাণিত ও উজ্জীবিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

মনিরুল ইসলাম শ্রাবণ
সম্পাদক
২৫ নভেম্বর ২৫

মইন মুরসালিন ভাইয়ের সাথে দেখা- প্রায় বছর তিনেক ধরে ফেসবুকে ফলো মইন মুরসালিন ভাইকে। তার লেখা ছড়াগুলো আমার ভালো লাগে। তিন...
24/07/2025

মইন মুরসালিন ভাইয়ের সাথে দেখা-

প্রায় বছর তিনেক ধরে ফেসবুকে ফলো মইন মুরসালিন ভাইকে। তার লেখা ছড়াগুলো আমার ভালো লাগে। তিনি প্রকাশনা প্রতিষ্ঠান ‘প্রতিভা প্রকাশ’-এর স্বত্বাধিকারী এবং ছোটদের পত্রিকা ‘কানামাছি’ এর সম্পাদক-প্রকাশক। ১৯বছর যাবত তিনি এটি সম্পাদনা করছেন। আরো বেশ কিছু সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। মোটকথা তিনি একাধারে একজন লেখক, সম্পাদক, প্রকাশক ও সংগঠক।

কিচিরমিচির-এ প্রকাশের উষাকালে তাঁর লেখা একটি শিশুতোষ ছড়া প্রকাশিত হয়েছিল। সে সময় কবি হেলাল উদ্দিন হৃদয় ভাইয়ের মাধ্যমে একবার ফোনের কথাও হয়েছিল। এবারই প্রথম সরাসরি দেখা হল রাজধানীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত মইন মুরসালিন ভাইয়ের বই-পত্রিকা ঘেরা অফিসে। দূর-আলাপনে এবং বাস্তবে মিষ্টভাষী এবং অপ্রয়োজনীয় কথা বলেন না বলেই মনে হল। আমাদের প্রাণবন্ত আড্ডায় আরেক সঙ্গী ছিলেন কবি ও গীতিকার গাজীর তানভীর আহমেদ ভাই।

আড্ডা শেষে আদান প্রদান হলো আমাদের ‘কানামাছি’ ও কিচিরমিচির। একই সাথে সংগ্রহ করলাম প্রতিভা প্রকাশ কর্তৃক প্রকাশিত, কবি ও সাংবাদিক মাইদুর রহমান রুবেল ভাই সম্পাদিত সাহিত্য সাময়িকী `কালস্রোত' ঈদ সংখ্যা। এই সংখ্যায় ‘আলোর কথা, ভালোর কথা’ শিরোনামে আমার লেখা মুক্তগদ্য প্রকাশিত হয়েছে। সম্পাদনা ও প্রকাশনা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মনিরুল ইসলাম শ্রাবণ
২৪ জুলাই ২৫

বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সাহিত্য পত্রিকা কিচিরমিচির-এর সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভ...
14/04/2025

বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সাহিত্য পত্রিকা কিচিরমিচির-এর সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।

শুভ নববর্ষ ১৪৩২
মনিরুল ইসলাম শ্রাবণ
সম্পাদক-প্রকাশক

Address

Gokarnoghat
Brahmanbaria
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when কিচিরমিচির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category