24/07/2025
মইন মুরসালিন ভাইয়ের সাথে দেখা-
প্রায় বছর তিনেক ধরে ফেসবুকে ফলো মইন মুরসালিন ভাইকে। তার লেখা ছড়াগুলো আমার ভালো লাগে। তিনি প্রকাশনা প্রতিষ্ঠান ‘প্রতিভা প্রকাশ’-এর স্বত্বাধিকারী এবং ছোটদের পত্রিকা ‘কানামাছি’ এর সম্পাদক-প্রকাশক। ১৯বছর যাবত তিনি এটি সম্পাদনা করছেন। আরো বেশ কিছু সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। মোটকথা তিনি একাধারে একজন লেখক, সম্পাদক, প্রকাশক ও সংগঠক।
কিচিরমিচির-এ প্রকাশের উষাকালে তাঁর লেখা একটি শিশুতোষ ছড়া প্রকাশিত হয়েছিল। সে সময় কবি হেলাল উদ্দিন হৃদয় ভাইয়ের মাধ্যমে একবার ফোনের কথাও হয়েছিল। এবারই প্রথম সরাসরি দেখা হল রাজধানীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত মইন মুরসালিন ভাইয়ের বই-পত্রিকা ঘেরা অফিসে। দূর-আলাপনে এবং বাস্তবে মিষ্টভাষী এবং অপ্রয়োজনীয় কথা বলেন না বলেই মনে হল। আমাদের প্রাণবন্ত আড্ডায় আরেক সঙ্গী ছিলেন কবি ও গীতিকার গাজীর তানভীর আহমেদ ভাই।
আড্ডা শেষে আদান প্রদান হলো আমাদের ‘কানামাছি’ ও কিচিরমিচির। একই সাথে সংগ্রহ করলাম প্রতিভা প্রকাশ কর্তৃক প্রকাশিত, কবি ও সাংবাদিক মাইদুর রহমান রুবেল ভাই সম্পাদিত সাহিত্য সাময়িকী `কালস্রোত' ঈদ সংখ্যা। এই সংখ্যায় ‘আলোর কথা, ভালোর কথা’ শিরোনামে আমার লেখা মুক্তগদ্য প্রকাশিত হয়েছে। সম্পাদনা ও প্রকাশনা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মনিরুল ইসলাম শ্রাবণ
২৪ জুলাই ২৫