YUSUF HB VIDEO

YUSUF HB VIDEO পরিশ্রমই সৌভাগ্যের চাবি কাঠি

01/02/2025
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমার আব্বু অনেক অসুস্থ সবাই আমার আব্বু জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তা'আলা যেন আমার আব্...
26/08/2024

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমার আব্বু অনেক অসুস্থ সবাই আমার আব্বু জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তা'আলা যেন আমার আব্বুকে সুস্থতা দান করেন।

জার্সিতে ধইরা বলতেছ ও ভাই যাস না একটু দাঁড়া। তারপরও শেষ রক্ষা হয় নাই। ২০ মিনিট দশ প্লেয়ার  সাথে ১১ প্লেয়ার হেইলা গোল...
07/07/2024

জার্সিতে ধইরা বলতেছ ও ভাই যাস না একটু দাঁড়া। তারপরও শেষ রক্ষা হয় নাই। ২০ মিনিট দশ প্লেয়ার সাথে ১১ প্লেয়ার হেইলা গোল দিতে পারো না। তারা আবার না কি কুপা জিতবে

23/05/2024

ভিডিওটা শেয়ার করবেন

( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) 😭😭বিদায় মুসলিম বিশ্বের অন্যতম অবিভাবক৷আল্লাহ উনাকে  জান্নাতুল ফেরদৌস নসিব করু...
20/05/2024

( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) 😭😭
বিদায় মুসলিম বিশ্বের অন্যতম অবিভাবক৷
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।আজ আমার এই কথাটা শুনে খুব খারাপ লাগতেছে।

09/05/2024

আমাদের বাংলাদেশের ক্যাপ্টেনের অবস্থা কই আছে সবাই দেখেন এই হলো বাংলাদেশের ক্যাপ্টেন আর বাংলাদেশ নির্বাচন প্যানেল বিসিবির সভাপতি কোনো আক্কেল জ্ঞান আছে কিনা দেখেন।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্যাপটেনদের স্ট্রাইক রেট:
01. Aiden Markram - 150 🇿🇦 (SA)
02. Joss Buttler - 145 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 (ENG)
03. Rovman Powell - 144 🌴(WI)
04. Rohit Sharma - 140 🇮🇳 (IND)
05. Saad Bin Zafar - 139 🇨🇦 (CAN)
06. Mitchell Marsh - 135 🇦🇺 (AUS)
07. Paul Stirling - 135 🇮🇪 (IRE)
08. Monank Patel - 134 🇺🇲 (USA)
09. Wanindu Hasaranga - 130 🇱🇰 (SL)
10. Babar Azam - 129 🇵🇰 (PAK)
11. Rashid Khan - 128 🇦🇫 (AFG)
12. Rohit Paudel - 125 🇳🇵(NEP)
13. Kane Williamson - 123 🇳🇿 (NZ)
14. Gerhard Erasmus - 123 🇳🇦 (NAM)
15. Zeeshan Maqsood - 122 🇴🇲 (OMA)
16. Scott Edwards - 121 🇳🇱 (NED)
17. Assad Vala - 120 🇵🇬 (PNG)
18. Matthew Cross - 114 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿 (SCO)
19. Najmul Hossain Shanto - 111 🇧🇩 (BAN)
20. Brian Masaba - 108 🇺🇬 (UGA)

ধন্যবাদ উগান্ডা, আমাদের লাস্ট পজিশন থেকে বাঁচানোর জন্য ❤️😴

ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা বাবা নামের মানুষটির আকুতি!২৫ বছর বয়সের বুকের ধন ছেলে কাউসার বাগমারকে মাদকের জন্য অত...
04/04/2024

ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা বাবা নামের মানুষটির আকুতি!

২৫ বছর বয়সের বুকের ধন ছেলে কাউসার বাগমারকে মাদকের জন্য অতিষ্ট হয়ে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করার পর বাবা নামের ওই মানুষটির কতোই-না আকুতি!

বুধবার (৩ এপ্রিল ২০২৪) ভোরে গাজীপুরের কালীগঞ্জের জামালপুর এলাকায় ছেলে কাউসারের মরণছোবল নেশার আসক্তের অত্যাচার থেকে মুক্তি পেতে বাবার পাশের রুমে গভীর ঘুমে থাকা ছেলেকে কুড়াল দিয়ে কোপাতে থাকেন। কুড়ালের আঘাতে ছেলে বলতে থাকে বাবা তুমি আমারে আর মাইরো না, আর কোপ দিওনা, আমি আর নেশার টাকা চাইমু না তোমগোর কাছে!

আর্তনাদের এমন চিৎকারে ছেলের উপর বাবার কুড়াল দিয়ে কোপানী থেমে যায় মুহূর্তেই। রক্তাক্ত ছেলেকে আপন করে কোলে জড়িয়ে ধরে হাউ-মাউ করে কাঁদতে থাকেন বাবা নামের ওই মানুষটি। কাঁদতে থাকেন আর বলতে থাকেন বাবা তুই আমার আদরের ধন, কলিজার টুকরো, মানিক-রতন। কিন্তু শেষরক্ষা হয়নি। ততোক্ষণে ছেলের নিথর দেহটি বাবার কোলে ঘুমিয়ে পড়েছে চিরদিনের জন্য।

আশপাশ থেকে ছুটে আসা মানুষজন ছেলে হত্যাকারী বাবাকে বলতে থাকেন, আপনি পালিয়ে যান, পুলিশ আসবে আপনাকে ধরে নিয়ে যাবে। আপনার ফাঁসি হবে, কারোর কথা-ই শুনছেন না বাবা। বাবা বলছেন, আমার বাবাডারে আমি অনেক ভালোবাসি। আমার বাবাডারে ছাইড়া আমি কই যামু, আমার আর বাইচ্চা থাইক্কা লাভ নাই! ছেলের লাশের কাছে বসে বাবার এমন আকুতি আর্তনাদে আশপাশের মানুষজনরা চোখের পানি ধরে রাখতে পারেনি!

ঠিক এমন সময় পুলিশ হাজির। ছেলের মৃত্যু শোকে বাবা হাউ-মাউ করে বলতে লাগলেন আমি আমার পোলারে মাইরা ফালাইছি, নেশার টাকা জোগাড় কইড়া দিতে না পারায়। আমারে জেল দেন, ফাঁসি দেন। আমারে থানায় লইয়া যান!

এ সময় নিজ ইচ্ছায় পুলিশের সাথে রওনা দেওয়ার সময় বাবা ছেলের শরীর জড়িয়ে ধরে আবারও হাউ-মাউ করে কাঁদতে কাঁদতে বলতে থাকেন- বাবা তোমারে আমি মারতে চাই নাই! তোমারে আমি কথা দিয়া গেলাম, সরকারের আদালতে গিয়া আমি কমু আমার বাবাডার হত্যাকান্ডের বিনিময়ে হলেও যেন দেশে মরননেশা মাদকের রাজ্য বন্ধ করে সরকার!

বাবা আমার খুব কষ্ট লাগতাছে, বাবা আমার বুকটা ছিড়া যাইতাছে তোমার লেইগা। তোমারে কই পামু আমি বাবা। তোমারে ছাড়া আমি জেলের মধ্যে কেমনে থাকমু একলা একলা? পুলিশের গাড়িতে উঠতে উঠতে বাবার এমন সব কথা আর দুই চোখ ভরা কান্নায় কেঁদেছেন উপস্থিত সবাই...।সবাইকে শেয়ার করে এটা পড়ার সুযোগ দিবেন।

আলহামদুলিল্লাহ নারুই অবতুরণ স্পোটিং ক্লাব বনাম গাঙ্গে পাড়া একাদশ দাঙ্গাপাড়া একাদশের সাথে মাননীয় ক্লাব টাইবেকারে জয় ল...
02/03/2024

আলহামদুলিল্লাহ নারুই অবতুরণ স্পোটিং ক্লাব বনাম গাঙ্গে পাড়া একাদশ দাঙ্গাপাড়া একাদশের সাথে মাননীয় ক্লাব টাইবেকারে জয় লাভ করে।

আলহামদুলিল্লাহ আজকের খেলার ফলাফল ভালো পেলাম নারুইপাড়া একাদশ -০  নব-তরুন স্পোটিং ক্লাব -১এক শূন্য গোলের ব্যবধানে নব-তরুণ...
20/02/2024

আলহামদুলিল্লাহ আজকের খেলার ফলাফল ভালো পেলাম নারুইপাড়া একাদশ -০ নব-তরুন স্পোটিং ক্লাব -১এক শূন্য গোলের ব্যবধানে নব-তরুণ স্পোটিং ক্লাব জয় লাভ করি।

আলহামদুলিল্লাহ আমরা বাবা ছেলে দুইজন জন্য সবাই দোয়া করবেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমার ছেলেকে মানুষের মনত মান...
16/02/2024

আলহামদুলিল্লাহ আমরা বাবা ছেলে দুইজন জন্য সবাই দোয়া করবেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমার ছেলেকে মানুষের মনত মানুষ করতে পারি।

Address

Brahmanbaria

Telephone

+8801778090913

Website

Alerts

Be the first to know and let us send you an email when YUSUF HB VIDEO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to YUSUF HB VIDEO:

Share