Things that you Should/not know

Things that you Should/not know Peace...☺

19/09/2024

মানব শিক্ষা (মনুষ্যত্ব) উত্তম শিক্ষা। ✔️
Try not to cry, but this video context will make you cry. 😢😢😭- If you know you know.
Follow us: Things that you Should/not know

Graffiti of the year 😁.Artist: Primary পড়ুয়া একদল শিক্ষার্থী। মুল ভাবার্থ: হাসিনা ভোট চোর,✔️                        হা...
05/09/2024

Graffiti of the year 😁.
Artist: Primary পড়ুয়া একদল শিক্ষার্থী।
মুল ভাবার্থ: হাসিনা ভোট চোর,✔️
হাসিনার ফাঁসি চাই।
চোর আনিসের ফাঁসি চাই।🫡

Late graffiti.

👇😤
02/09/2024

👇😤

29/08/2024

হিন্দু ধর্মাবলম্বী কিন্তু কোনো ধর্ম বিদ্বেষ নেই। 🤍 Ahmadullah & As sunnah Foundation কে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি 🥰, মহান রবের জন্য 💕

লাইক, কমেন্ট, শেয়ার & ফলো করুন: Things that you Should/not know

28/08/2024

দেশে নাকি Netflix ফ্রিতে চলে?🤔
That's- Nice and Attractive! 😍😆😆

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৪অরন্য কুমার চক্রবর্তী ও গৌরীবালা দাসের জারজ সন্তান ছিলেন শেখ মুজিবুর রহমান।২ বছর বয়স পর্যন্ত ...
28/08/2024

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৪
অরন্য কুমার চক্রবর্তী ও গৌরীবালা দাসের জারজ সন্তান ছিলেন শেখ মুজিবুর রহমান।

২ বছর বয়স পর্যন্ত শেখ মুজিবের নাম ছিলো দেবদাস চক্রবর্তী!
-------------------------------------
✔️ কলকাতা সিভিল কোর্টের উকিল মিঃ চন্ডিদাস। তার এক মেয়ে ছিল যার নাম গৌরিবালা দাস। চন্ডিদাসের সহকারী উকিল মিঃ অরন্য কুমার চক্রবর্তী চন্ডিদাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করতো। এই সুযোগে চন্ডিদাসের মেয়ে গৌরিবালার সাথে অরন্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। তার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরিবালা গর্ভবতী হয়ে পড়েন। গৌরিবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন তখন গৌরিবালা অরন্য কুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন। অরন্য কুমার চক্রবর্তী ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করেন। এদিকে চন্ডিদাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গৌরিবালা ১২/১২/১৯২০ ইং তারিখে একটি পুত্র সন্তান জন্ম দেন। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চন্ডিদাস অরন্য কুমার চক্রবর্তীকে গৌরিবালাকে উঠিয়ে নেয়ার জন্যচাপ দিতে থাকেন। কিন্তু অরন্য কুমার রাজি হন না। এরই মধ্যে গৌরিবালার ছেলে দেবদাস বয়স ২ বছরে উন্নিত হয়। চন্ডিদাস হতাশা গ্রস্থ হয়ে পড়েন এবংভীষণ অসুস্থতা বোধ করেন। চন্ডিদাসের বিশ্বস্ত মহুরী শেখ লুতফুর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। চন্ডিদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন ৩ বছর, তখন চন্ডিদাসের মহুরী শেখ লুৎফর রহমান চন্ডিদাসের সমূহ সম্পত্তিসহ গৌরিবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরিবালার নাম রাখা হয় ছাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মজিবুর রহমান।

এফিডেভিট নং- ১১৮

তারিখ- ১০/১১/১৯২৩ ইং

কোলকাতা সিভিল কোর্ট, পচিমবঙ্গ, ভারত।

সাক্ষীঃ-

(১) জনাব আব্দুর রহমান সাফায়াত, কোর্ট দারোগা, কলিকাতা, থানা+পোঃ- ভান্ডারিয়া, সাবেক জেলা- বরিশাল।

(২) শ্রী অনিল কুমার, কোর্ট দারোগা, সাবেক জেলা- বরিশাল।

👉 বঙ্গবন্ধু সম্পর্কে এক ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন সংসদে রেহানা আক্তার রানু এমপি ।
সেই সংসদ অধিবেশনে অবৈধ সরকারের প্রধান হাসিনাও ছিলেন , রানুর বক্তব্যে হাসিনা লজ্জায় গড়িমসি করে এদিক ওদিক তাকিয়ে ছিলেন , মুখ ফুটে কিছু বলতে পারেননি , কেন পারেননি আসলেই কি ঘটনা ছিলো সত্য ? যদি সত্য না হয়ে থাকে, তবে কেন কোনও বিজ্ঞ আওয়ামীলীগ বুদ্ধিজীবিদের মুখে প্রতিবাদ শুনতে পাইনি?

Source vid. link in: comment box.

Do follow, like, comment & Share: Things that you Should/not know
#ইতিহাস #শেখমুজিব

27/08/2024

এগুলো ছাড়াও আমাদের আরো ৭২ প্রকার কাজ করতে হয়। 😆😆😆

Do follow, like, comment & share: Things that you Should/not know
[Collected] #শাহবাগ

27/08/2024

Auto Rickshaw vs Paddle Rickshaw. WWE, Smackdown live from Polton, Dhaka! 😆😆

Follow, like, comment & share: Things that you Should/not know
#শাহবাগ

27/08/2024

You know who? 🤔
- Iykyk. 😏👈

Do follow, like, comment & share: Things that you Should/not know
#শাহবাগ
[Collected]

- Can you feel this pic?      আমাদের এই দেশ, আমাদের এই মানুষজন, সবসময়ই প্রমাণ করে যে মানবতা আর সহানুভূতি আমাদের রক্তে মি...
25/08/2024

- Can you feel this pic?
আমাদের এই দেশ, আমাদের এই মানুষজন, সবসময়ই প্রমাণ করে যে মানবতা আর সহানুভূতি আমাদের রক্তে মিশে আছে। এই ছবিগুলো দেখলে বুকটা গর্বে ভরে ওঠে। যখনই আমাদের দেশ বিপদের মুখোমুখি হয়, তখনই উঠে আসে এমন সাহসী, উদার এবং মানবিক মানুষের দল, যারা নিজের জীবন বাজি রেখে অন্যকে সাহায্য করতে এগিয়ে আসে।

কেউ শিশু কোলে তুলে নিচ্ছে, কেউ নিজের শারীরিক সীমাবদ্ধতা ভুলে যুদ্ধে নেমেছে, কেউ আবার একবুক পানি পাড়ি দিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে। এই সব মানুষদের দেখে আমি গর্বিত। এটা আমাদের প্রকৃত বাংলাদেশ, যেখানে মানবতা সবচেয়ে বড় পরিচয়।

এই মানুষগুলোই প্রমাণ করে দেয়, আমরা সত্যিকার অর্থে একে অপরের পাশে আছি। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের শক্তি। 💪🇧🇩

Do follow, like, comment & share: Things that you Should/not know
#বন্যা

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Things that you Should/not know posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share