
11/08/2025
নবীনগরের সন্তান এই মেয়েটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন --------
আমার সকল বন্ধুদের সহযোগিতা কামনা করছি।
ছবিতে থাকা মেয়েটা আমাদের নবীনগর উপজেলার বাসিন্দা কিন্তু ঢাকায় স্থায়ী ভাবে পরিবারের সাথে বসবাস করে। সে গত ২৬শে জুন ঢাকায় বসুন্ধরা মার্কেট এলাকা থেকে নিখোঁজ হন।
এখন পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।
তার নাম অরিস্তা,বয়স আনুমানিক ১৭ বছর।
বাসা থেকে বসুন্ধরা সিটিতে শপিং করার কথা বলে নিজের মোবাইল ফোন বাসায় রেখে একটি কালো রং এর বোরখা পরে বের হয়েছিলেন বলে জানিয়েছেন তার পরিবার।
যদি ঢাকা ও আশপাশে এবং নবীনগর উপজেলার কোন এলাকার কোন সুহৃদ বন্ধুদের চোখে পড়ে তবে সেটি দয়া করে নিম্নে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করে জানানোর জন্য অনুরোধ রইলো।মোবাইল নাম্বার ০১৭১৮৭৮৩৫৩৫
একটু শেয়ার বা মেনশন করে দেওয়ার অনুরোধ রইল --
তথ্য সূত্রঃ সাংবাদিক আক্তারুজ্জামান।