Bbaria24Tv

Bbaria24Tv ❛ლ♡︎‿♡︎🌞🌹💝ლ❛🌿
কুরআন আমার হৃদয়ের কিতাব, সুন্নাহ আমার জীবনের পথ।
🌿❛ლ♡︎‿♡︎🌞🌹💝ლ❛🌿
🦋🦋🦋
🦋🦋🦋🦋
পরিবার, বন্ধু এবং ইসলাম – এটাই আমার জীবন।

🦋🦋🦋🦋
🦋🦋🦋
🦋🦋
🦋

বাঞ্ছারামপুরের চর শিবপুরে অটোরিক্সা চাপায় দশ বছরের শিশুর মৃত্যু। 🥲ছবি কমেন্টে👇
26/08/2025

বাঞ্ছারামপুরের চর শিবপুরে অটোরিক্সা চাপায় দশ বছরের শিশুর মৃত্যু। 🥲

ছবি কমেন্টে👇

▌  #মৃত_মানুষের_কল্যাণ_সাধন_করা!আমাদের সমাজে মৃত মানুষের কল্যাণ সাধনে এমন কিছু করা হয়, যাতে মৃত ব্যক্তির কোনো কল্যাণ না ...
26/08/2025

▌ #মৃত_মানুষের_কল্যাণ_সাধন_করা!

আমাদের সমাজে মৃত মানুষের কল্যাণ সাধনে এমন কিছু করা হয়, যাতে মৃত ব্যক্তির কোনো কল্যাণ না হয়ে, উল্টো তার অকল্যাণ হবে।
যেমন- মৃতের কল্যাণের জন্য কুলখানি করা, চেহলাম করা, মৃত্যুবার্ষিকী উৎযাপন করা, কুরআন খতম করা ইত্যাদি।
কারণ রসুলুল্লাহ ﷺ এর যুগে মৃতের কল্যাণের জন্য এর কোনো কিছুই করা হতো না। এগুলো ইসলামে নব আবিষ্কৃত বিষয়।
সুতরাং তা বিদ’আত।

সাহাবী আবু উসাইদ আস-সায়েদী (রা.) কর্তৃক বর্ণিত যে, বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল: হে আল্লাহর রসূল ﷺ আমার পিতা-মাতার মৃত্যুর পর এমন কোনো কল্যাণমূলক কাজ আছে যা করলে পিতা-মাতার উপকার হবে? আল্লাহর রসূল ﷺ উত্তর দিলেন: হ্যাঁ, আছে। তা হলো, তাদের উভয়ের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করা। উভয়ের মাগফিরাতের জন্য দু’আ করা। তাদের কৃত ওয়াদা পূর্ণ করা।
তাদের আত্মীয়-স্বজনদের সাথে সু-সম্পর্ক রাখা ও তাদের বন্ধু-বান্ধবদের সম্মান করা। [আবু দাউদ ও ইবনে মাজাহ]

আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়।
কিন্তু তিনটি কাজের ফল সে পেতে থাকে-
১. সদকায়ে জারিয়াহ (এমন দান যা থেকে মানুষ অব্যাহত ভাবে উপকৃত হয়ে থাকে)।
২. মানুষের উপকারে আসে এমন ইলম (বিদ্যা) ।
৩. সৎ সন্তান, যে তার জন্য দু’আ করে। [মুসলিম ও নাসায়ী]

এ দ্বারা বুঝে আসে যে সন্তান যদি সৎ হয় ও পিতা-মাতার জন্য দু’আ করে তবে তার ফল মৃত পিতা-মাতা পেয়ে থাকেন।

মৃত মানুষের কল্যাণ সাধন করা সম্পর্কিত ৩টি হাদিস-
১। আয়েশা (রাঃ) বলেন, ‘জনৈক ব্যক্তি নবী ﷺ কে বলল, আমার মাতা হঠাৎ মারা গেছেন। আমার ধারণা যে, তিনি কথা বলার সুযোগ পেলে দান করে যেতেন। আমি যদি তার পক্ষ থেকে দান করি, তবে কি তিনি নেকী পাবেন? নবী ﷺ বললেন, হ্যাঁ।”
[বুখারী হা/১৩৮৮, মুসলিম হা/১০০৪; মিশকাত হা/১৯৫০]

২। সাহাবী সা’দ বিন উবাদাহ (রা.) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ ﷺ কে জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রসূল! আমার মা ইন্তেকাল করেছেন। কী ধরনের দান-সদকা তার জন্য বেশি উপকারী হবে?’ আল্লাহর রসূল ﷺ বললেন, ‘পানির ব্যবস্থা কর’। অত:পর তিনি (সা’দ) একটা পানির কূপ খনন করে তার মায়ের নামে (জন সাধারণের জন্য) উৎসর্গ করলেন।
[নাসায়ী ও মুসনাদ আহমদ]

৩। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসূল ﷺ আমার মা মৃত্যুবরণ করেছে। যদি আমি তার পক্ষে ছদকা (দান) করি তাহলে এতে তার কোনো উপকার হবে? রাসূলুল্লাহ ﷺ বললেন, হ্যাঁ। এরপর লোকটি বলল, আপনাকে সাক্ষী রেখে বলছি আমি আমার একটি ফসলের ক্ষেত তার পক্ষ থেকে সদকা করে দিলাম। [নাসায়ী হা/৩৫৯৫]

উল্লেখিত হাদিস সমূহ হতে আমরা বুঝতে পারি মৃত মানুষের কল্যাণ সাধনে আমাদের উচিৎ মৃত মানুষের নামে-

◉ মানুষের কল্যাণ হয় এমন স্থানে নলকূপ খনন করা।
◉ খাল-পুকুর খনন করা।
◉ বিদ্যালয়-মাদ্রাসা নির্মাণ করা।
◉ মসজিদ-পাঠাগার নির্মাণ করা।
◉ দ্বীনি কিতাবাদী-বই-পুস্তক দান করা।
◉ গরিব-দু:খী, অভাবী, সম্বলহীনদের দান-সদকা করা।
◉ মসজিদ, মাদরাসা, ইসলামী প্রতিষ্ঠানের জন্য স্থায়ী আয়ের ব্যবস্থা হয় -এমন সদকা বা দান।

📣🌱🌿🌻প্রশ্ন: কী করলে নিজের দোষত্রুটি নিজের কাছেই ধরা পড়বে?(নিজেকে সংশোধনের উপায়)উত্তর:মানুষের দোষত্রুটি নিয়ে সমালোচনা করা...
26/08/2025

📣🌱🌿🌻প্রশ্ন: কী করলে নিজের দোষত্রুটি নিজের কাছেই ধরা পড়বে?
(নিজেকে সংশোধনের উপায়)
উত্তর:
মানুষের দোষত্রুটি নিয়ে সমালোচনা করা এবং অন্যকে সংশোধন করার পূর্বে নিজের দোষত্রুটি সংশোধন করা বেশি গুরুত্বপূর্ণ। অথচ অধিকাংশ মানুষ নিজে ভ্রান্তির মধ্যে ডুবে থাকলেও অন্যকে সংশোধন করাতে বেশি উদগ্রীব! এটি কোনো ঈমানদারের নিকট কাম্য নয়।
আল্লাহ তাআলা বলেন,
أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ الْكِتَابَ ۚ أَفَلَا تَعْقِلُونَ
"তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ কর? তবুও কি তোমরা চিন্তা কর না?" (সূরা বাকারা: ৪৪)
আল্লাহ তাআলা আরও বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنفُسَكُمْ ۖ لَا يَضُرُّكُم مَّن ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ
"হে মুমিনগণ, তোমরা নিজেদের চিন্তা কর। তোমরা যখন সৎপথে রয়েছ, তখন কেউ পথভ্রান্ত হলে তাতে তোমাদের কোন ক্ষতি নাই।" সূরা মায়িদা: ১০৫)
সুতরাং সংশোধনীটা শুরু করুন নিজেকে দিয়ে। আমি, আপনি সবাই যদি নিজেকে পরিবর্তন করি তাহলে পাল্টে যাবে সমাজ ব্যবস্থা।

🔷 কীভাবে আমরা নিজেদের দোষত্রুটি খুঁজে পাবো?
সাধারণত: আমরা অন্যের দোষত্রুটি সহজে দেখতে পেলেও নিজের দোষগুলো দেখতে পাই না! অথচ সামান্য একটু চেষ্টায় তা সম্ভব। আর সে চেষ্টাটার নাম হল, আত্ম সমালোচনা।
কেউ যদি আত্ম সমালোচনা করে অর্থাৎ নির্জনে-একান্ত একাকীত্বে নিজের দায়িত্ব-কর্তব্য, করণীয়-বর্জনীয়, সফলতা-ব্যর্থতা এবং দোষত্রুটি নিয়ে চিন্তা-ভাবনা ও হিসাব-নিকাশ করে তাহলে তার কাছে তার নিজের ত্রুটি-বিচ্যুতি ধরা পড়বে। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে বিবেক নামক এটি আয়না দিয়েছেন। মানুষ যদি সে আয়নার সামনে নিজেকে দাঁড় করায় তাহলে তার মধ্যে কোথায় কী সমস্যা আছে তা সে পরিষ্কার দেখতে পায়। আল্লাহ তাআলা বলেন,
بَلِ الْإِنسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ
”বরং মানুষ নিজেই নিজের ব্যাপারে খুব ভালো জানে।” (সূরা কিয়ামা: ১৪)
তাই তো উমর ইবনুল খাত্তাব রা. বলতেন,
حَاسِبُوا أَنْفُسَكُمْ قَبْلَ أَنْ تُحَاسَبُوا وَزِنُوا أَنْفُسَكُمْ قَبْلَ أَنْ تُوزَنُوا فَإِنَّهُ أَهْوَنُ عَلَيْكُمْ فِي الْحِسَابِ غَدًا أَنْ تُحَاسِبُوا أَنْفُسَكُمُ الْيَوْمَ ، وَتَزَيَّنُوا لِلْعَرْضِ الأَكْبَرِ ، يَوْمَئِذٍ تُعْرَضُونَ لا تَخْفَى مِنْكُمْ خَافِيَةٌ
”তোমরা নিজেরা নিজেদের হিসাব নাও (পরকালে) হিসেবের সম্মুখীন হওয়ার পূর্বে এবং তোমরা নিজেরা নিজেদের মেপে নাও (পরকালে) তোমাদেরকে মাপার পূর্বে। কেননা, আজকের তোমার এই নিজে নিজে হিসাব-নিকাশ করাটা আগামী কালকে হিসাব দেয়ার চেয়ে অনেক সহজ। আর তোমরা বড় পরীক্ষা দেয়ার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হও। (আল্লাহ তাআলা বলেন),
يَوْمَئِذٍ تُعْرَضُونَ لا تَخْفَى مِنْكُمْ خَافِيَةٌ
“সেদিন তোমাদেরকে (আল্লাহর সামনে হিসাব-নিকাশ ও প্রতিদান প্রদানের জন্য) পেশ করা হবে, তখন তোমাদের কোনকিছুই গোপন থাকবে না” (সূরা আল-হাক্কাহ, আয়াত নং ১৮)।”
(দ্রষ্টব্য : মুহাসাবাতুন নাফস-ইবনু আবিদ দুনিয়া, ২৯ পৃষ্ঠা, হাদিস নং ২/ আয-যুহুদ লিল ইমাম আহমাদ, ১২০ পৃষ্ঠা/ আবু নাঈম-হিলইয়া, ১ম খণ্ড, ৫২ পৃষ্ঠা/ ‍মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, ১৩ খণ্ড, ২৭০ পৃষ্ঠা/ মুআত্তা ইমাম মালিক, ২য় খণ্ড, ১১১ পৃষ্ঠা প্রভৃতি)

আরবিতে একটা প্রবাদ আছে:
أبصر الناس من نظر إلى عيوبه
”সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন বা বিচক্ষণ মানুষ হল ঐ ব্যক্তি যে নিজের দোষ-ত্রুটি দেখে।”
তাই আমাদের কর্তব্য, নিজেদের দোষগুলো অনুসন্ধান করা এবং মৃত্যু দূত আমাদের দরজায় করাঘাত করার পূর্বে তওবা করে নিজেদেরকে সংশোধন করা।
সত্যি যদি প্রত্যেকেই নিজেদের ভুল-ত্রুটি, অজ্ঞতা ও অন্যায়-অপকর্মগুলো অনুসন্ধান ও সংশোধনে ব্যস্ত থাকতাম তাহলে আমাদের জীবনটা আরও সুন্দর হত, দুনিয়ায় সাফল্য ও আখিরাতে মুক্তি লাভ করা সহজ হত এবং মানুষের দোষ ধরা, সমালোচনা করা এবং অন্যের পেছনে লেগে থাকার সময় পেতাম না।
আল্লাহ তৌফিক দান করুন। আমীন।
উত্তর প্রদানে:
আবদুল্লাহিল হাদী বিন আবদুল জলীল
জুবাইল, সৌদি আরব

26/08/2025

বল্টুর বউ ゚

তালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে আমি ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার  সাথে কথা বলেছি, কেন তালাক হলো। এর মধ্যে...
26/08/2025

তালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে আমি ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার সাথে কথা বলেছি, কেন তালাক হলো। এর মধ্যে ৭২% তালাক হয়েছে ভুলবুঝা বুঝি একে অপরকে অসন্মান করার জন্য। আর ১৮℅ তালাকের কারণ পরকীয়া। ১০% তালাক স্ত্রীর উচ্চ বিলাসিতার কারণে। ৭৮℅ তালাক হয়েছে মেয়ের কারণে। ২২℅ পুরুষের দোষে।
অন্যতম আরো একটি বড় কারণ মেয়ের মায়ের কু"বুদ্ধি।

মজার বিষয় হলো ৯২℅ তালাকপ্রাপ্ত মহিলা ও পুরুষ তালাকের পরে সত্যিই অনুতপ্ত। তারা বলছে সিদ্ধান্তটি আসলে ভুলছিলো। তালাক প্রাপ্ত ৮৯℅ মেয়েদের চেষ্টা করেও আর বিয়ে হচ্ছে না।

০৪℅ মেয়ের বিয়ের প্রতি অনিহা। ০৭℅ মেয়ে পথভ্রষ্টা। ছেলেদের মধ্যে ৮৫ ℅ পূনঃবিয়ে করে সংসার করছে।

১৩℅ ছেলে বিয়ের প্রতি অনিহা। ০২ ℅ ছেলে পথভ্রষ্ট।

আরো মাজার বিষয় হলো ১ম স্ত্রীকে তালাক দেওয়া ৬৭℅ ছেলেই কুমারি মেয়ে বিয়ে করেছে। কিন্তু মেয়েরা তালাকপ্রাপ্তির যারা দ্বিতীয় বিয়ে করেছে তারা কুমার ছেলে পেয়েছে মাত্র ০০১℅।

আমি তালাকের বিরুদ্ধে তাই এই জরিপ করেছি। যারা দাম্পত্য জীবন নিয়ে হতাশ তাদের পরামর্শকের কাজ করতে চাই। চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্লিজ তালাক দেওয়ার আগে ভাবুন আবার ভাবুন। দেখুন কোনভাবে সমযতা করা যায় কিনা।

সততার পথেই সঠিক পথ যা আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয় বিয়ের পরে ১২℅ মেয়ের আবারও তালাক হয়েছে। সুতরাং আগে সতর্ক থাকুন। পরে পস্তাতে যাবেন না। আরো জেনে নিন ৮৯% মেয়ে দ্বিতীয় সংসারে অসুখি।

অপর দিকে মাত্র ০২℅ ছেলের আবারও তালাক হয়েছে আর অসুখি ০৩℅ পুরুষ।

আরও অবাক করা বিষয় হলো দ্বিতীয় তালাক দেওয়া ছেলেদের যাদের স্ত্রী হয়েছিল কোন তালাক প্রাপ্ত মহিলা। আর বিধ্বা মহিলাকে বিয়ে করে চরম সুখি ৯৩℅ পুরুষ। আশাকরি বুঝতে পারছেন।
(বিশেষ অনুরোধে প্রচারিত তথ্য)

আমাদের বর্তমান সমাজে যুবকদের বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে, বিয়ে মানে অনেক খরচ আনুষ্ঠানিকতার বোঝা চাপানো হয়েছে, বিয়েক...
26/08/2025

আমাদের বর্তমান সমাজে যুবকদের বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে, বিয়ে মানে অনেক খরচ আনুষ্ঠানিকতার বোঝা চাপানো হয়েছে, বিয়েকে সহজ করা হয়নি। অথচ বিবাহের ইসলামি নীতি হলো বিবাহকে সহজ করা, ব্যা*ভি'চা'রকে কঠিন করা।

— ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
মা-বাবাদের উদ্দেশ্যে— নিজ সন্তান প্রাপ্ত বয়স্ক হলেই বিয়ে দিন। বিবাহকে সহজ করুন। ভাই/বোন—টাকাওয়ালা - রূপবতী বিয়ে না করে, একজন প্রকৃত দ্বীনদার মানুষকে বিয়ে করুন।

পুরুষের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী উপাদান হচ্ছে জিংক। জিংক এ  তিনশও বেশি এনজাইম  থাকে যা আমাদের শর...
26/08/2025

পুরুষের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী উপাদান হচ্ছে জিংক।
জিংক এ তিনশও বেশি এনজাইম থাকে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত কার্যকরী।
যারা বলেন দুর্বল লাগে। ক্লান্ত লাগে। খাবারের রুচি নেই। চুল পড়ে যাচ্ছে। যৌ/ন জীবনে আগ্রহ কমে যাচ্ছে।
তারা একসঙ্গে দুইটা করে দৈনিক দুই বেলা খেতে পারেন। ইনশাআল্লাহ ভালো উপকার পাবেন।
ধন্যবাদ।

আল্লাহ আমাদের সাথেই আছেন......🤍
26/08/2025

আল্লাহ আমাদের সাথেই আছেন......🤍

খারাপ কিছু দেকলে কি করণীয়
25/08/2025

খারাপ কিছু দেকলে কি করণীয়

25/08/2025

রাতের অন্ধকারে আওয়ামী নেতাদের খাট কাঁপিয়ে দিনের বেলা সংসদে গিয়ে অবৈধ সংসদকে বৈধতা দানকারী Rumeen Farhana জুলাই বিপ্লবের অগ্রপথিক Hasnat Abdullah কে বলেছে ফকিন্নির বাচ্চা।

প\তি×তা রুমীনের কাছে জানতে চাই, হাসিনার কাছে প্লট ভিক্ষা চেয়েছিল কে? যারা ভিক্ষা চায় তারাই তো ফকিন্নি, হাসনাত কি কারো কাছে ভিক্ষা চেয়েছে?

Hasnat আমাদের হিরো।👊😎❤️

☝🏻তাওহীদ ( আল্লাহর একত্ববাদ) সম্পর্কে জ্ঞান অর্জন করুন। আল্লাহকে চিনুন, জানুন। আল্লাহকে ভয় করুন, ভয় করতে হলে জ্ঞান অর্...
25/08/2025

☝🏻তাওহীদ ( আল্লাহর একত্ববাদ) সম্পর্কে জ্ঞান অর্জন করুন। আল্লাহকে চিনুন, জানুন। আল্লাহকে ভয় করুন, ভয় করতে হলে জ্ঞান অর্জন করুন। কেননা
🔰মহান আল্লাহ বলেন, ..আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই কেবল তাকে ভয় করে...[সূরা ফাতির: ২৮]

আপনার অজান্তে আপনারই কিছু নিয়মিত আমলের কারনে বিভিন্ন বিপদাপদ দূর হয়!আপনি হয়তো এমন অনেক আমল নিয়মিত করছেন যার সম্পুর্ণ ফযি...
25/08/2025

আপনার অজান্তে আপনারই কিছু নিয়মিত আমলের কারনে বিভিন্ন বিপদাপদ দূর হয়!

আপনি হয়তো এমন অনেক আমল নিয়মিত করছেন যার সম্পুর্ণ ফযিলত আপনি জানেনও না! আবার, এমন অনেক আমল করছেন যার ফযিলত আপনি জানেন, কিন্তু হতে পারে আল্লাহ সুবাহানাহু ওয়া তা'য়ালা আপনাকে কিছুটা বেশিই দিচ্ছেন!

আপনি কি নিচের আমলগুলো নিয়মিত করছেন?
▫️সুন্দরভাবে ওয়াক্তমত সালাত পড়া,
▫️আয়াতুল কুরসি পড়া,
▫️সূরা ইখলাস, ফালাক্ব, নাস পড়া,
▫️দান করা,
▫️ভালো কিছুর নিয়ত করা,
▫️দৃষ্টির হিফাজত করা,
▫️জিহবার হিফাজত করা,
▫️হাত-পায়ের হিফাজত করে চলা ইত্যাদি।

আসুন কিছু আমলের ফযিলত সম্পর্কে জানা যাক:

আয়াতুল কুরসিঃ
যে ব্যক্তি সকাল বেলায় আয়াতুল কুরসী পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। আবার সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত শয়তানের অনিষ্ট থেকে মুক্ত থাকবে।
(হাকিম- ১/৫৬২)

যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসী পাঠ করবে তার জন্য আল্লাহ তা‘আলার তরফ থেকে একজন রক্ষক নিযুক্ত থাকবে এবং ভোর পর্যন্ত তার নিকট কোন শয়তান আসতে পারবে না।
(সহিহ বুখারী:২৩১১)

যে ব্যক্তি প্রত্যেক ফরয সালাতের পর আয়াতুল কুরসী পাঠ করবে তার জন্য জান্নাতে যেতে মৃত্যু ছাড়া কোন প্রতিবন্ধকতা নেই।
(সিলসিলা সহীহাহ:৯৭২)

সূরা ইখলাস-ফালাক-নাসঃ
যে ব্যক্তি সকাল-বিকাল সূরা এখলাস, ফালাক ও নাস পাঠ করে তা তাকে বালা-মুসীবত থেকে বাঁচিয়ে রাখার জন্যে যথেষ্ট হয়।
(আবু দাউদ: ৫০৮২)

দান-সদকাঃ
এবং সাদাকা পাপ মুছে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়।
(সহীহ আল জামি:২৯৫১)

যেকোন ভালো আমলের ফযিলতঃ
মহান আল্লাহ বলেছেন, কোন বান্দা যদি আল্লাহর দিকে এক-বিঘত পরিমাণ এগিয়ে যায়, তাহলে আল্লাহ তা'য়ালা এক-হাত পরিমাণ এগিয়ে আসেন। কেউ যদি এক-হাত পরিমাণ এগিয়ে আসে, তাহলে আল্লাহ এক-বাহু পরিমাণ অগ্রসর হন; আর কেউ যদি আল্লাহর দিকে হেটে আসে, আল্লাহ তা'য়ালা তার দিকে দ্রুত আসেন। (হাদিসে কুদসি:২৪)

মহান আল্লাহ তা'য়ালা আমাদের ভালো আমল করার তাওফিক দিন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন।

Address

Solimgonj
Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Bbaria24Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bbaria24Tv:

Share

Category