14/07/2025
আপন ভাইকে দেনা করে ৪০ হাজার টাকায় জেল থেকে জামিন করেছে, ভাইকে নিজের ঘরে থাকতে দিছে।
ভাই কাজ কাম করতো না, তাই যে ভাই জামিন করাইছে সে কাজ করার জন্য তাগাদা দিত।
জেল ফেরত সেই জাNoয়ার ২ টা নিষ্পাপ বাচ্চা এবং তাদের মা কে জbaই করে হত্যা করে পালিয়ে গেছে।
তিনটা লাশ পড়ে আছে বিছানায়।
জানিনা কি নির্মম ভাবে মেরেছে, হয়তো আগে মা-কে ঘুমন্ত অবস্থায় মুখ চেপে ধরে এরপর নিষ্পাপ বাচ্চাগুলোকে।
এটা যখন লিখছি আমার গা শিউরে উঠছে কল্পনা করে।
এই বাচ্চাদের জায়গায় আমি আমার ভাগিনা, ভাগ্নী দের কথা ভাবছি।
কিভাবে নিতে পারতাম জানিনা।
এই দেশের মানুষের সাইকো হয়ে যাচ্ছে দিনকে দিন,দেশের সব ক্যাটাগরির মানুষের মাঝে একধরনের হিংস্রতা, সাইকো খুনির মাইন্ডসেট তৈরী হচ্ছে।
এদের মাঝে কোন আক্ষেপ নাই, এদের মাঝে ভালো হওয়ার কোন লক্ষ্মণ নাই,এদের আদর-যত্নে রাখলেও এরা একই থাকবে।
এটা কোনভাবে সামান্য বিষয় না।
শরীরের অসুখ হলে হাসপাতালে দৌড়াদৌড়ি শুরু করে মানুষ অথচ মনের অসুখ হলে মানুষ পাত্তা দেয়না,উল্টো হাসাহাসি করে।
অথচ শারীরিক অসুস্থতার সমান-ই মানসিক অসুস্থতা।
এই দেশের সিরিয়াস গবেষণা হওয়া এবং সেটার জন্য কাজ করা ফরজ হয়ে গেছে।
খুনি খুন করে, দা নিজের খাটের নিচে রেখে, মোবাইল বিক্রি করে পালিয়ে গেছে।
মানুষ কথায় কথায় খুনে মেতে উঠে।
সামান্য কারণে মানুষ খুন করে বসে।
এদেশে তুচ্ছ ঘটনায় যে অপরাধ হয় তা মনেহয় পৃথিবীর আর কোথাও হয়না।
এরা গায়ে ধাক্কা লাগলে খুন করে,
এদের কেউ কটু কথা বললে খুন করে,
এদের নিয়ে হাসলে এরা খুন করে,
এরা বিনা কারনে মান চাইছে মারামারিতে লাগে,
এরা ফেসবুক কমেন্ট, রিয়েক্ট নিয়ে যুদ্ধ লাগাই দেই।
কোথায় যাচ্ছে মানুষের মানসিকতা?
দিন দিন সবাই সাইকো খুনি হচ্ছেনা?
আমাদের হেল্পলাইন পেইজ টি ফলো করুন সাইবার -৭১ We Hack to Protect Bangladesh