Saidur

Saidur Philosopher,Author,Student,patriot, Philanthropic ।।

29/04/2025

ভালোবাসার মূল্য না থাকলেও
অহংকারের মূল্য দিবে এই সমাজটা।

মানুষের ভাবনা _সাইদুর রহমান আপনার মিথ্যা গুণটিকে মানুষ যেভাবে প্রকাশ করবে আপনার সত্য গুণটিকে ততটা প্রকাশ করবে না কারণটা ...
28/12/2024

মানুষের ভাবনা _সাইদুর রহমান

আপনার মিথ্যা গুণটিকে মানুষ যেভাবে প্রকাশ করবে
আপনার সত্য গুণটিকে ততটা প্রকাশ করবে না
কারণটা জিজ্ঞেস করে নিজেকে আর লজ্জিত করতে চাই না

এর কারণটা আজ অজানা থাকুক
তাই আমি এগুলো পাত্তাই দেয় না আর
ছোটো-ছোটো বিষয়ে আর কান দিবো না
আমার সাফল্য পেতে হলেও
ঐ ছোটোখাটো কথা না শুনাই ঢেঢ় ভালো!

বেশ, আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকি
তাতে দূরত্ব বাড়লে বাড়ুক
কিন্তু পাশে থাকলেই হবে ,
গভীর শ্রদ্ধা আর ভালবাসা সৃজন হোক
যে থাকবে সে দূরে থেকেও পাশে থেকে ভরসা দিবে
তাইতো মানুষের কথায় চিরা ভিজানোর দরকার নেই।

দেখেছি সহজ _ সরল হয়ে
শুনেছি সাদা _ মাটা কথা
শুনেছি সেদিন তোমাদের এক সুর সস্তা কণ্ঠের ডাক!
তাই আমি কঠিন হয়ে যাবো।

শুনো, তুমি আমাকে এখনো চিনোই নি
আমি যেমন সহজ, তেমন কঠিন
আর কঠিন তো এমন কঠিন ;
কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয় না।

মন দিয়ে শুনেন,
আমার সাথে ইগো দেখাতে আসবেন না
আমি বেশ জানি এসব।
কিন্তু সত্যি কথা আপনি কষ্ট পাবেন বলে আমি আর আপনার মতো আচরণটা করতে দ্বিধাবোধ করি শতবার, বিশ্বাস করেন!

আপনি আপনার অহংকার নিয়ে শরবত খান
আপনি আপনার হিংসা দিয়ে পানি খান
আপনি আপনার বড়ত্ব নিয়ে ঘুমান
তাতে আমার কিছু আসে যাবে না,
আমি আমার মতোই সুখে শান্তিতে থাকতে পারি।

02/12/2024

ফিরিয়ে দাও সেই সোনালি দিনগুলি
~~~~~~~~~~~~~~~~~~
ফিরিয়ে দাও সেই সোনালি দিনগুলি
যখন বন্ধুরা মিলে স্কুলে যেতাম
খেলে, নেচে, গেয়ে আনন্দ করতাম
যখন চিনতাম না এই নিষ্ঠুরতাকে!
সকালে ওঠে যেতাম মক্তবে দলে দলে
শীতের কুয়াশা, চারিদিকে থমথমে ঠাণ্ডা
সেই ভোরবেলা হাঁটতে হাঁটতে মক্তবে,
বাড়িতে এসে পিঠার উৎসব
মুখে হাসি নিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়ানো
লাফিয়ে লাফিয়ে দলে দলে স্কুলে যাওয়া
সব যেনো অজানা অদৃশ্য কিছু,
স্কুলে নানান রঙের খেলাধুলা,
লাল গোলাপের মতো গোল হয়ে আড্ডা
আর দুষ্টুমিতে মেতে থাকা
স্কুল ছুটি হলে,
আনন্দ চিত্তে "ছুটি ছুটি" স্লোগানে বাড়িতে আসা
গোসল করে খাবার খাওয়ার সে যে তৃপ্তি
যা আছে তাই খেয়ে
মাঝেমধ্যে অভিমান করে বলতাম
আম্মা, আমি এটা খাবো না, ঐটা খাবো ;
তা কি উপলব্ধি করা যায়?
বিকালে বন্ধু _বান্ধব , পাড়া_ প্রতিবেশীদের
সাথে রঙবেরঙের খেলাধুলায় মেতে থাকতাম
ফিরিয়ে দাও সেই সোনালি দিনগুলি
স্কুল শেষে কলেজে গেলাম
আসলাম হোস্টেলে
জীবনে যেনো আমাবস্যার চাঁদ দেখা দিলো
আনন্দ আর ছুটোছুটি যেনো অর্ধেক কমে গেলো
হোস্টেলের খাবার
অপরিচিত এলাকা
সব মিলিয়ে এক শ্বাসরুদ্ধকর অবস্থা
তারপরও চোখে মুখে স্বপ্ন নিয়ে আসলাম বিশ্ববিদ্যালয়ে
নিজের বাড়ি ছাড়ার আকুতি
শহরের কালো হাওয়া
আর নিষ্ঠুরতা!
সব মিলিয়ে আনন্দ যেনো ধুলোয় মিশলো!
তারপরে বিভিন্ন চাপ,
শিক্ষকদের গভীরতম উদারতা
শ্বাস _নিশ্বাস বন্ধ করে ফেললো।
একদিকে পরিবারের চিন্তা
অপরদিকে ক্যারিয়ার, সমাজ, দেশ, বিশ্বকে নিয়ে ভাবা শুরু করলাম
কিন্তু সর্বোপরি পেলাম শুধু হতাশা,
কোথায় যেনো ঠাঁই নেই।
সেই নিয়মিত শিশুটা আজ কেনো অনিয়মিত হয়ে যাচ্ছে ?
চারিদিকের কোলাহল আর অবিশ্বাস আর নিতে পারছি না,
তাই বলি ফিরিয়ে দাও সেই সোনালি সোনালি দিনগুলি।

লেখা --: সাইদুর রহমান

২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা, বাংলাদেশ

08/10/2024

চলো জাগ্রত হয়

________________________
জাগো!তরুণ জাগো!
রক্ষা করবো নির্যাতিত মানব।
জয় বাংলাদেশ।
জয় মুক্তিযুদ্ধের চেতনা।
এবারের সংগ্রাম স্বাধীনতা রক্ষার সংগ্রাম।
জাগো, কবি জাগো!
জয় মানব ধর্ম।
জয়, এবার সাম্যের জয়।
জাগো,তরুণ জাগো!
জয় অধিকার বঞ্চিতদের,
যার দুঃখে আসমান কাপে।
তাকিয়ে থাকো না আর,
এবার মাথা উঁচু করো।
জাগো,বিপ্লবী বীর!
জয় ভুক্তভোগী সমাজ।
রক্ষা করবো স্বাধীনতা
বাস্তবায়ন করবো সংবিধান।

সাইদুর রহমান
ঢাকা, বাংলাদেশ

04/10/2024

পোশাক!
সাইদুর রহমান ******

_______________________
______________________
পেশাক আনন্দের অনুভূতি ,
পোশাক সুন্দরের গ্লানি।
আবার সেই পোশাকই আগুনের লাকড়ি!
যদি হয় নির্লজ্জ।
পোশাক আরামদায়ক
যদি হয় মার্জিত

পোশাক রাখা আবশ্যক ,
যা মহান তুলিতে লেখা।
হে বিকৃত পরিধানকারী,
তুমার জন্য রয়েছে নরকযন্ত্রণা।
ফ্যাশন নামে যে পোশাক পড়ো
সেটাই ভয়ানক কষ্টের কারণ হবে।
এখনো আছে সময়
ক্ষমা চাও স্রষ্টার কাছে।
আজ থেকেই আধুনিকতা নামে
অশ্লীলতা বন্ধ করো,
তবেই শান্তি আসবে উভয়কূলে

22/09/2024

বাংলাদেশ ! সাইদুর রহমান

___________________________

আমার হ্রদয়ের বাংলাদেশ!
আমি তোমায় ভালবাসি
বুকের তাজা রক্তে পাওয়া স্বাধীনতা
৫২,৬৬,৬৯, ৭১ আর ২৪ এর বিপ্লবী বীর
আমি তুমাকে ভুলবো না
না!না! না!
শেরে বাংলা, ভাসানী,রফিক ,সাঈদ,মুগ্ধ
আমরা তোমাদের ভুলবো না
বিপ্লবী,মুক্তিযোদ্ধা, ছাত্রজনতা,শহীদ, বীরাঙ্গনার
লাল সবুজের পতাকা
হারবে না ,হারবে না
সৃষ্টিকর্তা মোদের সাথে আছে
ভয় নেই ভাই, মোরা বিপ্লবী বীর

মোরা তোমার সেবায় আছি , তোমার সেবায় থাকবো
সাম্য,সুন্দর, নদীমাতৃক বাংলাদেশ!
আমি তোমায় ভালবাসি
তুমাকে আমরা ভুলবো না!

গ্রীষ্ম, বর্ষা,শরৎ,হেমন্ত, শীত,বসন্ত
আমার সোনার বাংলাদেশ

আমরা তোমাকে রক্ষা করবো
আমার হ্রদয়ের বাংলাদেশ
আমি তোমায় ভালবাসি।



৯.৭.২০২৪

07/08/2024

তরুণ প্রজন্মের প্রত্যাশা ও স্বপ্ন দেশকে নিয়ে.....

দেশটা জনগণের হবে
কোনো ক্ষমতাসীন দলের হবে না।
কোনো ভয়ের বাংলাদেশ হতে পারবে না।
কথা বলার অধিকার সকলকে দিতে হবে
কারণ বাক স্বাধীনতা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীনতা আমি মনে করি।

এখন আমাদের কাজ হলো
১.সুশাসন নিশ্চিত করা
২.সংবিধান বাস্তবায়ন করা
৩.বেদখল সম্পদকে দখলে আনা
৪.পাচারকারী, লুটপাট করা অর্থ রাষ্ট্রে আইন অনুযায়ী ফিরে আনা
৫.যারা পাচারকারী ও বেদখল করেছে তাদেরকে রাষ্ট্রীয় ও মানবাধিকার লঙ্ঘনের মামলা করে তাদেরকে বিচারের আওতায় আনা।

কোনো জুরের বাংলাদেশ হবে না
কোনো জুলুমের বাংলাদেশ হবে না
একটা স্বাধীন দেশ হিসেবে জনগণের দেশ হবে।

বারবার ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল,ছাত্রশিবির, জামায়েত এসব দ্বন্দ্ব এখন আর রাখার কোনো কারণ নাই।
বাংলাদেশ ছাত্রসমাজ সহ আপামর জনগণ যাকে চাই সেই ক্ষমতায় থাকবে।
কারণ জনগণই ক্ষমতার উৎস,সংবিধানের মতে
আর একটা স্পষ্ট বিষয় এই যুগে মানুষ জগরা,মারামারি, কাটাকাটি করার কোনো কারণ নেই।
জনগণ আপনাকে চাইলে আপনি থাকবেন
জনগণ কোনো যোগ্য নেতাকে সুযোগ দিলে আপনারা কেউ কোনো বাধা দিবেন না বা দেয়ার চেষ্টা করবেন না।
একবার গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারসহ, আপামর জনগণের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য আমলাতান্ত্রিক কর্মকর্তা, কর্মচারী সবাইকে অনুরোধ আমাদের জনগণকে সহযোগিতা করবেন।
আমাদের বিশ্বাস এই দেশটা আমেরিকা থেকেও উন্নতি করবে ইনশাআল্লাহ।
আর একটা বিষয় যারা নিহত, আহত হয়েছে এর সাথে দোষী সকলকে সবাইকে বিচারের আওতায় এনে সঠিক বিচার করুন।
আর সবাইকে মুক্তি দিন আন্দোলনের সাথে যুক্ত ভাই বোন এবং নির্বিচারে আটক যত আসামী আছে।
দেশটা এবার আমাদের জনগণের হাতে দেন।
আমরা কি করতে পারি তা দেখেন রাজনৈতিক কর্মকর্তারা।

১৯৭১ সালে যার জন্য দেশটা স্বাধীন হয়েছিল
সকলের অধিকার আদায়ের জন্য।
সেটা এবার প্রতিষ্ঠা করতে দেন।
এটা আমার অনুরোধ।
সসম্মানে সেচ্ছায় আপনারা দোষী এমপি,মন্ত্রী , প্রতিমন্ত্রী, পুলিশ, রাজনৈতিক কর্মকর্তা কর্মচারী সহ সবাই পদত্যাগ করুন।
এটা আমাদের বাংলাদেশের জনগণের দাবি।
এবার জনগণকে সহযোগিতা করবেন কি?
স্বাধীন ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছি।
আবারো কথা দিচ্ছি আমেরিকার মতো আমাদের দেশটা করতে হলে জনগণকে সহযোগিতা করবেন।
জনগণকে ক্ষমতা দেন এবার
আমরা সিদ্ধান্ত নিবো কে সরকারি চাকরিতে থাকবে বা না থাকবে সকলের সম্মতিক্রমে।
আমরা আর কোনো সংঘাত চাই না।

আমরা আমাদের নেতাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই ।
ঘুষ,দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই।
আর কেউ আমাদেরকে বাধা দিবেন না প্লিজ।

আমরা দেশের জনগণের স্বাধীনতা রক্ষা করতে চাই।
এটা বাংলাদেশের সকল মানুষ চাই।
সবাই আমরা সভ্য।
সভ্য জাতি হিসেবে বিশ্বের মধ্যে আমাদের অবস্থান দেখতে চাই।
আমরা শান্তি চাই।সুশাসন, বিচার, জনগণের স্বাধীনতা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
সংবিধান অনুযায়ী দেশ চালাবো।
আর কোনো গুলাগুলি, হামলা, মামলা করবেন না।
বাস্তবতা মেনে নিন।
তাহলে অতি সহজেই সমস্যার সমাধান হয়ে যাবে।
আর যদি যে বা যেকোনো দল বা শত্রু অরাজকতা সৃষ্টি করলে আমরা শক্ত হাতে মুকাবিলা করবো।আর আইন আমরা হাতে তুলে নিবে না।
সকল জনগণের সমর্থন লাগবে এই স্বপ্ন বাস্তবায়ন করতে।
এবারের সংগ্রাম স্বাধীনতা রক্ষার সংগ্রাম 💖💥

সবাইকে অনুরোধ করছি, এটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।
#গণতন্ত্র #বাংলাদেশ #প্রবাসি

02/08/2024

স্বাধীনতা
সাইদুর রহমান

৭১ _এ দেশকে পেয়ে
স্বাধীন হলো ক্ষমতা
২৪ এর জুলাই রক্তাক্ত বাংলাদেশ
নির্দোষে হারালাম মহাবীরদের প্রাণ
সংবিধানে জনগণ ক্ষমতার উৎস
তবুও তাঁদেরকে আক্রমণ
যৌক্তিক দাবিতে শিশু, কিশোর, শ্রমিক, শিক্ষার্থী, ডাক্তারদের গেলো তাজা প্রাণ
মন্ত্রীরা ভোগ করছে অবৈধ ক্ষমতা
করলো প্রতিহিংসার শাসন
ছাত্রলীগ করলো গণহারে আক্রমণ, হামলা,আহত,পঙ্গু, এমনকি খুন
পুলিশ তাদের সমর্থক
তারপর পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী শুরু করলো গণহারে গুলি,আহত,নিহত

চোখ,কপাল,মাথা,হাত,পা,পিঠে পর্যন্ত মারলো গুলি,
নারী,পুরুষ, শিশু,কিশোর কেউ বাদ যায়নি, অকারণে বল প্রয়োগে গ্রেপ্তার,
স্বাধীন দেশে যেনো এক পরাধীন দৃশ্য।
কোথায় করে এগুলো ওরা?
কে দিলো আদেশ?
কে দিলো অপশক্তি?
বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনিরাপদ, এদেশের সীমান্ত যেনো বিশ্ববিদ্যালয়।
স্বাধীনতা অর্জন করতে যত নির্যাতিত হয়েছিলাম,
স্বাধীনতা রক্ষা করতে তত বেশি নির্যাতন করেছে।
সেই দিন কবে আসবে?
যেদিন থাকবে না ক্ষমতার লোভ!
থাকবে মনুষ্যত্ব! হবে নিরহংকার সমাজ!
এই প্রশ্ন রাখলাম ইতিহাসে।
জুলাইয়ের ইতিহাসই যেনো জন্মভূমি রক্ষার ইতিহাস,
যে ইতিহাস নতুন প্রজন্মকে শিখাইবে,
অনিয়ম রুখে দিতে!
সত্য টিকিয়ে রাখতে!
মিথ্যা ধ্বংস করতে!
স্বাধীনতা রক্ষা করতে! সার্বভৌম বাংলাদেশ বাঁচাতে!

04/07/2024

আংশিক অংশ দেয়া হলো..
Saidur Rahman Saidur Rahman Negotiated

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saidur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share