02/08/2025
প্রতিবেদক : নিউজ ডেস্ক
বাঞ্ছারামপুরে জেলা সভাপতিকে মনির-মোমেন এর শুভেচ্ছা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সভাপতি হেফজুল বারী ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মনির গতকাল শুক্রবার বিকেলে আগমন করেন বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাহকান্দি ইউনিয়নে অনুষ্ঠিত ৮০তম শাহ রাহাত আলীর ওরশ মাহফিলে। আর এই আগমন ঘিরে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো বাঞ্ছারামপুরে।
তাদের শুভাগমনে বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মনিরুল ইসলাম এবং পৌর শ্রমিক দলের আহবায়ক মোমেন মিয়ার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ছুটে চলে ছয়ফুল্লাহকান্দি অভিমুখে। ছয়ফুল্লাহকান্দি বাজারের ফজলুর হক মার্কেট চত্বরে আয়োজিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা, যেখানে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক শ্রমিক নেতাকর্মী উপস্থিত থেকে নিজেদের দৃঢ় অবস্থান জানান দেন।
শুভেচ্ছা অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি ছিল বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা জাসাস-এর আহবায়ক এম এ সালাম, যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম ফাহাদ এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহ আজিজ শাওন-এর। তাঁদের সক্রিয় অংশগ্রহণে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বিপুল জনসমাগম ও ভালোবাসায় আপ্লুত হয়ে জেলা শ্রমিক দলের সভাপতি হেফজুল বারী বলেন,
“বাঞ্ছারামপুরের শ্রমিক নেতাদের এই ঐক্য, শৃঙ্খলা এবং ভালোবাসা আমাদের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মনির বলেন,
“যে ভালোবাসা আমরা পেয়েছি বাঞ্ছারামপুর থেকে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই শ্রমিক সমাজ আগামীর আধুনিক বাংলাদেশ বিনির্মানে রাজনীতিতে আরো সক্রিয় ভূমিকা পালন করবে।”
উপজেলা শ্রমিক দলের আহবায়ক মনিরুল ইসলাম বলেন,
“দলীয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করেছি একাত্মতা ও ভালোবাসা দিয়ে।”
পৌর শ্রমিক দলের আহবায়ক মোমেন মিয়া বলেন,
“শ্রমিকদের শক্তি, শ্রমিকদের ভালোবাসা—এই দুই-ই আজ প্রমাণ করেছে আমরা সংগঠিত। এই ঐক্যই আমাদের শক্তি।”