অদ্ভুত অনুভূতি

অদ্ভুত অনুভূতি Bangladesh

ভালোবাসা যদি সত্যি খাঁটি হয় তবে তা সময় দূরত্ব কিংবা বাধার কাছে কখনো হার মানেনা পৃথিবীতে কারো হাত ধরা যতটা সহজ সেই হাতট...
18/09/2025

ভালোবাসা যদি সত্যি খাঁটি হয় তবে তা সময় দূরত্ব কিংবা বাধার কাছে কখনো হার মানেনা পৃথিবীতে কারো হাত ধরা যতটা সহজ সেই হাতটা চিরদিন ধরে রাখা ঠিক ততটাই কঠিন। কিন্তু যারা সত্যিকারে ভালোবাসে তারা জানে কিভাবে এই বন্ধনকে অটুট রাখতে হয়, দূরত্ব কখনো ভালোবাসার অন্তরায় নয় বরং এটা পরীক্ষার মত যাদের হৃদয় সত্যি একে অপরের জন্য তারা দূরত্ব কেউ ভালবাসার গল্পের অংশ বানিয়ে নেয় হাজার মাইল দূরে থেকেও তারা অনুভব করে একে অপরের স্পর্শ প্রতিটি টেক্সট কল বা ভিডিও কলে সেই উষ্ণতা পাওয়া যায় যা কাছে থেকেও অনেকেই হারিয়ে ফেলে
সম্পর্ক শুধু কাছাকাছি থাকার বিষয় নয়
এটা হল হৃদয়ের বন্ধন একে অপরের প্রতি বিশ্বাস। এবং কঠিন সময়ে শক্ত হাতে ধরে রাখার ক্ষমতা।
তাই ভালোবাসা হাত ধরুন এমন ভাবে ধরুন যেন সময়ের সাথে সাথে এর সম্পর্ক আরও দৃঢ় হয় দূরত্ব থাকুক বা না থাকুক ভালোবাসার গল্প যেন হয় শুরু থেকে শেষ অব্দি একই রকম সুন্দর

12/09/2025

বাস্তব সত্য কথা ❤🥀🌹🖤

11/09/2025

❤️🥀🌹🖤

12/08/2025

এড্য: রফিক সিকদার প্রবীণ রাজনীতিবিদ ৩৬ বছর বিএনপি সাথে জড়িত।

06/08/2025
05/08/2025

এম এ খালেক পি এস সি সাহেবের
নেতৃত্বে আজ বাঞ্ছারামপুর উপজেলা বিজয় মিছিল।

02/08/2025

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঞ্ছারামপুরে জেলা সভাপতিকে মনির-মোমেন এর শুভেচ্ছা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সভাপতি হেফজুল বারী ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মনির গতকাল শুক্রবার বিকেলে আগমন করেন বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাহকান্দি ইউনিয়নে অনুষ্ঠিত ৮০তম শাহ রাহাত আলীর ওরশ মাহফিলে। আর এই আগমন ঘিরে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো বাঞ্ছারামপুরে।

তাদের শুভাগমনে বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মনিরুল ইসলাম এবং পৌর শ্রমিক দলের আহবায়ক মোমেন মিয়ার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ছুটে চলে ছয়ফুল্লাহকান্দি অভিমুখে। ছয়ফুল্লাহকান্দি বাজারের ফজলুর হক মার্কেট চত্বরে আয়োজিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা, যেখানে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক শ্রমিক নেতাকর্মী উপস্থিত থেকে নিজেদের দৃঢ় অবস্থান জানান দেন।

শুভেচ্ছা অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি ছিল বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা জাসাস-এর আহবায়ক এম এ সালাম, যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম ফাহাদ এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহ আজিজ শাওন-এর। তাঁদের সক্রিয় অংশগ্রহণে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বিপুল জনসমাগম ও ভালোবাসায় আপ্লুত হয়ে জেলা শ্রমিক দলের সভাপতি হেফজুল বারী বলেন,
“বাঞ্ছারামপুরের শ্রমিক নেতাদের এই ঐক্য, শৃঙ্খলা এবং ভালোবাসা আমাদের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মনির বলেন,
“যে ভালোবাসা আমরা পেয়েছি বাঞ্ছারামপুর থেকে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই শ্রমিক সমাজ আগামীর আধুনিক বাংলাদেশ বিনির্মানে রাজনীতিতে আরো সক্রিয় ভূমিকা পালন করবে।”

উপজেলা শ্রমিক দলের আহবায়ক মনিরুল ইসলাম বলেন,
“দলীয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করেছি একাত্মতা ও ভালোবাসা দিয়ে।”

পৌর শ্রমিক দলের আহবায়ক মোমেন মিয়া বলেন,
“শ্রমিকদের শক্তি, শ্রমিকদের ভালোবাসা—এই দুই-ই আজ প্রমাণ করেছে আমরা সংগঠিত। এই ঐক্যই আমাদের শক্তি।”

30/07/2025

বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকারের নামে মিথ্যা সংবাদ প্রচার।
এই বিষয়ে কথা বলেন... বাঞ্ছারামপুর উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আব্দুল আল-মামন
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ রোমান
বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম ফাহাদ।

28/07/2025

জিসান সরকার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল ও যুবদলের অনুপ্রেরণা নাম....

বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি জিসান সরকার
বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব জিসান সরকার।
বাঞ্ছারামপুর উপজেলা হাজার হাজার নেতাকর্মীদের আইডল।
৫ আগস্টের পর এই নেতা বিরুদ্ধে কোন চাঁদা বাজি কোনো রকম খারাপ কোন কাজে যুক্ত নন তিনি।
কারণ তার সততা তাকে আজ বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল ও যুবদলের আইকন বানিয়েছে।
ক্লিন ইমেজ নেতা হিসাবে যদি ছাত্রদল বা যুবদল থেকে বাচাই করেন। তাহলে নাম টি আসবে জিসান সরকার।
তিনি চাইলে ১১ মাসে বিপুল টাকার মালিক হতে পারতেন। কিন্তু তিনি দলের বাহিরে কোন রকম কাজ করেন নাই।
তিনি সর্বদায় নেতাকর্মীদের খোঁজখবর রাখেন।নেতাকর্মীদের বিপদে তিনি ঝাঁপিয়ে পড়েন।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের জনপ্রিয়তা যদি যাচাই করা হয়।
আর জিসান সরকারের জনপ্রিয়তা যদি যাচাই করা হয়। তাহলে এগিয়ে থাকবেন জিসান সরকার। কিছু গুজব লীগ বাহিনী ফেসবুকে অপপ্রচার চালায়। কিন্তু বাঞ্ছারামপুর উপজেলা তৃণমূল নেতাকর্মীরা মনে করেন।জিসান সরকারের মত নেতা কোন উপজেলায় নেই। ওয়াট পর্যায়ে থেকে জেলা পর্যন্ত। প্রতিটা নেতাকর্মী জিসান সরকারের সততা সম্পর্কে অবগত

27/07/2025

আজকে প্রতিবেদন ২য় পর্ব...

এম এ খালেক পি এস সি...
তিনি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি একমাত্র অভিভাবক।
তার জন্য বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি তৃণমূল নেতাকর্মীরা আশা বসে থাকেন, উনার নেতাকর্মীদের টাকা পয়সা লাগে না। তৃণমূল নেতাকর্মীদের কথা একটাই, এম এ খালেক একজন সৎ মানুষ। উনাকে আমরা বিশ্বাস করি। উনি যদি দুর্নীতি করতেন পুলিশে থাকাকালীন।অনেক টাকার মালিক থাকতেন। ঢাকা উত্তরাতে একটি বাড়ি ছাড়া আর কিছুই নেই।
২০০১ থেকে ২০২৫।
২৫ বছর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি হাল ধরে আছেন। বাঞ্ছারামপুর উপজেলাতে ৯৫% জনপ্রিয়তা নাম এম এ খালেক।

এম এ খালেক বলেন....
আমি পলিটিক্স ছে আশা কথা ছিলো না।
২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে কল করে, আমেরিকা থেকে এনে ব্রাহ্মণবাড়িয়া - ৬ বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি একক মনোনয়ন প্রার্থী হিসাবে ধানের শীষের প্রতীক দেন। আমি ২৫ বছর দরে আছি বাঞ্ছারামপুর। স্বৈরাচার আন্দোলনের রাজপথে ছিলাম। ২০১৮ সাথে আওয়ামী লীগ বাহিনী আমাকে সহ আমার সকল নেতাকর্মীদের আহত করেছে।
আমি রাজনীতি করে জনগণের জন্য।
কারণ আমার জীবনে আমি অনেক পেয়েছি সম্মান। কিন্তু বাঞ্ছারামপুর উপজেলা সর্বস্তরের জনগণ আমাকে চায়,
আশা করি ২০২৬ নির্বাচনে দেশনায়ক তারেক রহমান আমাকে ব্রাহ্মণবাড়িয়া -৬ বাঞ্ছারামপুর উপজেলা দায়িত্ব দিবে। অতীতের নেয় দল আমার উপর আত্মা রাখবেন

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when অদ্ভুত অনুভূতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share