26/12/2024
#আমি_লিখবো_চিঠি_দেব_তোমায়
✍️ সুমন আখন্দ
আমি লিখবো চিঠি দেব তোমায়
পাখি পৌঁছে দিও রওজায়
আমি থাকবো বসে এই আশায়
চিঠির উত্তর আসবে আমার গায়
কবে আসবে মদিনার পয়গাম?
গায়ে বাঁধবো হাজীদের ইহরাম
আমি ঘুরবো মদিনার চারিপাশ
দু’চোখে দেখবো সবুজ গম্বুজ (ঐ
তৃষ্ণায় কাতর আমার এই মন
তৃষ্ণা মেটাবে কূপ জমজম
সে পানি মাখবো আমি সারা গায়,
পাখি, পৌঁছে দিও রওজায়।
চিঠির উত্তর যদি গো না পাই
এ জীবন-মরণ সবই যে বৃথাই
যে প্রেমের চাদর ওয়াস করনীর গায়
সে প্রেম নসিব করো, ওগো আমায় (ঐ