Yonos Miah

Yonos Miah Digital Marketing Expert Hi! I'm Yonos Miah, a Digital Marketing Expert Specializing in SEO, Content Marketing, Social Media, and Video Marketing.

Let's Grow Your Online Presence Together!

,
,
,
,

22/10/2025
মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশাকে কেন এত বেশি ইগনর করে,,,দেখুন
22/10/2025

মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশাকে
কেন এত বেশি ইগনর করে,,,দেখুন

17/10/2025

ইন শা আল্লাহ
দেখা হবে বন্দরনগরী চট্টগ্রামে ,,,,

বাংলাদেশে এখন ৭০ ভাগ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ- হার্ট ডিজিজ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক। রোগগুলোর কারণ ভুল লাইফস্টাইল, এগুলো প্রতিরোধ ও নিরাময়ও সম্ভব সঠিক লাইফস্টাইল অনুসরণের মাধ্যমে।

বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ে গবেষণা চলছে কয়েক দশক ধরে। মানুষকে সঠিক লাইফস্টাইল বিষয়ে প্রশিক্ষিত করতেই ২০১০ সালে যাত্রা শুরু করে ‘কোয়ান্টাম হার্ট ক্লাব’।
হার্ট ক্লাবের কো-অর্ডিনেটর ও গবেষক ডা. মনিরুজ্জামান পরিচালনা করেন ২ দিনের বিশেষ কোর্স ‘কোয়ান্টাম হার্ট কেয়ার ওরিয়েন্টেশন’।

আগামী ১৭ ও ১৮ অক্টোবর ২০২৫
(শুক্র ও শনিবার)।
সময় :সকাল ৯- রাত ৮ টা।

এলজিইডি ভবন, ষোলশহর, চট্টগ্রামে আনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী ২ দিনের বিশেষ হার্ট কেয়ার কোর্স।


নাম নিবন্ধন :01711393010


12/10/2025
উচ্চ শিক্ষা বৃত্তি-২০২৫(শুধুমাত্র বাঞ্ছারামপুর উপজেলার শিক্ষার্থীদের জন্যপ্রযোজ্য)বাঞ্ছারামপুর উপজেলা কল্যান সমিতির উচ্চ...
12/10/2025

উচ্চ শিক্ষা বৃত্তি-২০২৫

(শুধুমাত্র বাঞ্ছারামপুর উপজেলার শিক্ষার্থীদের জন্য
প্রযোজ্য)

বাঞ্ছারামপুর উপজেলা কল্যান সমিতির
উচ্চ শিক্ষা বৃত্তির জন্য দরখাস্ত আহবান।

ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: ২০-১০-২০২৫ ইং।

https://youtu.be/wLju1g6wEEI?feature=shared
23/09/2025

https://youtu.be/wLju1g6wEEI?feature=shared

ভাইরাল ছাত্র নিলয় তৃতীয় শ্রেণির পড়ছে রাজধানী একটি স্কুলে। সে খুবই সুন্দর কবিতা আবৃত্তি কীতে পারে। কবি সুফিয়....

12/09/2025

জুলাইকে পুরিপূর্ণভাবে ধারণ করে একটাই সংবাদপত্র। সেটা আমার দেশ। আমার ইচ্ছা ছিলো আমার দেশ পত্রিকাটা ছুয়ে দেখার। সেই ইচ্ছা পূরণ হয়েছে। মনে হয়েছে পবিত্র আর শক্তিশালী কিছু স্পর্শ করছি। আমার দেশই বাংলাদেশ হয়ে উঠুক। শুভকামনা।

12/09/2025
12/09/2025
দলছুট নেতৃদ্বয়ের ডাকসু ভোটে লজ্জাজনক পরাজয়২০১৯ সালে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলে মোঃ মাহমুদুল হ...
12/09/2025

দলছুট নেতৃদ্বয়ের ডাকসু ভোটে লজ্জাজনক পরাজয়

২০১৯ সালে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলে মোঃ মাহমুদুল হাসান ছিলো জিএস প্রার্থী ২০২৫ সালে ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে নির্বাচন করেছেন সদস্য পদে। অথচ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্যানেলে এবার নির্বাচন করলে জিএস অথবা ভিপি পদে প্রতিদ্বন্দ্বীতা অনায়াসেই করতে পারতেন এবং মূল দল থেকে সমর্থনও পেতেন নির্দিধায়। কিন্তু ছাত্রদলে যোগ দিয়ে বরং কয়েকধাপ নিচের স্তরেই নির্বাচন করছেন এবং ভোট পেলেন ১৫৮৭ টি।

অন্যদিকে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ভাই ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলে পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।

২০২৪ সালে ৫ আগষ্টের পর স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ নামে একটি নির্দলীয় ছাত্র প্লাটফর্ম গঠন করে সাধারণ ছাত্রদের দাবী-দাওয়া ও অধিকার নিয়ে মাঠে ময়দানে সোচ্চার থেকে অনেকগুলো কর্ম সম্পাদন করেছেন সুচারুরূপে। যেমন ইসলামী ফোবিয়া ও হিজাব ফোবিয়া নিয়ে ব্যাপক কাজ করেন। টিএসসিতে মেয়েদের জন্য নামাজের স্থান বা মসজিদ উদ্ভোদন করেন ভিসি স্যার মহোদয়কে নিয়ে। টিএসসিতে শায়েখ আহমাদুল্লাহ হুজুরকে নিয়ে আলোচনা সভা ও জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবকে নিয়ে নাসিদ ও ইসলামী সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠানের মতো আরো অনেকগুলো কাজ করেন। যা ছিলো সম্পূর্ণ ব্যক্তিগত ও অরাজনৈতিক পরিমন্ডল থেকে এসব কর্মসূচি আয়োজন করেছিলেন। এভাবে একটি স্বতন্ত্র পরিবেশ তৈরি করেন।

যারই ফলশ্রুতিতে ২০২৫ সালে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বী করে ভোট কাস্ট হয় মাত্র ৫০৩ টি। এতে কি বুঝা গেলো, যতই কাজ করুন স্বতন্ত্রভাবে সাধারণ ছাত্ররা কখনও দলীয় পৃষ্ঠ-পোষকতা ও নিজের স্বচ্ছ ইমেজ ও সম্মিলিত সাহসি ব্যাক-কাপ ইত্যাদি অনেক কিছু বিবেচনা করে তারা ভোট দেন। অথচ সাবেক সংগঠনে এই পদটিতে যদি নির্বাচন করতেন আমার মনে হয় ভোটের পার্সেন্টেজ আরো কয়েকগুণ বেড়ে যেতো। এতে তাঁর পরিচিত, দোয়া ও সমর্থন বহুগুণ বৃদ্ধি পেতো।

যাই হোক, এ-সব অভিজ্ঞতা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা করা আরো সহজ ও পারফেক্ট হবে বলে আশা করি। ইনশাআল্লাহ।

#ডাকসু_নির্বাচন২০২৫ #জামাল_উদ্দিন_খালিদ

12/09/2025
12/09/2025

Address

Zia Sharani Road
Brahmanbaria
1236

Alerts

Be the first to know and let us send you an email when Yonos Miah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yonos Miah:

Share