পাঁচমিশালি-Panchmishali

পাঁচমিশালি-Panchmishali When I feel ignored, I distance myself😊
(70)

07/06/2025

Eid ul-Adha Mubarak,
May peace and gratitude guide your day.
— Panchmishali 💛

29/05/2025

তোমাদের মিস করছি…
কিন্তু নিজের স্বপ্নের সঙ্গে একটা বড় যুদ্ধ চলছে,
বার কাউন্সিল (এডভোকেটশিপ) পরীক্ষা।
২৮ জুন দ্বিতীয় ধাপ—লিখিত পরীক্ষা

এই সময়টা কেটে যাচ্ছে শুধু, কোচিং আর বইয়ের সঙ্গে…
তাই পেইজে সময় দিতে পারছি না।
তবুও প্রতিদিন তোমাদের ভালোবাসা পেয়ে যাচ্ছি,
সত্যি, কৃতজ্ঞ তোমাদের প্রতি 🙏
পরীক্ষার পর আবার চলে আসব,
ভুলে যেও না আমায় 😊
তোমাদের ভালোবাসা নিতে…
আর ভালোবাসা ফিরিয়ে দিতে।
সবাই আমার জন্য দোয়া করবেন 💖




24/05/2025

বাবা নেই—আজ এক বছর হলো।
ঠিক এই দিন, দুপুরবেলা,
তুমি হারিয়ে গেলে আমাদের চোখের আড়ালে।
কথা বলতে বলতে, এমন হঠাৎ করেই—
তুমি বুঝতেও পারোনি, তুমি চলে যাচ্ছো।
আমরাও বুঝতে পারিনি—
সেই কথাগুলোই হবে তোমার শেষ শব্দ,
সেই মুহূর্তটাই হবে তোমার শেষ উপস্থিতি।

২০২৪ সালের ২৪ মে —
এই দিনটা আমার জীবনে এক চিরস্থায়ী ক্ষত,
যে দিনটা আমি কখনো ভুলতে পারবো না,
আমার মৃত্যুর আগ পর্যন্ত না।

তুমি নেই, কিন্তু প্রতিটি মুহূর্তে—
তোমার স্মৃতি, তোমার ভালোবাসা
আমার চারপাশে বেঁচে আছে।
আজ তুমি আছো—শুধু ভিন্ন এক জগতে,
আমার হৃদয়ের গভীরে,
চিরকাল,
খুব বেশি মিস করি তোমায় বাবা😭😭

মৃত্যু অনিবার্য—জীবনের এই ছোট্ট সফরে আমরা দেখি নানা রঙিন স্বপ্ন,বুনি আশা আর খুঁজি তার বাস্তবতা।কিন্তু সব স্বপ্ন তো আর পূ...
23/05/2025

মৃত্যু অনিবার্য—জীবনের এই ছোট্ট সফরে আমরা দেখি নানা রঙিন স্বপ্ন,
বুনি আশা আর খুঁজি তার বাস্তবতা।
কিন্তু সব স্বপ্ন তো আর পূরণ হয় না—তার আগেই অনেককে চলে যেতে হয় নীরবে, অপ্রাপ্তির হাহাকারে।





Feeling grateful.Thank you, Facebook, for expanding the reach of my content.আর যারা Panchmishali-র সঙ্গে আছেন, পাশে আছেন...
22/05/2025

Feeling grateful.
Thank you, Facebook, for expanding the reach of my content.
আর যারা Panchmishali-র সঙ্গে আছেন, পাশে আছেন—আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি🙏❤️

তোমার অস্তিত্বই তোমার আশ্রয়—আর তাতেই লুকিয়ে থাকে প্রকৃত শান্তি।— Panchmishali
21/05/2025

তোমার অস্তিত্বই তোমার আশ্রয়—
আর তাতেই লুকিয়ে থাকে প্রকৃত শান্তি।
— Panchmishali

ভালো থাকা মানে,কারো জন্য নিজের সময়টা আটকে দেওয়া নয়।বরং এমনভাবে সময়টুকু ভাগ করা,যাতে তার একাকিত্বটা আর একা না থাকে।— ...
20/05/2025

ভালো থাকা মানে,
কারো জন্য নিজের সময়টা আটকে দেওয়া নয়।
বরং এমনভাবে সময়টুকু ভাগ করা,
যাতে তার একাকিত্বটা আর একা না থাকে।
— Panchmishali

18/05/2025

সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, দায়িত্ব আর সম্মানও 🙏গত কিছুদিনের আলোচিত ঘটনা ও খবরগুলো দেখে একটা উপলব্ধি হয়েছে,মাকে ভালোবাসা কোনো অপরাধ নয়, বরং তা গর্বের বিষয়। কিন্তু বিয়ের পর একজন স্ত্রীকেও সময়, সম্মান ও ভালোবাসা দেওয়া কোনো বিকল্প নয় ,এটা একটি দায়িত্ব যা উপেক্ষা করার সুযোগ নেই।
যদি আপনি এই দায়িত্ব পালন করতে না পারেন, তবে বিয়ে না করাই শ্রেয়। কারণ একজন মেয়ে খেলনার মতো কোনো বস্তু নয়। সে একজন মানুষ—একজন সহচর, জীবনসঙ্গী, যার পাশে দাঁড়ানো আপনার কর্তব্য।

সবার মুখে একটা হাসি থাকুক,          এই সকালে আমার এটুকুই প্রার্থনা,                 🌞GOOD MORNING🌞
18/05/2025

সবার মুখে একটা হাসি থাকুক,
এই সকালে আমার এটুকুই প্রার্থনা,
🌞GOOD MORNING🌞

অবশেষে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম😊এই পথচলায় যাঁরা পাশে ছিলেন, উৎসাহ দিয়েছেন, একটিবার হলেও লাইক-কমেন্ট করে সাপোর্ট করেছেন,...
15/05/2025

অবশেষে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম😊
এই পথচলায় যাঁরা পাশে ছিলেন, উৎসাহ দিয়েছেন, একটিবার হলেও লাইক-কমেন্ট করে সাপোর্ট করেছেন, আপনাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা❤️🫶❤️

10/05/2025

পৃথিবীর সকল মায়ের অশেষ ভালোবাসা, ত্যাগ ও শক্তিকে সম্মান জানাই🙏 HAPPY MOTHER'S DAY 💞MA💞

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাঁচমিশালি-Panchmishali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share