পাঁচমিশালি-Panchmishali

পাঁচমিশালি-Panchmishali When I feel ignored, I distance myself😊
(67)

অরণ্যের পশু হিংস্র ঠিকই,কিন্তু দৃষ্টির আড়ালে গেলেই সে শান্ত হয়ে যায়।মানুষের হিংস্রতা তবে অন্য রকম,দূরে সরে গেলেও তা ছ...
17/11/2025

অরণ্যের পশু হিংস্র ঠিকই,
কিন্তু দৃষ্টির আড়ালে গেলেই সে শান্ত হয়ে যায়।
মানুষের হিংস্রতা তবে অন্য রকম,
দূরে সরে গেলেও তা ছায়ার মতো পিছু নেয়।

24/10/2025

তাজা রূপচাঁদা মাছ (Fresh Pomfret Fish) 🐠 🐠

20/10/2025

মনে নিলেই সমস্যা😅

মানুষ বদলায়, অনুভূতি ফিকে হয়,অভিমানও একসময় নীরব হয়ে যায়…শেষমেষ শুধু একটা সত্য রয়ে যায় ,In the end, you are your own peac...
17/10/2025

মানুষ বদলায়, অনুভূতি ফিকে হয়,
অভিমানও একসময় নীরব হয়ে যায়…
শেষমেষ শুধু একটা সত্য রয়ে যায় ,
In the end, you are your own peace.

অপ্রকাশিত দুঃখের ওজনই সবচেয়ে ভারী,কারণ সেটা কাঁধে নয় ,মনে থাকে।
11/10/2025

অপ্রকাশিত দুঃখের ওজনই সবচেয়ে ভারী,
কারণ সেটা কাঁধে নয় ,মনে থাকে।

মানুষের কথা বদলায়, আচরণ বদলায়,কিন্তু রং চা? শেষ পর্যন্ত একই রং থাকে 🙂☕
10/10/2025

মানুষের কথা বদলায়, আচরণ বদলায়,
কিন্তু রং চা? শেষ পর্যন্ত একই রং থাকে 🙂☕

06/10/2025

ভাপা ডিম ( Egg Masala Curry)

আমি এই পৃথিবীতে কেবল একজনই।আমার কোনো প্রতিলিপি নেই, কোনো বিকল্প নেই।আমার মৃ**ত্যু মানেই চিরতরে সমাপ্তি,আমাকে আর নতুন করে...
04/10/2025

আমি এই পৃথিবীতে কেবল একজনই।
আমার কোনো প্রতিলিপি নেই, কোনো বিকল্প নেই।
আমার মৃ**ত্যু মানেই চিরতরে সমাপ্তি,
আমাকে আর নতুন করে গড়া যাবে না।
আমার ভেতরের জমে থাকা গল্পগুলো, অনুভূতিগুলো।
আমি যদি না বলি, তবে এই পৃথিবী আর কোনোদিন জানতে পারবে না 🙂

03/10/2025

Hotel Intercontinental Dhaka" Beauty in every corner.Intercontinental Hotel Dhaka .

নিয়ম মানুষ বানায়, মানুষই ভাঙে।চায়ে মাছি পড়লে চা ফেলে দেয়,ঘি’তে পড়লে শুধু মাছি ফেলে দেয়।এটাই জীবনের সুবিধামত বিচার🙂      ...
30/09/2025

নিয়ম মানুষ বানায়, মানুষই ভাঙে।
চায়ে মাছি পড়লে চা ফেলে দেয়,
ঘি’তে পড়লে শুধু মাছি ফেলে দেয়।
এটাই জীবনের সুবিধামত বিচার🙂

আমি গত কয়েকদিন ধরে Facebook এর মূল অ্যাপ দিয়ে নিজের বা অন্য কারও Story দেখতে পাচ্ছি না  😓আমি যা যা করলাম-*অ্যাপ আনইনস্ট...
29/07/2025

আমি গত কয়েকদিন ধরে Facebook এর মূল অ্যাপ দিয়ে নিজের বা অন্য কারও Story দেখতে পাচ্ছি না 😓
আমি যা যা করলাম-
*অ্যাপ আনইনস্টল করে আবার ইন্সটল
* দুইটা আলাদা ফোনে ট্রাই
* Cache Clear করলাম
* Settings চেক করলাম
কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। কিন্তু Facebook Lite অ্যাপে একদম ঠিকঠাক সব Story দেখা যাচ্ছে।
আপনারা কেউ কি এই সমস্যার মুখোমুখি হয়েছেন?কেউ সমাধান জানেন ?

চুপচাপ আলো,চুপচাপ খেজুর,চুপচাপ আমি........আর ক্যামেরার  ক্লিক 📷❤️                                                       ...
28/07/2025

চুপচাপ আলো,
চুপচাপ খেজুর,
চুপচাপ আমি........
আর ক্যামেরার ক্লিক 📷❤️ .

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাঁচমিশালি-Panchmishali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share