꧁Friend Vs Love꧂

꧁Friend Vs Love꧂ Its a open page for community and Business. Write your feelings without any hesitation. Thx

10/08/2025

বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।

05/08/2025

ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পরে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটা মরে যায়…!

01/08/2025

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গৃহীত প্রতিটি পদক্ষেপ এর প্রশংসা করছি। গৃহীত পদক্ষেপ গুলোর মধ্যে কিছু দৃষ্টিত পদক্ষেপ আজও জাতি প্রত্যাশা করছে।

১। মোবাইল অপারেটর গুলোর আইনি সংশোধন (টকটাইম আমার কেনা, মোবাইল আমার কেনা- তাহলে সময়ের সীমাবদ্ধতা কেন?) অতীব জরুরী।
২। স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের রেখে যাওয়া দুর্নীতির মহাখাত কারেন্টের ডিজিটাল মিটার। যা বিভিন্ন চার্জের মাধ্যমে জনসাধারণের অর্থলোট আজও চলমান। যা সংস্কারের জোর দাবি জানাচ্ছি।
৩। প্রবাসীদের কল্যাণের নামে গৃহীত পদক্ষেপ গুলো প্রশংসনীয় তবে বৃহৎ পরিসরে তা নামমাত্র। প্রবাসী কল্যাণ আইনের সংশোধন (অবসরকালীন ভাতা/বীমা/সম্পদের নিরাপত্তা/রিক রেটিং এজেন্সির দুর্নীতি) অতীব জরুরী।
৪। দেশের ব্যাংক খাতে আইনি সংস্কার (জনসাধারণ ও প্রবাসীদের জমাকৃত/সঞ্চিত অর্থের নিরাপত্তা) আজও জনসাধারণ ও প্রবাসীরা আলোর মুখ দেখেনি।

উপরোক্ত বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্বের সাথে আমলে নেওয়ার ও যথাযথ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিশেষ অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদ

31/07/2025

প্রত্যেকের জীবনেই একটি অন্ধকার রাত আছে, যা নীরবে নিভৃতে থেকে যায় চিরকাল।

25/07/2025

উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ট্রাজেডির কোনরকম এডিট ছাড়া প্রথম ভিডিও।

হে আল্লাহ! এই ট্রেজিডিতে নিহত সবাইকে জান্নাত আর আহতদের সুস্থতা দান করুন।

আমিন।

উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় কোমলমতি শিক্ষার্থী যারা নিহত হয়েছে তাদের বিদেহী আত্মার মাগফে...
21/07/2025

উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় কোমলমতি শিক্ষার্থী যারা নিহত হয়েছে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি পাশাপাশি শোকসন্ত্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

20/07/2025

নাসির উদ্দিন পাটোয়ারী নিঃসন্দেহে পারিবারিক শিক্ষা বঞ্চিত একজন অকালপক্ক উন্মাদ।

09/07/2025

জীবনে দুটি দুঃখ আছে।একটি হল ইচ্ছা অপুর্ণ থাকা, আর অন্যটি হল ইচ্ছা পুর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা।

27/06/2025

জীবনে সুখী তারাই,যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে।

সঠিক কাজ করার সাহস তার মধ্যেই আসে যে ভুল করতে ভয় পায় না।
21/06/2025

সঠিক কাজ করার সাহস তার মধ্যেই আসে যে ভুল করতে ভয় পায় না।

Address

Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when ꧁Friend Vs Love꧂ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ꧁Friend Vs Love꧂:

Share