23/06/2024
মানুষ
শ্রেষ্ঠ সৃষ্টি এ ধরিত্রী আঁচল,
মানব জাতি মহৎ গুণে হয় বিহŸল।
ভালোবাসা সততায় বাঁধা এ ভুবন,
যে জন দেখায়নি করুণা করেনি ত্যাগ,
নয়তো সে মহৎ, নয় তো মানুষ।
ধরায় আসিল যত বাধা যত বিপত্তি।
মানুষ করিল জয়, নাহি থাকে মনে ভয়।
হবে হবে হবে জয় মানুষ করিবে নিশ্চয়,
পৃথিবীর যত সুখ, কর্মেই করে ভোগ।