Puber Alo

Puber Alo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Puber Alo, News & Media Website, Kalikaccha, Brahmanbaria.

সত্য ও সুন্দরের খুঁজে "পুবের আলো"। এটি একটি অনলাইন গণমাধ্যম এবং সামাজিক ও সাংস্কৃতিক প্লাটফর্ম। এছাড়াও জনসমস্যা ও জনদূর্ভোগ তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। আমরা খবরের পেছনের খবর খুঁজে বের করার চেষ্টা করি, সাধারণ মানুষের কথাও তুলে ধরি।

18/09/2025

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ের যানজট নিরসন হবে কবে? জনদূ'র্ভোগ চর'মে!

18/09/2025

ফরিদপুর থেকে নি*খোঁজ মাদ্রাসা ছাত্র স্বাধীনের স'ন্ধান চায় পরিবার

ফরিদপুরের আটরশি চন্দ্রপাড়া থেকে নি*খোঁজ ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্র ইকবাল হোসেন স্বাধীনের স'ন্ধান মেলেনি ৯ দিনেও। এদিকে সন্তানকে হারিয়ে বাক*রুদ্ধ মা ও স্বজনদের আহা'জা'রিতে যেনো কাঁ'দছে প্রকৃতি।

খোঁজ নিয়ে জানা গেছে, নি*খোঁজ ইকবাল হোসেন স্বাধীনের বাবার বাড়ি কুমিল্লা জেলায় হলেও তারা বসবাস করে রাজধানীর মিরপুর এলাকায়। তবে স্বাধীনের বেড়ে উঠা ও শিক্ষাগ্রহণের দীর্ঘ সময় কেটেছে নানাবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে। তার পিতার নাম আপন মিয়া ও মাতা পপি আক্তার।

বুধবার (১৭ সেপ্টেম্বর) নি*খোঁজ স্বাধীনের নানি জমিলা বেগম বলেন, আমার নাতি প্রায় ৯ দিন যাবত নি*খোঁজ। অন্তরটা ক*ষ্টে ফে'টে যাচ্ছে, আমরা সকলে নানান জায়গায় খুঁ*জাখু'জি করে তার কোনো স'ন্ধান পাচ্ছি না। আমার মেয়ের জামাই ফরিদপুর আটরশি দরবার শরীফে মুরিদ হওয়ার সুবাদে সেখানে প্রায় দেড় বছর আগে আমার নাতিকে মাদ্রাসায় ভর্তি করে। সে খুব মেধাবী ও শান্ত স্বভাবের, আমার নাতিকে খুঁ*জে পেতে আপনারা সহযোগিতা করুন।
আইনী পদ'ক্ষেপের বিষয়ে তিনি বলেন, আমার নাতি যেহেতু মাদ্রাসা থেকে নি*খোঁজ হয়েছে তাই মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জিডি করা হয়েছে ফরিদপুর থানায়। পুলিশের পাশাপাশি আমরা সকলেই বিভিন্ন জায়গায় খোঁ*জাখু'জি অব্যাহত রেখেছি।

যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তবে উল্লেখিত দু'টি নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো। (01306-352018) (01984112116)।

18/09/2025

ফরিদপুর থেকে নি*খোঁজ মাদ্রাসা ছাত্র স্বাধীনের স'ন্ধান চায় পরিবার

ফরিদপুরের আটরশি চন্দ্রপাড়া থেকে নি*খোঁজ ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্র ইকবাল হোসেন স্বাধীনের স'ন্ধান মেলেনি ৯ দিনেও। এদিকে সন্তানকে হারিয়ে বাক*রুদ্ধ মা ও স্বজনদের আহা'জা'রিতে যেনো কাঁ'দছে প্রকৃতি।

খোঁজ নিয়ে জানা গেছে, নি*খোঁজ ইকবাল হোসেন স্বাধীনের বাবার বাড়ি কুমিল্লা জেলায় হলেও তারা বসবাস করে রাজধানীর মিরপুর এলাকায়। তবে স্বাধীনের বেড়ে উঠা ও শিক্ষাগ্রহণের দীর্ঘ সময় কেটেছে নানাবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে। তার পিতার নাম আপন মিয়া ও মাতা পপি আক্তার।

বুধবার (১৭ সেপ্টেম্বর) নি*খোঁজ স্বাধীনের নানি জমিলা বেগম বলেন, আমার নাতি প্রায় ৯ দিন যাবত নি*খোঁজ। অন্তরটা ক*ষ্টে ফে'টে যাচ্ছে, আমরা সকলে নানান জায়গায় খুঁ*জাখু'জি করে তার কোনো স'ন্ধান পাচ্ছি না। আমার মেয়ের জামাই ফরিদপুর আটরশি দরবার শরীফে মুরিদ হওয়ার সুবাদে সেখানে প্রায় দেড় বছর আগে আমার নাতিকে মাদ্রাসায় ভর্তি করে। সে খুব মেধাবী ও শান্ত স্বভাবের, আমার নাতিকে খুঁ*জে পেতে আপনারা সহযোগিতা করুন।
আইনী পদ'ক্ষেপের বিষয়ে তিনি বলেন, আমার নাতি যেহেতু মাদ্রাসা থেকে নি*খোঁজ হয়েছে তাই মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জিডি করা হয়েছে ফরিদপুর থানায়। পুলিশের পাশাপাশি আমরা সকলেই বিভিন্ন জায়গায় খোঁ*জাখু'জি অব্যাহত রেখেছি।

যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তবে উল্লেখিত দু'টি নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো। (01306-352018) (01984112116)।
#রিপোর্ট : Atikul Islam Efran

18/09/2025

ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌ পরিবহন মালিক সমিতির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সরাইলের অরুয়াইলে নিজ কার্যালয়ে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌ পরিবহন মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক ও অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আব্দুল আজিজ।
#রিপোর্ট : Md Badal Mia

17/09/2025

সরাইল টিঘর গ্রামে চো*রের কাছে অ'সহায় সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা পরি'স্থিতি অ'ব'নতি!
#ব্রাহ্মণবাড়িয়া

17/09/2025

ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌ পরিবহন মালিক সমিতির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সরাইলের অরুয়াইলে নিজ কার্যালয়ে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।
#রিপোর্ট : Md Badal Mia

17/09/2025

গভীর রাতেও বিশ্বরোডের যানজট...
যুক্ত আছি Atikul Islam Efran

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপুলিশ পরিদর্শকের সাথে আলোচনা ও মতবিনিময় সভাআসন্ন সার্বজনীন দূর্গাপুজা উপলক্ষে শান্তি,...
17/09/2025

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপুলিশ পরিদর্শকের সাথে আলোচনা ও মতবিনিময় সভা

আসন্ন সার্বজনীন দূর্গাপুজা উপলক্ষে শান্তি, শৃংখলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরনে মহাপুলিশ পরিদর্শক জনাব বাহারুল আলম মহোদয় ও সকল বিভাগীয় কমিশনার, সকল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, সারা দেশের সকল জেলার পুলিশ সুপারের সাথে আলোচনা ও মতবিনিময় সভায়.....

17/09/2025

ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌ পরিবহন মালিক সমিতির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সরাইল উপজেলার অরুয়াইলে নিজ কার্যালয়ে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌ পরিবহন মালিক সমিতির সভাপতি গাজী মোঃ নোয়াব মিয়া।
#রিপোর্ট : Md Badal Mia

17/09/2025

সরাইলের ভু'ক্তভোগী সেই প্রবাসীর পরিবার থানার অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা চেয়েছে।

17/09/2025

প্রবাসীর বসতঘরে দুঃ সা'হ'সি'ক চু'রি। সরাইল উপজেলা'র পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রাম থেকে যুক্ত আছি Atikul Islam Efran ;

16/09/2025

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রবাসীর বাড়িতে দুঃসা'হসিক চু*রি!

সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে প্রবাসী সিরাজ মিয়ার বাড়িতে দুঃসা'হসিক চু*রির ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর মা লিল বানু মঙ্গলবার দুপুরে সরাইল থানায় উপস্থিত হয়ে চু*রির বিষয়টি পুলিশকে অবগত করে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী লীল বানু বলেন, আমার তিন ছেলেই প্রবাসে থাকার কারণে বাড়িটি পুরুষ শূ'ন্য। দুই ছেলের পরিবার সরাইল উপজেলা সদরে'র বাড়িতে ও টিঘরের এই বাড়িতে মিলেমিশে বসবাস করে। গতকাল আমি হঠাৎ অ'সুস্থ অনুভব হলে ছেলের বউয়েরা কেউ না থাকায় ঘর ঠিকঠাকভাবে বন্ধ করে মেয়ের বাড়িতে চলে যায় ও প্রতিবেশীদের খেয়াল রাখার কথা বলে যায়। হঠাৎ আজ (মঙ্গলবার) সকাল ৬ টায় বেশক'জন আমাদের কল করে জানান আমার বসতঘরে চু*রি হয়েছে ও সবকিছু এলো'মেলো। বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক এসে দেখি বাড়ির আসবাবপত্র সব এলোমেলো ও ড্রয়ার এবং বেশকিছু মালামাল ভা*ঙা।

তিনি আরও বলেন, চু*রি হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৫,৮০,০০০ টাকা, তিন পুত্রবধূর আনুমানিক ১৫ ভরি স্বর্ণালংকার ও রাইস-কুকার, ব্লেন্ডার, আইরন, ফ্যান, বিদেশি কাপড়চোপড়, কম্বল'সহ ট্রলি পর্যন্ত নিয়ে গেছে। এছাড়াও বেশকিছু আসবাবপত্র ও দামি মালামাল ভে*ঙে ফেলেছে। আমরা ন্যায় বিচার চায়।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, লিখিত অভিযোগ আমরা পেয়েছি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Address

Kalikaccha
Brahmanbaria
3430

Alerts

Be the first to know and let us send you an email when Puber Alo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puber Alo:

Share