Mim's Vibes

Mim's Vibes "The little moments make life beautiful! Stay with Mim’s Vibes to explore aesthetics, positivity, and warmth."💫

16/05/2025

কথা দিয়েছিলো, রাখেনি। প্রতিশ্রুতিও দিয়ে ছিলো, কিন্তু সেটা শুধু ঠকানোর উপায়। তার চোখে এখন টাকা, মুখে অহংকার। নিজেকে ঠিক মনে করে, কারণ ভুল স্বীকারের সাহস তার নেই।

মানুষ বড় হয় মন দিয়ে, অভিশাপ সেই পথেই যায়, যেখানে বিশ্বাস ভাঙে আর অহংকার বাসা বাঁধে।

এসব করলে কেউ কখনো সঠিক শান্তি বা সফলতা পায় না। বহুসময় তারা নিজেরাই একাকী থেকে যায়, কারণ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে, আর টাকার জোরে অর্জিত সবই অস্থায়ী।🥀

Fahmida Sultana Mim ✍️ : Mim's Vibes

29/04/2025

কেঁদে ধরে না রাখতে পারলে হাসিমুখে ছেড়ে দাও, জীবনের অর্ধেক কষ্ট কমে যাবে!😊🖤

Mim's Vibes

28/04/2025

মানুষ আসবে, পাশে থাকার প্রতিশ্রুতি দিবে,আবার হঠাৎ করেই চলে যাবে। কিন্তু এই আসা-যাওয়ার ভিড়ে যে মানুষটি চুপচাপ তোমার পাশে থেকে যাবে সে-ই তোমার সত্যিকারের আপন।

অজস্র ভিড়ের মধ্যে, হাজারো পরিচয়ের ভিড়ে,কেউ যদি তোমাকে ঠিক তোমার মতো করে ভালোবাসে তাকে কখনো হারাতে দিও না।কারণ এমন মানুষ একবারই আসে, হয়তো পুরো জীবনের জন্য।মানুষের আসা-যাওয়ার ভিড়ে নিজেকে হারিয়ে ফেলো না।

ধৈর্য ধরো, অপেক্ষা করো। ঠিক সময়েই তোমার কাছে সেই সত্যিকারের মানুষটি এসে দাঁড়াবে।আর তখন তুমি বুঝবে, কেন এতদিন এতজনের ভিড়েও তুমি একা ছিলে।🖤🥀

Fahmida Sultana Mim ✍️ : Mim's Vibes

26/04/2025

মানুষকে ঠকানো সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা অনেক কঠিন।💬
Mim's Vibes

24/04/2025

আমাকে পাওয়া সহজ, হারানো আরও সহজ কিন্তু হারানোর পর ফিরে পাওয়া অসম্ভব....!💔
Mim's Vibes

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mim's Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share