Amader Sarail আমাদের সরাইল

Amader Sarail আমাদের সরাইল সরাইলের ইতিহাস, বিভিন্ন সংস্কৃতি বিনোদন দিয়ে পেইজটি পসারিত।
আপনার কাছে কোন তথ্য থাকলে আমাদের জানান।

★কানের পর্দা ফেটে গেলে করনীয়----কানের ভেতরের দিকে একটি পর্দার মতো থাকে, যা টিমপ্যানিক মেমব্রেন নামে পরিচিত। মধ্যকর্ণ থেক...
17/08/2025

★কানের পর্দা ফেটে গেলে করনীয়----

কানের ভেতরের দিকে একটি পর্দার মতো থাকে, যা টিমপ্যানিক মেমব্রেন নামে পরিচিত। মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণের মাঝখানে এটি পর্দা হিসেবে থাকে। এটি খুবই স্পর্শকাতর, শব্দতরঙ্গ কানের পর্দায় কম্পন তৈরি করে। এই কম্পন মধ্যকর্ণের ছোট ছোট হাড়ের মাধ্যমে অন্তঃকর্ণে পৌঁছায়। অতঃপর অন্তঃকর্ণ থেকে মস্তিষ্কে পৌঁছায়। এভাবে আমরা শুনতে পাই।
কিন্তু বহু কারণে এই পর্দা ফেটে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, ছিঁড়ে যেতে পারে। এতে শুনতে অসুবিধা হয়, কখনো কখনো শ্রবণশক্তি পুরোপুরি লোপ পায়। কানের পর্দা ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে মধ্যকর্ণে ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

পর্দা ফাটার কারণঃ

কানের পর্দা বিভিন্ন কারণে ফাটতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন-
১.কানের কোনো অসুখ যেমন-মধ্যকর্ণে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া হলে
২. কোনো কিছু দিয়ে কান খোঁচালে। যেমন-কটন বাড।
৩.কানে কোনো কিছু প্রবেশ করলে এবং অদক্ষ হাতে তা বের করার চেষ্টা করলে
৪.দুর্ঘটনা বা আঘাতে কান ক্ষতিগ্রস্ত হলে
৫.হঠাৎ কানে বাতাসের চাপ বেড়ে গেলে। যেমন-থাপ্পড় মারা, বোমা বিস্ফোরণ, অতি উচ্চ শব্দের শব্দ ইত্যাদি কারণে
৬.পানিতে ডাইভিং বা সাঁতার কাটার সময় হঠাৎ পানির বাড়তি চাপের কারণে পর্দায় চাপ পড়লে
৭. কানের অন্য অপারেশনের সময়ও কানের পর্দা ক্ষতিগ্রস্ত হলে
৮.যাদের কানের পর্দা আগে থেকেই দুর্বল বা ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষেত্রে নাক চেপে কানে বাতাস দিয়ে চাপ দিলে।

উপসর্গঃ
১.প্রথমে তীব্র ব্যথা অনুভূত হয়, যা পরবর্তী সময়ে কমে আসে

২.কান দিয়ে রক্ত পড়া। বিশেষ করে আঘাতজনিত কারণে কানের পর্দা ফেটে গেলে কান দিয়ে রক্ত পড়তে পারে

৩.কানে কম শোনা

৪.মাথা ঘোরানো বা ভার্টিগো

৫.কানে শোঁ শোঁ বা ভোঁ ভোঁ শব্দ (টিনিটাস) হওয়া।

পরীক্ষা-নিরীক্ষাঃ
অটোস্কোপের মাধ্যমে খালি চোখেই ডাক্তার বেশির ভাগ ক্ষেত্রে কানের পর্দা ফেটে গেছে কি না তা নির্ণয় করতে পারেন। এ ছাড়া কিছু পরীক্ষা-নিরীক্ষারও প্রয়োজন হতে পারে। এর মধ্যে আছে কানের ভেতর থেকে বের হওয়া তরলের কালচার পরীক্ষা, টিউনিং ফর্ক এভালুয়েশন, টিমপ্যানোমেট্রি। এগুলো থেকেও যথাযথ রোগ নির্ণয় না করা গেলে অডিওলজি টেস্ট করা হয়।

চিকিৎসাঃ
অনেকেই কানে কোনো সমস্যা হলে নিজেরাই কানের ড্রপ ব্যবহার করে, যা উচিত নয়। কানের পর্দা ফেটে গেলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া।
চান্দপুর ব্লাড ফাউন্ডেশন

বাইকারদের জন্য:💥নিচের রোগীটা হাইওয়েতে হাইস্পিডে  বাইক চালাচ্ছিলো,হেলমেট ছাড়াই।একটা পোকা চোখে লাগে,এবং চোখের সামনের পর্দা...
16/08/2025

বাইকারদের জন্য:💥

নিচের রোগীটা হাইওয়েতে হাইস্পিডে বাইক চালাচ্ছিলো,হেলমেট ছাড়াই।

একটা পোকা চোখে লাগে,এবং চোখের সামনের পর্দা ফেটে গিয়ে চোখের মনি বের হয়ে যায়।
(globe rupture with iris prolapse )

এই সিচুয়েশনে সার্জারী করলেও চোখ ভালো হবার সম্ভাবনা কম,চোখের এই সার্জারিও অনেক সময় সাপেক্ষ সবজায়গায় হয়ও না এবং costly..

-তাছাড়া চোখে পোকা পড়লে Accident হবারও সম্ভাবনা অনেক বেশি।

-হাইওয়েতে হেলমেট ব্যবহার

পোস্টটি শেয়ার করুন,সচেতন থাকুন।

© ডা. তামিম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তিনি...
12/08/2025

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তিনি প্রশংসায় ভাসছেন। জানা যায় বিশ্বরোডের যানজটে দুর্ভোগ ও দুর্দশা লাগবে গত ৩১ জুলাই তিনি জেলা প্রশাসকের নিকট ফ্লাইওভার চেয়ে চিঠি লেখেন।জনস্বার্থে এ চিঠি লেখা পড়ে সরাইল উপজেলার সর্বত্র বেশ প্রশংসা পাচ্ছেন।
অনেকেই উনার এ চিঠিকে যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন।
বিষয়টি সরকারের উর্ধ্বতন মহলে সুদৃষ্টি দানের প্রার্থনা করেন সচেতন সরাইলবাসী।

• Today's the best Photo  🌿🥰•🔴 Beautiful                                                                                ...
30/07/2025

• Today's the best Photo 🌿🥰

•🔴 Beautiful














































.Today's the best photo 🍂🌻🥰❤️Beautiful❤️
29/07/2025

.Today's the best photo 🍂🌻🥰❤️Beautiful❤️

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Amader Sarail আমাদের সরাইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share