16/09/2025
আমার এক বান্ধবী অনেক দিন ধরে তার দাম্পত্য জীবনে মানসিক কষ্ট সহ্য করছে। তার স্বামী পরকীয়ায় আসক্ত এবং সে কোনোভাবেই তাকে এই পথ থেকে ফেরাতে পারছে না। তাদের দুটি সন্তান আছে, তাই সে ডিভোর্স নিতেও চাইছে না। আমরা সবাই জানি, একজন ডিভোর্সি নারীকে সমাজে কতটা বঞ্চনার শিকার হতে হয়।
সম্প্রতি সে আমাকে একটি কথা শেয়ার করেছে, যা শুনে আমি অবাক হয়েছি। তার কথা শুনে মনে হয়েছে, মা*nসিক কষ্ট পেতে পেতে সে যেন মা*নসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং তার স্বামীর প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে। সে নাকি তার স্বামীকে নিয়ম করে প্রতিদিন দুটি করে ফেমিকন পিল খাওয়াচ্ছে। তার ধারণা, এই পিল খেলে পুরুষের শরীরে নারী হরমোন বেড়ে যায় এবং ধীরে ধীরে তার পু*রুষত্ব ন*ষ্ট হয়ে যাবে।
আমি তাকে অনেক নিষেধ করেছি, কিন্তু সে আমার কথা শুনছে না। সে বলছে, "যে স্বামী তার যৌবন অন্য নারীর কাছে বিলিয়ে দেয়, সেই যৌবন আমার দরকার নেই। তার পুরুষত্ব শেষ হয়ে গেলেও সে আমার সন্তানদের বাবা হিসেবে বেঁচে থাকুক।"
আমি চাইছি তার এই মা*নসিক সমস্যার কথা তার মায়ের সাথে আলোচনা করতে, যাতে সে একজন মানসিক বিশেষজ্ঞের চিকিৎসা নিতে পারে। আমি কি তার মাকে এই বিষয়টা জানানো উচিত হবে?