SAIDA SULTANA

SAIDA SULTANA I am a digital Marketer.solution for all your digital need.

12/09/2024

✅আপনার পেজটি নিরাপদতো?

✅একটি পেজ নিজস্ব কোন ইমেইল বা পাসওয়ার্ড থাকে না, পেজ টী আপনার আইডির মাদ্ধমে ওপেন করা হয় এবং এডমিন বা এডিটর আইডি থেকে কন্ট্রোল করা হয়। তাই অবশ্যই আপনার আইডি টী কে সেফ রাখতে হবে।

১. ফেসবুক আইডি খোলার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্রে থাকা নাম ও জন্ম তারিখ ব্যবহার করতে হবে। কখনও পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এমন পাসওয়ার্ড নির্বাচন করুন, যা অনুমান করা কঠিন।

২. Two factor authentication অন করুন। এটা Settings-এ ঢুকে Security and Logon-এ পাবেন। একটি মোবাইল নম্বর যোগ করুন যেটিতে আপনার কন্ট্রোল রয়েছে। বিদেশ ভ্রমণের সময় কিছু কোড জেনারেটেড করে রাখুন, যাতে জরুরি সময় ব্যবহার করতে পারেন।

৩. Settings-এ ঢুকে Security and Logon-এ SETTING UP EXTRA SECURITY-তে ৩/৫ জন বিশ্বস্ত contact যোগ করুন।

৪. সবার আগে গোপনীয় ও সেনসেটিভ কনভারসেশনগুলো সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। এ ছাড়া ফিশিং লিংকগুলো চিনতে চেষ্টা করুন এবং পরিহার করুন।

৩. Settings-এ ঢুকে Security and Logon-এ SETTING UP EXTRA SECURITY-তে ৩/৫ জন বিশ্বস্ত contact যোগ করুন।

৪. সবার আগে গোপনীয় ও সেনসেটিভ কনভারসেশনগুলো সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। এ ছাড়া ফিশিং লিংকগুলো চিনতে চেষ্টা করুন এবং পরিহার করুন।

৫. নিজের প্রোফাইলের লিংকটা মনে রাখুন এবং নিউমেরিক আইডিটা কোথাও টুকে রাখুন, যাতে হ্যাকড হয়ে গেলেও এটি রেফারেন্স হিসেবে রাখা যায়।

৬. যে মেইল আইডি দিয়ে ফেসবুক প্রোফাইল খুলেছেন, সেটির পাসওয়ার্ড মনে রাখুন এবং সেটি নিরাপদে রাখুন। পারলে সেটিরও টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন।

12/09/2024

I gained 4 followers, created 10 posts and received 36 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

04/09/2024

🔵ফেসবুক রিলস ভিডিও🔵

🧲ফেসবুকে সাধারণ ভিডিও ও রিলস ভিডিওর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ভিডিওর দৈর্ঘ্য। রিলস ভিডিওর দৈর্ঘ্য হতে হবে সর্বোচ্চ ৯০ সেকেন্ড এবং ভিডিও হতে হবে ভার্টিক্যাল বা লম্বালম্বি।

🧲রিলস মনিটাইজেশন করতে পেজ বা প্রফেশনাল মুডের আইডিতে অন্তত ৫ হাজার ফলোয়ার থাকতে হবে; ৫টি ইউনিক ভিডিও থাকতে হবে, যা আপনিই প্রথম আপলোড করেছেন এবং শেষ ২ মাস বা ৬০ দিনে ৬০ হাজার মিনিট ওয়াচটাইম থাকতে হবে।। জেনে রাখা ভালো, অন্যের ভিডিও দিয়ে আপনি মনিটাইজেশন করতে পারবেন না।

🧲এসব শর্ত পূরণ হওয়ার পর রিলস মনিটাইজেশন করার জন্য আবেদন করতে পারবেন। ফেসবুক আপনার পেজ ও পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কনটেন্ট মনিটাইজেশন পলিসি রিভিউ করবে। সব ঠিক থাকলে মেটা বিজনেস স্যুট, প্রফেশনাল ড্যাশবোর্ডে অথবা ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার কাঙ্ক্ষিত বার্তাটি।

🧲আপনার আবেদন একবার অনুমোদন পেয়ে গেলে রিলস থেকে আয় করতে পারবেন।🧲

29/08/2024

🟣পেজ সুরক্ষিত রাখার নিয়ম 🟣

একটি পেজ নিজস্ব কোন ইমেইল বা পাসওয়ার্ড থাকে না, পেজ টী আপনার আইডির মাদ্ধমে ওপেন করা হয় এবং এডমিন বা এডিটর আইডি থেকে কন্ট্রোল করা হয়। তাই অবশ্যই আপনার আইডি টী কে সেফ রাখতে হবে।

১. ফেসবুক আইডি খোলার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্রে থাকা নাম ও জন্ম তারিখ ব্যবহার করতে হবে। কখনও পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এমন পাসওয়ার্ড নির্বাচন করুন, যা অনুমান করা কঠিন।

২. Two factor authentication অন করুন। এটা Settings-এ ঢুকে Security and Logon-এ পাবেন। একটি মোবাইল নম্বর যোগ করুন যেটিতে আপনার কন্ট্রোল রয়েছে। বিদেশ ভ্রমণের সময় কিছু কোড জেনারেটেড করে রাখুন, যাতে জরুরি সময় ব্যবহার করতে পারেন।

৩. Settings-এ ঢুকে Security and Logon-এ SETTING UP EXTRA SECURITY-তে ৩/৫ জন বিশ্বস্ত contact যোগ করুন।

৪. সবার আগে গোপনীয় ও সেনসেটিভ কনভারসেশনগুলো সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। এ ছাড়া ফিশিং লিংকগুলো চিনতে চেষ্টা করুন এবং পরিহার করুন।

ফেসবুফেসবুক বিজনেস ভেরিফিকেশন⏩বিজনেস ভেরিফিকেশন থেকে স্টার্ট ভেরিফিকেশন এ চারটি ধাপ ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করতে হবে।🌗...
24/08/2024

ফেসবুফেসবুক বিজনেস ভেরিফিকেশন⏩

বিজনেস ভেরিফিকেশন থেকে স্টার্ট ভেরিফিকেশন এ চারটি ধাপ ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করতে হবে।

🌗প্রথমত: আপনার বিজনেস ডিটেলস দিয়ে সর্বপ্রথম আপনাকে ফরম ফিলাপ করতে হবে।

🌗দ্বিতীয়ত: আপনার ব্যবসার নামের সাথে মিল রেখে এমন একটি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট আপলোড করতে হবে।

🌗তৃতীয়ত: আপনার বিজনেসের ঠিকানা ভেরিফাই করতে গেলে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

🌗চতুর্থত: আপনার ডোমেইন ও বিজনেস কন্টাক্ট ইমেল ভেরিফাই করতে হবে।

এই চারটি ধাপ সম্পন্ন করা হয়ে গেলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার আবেদনটিকে যাচাই করে আপনার বিজনেস ম্যানেজমেন্ট একাউন্টিং ভেরিফাই করে দেবে। এবং তারপর আপনি খুব সহজেই আপনার ব্যবসায়ী কাজ প্রচলন করতে পারবেন।

21/08/2024

অনেক ব্যবসায়ী এখনো facebook Ads সম্পর্কে ধারণা রাখেন না। কেন ফেসবুকে অ্যাডস দিবেন সেটা নিয়ে এখনো কনফিউজড।

ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য অনেক কারণ আছে তা নিচে দেওয়া হলো।

➡️ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আপনি সঠিক ইউজার টার্গেট করতে পারবেন। যা অন্য কোন প্ল্যাটফরমে সম্ভব হয় না।

➡️ এখানে জেন্ডার, বয়স, দেশ, ভাষা, সংস্কৃতি ইত্যাদির উপর ভিত্তি করে অ্যাড দেওয়া যায়। এতে স্প্যাম মার্কেটিং এর সম্ভাবনা একদম শূন্যের পর্যায় থাকে।

➡️ মানুষ বেশিরভাগ সময় ফেসবুকে ভিডিও বা নিউজফিড দেখে কাটায়। এই কারণে এখানে অল্প পরিশ্রম এবং ইনভেস্টে বেশি রেসপন্স পাওয়া যায়।

➡️আপনার বিজনেসের উপর নির্ভর করে অ্যাড ফরম্যাট নির্ধারণ করতে পারবেন। এতে ক্রিয়েটিভ ভাবে বিজ্ঞাপন তৈরি করে তা প্রচার করতে পারবেন।

➡️ফেসবুকে অ্যাড তৈরি এবং ম্যানেজ

করার অ্যাক্সেস আপনার নিজের কাছেই

থাকে। প্রতিটি অ্যাড কতক্ষণ লাইভ

থাকবে এবং কতজন মানুষের কাছে
➡️ ফেসবুকে অ্যান্ড তোর এবং ন্যাণেভা করার অ্যাক্সেস আপনার নিজের কাছেই থাকে। প্রতিটি অ্যাড কতক্ষণ লাইভ থাকবে এবং কতজন মানুষের কাছে কোন ফরম্যাটে প্রদর্শিত হবে তা আপনি নিজে নির্ধারণ করতে পারবেন। এই কারণে যে কোন সময় অ্যাড বন্ধ করে বা চালু করে বাজেট কমাতে পারবেন।

➡️ফেসবুক অ্যাড থেকে অতি দ্রুত ফলাফল পাওয়া যায়। কারণ অ্যাড টার্গেটিং নিখুঁতভাবে করার কারণে অল্প সময়ে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়।

➡️ অনেক শক্তিশালী এবং ইউজার ফ্রেন্ডলি অ্যাড ম্যানেজার থাকায় মেইন্টেনেন্স করা সহজ হয়।

➡️A/B টেস্টিং এর মাধ্যমে অ্যাডের পারফর্মেন্স উন্নত করা যায়।

➡️ অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক ভিজিটর থেকে অ্যাড হাইড করা যায় এতে স্প্যাম সমস্যা কমে যায়।

তাই অনলাইন বা অফলাইন বিজনেসেও ফেসবুক অ্যাডস একটা গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্লাটফর্ম।


আমি সাইদা সুলতানা, কাজ করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে।
যে কোন প্রয়োজনে কমেন্টস অথবা ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।

04/07/2024

ফেসবুকে একটি পেইজ খুলে, কিছু প্রডাক্টের ছবি আপলোড দিয়ে, তথা কথিত বুস্ট করলেই অনলাইন বিজনেস হয়ে যায় না।

অনলাইন বিজনেস করতে গেলে আপনাকে বেশ কিছু প্রসেস ফলো করতে হবে। যেমন:

⏯️উইনিং প্রডাক্ট সিলেকশন

⏯️কমপিটিটর রিসার্স

⏯️বিজনেস প্লানিং

⏯️টেকনিক্যাল সেট আপ

⏯️কনটেন্ট ক্রিয়েশন

⏯️ফানেলিং

⏯️মার্কেটিং ইত্যাদি, ইত্যাদি।

আপনি যদি অনলাইন মার্কেটিং করতে চান তাহলে আপনার জানতে হবে

কিভাবে মার্কেট রিচার্স করে উইনিং প্রোডাক্ট বের করতে হয়। কিভাবে SWOT এনালাইসিস এর মাধ্যমে ইউনিক অফার তৈরি করে কম্পিটিটরকে বিড করতে হয়। কিভাবে প্রডাক্ট বা সার্ভিসের জন্য কন্টেন্ট তৈরি করতে হয়। কিভাবে মার্কেটিং প্ল্যান এবং ফানেল রেডি করতে হয়।

এবং পরিশেষে, কিভাবে বিজনেসকে অটোমেট করতে হয়।


এছাড়া অর্গানিক ভাবে পেজ ও পোস্টের রিচ কিভাবে বাড়ানো যায় এবং রিপিট কাস্টমার বৃদ্ধির সিক্রেট কিছু টিপস ও আপনাকে জানতে হবে।

এক কথায় বলতে গেলে একটি অনলাইন বিজনেস শুরু করতে যা যা জানা দরকার সব কিছুই জেনে যদি আপনি অনলাইন বিজনেস করতে আসেন তাহলেই আপনি ব্যবসায় উইন করতে পারবেন।

আমি সাঈদা সুলতানা,
কাজ করছি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে।
যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। whatsapp :01917335062

29/06/2024

ফেসবুক বিজনেস পেজ হলো, একটি ফেসবুক প্রোফাইল, যা কোনো প্রতিষ্ঠান, সংগঠন, ব্রান্ড, বা ব্যক্তির নামে তৈরি করা হয়ে থাকে।

• এই পেজের মাধ্যমে প্রতিষ্ঠান, সংগঠন বা ব্যক্তির সেবা, পণ্য বা বিষয়বস্তুর সম্পর্কে তথ্য প্রদান করা হয়, এছাড়াও এখানে পোস্ট, ছবি, ভিডিও, পোল, ইভেন্ট ইত্যাদি শেয়ার করা যায়।

• এছাড়াও, বিজনেস পেজ থেকে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা এবং বিভিন্ন ধরনের পরিষেবা অফার করা যায়।

একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে, আপনার ফেসবুক একাউন্ট থাকা প্রয়োজন। তারপর আপনি ফেসবুকের "পেজ তৈরি করুন" পৃষ্ঠার মাধ্যমে নতুন বিজনেস পেজ তৈরি করতে পারেন।

পেজ তৈরি করার পর, প্রয়োজনীয় তথ্য যেমন পেজের নাম, ক্যাটেগরি, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি প্রদান করতে হয়।

ফেসবুক বিজনেস পেজ আপনার ব্যবসার পরিষেবা অফার করা যায়।

• ফেসবুক বিজনেস পেজ আপনার ব্যবসার উন্নতি এবং সামাজিক মাধ্যমে প্রচারে সাহায্য করতে পারে, এবং আপনার লাভের বেশি সম্ভাবনা তৈরি করতে সাহায্য করতে পারে.

তবে বিজনেস পেজটি হতে হবে প্রফেশনাল।
লোগো ও কভার ফটোটি হতে হবে প্রফেশনাল।
এবং বিজনেস পেজটি ফুল সেটআপ থাকতে হবে।
আমি সাঈদা সুলতানা কাজ করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে।
বিস্তারিত জানতে কমেন্টস করতে পারেন...

আসসালামু আলাইকুম, আমি সাইদা সুলতানা, কাজ করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। আপনি কি আপনার ব্যবসা প্রোডাক্ট, প্রতিষ্ঠান বা পেশ...
26/06/2024

আসসালামু আলাইকুম,
আমি সাইদা সুলতানা,
কাজ করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে।

আপনি কি আপনার ব্যবসা প্রোডাক্ট, প্রতিষ্ঠান বা পেশা ফেসবুকের মাধ্যমে সেল করতে চান?

তাহলে এই সার্ভিস গুলো আপনাদের জন্য?

ফেসবুকে পেইজ ক্রিয়েট এবং সেটআপ,

পেজ অনুযায়ী লগো এবং কভার ফটো ডিজাইন,

পেইজ লাইক ফলোয়ার বৃদ্ধি করা,

অটো আনসার রিপ্লাই সেটাপ,

পেইজ লিংক কাস্টমাইজ,

ফেসবুক বুস্ট এডস ক্যাম্পেইং,

পেইজ মান্থলি ম্যানেজমেন্ট

বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ

করুন

■ WhatsApp: 01917-335062
.

24/06/2024

Assalamu Alaikum

I am SAIDA SULTANA .

I specialize in boosting digital success for professional page create and setup, E-commerce businesses and Lead Companies.

I will assist you with Properly setting up

Google Tag Manager

Google Analytics 4 (GA4)

Google Ads Conversion Tracking

LinkedIn Conversion Tracking

Facebook Conversion API

Drive your business forward with the latest in tracking technology. Contact me to maximize your online presence!

Address

Dhaka Cantonment
Cantonment
1206

Telephone

+8801911281262

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAIDA SULTANA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAIDA SULTANA:

Share