নিপা

নিপা blogger

ভো্রের শিশির উপচে পড়েছে।
ভিজা আলপথে হাঁটছি
হেঁটে ই যাচ্ছি আমি
মেঠোপথ বেয়ে
টকটকা লাল পিরান পরে।

নিপু
(2)

চলে এলাম  নীল সাগরে!ভেসে ভেসে  নীল পানিতে।
02/07/2025

চলে এলাম নীল সাগরে!
ভেসে ভেসে নীল পানিতে।

আসসালামু আলাইকুম শুভ সকাল!
01/07/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল!

30/06/2025

যে তিনটি ফারনিচার আবার

শুভ সকাল দীপ!
30/06/2025

শুভ সকাল দীপ!

আর চাইনে তোমার  নীল গোলাপনাহিদ সোলতানা নিপা গোলাপ তুমি আনোনি,খোপায় পরিয়ে ও আর  দাওনি,বেমালুম ভুলে গেলে, একদিন খুব করে গো...
28/06/2025

আর চাইনে তোমার নীল গোলাপ
নাহিদ সোলতানা নিপা
গোলাপ তুমি আনোনি,
খোপায় পরিয়ে ও আর দাওনি,
বেমালুম ভুলে গেলে,
একদিন খুব করে গোলাপ দিতে চেয়েছিলে
কিন্তু বহুদিনেও দেওয়া হয়নি।
অথচ এদিকে দেখো! হঠাৎ আমারও কি যে হলো!
গোলাপ প্রেমের কি অস্থির পিপাসা জেগে গেলো
আসোনি তুমি আর দীর্ঘকাল,
গোলাপ ও পাঠাও নি বহুকাল
নিভুনিভু হতে চল্লো আয়ুষ্কাল।
শুনেছি হরেক রঙ্গে মাতোয়ারা এখন তোমার বাগান,
মালি আর ফুলপরীদের কতো আদান প্রদান।
সুরে সুরে মিতালি সেথায়
আমার প্রতীক্ষা হয়ে গেলো ম্লান।
নেওয়া হলোনা শেষমেশ
তোমার নীল গোলাপের ঘ্রাণ,
তোমার ভুলে যাওয়া,
এদিকে আমার অপেক্ষায় থাকা
দুয়ের মিতালি হতে হতেও
আর হয়ে উঠলোনা আমার
তোমার বাগান থেকে
একটি নীল গোলাপ পাওয়া।
মাঝখান থেকে শুধু জমে জমে পাহাড় হলো
বিস্তর পরিমাণ অভিমান।

দ্বিখণ্ডিত চক্রব্যূহ ( উপন্যাস)  পর্ব১০মায়ার ছোবলনাহিদ সোলতানা নিপা কাল ই.......? বুকের ভিতর অবাধ্য কম্পন আর মুখে শুকনো ...
26/06/2025

দ্বিখণ্ডিত চক্রব্যূহ ( উপন্যাস) পর্ব১০
মায়ার ছোবল
নাহিদ সোলতানা নিপা

কাল ই.......?
বুকের ভিতর অবাধ্য কম্পন আর মুখে শুকনো হাসি নিয়ে বলে ইশিতা।
যদি একদিন পর যাই তাতে কি কিছু বদলে যাবে? এই মনে উঠা ঝড় কিঞ্চিৎ কমে যাবে?
আমি জানিনা।
কিন্তু আমি জানি আর জানি বলেই তো আগপিছ ভাবিনি। যে তারিখের টিকেট মিলেছে সে তারিখে ই চলে যাচ্ছি।

কবে ফিরবে?

হয়তো বছর দুয়েক পরে। তাও যদি তুমি বলো আসতে! তবে ফিরবো তোমায় নিতে।

আর যদি না বলি?

অস্বাভাবিক কিছু নয় বৈকি। পাথর কি আর বরফ হয় কখনো?

এতো কঠিন বিশেষণ না দিলেও পারতে........

আরিয়ান কিছু বলতে যাবে তার আগেই উঠে পড়ে ইশিতা
চলো যাওয়া যাক। অন্ধকার নেমে গেছে। আমাকে দ্রুত বাসায় ফিরতে হবে।
ঠিক বলেছো। আরো আগেই এটা ভাবা উচিত ছিলো আমার।
শোনো.....
কি
নাহ, থাক।
চোখে চোখ রাখে ইশিতা। বলবেনা তুমি? এই কন্ঠস্বর এড়িয়ে যাবে জবাববিহীন সেই সাধ্য আছে কার।
তাই আরিয়ান সাহস নিয়ে বলে ফেলে
,কাল কি আসবে এয়ারপোর্টে?
থেমে যায় ইশিতার পা.......হঠাৎ আন্দোলিত হয় খানিকের জন্য বুকের মধ্যিখানটা।

আমি পারবোনা রে।পর পর দুইদিন বাসা থেকে বের হতে দিবেনা আমায়। বলতে গিয়ে ভিজে যায় ইশিতার ফর্সা অবয়ব, অস্থির চোখ, মুখ।
নীরবতা ছেয়ে যায় রাতের নিকষ কালো আঁধারে।

চেহারায় ভর করে দুজনের কষ্টের কালো ছায়া। সময় পাঠিয়ে দেয় দুটি হৃদয়কে দুটি গন্থব্যে।

সেদিন ছিলো ব্যাথাতুর একটি স্মরণীয় রাত।সারাটারাত চোখে ঘুম ধরেনি ইশিতার। ছটফট মনটা ডানা ঝাপ্টিয়ে কিছু বলতে চাচ্ছিলো বার বার। কি চায় ওরা? স্পষ্ট ভাষায় কেনো বলেনা,কেনো অস্থিরতায় হৃদয় নাচায় বেসুরো তালে। অশান্ত মন নিয়ে উঠে পড়ে প্রিয় নিদ্রা ভেঙ্গে নির্ঘুম রাতের সাথে যুদ্ধ বাঁধিয়ে.। বিয়ের পর থেকে এক্সিডেন্টে বছরের পর বছর অসুস্থ স্বামীকে দেখতে দেখতে অভ্যস্থ হয়ে যাওয়া মেয়েটা আজ যেনো মুক্তি চায়,একটু স্বাধীনতার স্বাধ নিয়ে বাঁচতে চায়।যা অতীতে কখনো তার কাম্য ছিলোনা। আকাঙ্খাও ছিলোনা। যদি থাকতো তাহলে তো সেদিন ই রাজি হয়ে যেতো আবার বিয়ে বসতে। নিজেকে নতুন একটা জীবন দিতে, যেদিন অসুস্থতার জ্বালায় নিজের উপর বিরক্ত হয়ে মানুষটি স্বেচ্ছায় বলে বসেছিলো।তুমি আবার বিয়ে করো ইশিতা। তোমার ও তো কিছু চাওয়া পাওয়া আছে জীবনে।আমি তোমার জিবন টাকে নষ্ট করে দিতে পারিনা স্বার্থপর হয়ে।
কখনোই ন। ভাগ্যে যা ছিলো তা হয়েছে। আমি মেনে নিয়েছি।।জোর গলায় স্পষ্ট জবাব দিয়ে প্রসংগ ঘুরিয়ে নিয়েছিলো ।
আজ কেনো তবে খুলে যাচ্ছে অন্তরমন্দিরে বন্ধ করে রাখা গুটিকতেক চাওয়া পাওয়ার দরজা।কোত্থেকে আসছে এতো অদম্য সাহস যা কিঞ্চিৎ কালেও ছিলোনা তার ভীরু মনের ডানে বায়ে।
ফোন দিয়ে বলে বসে,
আরিয়ান!
আমি আসতেছি
এয়ারপোর্টে...............।

25/06/2025

হঠাৎ নিপা গ্রুপে উদ্ভট একটা পোস্ট চোখে পড়েছে আজ আমার।পোস্ট টা ছিল ১৯ জুনের। অথচ আমি খেয়াল করলাম এতদিন পর। কিভাবে হল বুঝতে পারছিনা বিধায় আপাতত সব এডমিনকে রিমুভ করে দিয়েছি।শুধু মনিরকে ছাড়া।
তাই যাদেরকে আপাতত রিমুভ করেছি তাদের কাছে অনুরুধ আপনারা প্লিজ এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

25/06/2025

সাত দিন আগে অর্ডার করেছিলাম🤙

19/06/2025

উফ টানা তিনদিন প্রচন্ড ব্যস্ততায় কাটলো।

দ্বিখণ্ডিত চক্রব্যূহ ( উপন্যাস) ৯বম পর্বযাদুমাখা স্পর্শ নাহিদ সোলতানা নিপা কি আছে ওতে?তোমার জন্য সামান্য উপহার।জানিনা পছ...
19/06/2025

দ্বিখণ্ডিত চক্রব্যূহ ( উপন্যাস) ৯বম পর্ব
যাদুমাখা স্পর্শ
নাহিদ সোলতানা নিপা

কি আছে ওতে?
তোমার জন্য সামান্য উপহার।জানিনা পছন্দ করবে কিনা।তবু দিয়ে দিলাম।যখনি পরবে মনে পড়ে যাবে আমাকে।
তোমাকে আমি ভুলে যাবো কি করে ভাবলে ইশিতা?

আমার ভাবনাতে কি ই বা আসে যায় বলো! মানুষের মন বড়ই বিচিত্র! আজ একরকম তো কাল আরেকরকম।তাই বড়ো ভয় হয়........

তাকিয়ে আছে আরিয়ান । গভীর মনোযোগে সেই ঠোঁট যুগলের ছটায়, পলক যেনো পড়েনা। কতো কথা জমে আছে তারও,সব আটকে জড়োসড়ো হয়ে আছে কেনো যে।শুধু ভাবছে, এতো এতো অনুভূতি গুলো কার জন্য বয়ে নিয়ে আসলো, যে বোঝেও বোঝেনা।যে পাথরে নীড় বেঁধেছে পাথর বনে।
দাও, কি এনেছো তবে দেখি।
হাত বাড়াতেই অকস্মাৎ ছুঁয়ে গেলো ইশিতার বাড়িয়ে দেওয়া কোমল হাতে। মূহুর্তে যেনো বিদ্যুৎ খেলে গেলো হঠাৎ দুটি হৃদয়ে,দুটি, মনে আর মননে, প্রাণের সাথে প্রাণে,কেঁপে উঠলো শিরশির করে আত্মার সাথে আত্মা। আহা! এ কেমন আভ্যন্তরীণ গোলযোগ। চমকে উঠে চোখে চোখ রাখলো ইশিতা ও।অসহ্য রকম মাদকতা সেই দৃষ্টিতে। সইতে পারা দায়! চোখ বুজে ফেলে আরিয়ান।
মন কথা বলে উঠে।তোমাকে ভালোবাসি ইশিতা! খুব বেশি ভালোবাসী।যতোটা বাসলে মৃত্যুকে কাছ থেকে দেখা যায়।যতোটা বাসলে সব ছেড়ে ছুড়ে পথে বসা যায়।
অজান্তে বেরিয়ে এলো মুখ ফুটে ,ভালোবাসি।
নড়ে উঠে ইশিতার ও ঠোঁট বলতে যাবে কিছু,,অমনি তাকে থামিয়ে দেয় আরিয়ান,

দেখো, তোমায় কিন্তু বলিনি আমি একবারও যে,আমার ভালোবাসতে হবে বলেছি,বলো? বলিনিতো। শুধু আমি বেসে যাবো একাকী নীরবে,নিভৃতে। সাজিয়ে নেবো আমার কবিতার প্রতিটা পংতিতে। ওগো চপলবতী কন্যা।

ঝড় বইছে ইশিতার প্রাণেও। প্রচন্ড কষ্টে নিজেকে কিয়দাংশ লুকিয়ে বলে বসলো, মিস করবো তোমাকে।
শুধু অতটুকুন! শুধু মিস করেই খালাস? হাহা।আর কিছুই না?

আর? কি চাও আর কিছু তুমি?

ওই পাহাড়টাকে যেটা শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। ওটাকে, ওটাকে ভেঙ্গে গুড়িয়ে দিতে চাই।
আমি পাহাড় না! অভিমানে বলে উঠে ইশিতা।
তুমি তার চেয়ে বেশি। তার চেয়ে তীব্র কঠিন।
আরিয়ান!
পাশাপাশি বসেছিলো দুজন দুজনার বিপরীতে, পাশ ফিরতেই লেগে যায় পিঠের সাথে পিঠ।আহ! আবার সেই বিদ্যুৎ খেলে যাওয়া শিহরণ, এ যেনো স্বর্গ থেকে স্বয়ং বিধাতার পাঠিয়ে দেওয়া উপহার,যা চুম্বকের মতো আকর্ষিত করছে বারবার ভালেবাসা নামক সাগরের ভয়ানেক করাল স্রোতে। যোয়ার এসে ধাক্কার পর ধাক্কা দিয়ে যাচ্ছে কতো শতবার,হাজারবার। ঠেকাবে সেই হিম্মত আছে কার?

এই পৃথিবীতে নারী পুরুষের মাঝে দুটি আকর্ষণ বিরাজ করে সময়ে অসময়ে বলে না বলে কিংবা কখনো হুটহাট।এক,শারীরিক আরেক মানষিক।
আর মানষিক হৃদ্যতা বড়েো বেশি বিপদজনক। সর্বশান্ত করে তবে ছেড়ে দেয় ভুক্তভোগী সকলকে। আর সেই মানষিক আকর্ষণ ই ঢেকে দিলো দুজনাকে কুচকুচে এক কালো মেঘে।পালতোলা এক মনের নৌকাতেই অবশেষে জায়গা হলো দুটি অশান্ত হৃদয়ের।
ছলছল চোখে বলে উঠে আরিয়ান
বিদায় তবে.........
কাল চলে যাচ্ছি এই শহর ছেড়ে।

আসসালামু আলাইকুম শুভ সকাল।
18/06/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল।

Address

Chak Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিপা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category