
25/04/2025
যেই দিন থেকে তুমি আমাদের জীবনে এসেছিলে, সেই দিন থেকে আমি আরেকজন মা পেয়েছি। আজ আমার সেই ছোট মায়ের জন্মদিন 🎉🎂
আজকের দিনটায় পৃথিবী আরও সুন্দর হয়েছিল, কারণ আমার ছোট্ট পরী জন্ম নিয়েছিল! আমার আদরের রাজকন্যা 👑, তুমি আমাদের জীবনের আলো, আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক, সুখ-সমৃদ্ধিতে ভরিয়ে দিক তোমার জীবন। শুভ জন্মদিন 🎉🎂 প্রিয় রাজকন্যা ❤️ Muskan Meher Sawdha