Cox Bulletin । কক্স বুলেটিন

Cox Bulletin । কক্স বুলেটিন সত্য উন্মোচনে সবসময়...

09/09/2025

চকরিয়ায় সন্ত্রাসী কর্তৃক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে ছুরিকাঘাত

কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ মিমাংসার কথা বলায় কলেজ পড়ুয়া শিক্ষার্থী দুই সহোদর ইসতেকার ইসলাম অর্নব (২৫) ও ইফতেকার ইসলাম অলিদ (২৭) নামে দুই কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছুরিকাঘাত করেছে কতিপয় সঙ্ঘবদ্ধ চক্র।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে কোর্ট সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অর্নব ও অলিদ, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাহারিয়াঘোনা এলাকার বীরমুক্তিযুদ্ধা ইসমাইল এর ছেলে।

09/09/2025

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের ছড়ার কুল এলাকায় ফাঁসিয়াখালী ছড়া খালের ওপর একটি সেতুর অভাবে আজও কাঠের সাঁকোতেই দুই ওয়ার্ডের জনসাধারণের চলাচলের একমাত্র ভরসা।

শুষ্ক মৌসুমে সামান্য ঝড়ো হাওয়া কিংবা কচুরিপানার জটই বাধা হয়ে দাঁড়ায় পারাপারে। আর তাতেই হাজার হাজার মানুষের নিত্যদিনের জীবনে নেমে আসে দুর্ভোগ।

জন গুরুত্বপূর্ণ এ বিষয়ে অতি দ্রুত সময়ে একটি সেতু/ব্রীজ নির্মাণে উপজেলা ও জেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

কক্সবাজারের নতুন এডিসি তাসনীম জাহান অভিনন্দন ও শুভকামনা রইলো কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন হয়েছেন চট্টগ...
08/09/2025

কক্সবাজারের নতুন এডিসি তাসনীম জাহান অভিনন্দন ও শুভকামনা রইলো

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন হয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কৃতি সন্তান তাসনীম জাহান।

এর আগে তিনি খুলনা জেলার ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্বে ছিলেন। ৮ সেপ্টেম্বর সোমবার তিনি কক্সবাজার জেলা প্রশাসনে আনুষ্ঠানিক যোগদান করেছেন।

08/09/2025

সেতু তৈরী হয়েছে কিন্তু সংযোগ নেই। বিগত ২ বছর ধরে। যাতায়াত সমস্যায় ভোগান্তিতে দুই অর্ধ লক্ষ জনগন ও পথচারী লোকেশন,চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছড়ার খোল এলাকা। নিরব ভূমিকায় প্রশাসন।

07/09/2025

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড পালাকাটা আকবরিয়া পাড়া এলাকায় সালমান ফার্সি (রাঃ) হারুনিয়া তাহফিজুল কোরআন ও এতিমখানার সাবেক পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহকে এই সম্মাননা জানানো হয়।

উল্লেখ্য যে,শিক্ষার্থী বান্ধব স্বেচ্ছায় বিদায় নেওয়া মাওলানা আব্দুল্লাহ ২০১১ সালে সালমান ফার্সি (রাঃ) হারুনিয়া তাহফিজুল কোরআন ও এতিমখানায় যোগদান করার পর থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

০৩ জুলাই বুধবার ২০২৫ইং পর্যন্ত দীর্ঘ ১৫ বছর সালমান ফার্সি (রাঃ) হারুনিয়া তাহফিজুল কোরআন ও এতিমখানায় পরিচালকের দায়িত্ব পালন করেন।

06/09/2025

নবাব বাড়ীর মেজবান প্রতি সোমবার
চকরিয়া নবাব বাড়ি কনভেনশন হলে প্রতি সোমবার মেজবানি খাবার চলবে।

লোকেশন :-
চকরিয়া উপজেলা পশু হাসপাতালের দক্ষিন পাশে উপজেলা ভূমি অফিসের মুখোমুখি স্থান।

06/09/2025

সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নের ইয়াংছা ব্রিজ সংলগ্ন কাঁঠাল ছড়া ৭নং ওয়ার্ড শামুক ছড়ার মুখ থেকে ৯নং ওয়ার্ড ত্রিপুরা পাড়া পর্যন্ত প্রায় ৩কিলো মিটার সড়কটি।

টানা বর্ষণের ফলে তিন কিলোমিটারের রাস্তার বেশিরভাগই খানা-খন্দে ভরে গেছে। এর ফলে এ রাস্তা চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

05/09/2025

চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের এক রিক্সা চালকের জমি জবর দখল করতে বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে একটি ভূমিদস্যু চক্র। ২সেপ্টম্বর বিকেল ৪টায় উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নম্বর ব্লকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগি জিয়াবুল করিমের স্ত্রী ইয়াসমিন জানান, দীর্ঘ ২৫ বছর ধরে বসত ঘর করে বসবাস করে আসছি। কিন্তু একই এলাকার ভুমি দস্যু হাবিবুর রহমানের ছেলে রহিম, আবদুল মজিদ ও আব্দুর রহিম এর ছেলে সজীব রাকিব,আব্দুর রহিম, আবদুর রহিম এর ছেলে নায়ম, রহিম সহ সংঘবদ্ধ চক্র আমার দীর্ঘ দিনের ভোগদখলের জমিটি জবরদখলের উদ্দেশ্য হামলা চালায়। বসতবাড়ি ও টিনের ঘেরা বেড়া ভাংচু করে।

✌️মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড✌️ চট্টগ্রামের অধীনে ২০২৫ সালের এস এস সি পরীক্ষায় সদ্য ঘোষিত বৃত্তির ফলাফলে চকরিয়া...
05/09/2025

✌️মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড✌️ চট্টগ্রামের অধীনে ২০২৫ সালের এস এস সি পরীক্ষায় সদ্য ঘোষিত বৃত্তির ফলাফলে চকরিয়া কোরক বিদ্যাপীঠ - থেকে মোট ২২ জন বৃত্তি পেয়েছে। তাদের তালিকা প্রকাশ করা হলো- 👎

১। মোহাম্মদ ফাহিম মুনতাসির হৃদয়
☞(১২৬২৪০) ট্যালেন্টপুল।
২। আরফাত হোছাইন
☞(১২৬৩০০) সাধারণ গ্রেড।
৩। অনিক রুদ্র
☞(১২৬২৪৪) সাধারণ গ্রেড।
৪। আল আরাফাত রাফি
☞(১২৬৩০১) সাধারণ গ্রেড।
৫। তাহিভ ইবনে হানিফ
☞(১২৬২৪৩) সাধারণ গ্রেড।
৬। সালাউদ্দিন কাদের আজাদ
☞(১২৬৩২২) সাধারণ গ্রেড।
৭। আব্দল্লাহ আল সাঈদ
☞(১২৬৩৩৪) সাধারণ গ্রেড।
৮। মোহাম্মদ তামিমুল ইসলাম
☞(১২৬২৩৮) সাধারণ গ্রেড।
৯। অংকন দে
☞(১২৬২৫৭) সাধারণ গ্রেড।
১০। শহিদ আফ্রিদি তাজিন
☞(১২৬২৩৫) সাধারণ গ্রেড।
১১। তাজিন মোহাম্মদ রাজু
☞(১২৬২৯৮) সাধারণ গ্রেড।
১২। আশেকা অন্তরা লামিছা
☞(১২৬১৪৬) সাধারণ গ্রেড।
১৩। শ্রাবন্তী সুশীল শান্তা
☞(১২৬১৬০) সাধারণ গ্রেড।
১৪। ওয়াজিহা নুর নাজিয়াত
☞(১২৬১৪২)সাধারণ গ্রেড।
১৫। শাশ্বতী চক্রবর্তী আদৃতা
☞(১২৬১৫৮) সাধারণ গ্রেড।
১৬। তাসনিম জাহান নওশীন
☞(১২৬১৪১) সাধারণ গ্রেড।
১৭। তাজিনা হক
☞(১২৬১৪৪) সাধারণ গ্রেড।
১৮। নাইমা শাওরিন রাইসা
☞(১২৬১৫২) সাধারণ গ্রেড।
১৯। সালমা খানম
☞(১২৬১৬২) সাধারণ গ্রেড।
২০। রাশেদুল ইসলাম অনিক
☞(৩২৫২৭৯) সাধারণ। গ্রেড
২১। নুসরাত তাবাসসুম ফারিহা
☞(৩২৫২২৬) সাধারণ। গ্রেড
২২। তনুস্রী দাশ
☞(৫৪২২৮০) সাধারণ গ্রেড।👤

চকরিয়ায় সড়ক ডাকাতির প্রস্তুতি কালে বন্দুকসহ ৩জনকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। ৩সেপ্টেম্বর বুধবার রাতে গ্রেফতারকৃতর...
04/09/2025

চকরিয়ায় সড়ক ডাকাতির প্রস্তুতি কালে বন্দুকসহ ৩জনকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।

৩সেপ্টেম্বর বুধবার রাতে গ্রেফতারকৃতরা হলেন চকরিয়ার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরালখালী এলাকার আবদুল্লাহ (৩৫), পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সিকদার পাড়া এলাকার মোহাম্মদ জিসান (৩০) ও কোনাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড পুরুত্যাখালী এলাকার মোহাম্মদ শাহজাহান (৪০)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, তাদের বিরুদ্ধে চকরিয়া থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতি মামলাসহ গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

আলহামদুলিল্লাহ ......
04/09/2025

আলহামদুলিল্লাহ ......

ভাষাগত দক্ষতা উন্নয়নের পরিকল্পনা চকরিয়ায় সূচনা সংগঠনের বাংলা উৎসববিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কলমে হোক বিপ্লব...
30/08/2025

ভাষাগত দক্ষতা উন্নয়নের পরিকল্পনা
চকরিয়ায় সূচনা সংগঠনের বাংলা উৎসব
বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কলমে হোক বিপ্লব, ভাষায় হোক উৎসব” স্লোগানে ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে এবং বাঙালির গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ধরে রাখার অভিপ্রায়ে কক্সবাজারের চকরিয়ায় বাংলা ভাষা উৎসবের আয়োজন করা হয়েছে।

চকরিয়া উপজেলার বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের ২০২০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘সূচনা ছাত্র সংগঠন’ এর আয়োজনে এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের পৃষ্ঠপোষকতায় শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে ৩য় বাংলা উৎসব অনুষ্ঠান।

Address

Chakari, Cox's Bazar
Chakaria
4740

Alerts

Be the first to know and let us send you an email when Cox Bulletin । কক্স বুলেটিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category