27/10/2025
চকরিয়া সাহারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক এখন শিক্ষক-
শিক্ষার্থীর গলার কাটা
কক্স বুলেটিন: বিদ্যালয়ের সম্মুখে অর্ধেক কাজ করেই লাপাত্তা ঠিকাদার। চকরিয়ার সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মানাধীন ওয়াশ ব্লকের বন্ধ কাজ শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের গলার কাটা হয়ে আছে। অর্ধনির্মিত ভবন ও সংলগ্ন সেফটি টাংকির খোলা গর্ত ও গর্ত ভর্তি পানি কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকী।
এক শিক্ষক জানান, ভারী বৃষ্টি মৌসুমের শুরুতেই ওয়াশ ব্লকের ছাদ ঢালাই দেওয়া হয়েছিল। ঢালাই দেয়ার সময় কথা ছিল দেড় মাসের মধ্যে কাজ শেষ করবে। কিন্তু ঢালাই দেয়ার পর থেকেই ঠিকাদার লাপাত্তা।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর চকরিয়ার দ্বায়িত্ব রত উপসহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস জানান,
সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লকের কাজ করছিলেন মেসার্স শাহ জব্বারিয়া কনষ্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। শুরুতেই ভাল কাজ করেছিল। কাজের ৬০% ভাগ শেষ করেছিল কিন্তু একতলার ছাদ ঢালাই করেই বিশাল গর্তের পানিভর্তি সেফটি ট্যাংক রেখে লাপাত্তা ঠিকাদার।
সহকারী প্রকৌলী আল আমিন বিশ্বাস আরো বলেন, প্রতি সপ্তাহে অগ্রগতি রিপোর্টে ঠিকাদারের উপস্থিতি নাই, কাজ শেষ করার জন্য প্রতিমাসে একটি করে নোটিস দেয়া হলেও কথা শুনছেন না ঠিকাদার ফলে কাজ বন্ধ রয়েছে।