Cox Bulletin । কক্স বুলেটিন

Cox Bulletin । কক্স বুলেটিন সত্য উন্মোচনে সবসময়...

চকরিয়া থানার সাবেক চৌকস অপারেশন অফিসার (সাব ইন্সপেক্টর) রাজীব চন্দ্র সরকার বাংলাদেশ পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদ...
03/11/2025

চকরিয়া থানার সাবেক চৌকস অপারেশন অফিসার (সাব ইন্সপেক্টর) রাজীব চন্দ্র সরকার বাংলাদেশ পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি পেয়েছেন।

এই অর্জন আপনার পেশাদারিত্বের পরিচয় উজ্জ্বল করেছে। পাশাপাশি আপনার এই একটি ভালো খবর আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আপনার কর্মময় জীবনের পথচলা শুভ হোক এটাই কাম্য।

03/11/2025

চকরিয়ায় পৌর শহরের মা ও শিশু হাসপাতালে মোঃ ফরিদ আলম (৬৫) নামে এক ব্যাক্তি ভুল চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

ককসবাজার নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইবুনাল -২ এর পিপি এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু ভাই।
31/10/2025

ককসবাজার নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইবুনাল -২ এর পিপি এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু ভাই।

30/10/2025

চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইছহাক আহমেদের পেঁপে ও লাউ বাগান হাতির আক্রমণ থেকে রক্ষায় বনবিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

ঘটনাস্থল: লম্বাখাল নাইয়ারচর, মানিকপুর ৫ নং ওয়ার্ড।

27/10/2025

চকরিয়া সাহারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক এখন শিক্ষক-
শিক্ষার্থীর গলার কাটা

কক্স বুলেটিন: বিদ্যালয়ের সম্মুখে অর্ধেক কাজ করেই লাপাত্তা ঠিকাদার। চকরিয়ার সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মানাধীন ওয়াশ ব্লকের বন্ধ কাজ শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের গলার কাটা হয়ে আছে। অর্ধনির্মিত ভবন ও সংলগ্ন সেফটি টাংকির খোলা গর্ত ও গর্ত ভর্তি পানি কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকী।

এক শিক্ষক জানান, ভারী বৃষ্টি মৌসুমের শুরুতেই ওয়াশ ব্লকের ছাদ ঢালাই দেওয়া হয়েছিল। ঢালাই দেয়ার সময় কথা ছিল দেড় মাসের মধ্যে কাজ শেষ করবে। কিন্তু ঢালাই দেয়ার পর থেকেই ঠিকাদার লাপাত্তা।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর চকরিয়ার দ্বায়িত্ব রত উপসহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস জানান,

সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লকের কাজ করছিলেন মেসার্স শাহ জব্বারিয়া কনষ্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। শুরুতেই ভাল কাজ করেছিল। কাজের ৬০% ভাগ শেষ করেছিল কিন্তু একতলার ছাদ ঢালাই করেই বিশাল গর্তের পানিভর্তি সেফটি ট্যাংক রেখে লাপাত্তা ঠিকাদার।

সহকারী প্রকৌলী আল আমিন বিশ্বাস আরো বলেন, প্রতি সপ্তাহে অগ্রগতি রিপোর্টে ঠিকাদারের উপস্থিতি নাই, কাজ শেষ করার জন্য প্রতিমাসে একটি করে নোটিস দেয়া হলেও কথা শুনছেন না ঠিকাদার ফলে কাজ বন্ধ রয়েছে।

26/10/2025

বাংলাদেশ গণঅধিকার পরিষদ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ২৬ অক্টোবর রবিবার ২০২৫ ইং ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা দুইটায় চকরিয়া থান সেন্টার নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ গনঅধিকার পরিষদ চকরিয়া উপজেলা শাখার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ সম্পাদক চকরিয়া - পেকুয়া ১ আসনের এমপি প্রার্থী আবদুল কাদের প্রাইম।

অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা................…............................চকরিয়া প্রেসক্লাবের সভাপতি ওমর আলী ভাইয়ের নতুন পথচ...
26/10/2025

অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা................…............................
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি ওমর আলী ভাইয়ের নতুন পথচলা শুভ হোক ইংরেজি পত্রিকা ডেইলি এক্সপ্রেস এর চকরিয়া উপজেলা প্রতিনিধি সহকর্মী এ এম ওমর আলী ভাই বাংলাদেশ বার কাউন্সিল কতৃক এডভোকেটশীপ লিখিত পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

25/10/2025

কক্সবাজারের চকরিয়ায় চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা চিংড়ি জোনে আধিপত্য বিস্তার নিয়ে গুলাগুলিতে মো. সিরাজ নিহতের ঘটনায় অস্ত্র সহ ২ জন আটক।

অভিযানকালে পুলিশ ঘটনায জড়িত থাকার অভিযোগে সওদাগর ঘোনা এলাকার মৃত লাল মিয়ার ছেলে কুতুব উদ্দিন, পুর্ব সওদাগরঘোনা এলাকার মৃত পেঠান এর ছেলে নুর মোহাম্মদ প্রকাশ মনিক্যা, কে একটি অস্ত্র সহ আটক করেছে।

23/10/2025

কোনাখালী ইউনিয়নের এক নাম্বার ও দুই নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের দুর্গ ছিলেন-

18/10/2025

চকরিয়ায় দেশীয় তৈরি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

শনিবার ১৮ অক্টোবর বিকাল চারটার দিকে
চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর উমখালী এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ তৌহিদ উল্লাহ (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তাঁর বাড়ি থেকে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে এসআই আরকানুল ইসলাম, এসআই জাকির হোসেন ও এএসআই আলা উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি টিম তাঁকে গ্রেফতার করে।

16/10/2025

চাকরি জাতীয়করণ,সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শিক্ষক কল্যাণ সংশ্লিষ্ট নানা দাবিতে ১৬ অক্টোবর
বৃহস্পতিবার চকরিয়া পৌরসহরের জনতা শপিং চত্বরে সমাবেশ করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

15/10/2025

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী গ্রেফতার।

Address

Chakari, Cox's Bazar
Chakaria
4740

Alerts

Be the first to know and let us send you an email when Cox Bulletin । কক্স বুলেটিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category