Azadi Tv

Azadi Tv জন দরদি ও জন মানুষের কথা বলে
Azadi Tv
ফলো দিন এবং পাশে থাকুন
আপনারও খবরও আমিই প্রচার করবো।

18/09/2025

তিমি কামলিওয়ালা
তুমি কাওসারওয়ালা
তোমারি প্রেমে গেঁথেছি ফুলেরও মালা।

নিউজ পেতে পেইজটি ফলো দিন
18/09/2025

নিউজ পেতে পেইজটি ফলো দিন

কক্সবাজার এর চকরিয়া মাতামুহুরি ব্রিজের পাশে রাস্তার উপর একটি অসহায় নবজাতককে ফেলে রেখে যাওয়া মানবতার জন্য এক বিরাট লজ্জা।...
17/09/2025

কক্সবাজার এর চকরিয়া মাতামুহুরি ব্রিজের পাশে রাস্তার উপর একটি অসহায় নবজাতককে ফেলে রেখে যাওয়া মানবতার জন্য এক বিরাট লজ্জা।

হৃদয় কাঁপানো দৃশ্য 💔
আজকের এই ছবিটা দেখার পর মনটা ভারী হয়ে গেছে। একদম নবজাতক একটি শিশু—মা-বাবার প্রথম কোলে নেওয়ার আনন্দও যে পায়নি, তাকে ফেলে রাখা হয়েছে প্রধান সড়কের রাস্তার উপর যেখানে প্রতি মিনিটে শত শত গাড়ি চলাচল করে😭। কতটা অসহায়, কতটা নিষ্ঠুর হলে কেউ এমন কাজ করতে পারে!

আসুন আমরা সমাজ হিসেবে একটু ভেবে দেখি—
🔹 এ ধরনের ঘটনা রোধে সচেতনতা ও সহমর্মিতা বাড়ানো জরুরি।
🔹 অবাঞ্ছিত গর্ভধারণ বা বিপদের সময় নিরাপদ সহায়তা পাওয়ার পথ খোলা থাকা উচিত।
🔹 শিশু বা মা—কেউই যেন এমন অমানবিক পরিণতির শিকার না হয়, সে জন্য আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।

প্রতিটি নবজাতকই আল্লাহর রহমত, পৃথিবীর জন্য একটি সম্ভাবনা। এই শিশুর জন্য দোয়া করি, যেন সে ভালোবাসা ও সুরক্ষার মধ্যে বড় হতে পারে। আমিন🤲🤲🤲
সচেতনতার জন্য শেয়ার করার অনুরোধ রাখছি🙏

আহ😪কত স্বপ্ন নিয়ে মা বাবার  সাথে দেখা করবে বলে বাড়ি যাচ্ছিলো পথের মধ্যে গাড়ি এক্সিডেন্ট করে মাথাটা মাটির সাথে পিষে গেল😭আ...
16/09/2025

আহ😪কত স্বপ্ন নিয়ে মা বাবার সাথে দেখা করবে বলে বাড়ি যাচ্ছিলো পথের মধ্যে গাড়ি এক্সিডেন্ট করে মাথাটা মাটির সাথে পিষে গেল😭
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুন ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক আমীন 🤲🤲

আদালতে হাজিরা দিতে এসে আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী ফের গ্রেপ্তারচকরিয়া সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট...
16/09/2025

আদালতে হাজিরা দিতে এসে আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী ফের গ্রেপ্তার

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দেওয়ায় পর সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী কে গ্রেপ্তার করেছে ডিবি কক্সবাজার।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা বারোটার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আমি তো অবাক
16/09/2025

আমি তো অবাক

AZADI TVসবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করুন
15/09/2025

AZADI TVসবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করুন

চকরিয়ায় বেসরকারি ক্লিনিক --ডায়াগনস্টিক সেন্টার ও   ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান!এতে রফিকুল ইসলাম (৩৫)নামে এক দাল...
15/09/2025

চকরিয়ায় বেসরকারি ক্লিনিক --ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান!

এতে রফিকুল ইসলাম (৩৫)নামে এক দালালকে গ্রেফতার করে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

কক্সবাজারের চকরিয়া পৌর শহরে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

গতকাল ১৪ সেপ্টেম্বর (রবিবার) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা:জয়নুল আবেদীন, সহকারী সার্জন ডা: সুজন ত্রিপুরা, স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) আরিফুল ইসলাম ও পুলিশের একটি টিম।

লাইসেন্স না থাকা,অপরিষ্কার পরিবেশ ও অব্যবস্থানার জন্যে এভারগ্রীন হাসপাতালকে ৫০ হাজার টাকা, হিলসাইড প্যাথোলজিকে ১০ হাজার টাকা, ল্যাব হাউজ প্যাথোলজিকে ১০ হাজার টাকা,,এবং ওশানসিটি মার্কেটের হাসান ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা, এল কে ফার্মেসীকে ৫ হাজার টাকা, হুমায়ুন ফার্মেসীকে ২ হাজার টাকা মোট:৮২০০০টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন:- “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা প্রশাসন সবসময় কাজ করছে। অনিয়মকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

15/09/2025

Airin Nowshad

আপনি কোনটা??
13/09/2025

আপনি কোনটা??

ভোট দিই কার কাকে পছন্দ জানান?
09/09/2025

ভোট দিই কার কাকে পছন্দ জানান?

15/01/2025

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই

Address

Chakaria

Alerts

Be the first to know and let us send you an email when Azadi Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category