Vlogview bd

Vlogview bd This page dedicated to Travelling & vlog, Specially We make videos of vlog. If you are entering Travelling & vlog video then this is the right page for you.
(1)

11/08/2025

ঐতিহ্যবাহী কাজির হাট বাজার চট্টগ্রাম - Kazir Hat Bazar Chattogram #কাজিরহাট

খাতা চ্যালেঞ্জ করে হাসি ফুটলো এই শিক্ষার্থীদের    #খাতা_চ্যালেঞ্জ  ি২০২৫
11/08/2025

খাতা চ্যালেঞ্জ করে হাসি ফুটলো এই শিক্ষার্থীদের
#খাতা_চ্যালেঞ্জ ি২০২৫

গল্প: ক্ষমতার অপব্যবহার – এক নীরব শিক্ষা!আলিফ সদ্য এসএসসি শেষ করেছে। প্রয়োজনীয় কিছু কাগজ নিতে গেল নির্ধারিত অফিসে।অফিসে ...
11/08/2025

গল্প: ক্ষমতার অপব্যবহার – এক নীরব শিক্ষা!

আলিফ সদ্য এসএসসি শেষ করেছে। প্রয়োজনীয় কিছু কাগজ নিতে গেল নির্ধারিত অফিসে।
অফিসে ঢুকেই দেখলো—ভিড়! লম্বা লাইন, সবাই অপেক্ষা করছে কখন সিরিয়াল আসবে।
আলিফও চুপচাপ লাইনে দাঁড়িয়ে গেল।

হঠাৎ, তার এলাকার এক বড় ভাই এসে বললো,
— "কিরে আলিফ? এখানে কী করছো?"

আলিফ বললো তার প্রয়োজনের কথা।
বড় ভাই হেসে বললো,
— "আমার কথা বললেই তো হয়ে যেতো, সবার আগে পেয়ে যেতে। আসো!"

দু’জনে মিলে সরাসরি ২০ জনের আগে গিয়ে কাজটা করিয়ে ফেলল।
কাজ হয়ে গেলে আলিফ মনে মনে একটু অবাক হলো।

এই বড় ভাই তো কিছুদিন আগে স্কুলের অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন—

"কখনো অন্যায় করবে না, ক্ষমতার অপব্যবহার করবে না, কাউকে জুলুম করবে না।"

কিন্তু আজ সে নিজেই তার উল্টো কাজ করলো!

বাসায় ফেরার পথে আলিফ ভাবছিল—
"সবকিছু সহজেই পাওয়া যায়, যদি পাশে এমন কেউ থাকে।"

ঠিক তখনই রাস্তায় এক লোকের সাথে ধাক্কা লাগলো। আলিফ ক্ষমা চাইলেও লোকটি রেগে গিয়ে কথা শোনাতে লাগলো।

হঠাৎ আলিফের মনে পড়লো সেই বড় ভাইয়ের কথা। সে ফোন করে সব বললো।

বড় ভাই এসে লোকটিকে কয়েকটা চ-ড়-থা-প্পড় মে-রে ভ-য় দেখিয়ে দিল। যে লোক কিছুক্ষণ আগে রাগ দেখাচ্ছিল, এখন সে ভয়ে কাঁপছে।

সেদিন থেকে আলিফ শিখে গেল—
✅ ক্ষমতার জোরে সব সহজ
✅ মানুষ ভয় পায়
✅ অন্যায় করেও পার পাওয়া যায়

এরপর সে নিজেই বড় ভাইয়ের প্রভাব খাটাতে শুরু করলো। লাইন ভাঙা, অন্যায় করা—সব তার কাছে স্বাভাবিক হয়ে গেল। ক্ষমতার অপব্যবহার শুধু অন্যায় নয়—এটি মানুষের চরিত্র নষ্ট করে দেয়।

চট্টগ্রাম ❤️জামাল খান।
11/08/2025

চট্টগ্রাম ❤️জামাল খান।

হযরত গাজী ভঙ্গী শাহ্ (রা:) মাজার, স্টেশন রোড, চট্টগ্রাম - Chattogram Bangladesh❤️
10/08/2025

হযরত গাজী ভঙ্গী শাহ্ (রা:) মাজার, স্টেশন রোড, চট্টগ্রাম - Chattogram Bangladesh❤️

আপনার এলাকায় এইটাকে কি নামে চিনে সবাই  #স্ট্যাটাস
09/08/2025

আপনার এলাকায় এইটাকে কি নামে চিনে সবাই #স্ট্যাটাস

08/08/2025
মানুষের পতন সেই সময় শুরুহয়ে যায়, যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেওয়া হয়।
08/08/2025

মানুষের পতন সেই সময় শুরু
হয়ে যায়, যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেওয়া হয়।

📊 দারিদ্র্যের দিক থেকে শীর্ষে চট্টগ্রাম বিভাগ!বাংলাদেশে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বাস ✅👉 চট্টগ্রাম বিভাগে, যেখানে ২১.৯৩...
07/08/2025

📊 দারিদ্র্যের দিক থেকে শীর্ষে চট্টগ্রাম বিভাগ!

বাংলাদেশে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বাস ✅
👉 চট্টগ্রাম বিভাগে, যেখানে ২১.৯৩% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।

🗺️ জেলার হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র্য দেখা যায় —
👉 বান্দরবান জেলায়, যেখানে ৬৫.৩৬% মানুষ দারিদ্র্যসীমার নিচে!

🤔 এই চিত্র আমাদের মনে করিয়ে দেয়, উন্নয়নের আলো যেন দেশের প্রতিটি কোণায় সমানভাবে পৌঁছে — বিশেষ করে পিছিয়ে পড়া পার্বত্য ও সীমান্ত অঞ্চলে।

#বাংলাদেশ #চট্টগ্রাম #বান্দরবান #দারিদ্র্য #উন্নয়ন #সচেতনতা #ভাইরালシ

চট্টগ্রামবাসীর জন্য অতি জরুরি ঘোষণাপ্রবল বৃষ্টির কারণে চট্টগ্রাম শহরের ২নং গেইট থেকে অক্সিজেনমুখী সড়কে স্টারশিপ-এর পাশে ...
07/08/2025

চট্টগ্রামবাসীর জন্য অতি জরুরি ঘোষণা

প্রবল বৃষ্টির কারণে চট্টগ্রাম শহরের ২নং গেইট থেকে অক্সিজেনমুখী সড়কে স্টারশিপ-এর পাশে থাকা কালভার্টটি ভেঙে গেছে।

এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আপনাদেরকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।

⚠️ অনুগ্রহ করে খুব জরুরি প্রয়োজন ছাড়া এ পথে চলাচল এড়িয়ে চলুন।

🛐 মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে নিরাপদে রাখুন।

মোবাইল আসক্তি ঘুম হারাম করে দিছে সবার।
06/08/2025

মোবাইল আসক্তি ঘুম হারাম করে দিছে সবার।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Vlogview bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vlogview bd:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share