Vlogview bd

Vlogview bd This page dedicated to Travelling & vlog, Specially We make videos of vlog. If you are entering Travelling & vlog video then this is the right page for you.
(1)

30/10/2025

চট্টগ্রামের চৌধুরী হাট | গ্রামের হাট-বাজার | Hat Bazar in Hathazari, Chittagong

Description - চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরী হাট — এক অনন্য গ্রামীণ হাট যেখানে আজও টিকে আছে বাংলার ঐতিহ্য।
এখানে প্রতিদিন জমে ওঠে মানুষের ভিড়, হাসি, দরাদরি আর বাজারের কোলাহল 🛍️

🐄 গরু-ছাগলের হাট
🥦 তাজা সবজি আর মাছ
🎶 মানুষের হাসি আর গ্রামীণ সুর
📸 বাংলার জীবনের এক নিখুঁত প্রতিচ্ছবি

👉 এই ভিডিওতে দেখুন চৌধুরী হাটের আসল জীবনচিত্র — Bangladeshi village hat bazar-এর বাস্তব সৌন্দর্য।
যদি গ্রামের জীবন ভালো লাগে ❤️ তাহলে Like 👍 Comment 💬 ও Share 🔁 করতে ভুলবেন না!

📍Location: Chowdhury Hat, Hathazari, Chittagong, Bangladesh

29/10/2025

কলেজ রোড হাটহাজারী কলেজ ছুটির সময়ে প্রচুর ঝামেলার জায়গা #হাটহাজারীকলেজ

🌸 **চাকরিটা পেয়ে হারিয়ে গেল রিনা...** 💔 #বাস্তব_গল্প  #জীবনের_কথারাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট্ট এক গ্রামে বাস করত রুবেল...
29/10/2025

🌸 **চাকরিটা পেয়ে হারিয়ে গেল রিনা...** 💔
#বাস্তব_গল্প #জীবনের_কথা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট্ট এক গ্রামে বাস করত রুবেল ও নাসরিন আক্তার রিনা।
বিয়ের সময় রুবেলের অবস্থা ভালো ছিল না, তবুও রিনার পড়াশোনার স্বপ্ন পূরণে সে ছিল সবচেয়ে বড় সহায়।

📚 রিনার কোচিং ফি, চাকরির বই, রাত জেগে পড়াশোনা — সবকিছুতেই পাশে ছিল রুবেল।
গ্রামে অনেকে বলত,

> “মেয়ে মানুষকে এত পড়াশোনা শেখাও কেন রে? কালকে তো মাথায় চড়ে বসবে!”

রুবেল তখন হাসত—

> “ও যদি শিক্ষক হয়, আমার গর্ব হবে।”

বছরের পর বছর কষ্টের পর একদিন খবর এলো—
🎉 “নাসরিন আক্তার রিনা, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন।”

সেদিন দু’জনের চোখেই ছিল খুশির জল।
রুবেল বলেছিল—

> “তুই পারলি রিনা! এখন আমাদের জীবন বদলে যাবে।”

কিন্তু জীবনটা বদলে গেল, শুধু দিকটা বদলে গেল...

রিনার পোশাক বদলালো, কথার ভঙ্গি বদলালো, এমনকি “তুমি” বলেও ডাকা শুরু করল রুবেলকে।
আগে যাকে “আমার ভরসা” বলত, এখন তার নাম নিতে লজ্জা পায়।

একদিন রিনার মুখ থেকে বের হলো—

> “তুমি বুঝো না রুবেল, আমার এখন অফিস, সমাজ, সহকর্মী—সবই আলাদা। তুমি আমার স্ট্যাটাসে মানাও না।”

রুবেল শুধু তাকিয়ে ছিল…
যে মেয়েটার স্বপ্ন পূরণে নিজের জীবন কাটিয়ে দিল, আজ সেই মেয়েই বলছে—“তুমি আমার সমান নও।”

রিনার পরিবারও তখন বলল—

> “তোমার এখন ভালো চাকরি, সংসারের দায় কেন নেবে? তালাক দাও, নিজের মতো থাকো।”

শেষে একদিন আদালতে রিনা বলল—

> “আমি আর ওই মানুষটার সঙ্গে থাকতে চাই না।”

রুবেল চুপ করে গেল।
শুধু পুরনো ব্যাগ খুলে দেখল—
রিনার খাতা, কয়েকটা কলম, আর একটা চিরকুটে লেখা—

> “আমার স্বপ্ন তুমি পূরণ করবে, রুবেল।”

চোখে পানি এসে গেল তার…
হ্যাঁ, স্বপ্নটা পূরণ হয়েছে, কিন্তু স্বপ্নদ্রষ্টা হারিয়ে গেছে।

---

💭 **শেষে শুধু একটা লাইন থেকে যায়—**

> “রিনা চাকরি পেয়েছে, কিন্তু রুবেলকে হারিয়েছে।
> কেউ বলে মেয়েটা ভাগ্যবতী,
> কিন্তু রুবেলের চোখে—সে এক হারানো মানুষ।”

#জীবনের_বাস্তবতা #হৃদয়ছোঁয়া_গল্প #চিন্তার_খোরাক 💔

28/10/2025

ক্যাভিয়ার বিশ্বের সবচেয়ে দামী খাবার যেটি পাওয়া যায় ইরানে

28/10/2025

আজকে ভয়াবহ বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছে হাটহাজারীর বেপরোয়া বাস গুলোর বিরুদ্ধে প্রতিবাদ করুন।
এই গাড়ি এমন ভাবে ওভারটেক করেছে যদি পাশে খালি জায়গা না থাকতো সি এন জি তে থাকা আমরা সবাই শেষ হয়ে যেতাম আর যদি রাস্তাতে কোন মানুষ থাকতো তারা নিশ্চিত পিসে যেতো সি এন জিতে। এই বাস এমন ভাবে চাপ দিয়েছে, পরে তাকে হাটহাজারী গিয়ে আটকায়। #হাটহাজারী

27/10/2025

স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হওয়ার প্রধান কারন এটি অহংকারী জবান খারাপ আচরণ

১। পারস্পারিক মনোমালিন্যতার জেরে স্ত্রীকে মারধর করা।২। স্ত্রীর সংসার সামলানো এবং তার কাজকে তুচ্ছ বলে অবহেলা করা, এবং একে...
27/10/2025

১। পারস্পারিক মনোমালিন্যতার জেরে স্ত্রীকে মারধর করা।

২। স্ত্রীর সংসার সামলানো এবং তার কাজকে তুচ্ছ বলে অবহেলা করা, এবং একে স্ত্রীর দায়িত্ব মনে করে তার কাজের মূল্যায়ন না করা।

৩। মানুষকে দেখানোর জন্য শুধু শুধু মোটা অংকের দেনমোহর নির্ধারণ করা।

৪| বিয়ের সময় স্ত্রীর পরিবারের কাছ থেকে যৌতুক গ্রহণ করা।

৫। পর্দা করা শুধু মেয়েদের দায়িত্ব। এমন ভাবনা থেকে ছেলেরা নিজেদের দৃষ্টি সংযত না করা।

৬। স্ত্রীর থেকে নিজের হক পুরোপুরি আদায় করা, কিন্তু স্বামীর কাছ থেকে স্ত্রীর যে পাওনা তা ঠিকমতো আদায় না

৭। সন্তান হওয়ার সময় ছেলে হওয়ার আগ্রহ করা। মেয়ে হলে স্ত্রীকে দোষারোপ করা।

৮। মা-বাবার খোঁজ খবর না রাখা। অথচ মা-বাবার সন্তুষ্টি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়।

৯। সাংসারিক কোনো কাজের ব্যাপারে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পরামর্শ না করার বদস্বভাব পরিহার করা উচিত। কারণ, এতে করে পারস্পরিক অন্তঃকলহ বেড়ে যায়।

১০। আত্মসমালোচনা না করে অন্যের দোষচর্চা ও সমালোচনায় আনন্দবোধ করা।

প্রতিটি উত্তরের জন্য পাবেন ১০ নাম্বার মিলিয়ে দেখুন কত নাম্বার পেয়ে কনফার্ম জান্নাতি হয়ে যাবেন।
27/10/2025

প্রতিটি উত্তরের জন্য পাবেন ১০ নাম্বার মিলিয়ে দেখুন কত নাম্বার পেয়ে কনফার্ম জান্নাতি হয়ে যাবেন।

27/10/2025

এটা কিভাবে সম্ভব ছেলেটা মুহুর্তেই গায়েব হয়ে গেলো

27/10/2025

চট্টগ্রাম

🌍✨ বিশ্বের সবচেয়ে দামী খাবার! 🍽️💰বিলাসিতা আর স্বাদের রাজ্যে যে খাবারগুলো রাজত্ব করে, তার মধ্যে সবার ওপরে আছে ক্যাভিয়ার...
27/10/2025

🌍✨ বিশ্বের সবচেয়ে দামী খাবার! 🍽️💰

বিলাসিতা আর স্বাদের রাজ্যে যে খাবারগুলো রাজত্ব করে, তার মধ্যে সবার ওপরে আছে ক্যাভিয়ার — স্টার্জন মাছের ডিম থেকে তৈরি এই খাবারকে বলা হয় “সোনার সমান দামী”। 😋🐟

🔥 এছাড়াও দামী খাবারের তালিকায় রয়েছে —
🥩 ওয়েগু বিফ – অসাধারণ নরম ও স্বাদে ভরপুর।
🌸 জাফরান – বিশ্বের সবচেয়ে দামী মসলা।
🥇 গোল্ড লিফ স্টেক – খাওয়ার সঙ্গে বিলাসিতার ছোঁয়া!

💎 কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় আলমাস ক্যাভিয়ার, যা ইরানের বিরল অ্যালবিনো স্টার্জন মাছ থেকে তৈরি।
এর দাম প্রতি কেজি প্রায় $22,000 – $25,000! 😲

এটাই বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী খাবার! 🍾

27/10/2025

সালমান শাহ এর সকল সিনেমা #সালমানশাহ #সালমান

Address


Alerts

Be the first to know and let us send you an email when Vlogview bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vlogview bd:

  • Want your business to be the top-listed Media Company?

Share