Dachangnu Chowdhury

Dachangnu Chowdhury চলো, মানবিক হই!
(2)

বাজারটাকে মিস করব!! 🥰🍂🎋এ বাজারটা আছে বলেই বাড়ি থেকে দূরে থাকি তা কখনো মনে হয় না। হ্যাঁ! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্প...
15/07/2025

বাজারটাকে মিস করব!! 🥰🍂🎋

এ বাজারটা আছে বলেই বাড়ি থেকে দূরে থাকি তা কখনো মনে হয় না। হ্যাঁ! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাজার এটা। বাজারটা বসে প্রতি শুক্রবারে। কচুশাক, ঢেঁকিশাক, টকপাতা, কচুর ফুল, কলার থোড়সহ মাছ, মাংস, রসুন, আদা অর্থাৎ একটা পরিপূর্ণ বাজার যাকে বলে, তাই এখানে থাকে। জানি না, আর কোনো ক্যাম্পাসে এরকম অল্প দামে (আঁটি ২০ টাকা) এসব তরকারি পাওয়া যায় কিনা। আর চাউলের দাম শুরু হয় ৪৫/৫০ টাকা থেকে।
কোন কোন বিশ্ববিদ্যালয়ে এরকম বাজার বসে? কমেন্ট করে জানাবেন।

আমরা ভাগ্যবান না? 🥰

কমেন্ট করুন!!!  শেয়ার করুন!!! ছেলেটার বয়স আর কতই বা হবে? বড়জোর ২৮ কিংবা ২৯! স্ট্রোকের কারণে বাবাকে হারিয়েছে মাত্র ৩ বছর ...
12/07/2025

কমেন্ট করুন!!! শেয়ার করুন!!!

ছেলেটার বয়স আর কতই বা হবে? বড়জোর ২৮ কিংবা ২৯! স্ট্রোকের কারণে বাবাকে হারিয়েছে মাত্র ৩ বছর আগে। সেই শোক কাটিয়ে না উঠতেই এখন মায়ের হয়েছে ফুসফুসে ক্যান্সার! এ যেন জীবন্ত কাউকে হ*ত্যা করা।

যে বয়সে তার ক্যারিয়ার নিয়ে চিন্তা করার কথা, নিজের একটা পরিবার গড়ে তোলার কথা সেখানে এ ছেলেটি চাকরি ছেড়ে দিয়ে দিনরাত লড়ছে জীবনের সঙ্গে, মাকে যদি বাঁচানো যায়!! পরিবারে তিন বোনের মধ্যে একজনমাত্র ভাই অর্থাৎ একমাত্র পুরুষ হওয়ার কারণে পরিবারের সব দায়িত্ব যেন তার ঘাড়ে এসে পড়েছে। কোথায় চাকরি? কোথায় বিয়ে? কোথায় সংসার? জীবনযুদ্ধে অপরাজিত সৈনিকের মতো থোয়াইউ একাই যেন লড়াই করছে মৃত্যুর বিরুদ্ধে! এ যুগে এসে এরকম কতজন মায়ের জন্য নিজের আনন্দ বিসর্জন দেয়? নিজের মাকে বাঁচানোর জন্য জায়গা পর্যন্ত বিক্রি করে দিতে চায়? সত্যি, থোয়াইউ দাদা! আপনি অনন্য এক উদাহরণ!

♦️ রোগীর নামঃ মাসিংয়ই মারমা
স্বামীঃ (মৃত) চিংসাথুই মারমা
গ্রামঃ পেনেডং পাড়া, ৩ নং ওয়ার্ড, ১ নং রেমাক্রি ইউনিয়ন, থানচি, বান্দরবান পার্বত্য জেলা।
বর্তমানে আছেন হিলভিউ ক্লিনিকে।

আসুন, আমরা এ অকুতোভয় মানুষটার বিপদে পাশে দাঁড়াই! ৫০/১০০ টাকা করে দিয়ে হলেও তার পাশে থাকি। আপনার মা হয়তো আছে, কিন্তু থোয়াইউর মা তো থেকেও যেন নেই। কেন আমরা একজন ছেলেকে মাতৃহারা করব? আমাদের চোখের সামনে কেন একজন মা ২ লক্ষ টাকার জন্য তিলে তিলে মারা যাবেন?
সাহায্য করতে না পারলেও চলুন, শেয়ার করে হলেও আমরা তার পাশে থাকি।

📣যোগাযোগ
থোয়াইউপ্রু মারমা
০১৮২০-৩৩৫৬১২

রোগীর ছেলের (থোয়াইউপ্রু)
📣বিকাশ: 01540391302
📣রকেট: 01820335612
📣নগদ: 01836181718

11/07/2025

মারমাদের জন্য 🙏🍂
কবিতা: মগ ল মারমা ল
লিখেছেন: উ মংসাউ মারমা

(সংক্ষেপিত) কমেন্টে পুরা কবিতাটা দিয়ে দিচ্ছি 🌻

মরিচের বাজারে আগুন ❗❗❗কেজি ৩২০ টাকা 🫣
11/07/2025

মরিচের বাজারে আগুন ❗❗❗
কেজি ৩২০ টাকা 🫣

বলুন দেখি কোথায় যাই?☘️কোথায় গেলে শান্তি পাই?  🍂
10/07/2025

বলুন দেখি কোথায় যাই?☘️
কোথায় গেলে শান্তি পাই? 🍂

09/07/2025

সকলকে আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা 🙏🌻

♦️আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য:

গর্ভধারণ: আষাঢ়ী পূর্ণিমার দিনে, বোধিসত্ত্ব (যিনি ভবিষ্যতে বুদ্ধ হবেন) রাণী মহামায়ার গর্ভে প্রতিসন্ধি (প্রবেশ) গ্রহণ করেন।

গৃহত্যাগ: গৌতম বুদ্ধ তার সিংহাসন ও রাজকীয় জীবন ত্যাগ করে সত্যের সন্ধানে গৃহত্যাগ করেছিলেন এই দিনে। এটিকে মহাভিনিষ্ক্রমণও বলা হয়।

ধর্মচক্র প্রবর্তন: বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমার দিনেই তিনি সারনাথে তার প্রথম ধর্মোপদেশ ("ধর্মচক্র প্রবর্তন সূত্র") দিয়েছিলেন, যা বৌদ্ধ ধর্মের ভিত্তি স্থাপন করে।

এই তিনটি ঘটনার কারণে আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধদের কাছে অত্যন্ত শ্রদ্ধার ও স্মরণের দিন। এই দিনে, বৌদ্ধরা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেয়, যেমন: পূজা-অর্চনা, ধ্যান, এবং ধর্মীয় আলোচনা। এটি বৌদ্ধদের জন্য একটি বিশেষ মুহূর্ত এবং শুভ দিন হিসেবে বিবেচিত হয়।

♦️বর্ষাবাস

ভিক্ষুদের অন্যতম বাৎসরিক আচার বর্ষাবাস শুরু হয় আষাঢ়ী পূর্ণিমাতে; শেষ হয় আশ্বিনী পূর্ণিমাতে। বর্ষাকালে সিক্ত বসনে এদিক-ওদিক ঘোরা-ফেরা করা, বস্ত্র তুলে চলা-ফেরা করা মানায় না বিধায় যেখানে-সেখানে ভিক্ষুদের বাস না করে গৌতম বুদ্ধ বর্ষাবাস গ্রহণের জন্য নির্দেশ দিয়েছিলেন। বর্ষাবাসের জন্য ভিক্ষুরা সংঘারাম, বিহার ও সাধনাকেন্দ্র বেছে নেয়।

আমার বন্ধুর জন্য মানবিক সাহায্যের আবেদন🙏♦️ রোগীর নামঃ মাসিংয়ই মারমাস্বামীঃ মৃতঃ চিংসাথুই মারমাগ্রামঃ পেনেডং পাড়া, ৩ নং ও...
07/07/2025

আমার বন্ধুর জন্য মানবিক সাহায্যের আবেদন🙏

♦️ রোগীর নামঃ মাসিংয়ই মারমা
স্বামীঃ মৃতঃ চিংসাথুই মারমা
গ্রামঃ পেনেডং পাড়া, ৩ নং ওয়ার্ড, ১ নং রেমাক্রি ইউনিয়ন, থানচি, বান্দরবান পার্বত্য জেলা।

♦️ ০১/০৬/২০২৫ ইং তারিখ থেকে ইম্মানুয়েল হাসপাতালে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রায় একমাস চিকিৎসা করেও উন্নতি না হওয়ায় বর্তমানে এপিক হেলথ কেয়ার, চট্টগ্রামে চিকিৎসাধীন আছেন। বন্ধু থোয়াই কষ্টে দিনাতিপাত যেমন করছে তেমনি প্রিয় মাকে বাঁচানোর জন্য এদিক-সেদিক ছুটাছুটি করছে। আদরের ছেলে থোয়াইউপ্রু মারমা-ই তাঁর মায়ের একমাত্র সম্বল। হাসপাতালে সারাক্ষণ শুধুই ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। আর নীরবে চোখের জল পড়ে শুধু। জন্মধাত্রী প্রিয় মাকে জড়িয়ে ধরে ছেলেও কাঁদছে। তবুও বারবার মাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে ছেলে। মাকে বাঁচাতে একাই সর্বোচ্চ চেষ্টা করছে। খাওয়া-নাওয়া কোনটাই ঠিকমতো হচ্ছে না। মায়ের পাশে থাকা ছেলেও আজ প্রায় অনেকটাই ক্লান্ত! বাস্তব জীবন যে কত বড়ই কঠিন থোয়াইউপ্রু মারমা-কে বারবার পরীক্ষা নিচ্ছে। কিন্তু জীবনযুদ্ধে হার না মানা পৃথিবীর একমাত্র সন্তান থোয়াইউপ্রু মারমা তার মাকে বাঁচাতে চাচ্ছে। হুম তার প্রিয় জন্মধাত্রী মা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত! ব্যয়বহুল এ চিকিৎসার জন্য আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। মা যেমন প্রিয় ছেলেকে হারাতে চান না তেমনি আমাদের সবার দায়িত্ব মা-ছেলের ভালবাসার বন্ধন চিরদিন অটুট থাকুক। সেক্ষেত্রে সবাই যেই যেভাবে পারেন সাহায্যের হাত বাড়ানো উচিত, বাড়িয়ে দিন। আপনার ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের একজন মাকে দীর্ঘায়ু করতে পারবে।

আসুন, মানবতার ফেরিওয়ালা হয়ে তাঁদের পাশে দাঁড়াই। অন্ততপক্ষে স্বামীহারা মাসিংয়ই মারমা-কে বাঁচাতে প্রাথমিকভাবে ২ লক্ষ টাকা অবশ্যই লাগবে। প্রিয় মায়ের পাশে থাকা আদরের সন্তান থোয়াইউপ্রু মারমা এর পক্ষে মোটেও সম্ভব নয়। এভাবে কী আমরা একজন আদর্শ মায়ের শেষ দেখা দেখেই থাকবো? আসুন মায়ের সমতুল্য মাসিমাকে বাঁচানোর তাগিদে সাহায্যের হাত বাড়িয়ে দিই🙏

📣যোগাযোগ
থোয়াইউপ্রু মারমা
০১৮২০-৩৩৫৬১২

রোগীর ছেলের (থোয়াইউপ্রু)
📣বিকাশ: 01540391302
📣রকেট: 01820335612
📣নগদ: 01836181718

অবশেষে চ্যাম্পিয়ন! 💥👸প্রথমে সেরা দশে জায়গা করে নেয়া। তারপর আপনাদের লাইক, কমেন্টের, শেয়ারের উপর ৩০% আর বিচারকদের ৭০% বিচা...
06/07/2025

অবশেষে চ্যাম্পিয়ন! 💥👸

প্রথমে সেরা দশে জায়গা করে নেয়া। তারপর আপনাদের লাইক, কমেন্টের, শেয়ারের উপর ৩০% আর বিচারকদের ৭০% বিচারে চ্যাম্পিয়ন হওয়াটা ছিল আমার কল্পনারও বাইরে। ভেবেছিলাম হয়তো বা সেরা দশে জায়গা করে নিতে পারব। কিন্তু চ্যাম্পিয়ন হবো এটুকু ভাবার দুঃসাহস করি নি। সারা বাংলাদেশে বাঘা বাঘা ভালো বক্তা আছে যারা দারুণ কথা বলে, বিতর্ক করে, অনেক বিষয়ে জানাশোনা তাদের। সেই জায়গা থেকে নিজেকে তুলনা করলে মনে হয় অনেকটাই পিছিয়ে আছি। কিন্তু কীভাবে কীভাবে যেন হয়ে গেল স্বপ্নের মতো! আমি মনে করি, এ অর্জন সম্ভব হয়েছে আপনাদের সাপোর্টের কারণে। হ্যাঁ! আমি বিশ্বাস করি, আমার পেইজের ফলোয়াররা একেকজন দারুণ মানুষ! তারা কখনো আমাকে হতাশ করে না। আমি যখন লিখলাম যে ভিডিওতে লাইক, কমেন্ট কম; তখন আমি এ পেইজের ফলোয়ারদের থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি যেটা আমার আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আপনারা অন্য অনেকের মতো নীরব দর্শকের ভূমিকা পালন করেন নি। তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ! 🥰🥰

পরিশেষে বলব, আপনারা যেভাবে আমাকে বিশ্বাস করেন, আগলে রাখেন, পাশে থাকেন সেভাবে যাতে আমিও আপনাদের সাথে সমানতালে, সুখে-দুঃখে পাশে থাকতে পারি সেই আশীর্বাদ সবসময় দিয়ে যাবেন 🙏💛

A voice that rose above hate - and reached hearts.

A monumental Congratulations to Dachangnu Chowdhury for raising a voice that challenged silence, inspired empathy, and led with truth.

Dachangnu's speech brilliantly highlighted the multifaceted approach needed to combat hate speech, from leveraging legal frameworks to fostering empathy and standing firmly with victims. Her message resonates deeply with the core of No Hate Speech Public Speaking Competition 2025, inspiring us to choose peace through understanding, not hateful rhetoric.

Her words didn’t just speak - they moved.

Yes, you are the Champion of the No Hate Speech Public Speaking Competition 2025, Dechangnu!

02/07/2025

আর মাত্র এক দিন বাকি! ❗❗

অথচ এখনও ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার তূলনামূলকভাবে কম!

আপনারা কষ্ট করে ভিডিওটাতে গিয়ে শেয়ার করে আসেন! এগুলো ভোট হিসেবে গণনা করবে 😔💔

30/06/2025

আগের ভিডিওটা ডিলিট করে দিয়েছে 😥

এ ভিডিওতে গিয়ে কষ্ট করে আবার লাইক, কমেন্ট, শেয়ার করে আসেন আর আমাকে জিতাতে পাশে থাকতে পারেন 🙏😍

29/06/2025

প্রিয় জায়গা ☘️🌱
আবার যেতে চাই 🍂😍

24/06/2025

পরিবারের অবহেলার পরিণতি কেমন? 😿

কত মানুষ হয়তো ভাবে, সে আরেকটু ভালো পরিবার পেলে আরো ভালো কিছু করতে পারত😔

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Dachangnu Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dachangnu Chowdhury:

Share