06/07/2025
অবশেষে চ্যাম্পিয়ন! 💥👸
প্রথমে সেরা দশে জায়গা করে নেয়া। তারপর আপনাদের লাইক, কমেন্টের, শেয়ারের উপর ৩০% আর বিচারকদের ৭০% বিচারে চ্যাম্পিয়ন হওয়াটা ছিল আমার কল্পনারও বাইরে। ভেবেছিলাম হয়তো বা সেরা দশে জায়গা করে নিতে পারব। কিন্তু চ্যাম্পিয়ন হবো এটুকু ভাবার দুঃসাহস করি নি। সারা বাংলাদেশে বাঘা বাঘা ভালো বক্তা আছে যারা দারুণ কথা বলে, বিতর্ক করে, অনেক বিষয়ে জানাশোনা তাদের। সেই জায়গা থেকে নিজেকে তুলনা করলে মনে হয় অনেকটাই পিছিয়ে আছি। কিন্তু কীভাবে কীভাবে যেন হয়ে গেল স্বপ্নের মতো! আমি মনে করি, এ অর্জন সম্ভব হয়েছে আপনাদের সাপোর্টের কারণে। হ্যাঁ! আমি বিশ্বাস করি, আমার পেইজের ফলোয়াররা একেকজন দারুণ মানুষ! তারা কখনো আমাকে হতাশ করে না। আমি যখন লিখলাম যে ভিডিওতে লাইক, কমেন্ট কম; তখন আমি এ পেইজের ফলোয়ারদের থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি যেটা আমার আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আপনারা অন্য অনেকের মতো নীরব দর্শকের ভূমিকা পালন করেন নি। তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ! 🥰🥰
পরিশেষে বলব, আপনারা যেভাবে আমাকে বিশ্বাস করেন, আগলে রাখেন, পাশে থাকেন সেভাবে যাতে আমিও আপনাদের সাথে সমানতালে, সুখে-দুঃখে পাশে থাকতে পারি সেই আশীর্বাদ সবসময় দিয়ে যাবেন 🙏💛
A voice that rose above hate - and reached hearts.
A monumental Congratulations to Dachangnu Chowdhury for raising a voice that challenged silence, inspired empathy, and led with truth.
Dachangnu's speech brilliantly highlighted the multifaceted approach needed to combat hate speech, from leveraging legal frameworks to fostering empathy and standing firmly with victims. Her message resonates deeply with the core of No Hate Speech Public Speaking Competition 2025, inspiring us to choose peace through understanding, not hateful rhetoric.
Her words didn’t just speak - they moved.
Yes, you are the Champion of the No Hate Speech Public Speaking Competition 2025, Dechangnu!