23/10/2025
বিএনসিসি (আর্মি উইং)- এ শেষ পর্যায়ে ভর্তি চলছে !!!
ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা নিচের ফরমটি পূরণ করুন
https://forms.gle/N5gqbyPwV9HNLAuK8
সুযোগ-সুবিধা:
✅প্রতি বছর অন্তত দুই যোগ্যতার ভিত্তিতে সেনা, নৌ ও বিমানবাহিনীতে কমিশন্ড অফিসার ও নন- কমিশন্ড সৈনিক হিসেবে যোগদানের সুযোগ
✅ সরকারি খরচে মার্শাল আর্ট,কম্পিউটার, স্পোকেন ইংলিশ কোর্সের সুযোগ
✅ যোগ্যতার ভিত্তিতে সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপ মিশনের সুযোগ
✅সরকারি খরচে সামরিক জ্ঞান লাভের সুযোগ ও সনদপত্র
✅ সামরিক অস্ত্র চালানোর সুযোগ
✅শুধুমাত্র মহিলা ক্যাডেটদের জন্য আর্মি মেডিকেল কোরে নার্স হিসেবে যোগদানের সুযোগ
✅ ন্যাশনাল প্যারেড ও বিভিন্ন রাষ্ট্রীয় কুচকাওয়াজে অংশগ্রহণ ও পরিদর্শনের সুযোগ
✅টেলিভিশন ও রেডিওতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ
ক্যাডেট নির্বাচনে প্রাধান্য পাবে:
১) সাংস্কৃতিক বিষয়ে পারদর্শী শিক্ষার্থীরা যেমন: নাচ,গান,উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুরআন তিলাওয়াত, আযান ইত্যাদি
২) কম্পিউটারের কাজে পারদর্শী শিক্ষার্থী যেমন:- এক্সেল, এমএস ওয়ার্ড, পোস্টার ডিজাইন ইত্যাদি
৩) পূর্বে কোনো সামাজিক সংগঠনে যুক্ত থাকলে তার সার্টিফিকেট দেখাতে হবে অবশ্যই
ক্যাডেট ভর্তি ফরম-২০২৫