08/10/2025
📰 পাকিস্তান-আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে ১১ পাকিস্তানি সেনা নিহত!
📅 ঘটনার তারিখ: ২০২৫ সালের ৮ অক্টোবর
📍 স্থান: পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খুররম জেলা, আফগান সীমান্ত সংলগ্ন এলাকা।
🔹 স্থানীয় সময় বুধবার ভোরে পাকিস্তানি সেনাদের কনভয়ের ওপর হামলা চালায় ইসলামপন্থী জঙ্গিরা।
🔹 প্রথমে রোডসাইড বোমা বিস্ফোরণ, পরে বন্দুকযুদ্ধ শুরু হয়।
🔹 এই ঘটনায় ৯ জন সৈনিক ও ২ জন কর্মকর্তা নিহত হন।
🔹 পাকিস্তানি তালেবান (TTP) হামলার দায় স্বীকার করেছে।
🔹 পাল্টা অভিযানে পাকিস্তান বাহিনী ১৯ জন সন্ত্রাসীকে হত্যা করেছে বলে জানিয়েছে।
💬 পাকিস্তান বলছে— এসব জঙ্গি আফগান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালায়, যদিও আফগান কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
🕊️ এই ঘটনাটি আবারও দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়িয়েছে।