Faizu ツ

Faizu ツ I am a slow walker
But I never walk back. Everybody has an aim in his/her life
I want to be a FM

11/09/2024

103 তম সিপাহী ( বি.জি.বি) ভর্তি/আবেদন চলছে। শিক্ষাগত যোগ্যতা SSC - 3.00 & HSC - 2.50
আবেদনের শেষ তারিখ :- 19-09-2024

19/09/2023

তুমি প্রভুর সৃষ্ট ৩য় মেয়ে যাকে আমি মা-বোন এর পর রক্তের সম্পর্ক বিনা বেসেছি ভালো।
মানুষ যখন ম্যাচুরিটির ২য় ধাপে পদার্পন করে তারা একটা ছেলের প্রথম ভালোবাসার মানুষ হতে চায়। অথচ শেষ ভালোবাসা হতে চাইলো না।
ভাবেনি কি সে কভু যে প্রথম ভালোবাসার ও তো বিঘ্ন ঘটে বিয়ের পূর্বে। খুভ সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রেই।
তাহলে ছেলেটার প্রথম মানুষ হওয়ার ধ্যানধারণা টা নেহাৎ ভুল ই তো। তার চেয়ে বরং চিন্তাভাবনা এমন বানিও, যে তার শেষ একটা তুমি হবা।
প্রথম তো হয়ে যায় যে কেউ-ই। বয়সন্ধিকাল যখন বিদ্যমান । যখন ছেলেটা সিনেমা আর নাটক দেখে একটা সম্পর্ক প্রতিস্থাপন করতে চায়। ঠিক সে মুহুর্তে আবির্ভাব হয় একটা প্রথম ভুল মানুষকে ভালোলাগা।
তারপর কথা হওয়া, দেখা, প্রেমায়াপ, ভালোবাসা ও সৃষ্টি হয়। আমরা আবারও ভুল করে ফেলি।
এখানে আমাদের কি-ই বা করার বলেন তো?
জীবনের প্রথমবার বিপরীত লিঙের প্রতি যে কেউ-ই আকৃষ্ট হবে। এটাই স্বাভাবিক।
এখন সে বয়সে মেয়েরা এ ব্যাপারে লজ্জা পায় জানি, তবে ছেলেরা (আমার দৃষ্টিকোণ থেকে) এটাতে অনেক মজা, আনন্দ আর ভালোলাগা উপভোগ করে। এ অনুভূতির মতো দ্বিতীয় অনুভূতি বোধহয় আর আসেনি কখনো।
এ জন্য হয়তো তোমার জীবনের প্রথম কেউ হওয়ার সুযোগ টা আসে নি।
অথচ এ বয়সে এসেও সে এটা বুঝতে চায় না আমি সে সময় বয়সের প্রেমে পড়েছিলাম। আর এখন মানসিকতার।

12/01/2023

গন্তব্য
তুমি নামুক গন্তব্যের পথের যাত্রীর আমি ছাড়াও বাকি ছেলেপেলের অভাব নয়।
তবে দেখো যেনো তোমাকে প্রথম থেকে কয়েকবারের দেখায় ‘জুতোর উপরে থাকা পায়ের অবস্থান থেকে আকাশ পরিমাণ ভালোলাগা যখন ভালোবাসায় জন্ম নেয়“ তাতে আমার যাত্রা যাতে তোমাকে পেয়েই শেষ হয়।

তোমাকে বা তোমার দেখা পাওয়া যায় ‍সে স্থান ছেড়ে আসার ‍আজ প্রায় মাসখানেক পূরণ হয়েছে।
আমি এখনো তোমায় ভুলতে পারি নি।

কলেজ মানেই লাখো স্মৃতি আর হাজারো আবেগে জড়ানো কিছু মুহুর্ত।
কখনো না করে দিবে না সেটা কখনো ভাবি নি । কিন্তু এই না আর সেই না এর মাঝে যে আকাশ পাতাল তফাৎ।

আমি ভেবেছিলাম প্রথমবারের না মানে লজ্জার বহিঃপ্রকাশ।
আমি তা-ই হাল ছেড়ে দেই নি।
কিন্তু তুমি যে না মানে না-ই বোঝালে
বোঝালে যে না মানে না-ই হয় , আমার জন্য।
তবে আমি তা-ও বোঝাচ্ছি না যে আমাকে না বলে দেওয়ায় আমি তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিবো।
চেয়েছি কিংবা ভালোবেসেছি তাই বলেই কি পেতেই হবে নাকি ?
দূর থেকেও নাকি দেখা যায় , ভালো ও বাসা যায়।
তাই হোক !
আজকাল বড়ই অস্বাভাবিক এক কল্পকাহিনী।
একটু লিখেই ব্যাখ্যা করি -

26/10/2022

চাঁদের পানে হাত বাড়িয়েছে বলে ,
তা ঝলসে যায় না।
ঝলসানো সূর্য হলেও ভালোবাসতে ,
পিছ পা হওয়া যাবে না।
ভুল সময়ে কলেজের প্রবেশ ,
তা-ই চিনতে পারে না।
আমার অনুভূতিগুলোর এমন ,
একাকীত্বে ভোগার কথা ছিল না।

26/10/2022

haaaaaaah !
যদি তোমায় আমি অনুভব করাতে পারতাম আমি তোমাকে কতটা ভালোবাসি।
আমি আমি তোমাকে ভালোবাসি।
আমি তোমাকেই ভালোবাসি।
আমি তোমাকে অনেক অনেক অনেক বেশি ভালোবাসি।

আমার চোখ বন্ধ করলে আমি তোমাকে দেখতে পাই।
যখন চোখ খুলি তখন আমি তোমাকেই দেখতে চাই।

প্রত্যেকটা বিন্দু বিন্দু মুহুর্তে, সেকেন্ডে আমি তোমাকে কাছে না পেলে চারিদিকে তোমাকেই অনুভব করি। আমার তুমি টাকে খুঁজতে।

এটা কি তুমি পাগলামি মনে করো? খেয়ালিপনা মনে করো? বা আমার হৃদয়ের স্পন্দন। আমার কাছে এটাই ভালবাসা।

ভাগ্যবান যারা জীবনে প্রেমের দেখা পেয়েছে।
আর আমি?
আমি তো তোমার দেখা পেয়েছি।
কিন্তু অবিশ্বাস্য হলেও মেনে নাও আমার মত কেউ তোমাকে ভালবাসতে পারবেনা।
কারণ কারো কাছে তুমি যে নেই।

আমি তোমাকে ভুলতে পারবো না। এমনকি আমি ভুলতে ও চাই-ই না।
তুমি ভাবনাতে হলেও শুধুই আমার।
শুধুই আমার।

আমি আমি জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবাসতে চাই।
আমি ভালোবাসবো ও।

আমি শেষ পর্যন্ত তোমায় চাই।

আমার মৃত্যুর পর যদি আমি জান্নাত পাই 'আল্লাহর কাছে আমি তোমাকেই চাইবো।

আমি তোমাকেই চাইবো।

04/04/2022

খুব কম কথা বলা আপনিও কার সাথে বাচালের মতো কথা বলেন?
বন্ধু সে?

21/11/2021

কাউকে খারাপ নামে ডেকো না।

[৪৯ঃ১১]

20/08/2021

অশান্ত মন বোঝাই কাকে ?
হারিয়ে চাইছি তোমাকে ।
ImU 💔🥺

29/05/2021
11/04/2021

আমরা যারা মোবাইল প্লেয়ার আছি।তারা কোনো রিপ্রেজেন্ট পাইনা কারণ কম্পিউটারের চেয়ে মোবাইলের রেজুলেশন কম। তাই আমা...

06/04/2021

Address

Chandpur

Telephone

+8801814071621

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faizu ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category