Good news bangla

Good news bangla GOOD NEWS BANGLA চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ !

আমাদের চ্যানেল good news bangla কোন ধরনের নিউজ পোটাল না। good news bangla থেকে প্রচারিত সকল নিউজ গুলো দেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল থেকে সংগ্রহ করে পড়ে শুনাই । কোন সংবাদের সত্যতা নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা সেই সংবাদের অরিজিনাল সোর্সটি সাথে সাথে আপনাদের জানিয়ে দিব।

মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ দিচ্ছে গুড নিউজ বাংলাআবেদন জমা দেয়ার নিয়ম:আগ্রহী প্রার্থীদের মেইলে সিভিসহ পাঠাতে হবে।gd...
30/10/2025

মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ দিচ্ছে গুড নিউজ বাংলা
আবেদন জমা দেয়ার নিয়ম:
আগ্রহী প্রার্থীদের মেইলে সিভিসহ পাঠাতে হবে।
[email protected]

দায়িত্বসমূহ :
১. সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে কনটেন্ট তৈরি করা।
২. সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ইভেন্ট কাভার ও উপস্থাপনা।
৩. ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট তৈরির প্রয়োজনে গবেষণা, অনুবাদ ও সম্পাদনা করা।
৪. গ্রাফিক্স ডিজাইনার ও ভিডিও এডিটরদের সঙ্গে টিম ওয়ার্কের মাধ্যমে কোয়ালিটি কন্টেন্ট
তৈরি নিশ্চিত করা।
৫. বার্তাকক্ষ, চিত্রসাংবাদিক, প্রযোজকসহ অন্যান্য টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করা।
৬. কনটেন্ট তৈরির জন্য নিত্যনতুন আইডিয়া উদ্ভাবন করা।

শিক্ষাগত যোগ্যতা:
এইচ এস সি বা সমমান পাস হতে হবে।

অন্যান্য যোগ্যতাসমূহ:
১. রোস্টার/ শিডিউলের ভিত্তিতে যেকোনো সময় কাজ করার মানসিকতা।
২. দলগত পরিবেশে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলার মানসিকতা থাকতে হবে।
৩. ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার যোগ্যতা।
৪. সম্প্রচার উপযোগী সাবলীল কণ্ঠে নির্ভুলভাবে বাংলা ও ইংরেজি বলার সক্ষমতা।
৫. মাইক্রোসফট অফিসসহ কম্পিউটারের বেসিক অ্যাপ্লিকেশনের ধারণা।
৬. সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলি, ইতিহাস, সামাজিক ইস্যু, ব্যবসায়, শিল্প
সংস্কৃতি, ক্রীড়া ও চারপাশের ঘটনাপ্রবাহ সম্পর্কে ওয়াকিবহাল থাকা।
৭. সোশ্যাল মিডিয়ার কপিরাইট পলিসি, কপিরাইট ক্লেইম ও স্ট্রাইক ইস্যু সম্পর্কে স্বচ্ছ ধারণা।
৮. ভিডিওগ্রাফি, এডিটিং এবং গ্রাফিকসের প্রাথমিক ধারণা।
৯. ডিজিটাল মিডিয়ার বর্তমান ও ভবিষ্যৎ বাজার সম্পর্কে স্বচ্ছ ধারণা।

অভিজ্ঞতা :
সাংবাদিকতা এবং ভিজ্যুয়াল কনটেন্ট ও স্ক্রিপ্ট তৈরির কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। তবে উল্লিখিত যোগ্যতার শর্ত পূরণে সক্ষম অনভিজ্ঞদেরও কাজের সুযোগ আছে।





আবেদন জমা দেয়ার নিয়ম:
আগ্রহী প্রার্থীদের মেইলে সিভিসহ পাঠাতে হবে।
[email protected]

সিভিসহ পাঠাতে হবে।

যেসব প্রার্থী ইতোপূর্বে এই পদের জন্য আবেদন করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।


অভিজ্ঞতা :
সাংবাদিকতা এবং ভিজ্যুয়াল কনটেন্ট ও স্ক্রিপ্ট তৈরির কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। তবে উল্লিখিত যোগ্যতার শর্ত পূরণে সক্ষম অনভিজ্ঞদেরও কাজের সুযোগ আছে।

অন্যান্য সু্যোগ-সুবিধা:

● বেতন কন্টেন্ট থেকে পাপ্ত ৭০% অথবা ৫০০০ টাকা

21/10/2025
হাজীগঞ্জের টোরাগড়ের আকাশের পাশে দাঁড়ান: চিকিৎসার জন্য প্রয়োজন ৩ লাখ টাকানিজস্ব প্রতিবেদক:চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার টোরা...
18/10/2025

হাজীগঞ্জের টোরাগড়ের আকাশের পাশে দাঁড়ান: চিকিৎসার জন্য প্রয়োজন ৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার টোরাগড়ের হোসেন উল্লাহ হাজী বাড়ির তরুণ আকাশ (২০) জীবনের সবচেয়ে বড় সংগ্রামের মুখোমুখি। মাত্র তিন মাস আগে জীবিকার তাগিদে কচুয়ার গোলবাহারে টাইলসের কাজ করতে গিয়ে একতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি। দুর্ঘটনায় তার মেরুদণ্ডের তিনটি হাড় ভেঙে যায়, ফলে তিনি সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়েছেন।

দুই মাস ধরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আকাশ। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত থেরাপি ও উন্নত চিকিৎসা না হলে আকাশ কখনোই স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা এখন সম্ভব হচ্ছে না।

আকাশের পারিবারিক পরিস্থিতিও ভাঙাচোরা। তার মা ও বাবা আলাদা থাকায় বর্তমানে তিনি দাদির কাছেই লালনপালন করছেন। দাদি ফেরদৌস বেগম বলেন, “টাকা-পয়সার অভাবে আমরা আর চিকিৎসা করাতে পারছি না। যদি তিন লাখ টাকা সংগ্রহ করতে পারি, তাহলে একটি অতিরিক্ত অপারেশন করিয়ে আকাশকে সুস্থ করার চেষ্টা করতে পারব। আমরা চাই সবাই মানবতার দৃষ্টিতে এগিয়ে আসুক।”

আকাশ নিজেও জানান, “মেরুদণ্ড ভাঙার কারণে আমি কোনো কাজ করতে পারি না। সারাদিন শুয়ে থাকতে হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন লাখ টাকা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। সবার সহযোগিতা চাই।”

মানবতার আহ্বান জানিয়ে আকাশের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানানো হয়েছে। আপনার ছোট্ট সাহায্যও একটি তরুণের জীবন পরিবর্তন করতে পারে এবং এক মায়ের মুখে আবারও হাসি ফিরিয়ে আনতে পারে।

যে কেউ সাহায্য করতে চাইলে আকাশের কাকা বা আকাশের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন: বিকাশ: 01812-734168, আকাশ: 01629-297554।

15/10/2025

চাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়ী ছাত্রশিবির সমর্থিত ভিপি-জিএস প্রার্থী এজিএস ছাত্রদলের

ভিপি - ইব্রাহিম হোসেন রনি
জিএস - সাঈদ বিন হাবীব
এজিএস - আইয়্যুবুর রহমান তৌফিক

বাংলাদেশে আসছেন তিনি
12/10/2025

বাংলাদেশে আসছেন তিনি

আমাদের কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ: আদালতে দীপু মনি # দীপু_মনি  # # DipuMoni
06/10/2025

আমাদের কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ: আদালতে দীপু মনি

# দীপু_মনি # # DipuMoni

বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন দৃকের প্রতিষ্ঠাতা ফটোগ্রাফার ও এক্টিভিস্ট শহিদুল ।
01/10/2025

বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন দৃকের প্রতিষ্ঠাতা ফটোগ্রাফার ও এক্টিভিস্ট শহিদুল ।

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
30/09/2025

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Address

Chandpur
3610

Alerts

Be the first to know and let us send you an email when Good news bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Good news bangla:

Share