24/05/2024
আমি একটা কথা বলি যদি আপনার টাকা থাকে। তাহলে আপনি কোথায় কোথায় ট্যুরে যাবেন বলে দেই, যেই জায়গা বলবো সেই জায়গায় যাবেন, যেমন সুইজারল্যান্ড,যাবেন সুন্দর প্রকৃতি দেখতে পাবেন, অসাধারণ পাহাড় দিয়ে ট্রেন চলা অনুভব করতে পারবেন, নরওয়ে যাবেন কালো পাহাড় এবং বিশাল ঝর্না, রাতের আকাশ এত সুন্দর আপনি কল্পনা করতে পারবেন না, কাস্মীরের কথা বলে লাভ নেই, গেলেই দেখতে পারবেন, পেরুতে পৌঁছালে রঙিন পাহাড়, সবুজ এবং অসাধারণ মানুষ দেখতে পারবেন, ইন্দোনেশিয়া যান পাহাড়ের উপর ঝুলন্ত ঘর যেখানে রাত কাটানোর কল্পনার মধ্যে ও অবাস্তব মনে হয় বাট সাহসী হলে আপনার জন্য।বেশি টাকা হলে একটা জায়গায় যান, কিছুদিন সেই দীপে ঘুরে আসেন, অসাধারণ একটা জায়গায় নাম, ( ট্রিস্টান ডাকুনহা দক্ষিণ আফ্রিকা ) আর যদি টাকা থাকে না তবুও আপনি কিছু টাকা নিয়ে তৈরি হয়ে যান, আপনি জন্য রয়েছে( কক্সবাজার,)( কুয়াকাটা) বান্দর বন, সিলেট, ইন্ডিয়া মেঘালয়, সুন্দর বন, আপনার যদি ঘুরতে ভালো বাসেন না তাহলে আপনি সুন্দর মনের মানুষ নয়, ফাউল একটা মানুষ, একদম টাকা না থাকলে কম পক্ষে আপনার বাসার আশেপাশে যে সুন্দর জায়গা আছে সেখানে যান, তবুও ও জান বিশ্বাস করুন শান্তি অনুভব করতে পারবেন,