14/09/2025
ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, তার নাম— পম্পেই ম্যাস্টারবেটর । রোমান সাম্রাজ্যের পম্পেই নগরীতে, ৭৯ খৃষ্টাব্দে এভাবেই মনের সুখে ম্যাস্টারবেট করছিলেন তিনি; ওসময় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হচ্ছিলো, সুখী মহাজনের সে-খবর ছিল না। সেই অগ্ন্যুৎপাতের লাভা, তাকে তার সুখে ব্যাঘাত না-ঘটিয়েই, অই অবস্থাতেই অঙ্গার বানিয়ে রাখে। বহু শতাব্দী পরে, সেই সুখানুভূতিতে টইটম্বুর অবস্থায়ই, মৃত্তিকা তলদেশ থেকে আবিষ্কৃত হলেন সুপুরুষটি।
- সংগৃহীত