01/11/2025
★ উপনিষদ্ /ঈশাবাস্যােপনিষদ্
মন্ত্র ঃ-🚩 অন্ধং তমঃ প্রবিশন্তি যেহবিদ্যামুপাসতে।
ততো ভূয় ইব তে তমো য উ বিদ্যায়্াঁ রতাঃ।।
ব্যাখ্যা ঃ- যে সকল মনুষ্যগণ আসক্ত হয়ে ভোগ প্রাপ্তির সাধন স্বরূপ আদিবিদ্যার কর্মা কর্তব্য থেকে সরে দাঁড়ায়, এইরূপ মিথ্যা জ্ঞানী মানুষকে তার আচরণে কর্তব্যকর্ম সমূহ ত্যাগ করে ইন্দ্রিয়গুলির বশীভূত হয়ে শাস্ত্র বিধির বিপরীতে য চরণ করতে থাকে। অন্য সকল মানুষের অন্তরকরণের শুদ্ধর জন্য কর্তব্যবোধকে ত্যাগ করে এবং বিবেক বৈরাগাদী জ্ঞানের প্রাথমিক সমাধান আচরণ করতে পারেনা। সেরূপ মানুষ জ্ঞানী অভিমানে হয়ে পড়ে এবং সেই মানুষ মনুষ্য জন্মের চরম ও পরম লক্ষ্য পরমেশ্বরকে না পেয়ে নিরন্তর জন্ম মৃত্যু রূপ সংসার প্রবাহে পড়ে নানা বিধি তাপ সমস্ত হতে থাকে। এবং মনুষ্য অপেক্ষায় অধিকরণ অন্ধকার পশুপক্ষী আদি নীচ যোনিসকল এবং রৌরব- কুন্তীপাকাদি ঘোর নরক সকল প্রাপ্ত হয়।।
★ উপনিষদ্
১/ঈশাবাস্যােপনিষদ্
মন্ত্র ।। ৯।।
#উপনিষদ্ #শ্রীমেহারকালিবাড়ী #বেদ #শ্রীমদ্ভাগবত #কালিপুরাণ
#বৃহৎতন্ত্রসার