Walk with Wazi

  • Home
  • Walk with Wazi

Walk with Wazi Incredible UHD or 4K Videos from every corner of the World! No matter, where you live beauty is around you!

Walk With Wazi Page was created to show the beauty of the life in big cities and metropolises of all over the world.

11/04/2025

অত্যাচারি ও অহংকারী দুই ভাই লোহা ও গহরের লোহাগড় মঠ ভ্রমন । ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক লোহাগড় মঠ

লোহাগড়া মঠ
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত লোহাগড়া মঠ (Lohagarh Moth) একটি ঐতিহ্যবাহী প্রাচীন নিদর্শন। জমিদার বংশের লোহা ও গহড় নামের অত্যাচারী ও প্রতাপশালী দুই ভাই জমিদার বাড়ির অবস্থানস্বরূপ ডাকাতিয়া নদীর কূল ঘেঁষে এই মঠটি নির্মাণ করেছিল এবং তাদের নামেই এই গ্রাম ও মঠের নামকরণ করা হয়। প্রায় ২০০ বছরের পুরাতন লোহাগড় মঠে বর্তমানে ভিন্ন ভিন্ন উচ্চতার ৩টি মঠ, প্রাসাদের ধ্বংসাবশেষ ও মাটির নিচের গহবর বিদ্যমান রয়েছে। সবচেয়ে বড় মঠটির শৈল্পিক কারুকার্যময় এবং অন্যান্য মঠ থেকে আলাদা। তৎকালীন জমিদারদের অত্যাচারের নীরব সাক্ষী লোহাগড়া মঠ চাঁদপুরের একটি অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

জনৈক ব্রিটিশ পরিব্রাজক লোহাগড় গ্রাম পরিদর্শনের সময় এই মঠের আভিজাত্য দেখে বিমুগ্ধ হয়েছিল। কথিত আছে, ব্রিটিশ এই পরিব্রাজকের আগমন উপলক্ষ্যে জমিদার ভাতৃদ্বয় লোহা ও গহড় নিজেদের শানশওকত দেখানোর প্রয়াসে নদীর তীর থেকে জমিদার বাড়ি পর্যন্ত ২০০ হাত দৈর্ঘ্য, ২ হাত প্রস্থ ও ১ হাত উচ্চতা বিশিষ্ট একটি রাস্তা সিকি ও আধুলি মুদ্রা দিয়ে নির্মাণ করেছিলেন। এছাড়াও নিজেদের আর্থিক প্রতিপত্তির নিদর্শনস্বরূপ মঠের শিখরে একটি আড়াই মণ ওজনের স্বর্ণদণ্ড স্থাপন করেছিলেন। সেসময় অনেকেই স্বর্ণদণ্ডের লোভে মঠের শিখরে উঠার চেষ্টা করে মৃত্যুবরণ করেছে। পরবর্তীতে কোন এক প্রাকৃতিক দুর্যোগের ফলে স্বর্ণদণ্ডটি মঠ থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে পড়ে যায়।

কিভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক, নৌ এবং রেলপথে চাঁদপুর যাওয়া গেলেও নৌপথ সবচেয়ে বেশী সুবিধাজনক। ঢাকার সদর ঘাট থেকে এমভি সিরিজের সোনার তরী, মেঘলা রাণী, বোগদাদীয়া, আল বোরাক, ঈগল, তাকওয়া, মিতালি এবং ইমাম হাসান নামের লঞ্চ চাঁদপুর নৌপথে যাতায়াত করে। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এক ঘণ্টা বিরতিতে চাঁদপুরের লঞ্চ রয়েছে। চাঁদপুর শহর থেকে লোহাগড়া মঠের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। চাঁদপুর শহর জেলা সদর থেকে বাস, সিএনজি বা মোটর সাইকেলে চান্দ্রা বাজার হয়ে লোহাগড়া মঠ পৌছাতে পারবেন।

কোথায় থাকবেন
চাঁদপুরের বড় ষ্টেশন রোড ও কুমিল্লা রোডে বেশকিছু আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে মেঘনা রিসোর্ট, হোটেল গ্র্যান্ড হিলিসা, হোটেল শেরাটন, হোটেল আল রাজিব, হোটেল গাজী, হোটেল তাজমহল, হোটেল শ্যামলী ও হোটেল জোনাকী প্রভৃতি অন্যতম।

কোথায় খাবেন
ফরিদগঞ্জে শাহী রেস্টুরেন্ট, ক্যাফে রাজধানী, হাজি রেস্টুরেন্ট, ঘরোয়া হোটেল ও ফরিদগঞ্জ ওয়ান স্টার রেস্টুরেন্টের মতো বেশ কিছু খাবারের রেস্তোরা আছে। আর চাঁদপুর গেলে অবশ্যই চাঁদপুর লঞ্চ ঘাটের যেকোন লোকাল রেস্টুরেন্ট অথবা কালীবাড়ি রোডের ক্যাফে কর্নারের পদ্মার ইলিশের স্বাদ নিতে ভুলবেন না।

ভ্রমণ পরামর্শ
বর্ষাকালে এই মঠে যাওয়ার রাস্তা বেশ খারাপ হয়ে যায় তাই শীতকাল এই মঠে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়।
শীতকালে ভোরবেলা রওনা দিলে মঠে যাবার আগেই রাস্তার পাশ থেকে খেজুরের তাজা রসের স্বাদ নিতে পারবেন।
চাঁদপুরের দর্শনীয় স্থান
চাঁদপুরের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে অঙ্গীকার ভাস্কর্য, বড় ষ্টেশন, বড় মসজিদ ও রূপসা জমিদার বাড়ি অন্যতম।

11/04/2025
10/04/2025

নদীর পাড়ে কিছু কিছু সময়।। মনমুগ্ধকর পরিবেশ

09/04/2025

অবশেষে চান্দ্রা টু সেকদী জরাজীর্ণ রাস্তাটি যৌবন ফিরে পেতে যাচ্ছে ।। চান্দ্রা টু সেকদী রাস্তার কাজ
দেড় যুগ পর আলোর মুখ দেখতে যাচ্ছে ফরিদগঞ্জের সেকদি-চান্দ্রার সড়কটি এবং পুরনো খুপরি ঘরেই চলছে বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের কার্যক্রম। বাজারের ভিতরে ইউনিয়ন পরিষদ ভবনটি থাকার কারণে নানান সমস্যায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণ। এছাড়া ভবনের প্রবেশ পথটি খুবই সরু। পাশে ছাগলের হাট। পরিবেশ যাচ্ছে-তাই। অথচ ইউনিয়নটি বেশ সমৃদ্ধ। এ ইউনিয়নে বহু গুণী মানুষ জন্মালেও এখানে দু’টি ওয়ার্ড রয়েছে যেখানে কোন প্রাথমিক বিদ্যালয় নেই।

এ ইউনিয়নে একটি রাস্তার জন্য ৩টি ওয়ার্ডের ২৫ হাজার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তার অভাবে ইউনিয়ন পরিষদে আসতে তাদের কষ্টের শেষ থাকে না। চান্দ্রা-টুবগী রাস্তাটি প্রশস্থ এবং পাকা করা ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের জনগনের প্রাণের দাবী। চান্দ্রা বাজার এবং ইউনিয়ন পরিষদে আসার একমাত্র রাস্তা এটি। রাস্তাটি নদী এবং চরে আস্তে আস্তে গিলে খাচ্ছে। কোথায়ও কোথায় রাস্তার দুই পাশ ভেঙ্গে সরু আইলে পরিনত হয়েছে। রাস্তাটি হলে চান্দ্রার মানুষ অতি অল্প সময়ের মধ্যে জেলা সদর চাঁদপুরেও পৌঁছতে পারবে।

এখানে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০টি মাছের ঘের রয়েছে। এই ঘেরের কারণে রাস্তা টিকিয়ে রাখা যাচ্ছে না। ঘটনাস্থালে গেলে জানা যায়, মোশারফ হোসেন মানিক চৌধুরীর নিজেরই ৮/১০ টি ঘের রয়েছে। সেকদী-মদনের গাঁও ব্রিজের পশ্চিম অংশ ২০০৪ সালে কার্পেটিং এর কাজ শেষ হয়। রাস্তা যখন ভালো ছিলো তখন এ পথটি ব্যবহার করতো হাজার হাজার মানুষ। বর্তমানে রাস্তাটির অধিকাংশ অংশ মাছের ঘেরে হেলে পড়েছে। সড়কটি ভেঙ্গে যাওয়ায় এখন একটি রিক্সাও যাতায়াত করতে পারছে না। সেকদী-মদনেরগাঁও ব্রিজের পূর্ব অংশ চান্দ্রাবাজার পর্যন্ত সড়কটি এখন আইলে পরিণত হয়েছে। এখানে অতিতে রাস্তা ছিলো বলে মনে হয় না।

সেকদী ও মদনেরগাঁও এর বাসিন্দা ইয়াছিন, মোমিন তপাদার ও দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন,‘রাস্তার দুই পাশেই প্রায় বিশটি মাছের ঘের রয়েছে। অপরিকল্পিতভাবে ঘেরগুরো তৈরী করার কারণে রাস্তাগুলো ভেঙ্গে গেছে। যদি সাইড ওয়াল দেওয়া হতো, তাহলে রাস্তাটি ঠিক থাকতো।’ তারা আরো বলেন- ধানুয়া, প্রত্যাশী, শোভান এবং বাগড়া বাজারের লোকজনও রাস্তাটি ব্যবহার করতো।

প্রশাসন এবং জনপ্রতিনিধিদের অবহেলা এবং নজরদারী না থাকার কারনে এমন অবস্থা হয়েছে। ৭নং ওয়ার্ড মেম্বার মো.মানছুর খান এ প্রতিনিধিকে বলেন,‘মাছের ঘেরের কারনে রাস্তাটি নষ্ট হয়ে গেছে। ওরা প্রভাবশালী। আমাদের কথা শুনে না।’

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.শফিকুর রহমান সাংবাদিকদের বলেন,‘আমার ইউনিয়নের অধিকাংশ রাস্তাই কাঁচা। তবে চান্দ্রা টু টুগবি রাস্তাটির জন্য আমি প্রস্তাব দিয়েছি। এরাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিন ওয়ার্ডের প্রায় ২০ হাজার মানুষ বসবাস করছে। এ রাস্তার অভাবে তারা ইউনিয়ন পরিষদ এবং বাজারে আসতে পারছে না।’ তিনি আরো বলেন,‘ইউনিয়ন পরিষদ ভবনটিও করা দরকার।’

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহম্মদ এ প্রতিনিধিকে বলেন,‘পুকুর এবং মাছের ঘের রাস্তা নষ্ট করার অন্যতম প্রধান মাধ্যম। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ আমলে নিয়েছেন এবং আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আমরা সে অনুযায়ী কাজ করছি।

চাঁদপুর, ফরিদঞ্জের বিখ্যাত লোহাগড় মঠ
09/04/2025

চাঁদপুর, ফরিদঞ্জের বিখ্যাত লোহাগড় মঠ

09/04/2025

চান্দ্রা বাজার টু সেকদী রাস্তার কাজ চলছে
#চান্দ্রা #সেকদী #ফরিদগঞ্জ

06/04/2025

আর কবে বন্ধ হবে এই ধরনের চুরি।। সরকারি কাজে পুকুর চুরি এখনো বন্ধ হয় না #চাঁদপুর #সওজ

06/04/2025

ইসলামপুর ব্রিজ।। চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ থানার সংযোগকারী ভাষা বীর এম এ ওয়াদুদ সেতু
#ইসলামপুরব্রিজ #চাঁদপুর #ফরিদগঞ্জ

06/04/2025

চাঁদপুরে ঈদ কেনাকাটা

05/04/2025

টমেটোর বাম্পার ফলন ।। বিক্রি করেও শেষ করা যাচ্ছে না

12/02/2025

প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি, যত দেখি ততই ভালো লাগে ।। রহিমানগর-কচুয়া

Address

Village: West Shokdi, Post Office: Shaheb Bazar

3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Walk with Wazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share