Nazmul Hoq JEWEL

Nazmul  Hoq JEWEL এই তো জীবন...
দিনের শেষে শুরুর দিকের
স্বপ্ন যোগায় মগ্ন জীবন। Life is Very Easy

📢 "0 রিটার্ন" (Zero Return) মানে হলো: আপনার ইনকাম ট্যাক্সযোগ্য নয়, অথবা কোনো আয় নেই, কিন্তু আপনি নিয়ম মেনে আয়কর রিটার্ন ...
09/08/2025

📢 "0 রিটার্ন" (Zero Return) মানে হলো: আপনার ইনকাম ট্যাক্সযোগ্য নয়, অথবা কোনো আয় নেই, কিন্তু আপনি নিয়ম মেনে আয়কর রিটার্ন দিচ্ছেন। তবে সত্যি বলতে কি জিরো রিটার্ন নামে কোনো শব্দ নেই। আর যেটা 0 রিটার্ন সেটা প্রকৃতপক্ষে 0 ট্যাক্স রিটার্ন। সুতরাং যারা 0 রিটার্ন শব্দ বলছেন তারা অবশ্যই ভুল বলছেন।

অনলাইনে আপনি যদি "0 ট্যাক্স রিটার্ন" সাবমিট করতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
✅ প্রয়োজনীয় জিনিসপত্র:
1. TIN সার্টিফিকেট
2. eTIN User ID ও Password (যদি না থাকে, https://etaxnbr.gov.bd থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে)
3. জাতীয় পরিচয়পত্র (NID)
4. মোবাইল নম্বর ও ইমেইল অ্যাক্সেসযোগ্য থাকতে হবে।
🖥️ 0 ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ধাপসমূহ (অনলাইনে):
১. ভিজিট করুন:
👉 https://etaxnbr.gov.bd

২. Login করুন:
"eReturn Login" অপশন সিলেক্ট করুন।
TIN, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগইন করুন।

৩. নতুন রিটার্ন শুরু করুন:
Dashboard থেকে “New Return” বা “Create Return” ক্লিক করুন।
Assessment Year নির্বাচন করুন (যেমন: 2023-2024)।

৪. “0 ট্যাক্স রিটার্ন” বেছে নিন:
যখন “Income Details” আসবে, সেখানে সমস্ত ইনকাম সেকশন ০ রাখুন
ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন অটোমেটিক্যালি ০ দেখাবে
অন্যান্য তথ্যগুলো (ব্যক্তিগত তথ্য, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে) দিন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য, যাদের ইনকাম ৩,৫০,০০০ টাকা এবং ব্যয় আয়ের চাইতে কম সেক্ষেত্রে সঞ্চয়কে ভবিষ্যতের জন্য যোগ করতে হলে ইনকাম সেকশশে 0 দেখাতে যাবেন না।

৫. “Verification” এবং “Submission” করুন:
সব তথ্য ভালোভাবে যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন।

প্রয়োজন হলে DSC (Digital Signature) ব্যবহার করুন অথবা Verification Code মোবাইলে যাবে
রিটার্ন সাবমিট হয়ে গেলে আপনি একটি Acknowledgement Receipt পাবেন (PDF ডাউনলোড করতে পারবেন)।

🧾 কেন ০ ট্যাক্স রিটার্ন দাখিল করা জরুরি?
অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। যাদের আয় ৩,৫০,০০০ টাকার নিচে তাদের TIN Active রাখতে, ব্যাংক, পাসপোর্ট, লোন, ঠিকাদারি লাইসেন্স, ফেসবুক পেমেন্ট (Pioneer বা bKash) ইত্যাদির ক্ষেত্রে প্রমাণ দেখাতে,
NBR থেকে জরিমানা এড়াতে।

অবাক বাংলাদেশ চাঁদাবাজি করা ছেলেটাও নীতি শেখায় 🤣
27/07/2025

অবাক বাংলাদেশ
চাঁদাবাজি করা ছেলেটাও নীতি শেখায় 🤣

সেতু কাঠামো যা সমর্থনের মাধ্যমে অনুভূমিকভাবে বিস্তৃত, যার কাজ হল উল্লম্ব ভার বহন করা। যেকোনো প্রকারের প্রতিবন্ধক অতিক্রম...
24/07/2025

সেতু কাঠামো যা সমর্থনের মাধ্যমে অনুভূমিকভাবে বিস্তৃত, যার কাজ হল উল্লম্ব ভার বহন করা। যেকোনো প্রকারের প্রতিবন্ধক অতিক্রম করার জন্য প্রাকৃতিক বা কৃত্রিমভাবে গঠিত সংযোগ। একটি সেতুর নকশা ও নির্মাণশৈলী নির্ভর করে তার প্রয়োজনীয়তা, নির্মাণস্থলের প্রাকৃতিক অবস্থান, ব্যবহৃত নির্মাণ সামগ্রী এবং বরাদ্দকৃত অর্থের পরিমাণের উপর।

পাখি পাকা পেঁপে খায়...ছাড়াও আরো অনেক বাক্য আছে!আসুন ঝটপট পড়ে ফেলি :★ বাবলা গাছে বাঘ উঠেছে★ গম আর চিনা★ চাচি তুমি চাঁছা চ...
24/07/2025

পাখি পাকা পেঁপে খায়...
ছাড়াও আরো অনেক বাক্য আছে!
আসুন ঝটপট পড়ে ফেলি :

★ বাবলা গাছে বাঘ উঠেছে
★ গম আর চিনা
★ চাচি তুমি চাঁছা চটা চেঁছ না আচাঁছা চটা চেঁছ
★ লোহার রেলগাড়ী
★ হাঁসের ঠোঁট চ্যাপ্টা, মুরগির ঠোঁট চুক্কা
★ হরলালের রেলগাড়ি
★ তেলে চুল তাজা জলে চুন তাজা
★ সুঁচে সুতো ছাতে ছুঁচো
★ লারা রোড রোলারে লর্ডসে যায়
★ কাকেরা কা কা করিয়া কাকে কাকা কইছে
★ কাঁচা পেঁপে, পাকা পেঁপে
★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে খাক
★ পাতে পটল পড়লেও পড়তে পারে
★ পাখি পাকা পেঁপে খায়
★ বারো হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি
★ কাঁচা গাব, পাকা গাব
★ লীনা নিল, নীলা লীলা নিল না
★ নেরু রেনুর কান টানে, রেনু নেরুর নাক টানে
★ বাঘার বাড়ি বাবার গাড়ি
★ লরির ওপর রোলার
★ টাকে কাক, তাকে কাপ
★ লেনিন নিলেন লিনেন, লিনেন লেনিন নিলেন, নিলেন লেনিন লিনেন
★ গাছ কাটা কাটা খাঁজ, খাঁজ কাটা কাটা গাছ
★ করলার কলে বাড়ে কলেরার কলরব
★ শ্যমবাজারের শশী বাবু সকাল বেলায় সাইকেল চড়ে শশা খেতে খেতে সশরীরে স্বর্গে গেলেন
★ পাখি কাঁপে ফাঁদে, পাপী কাঁদে ফাঁকে
★ এক আনায় আনা যায় কত আনারস
★ মালির মাথায় মালার ডালা, মালার হাতে মালির মালা
★ রণে রাণী লড়ে, লনে নারী নড়ে
★ মাসি মারে মশা, মেসো মারে মাছি
★ অস্ট্র উষ্ট্রের সাথে অষ্ট অশ্ব
★ লালুর লড়াই রাবড়ি লড়েন
★ নানিরে পান দিই, চুন দিই
★ লাল ল্যানোলিন, নীল ল্যানোলিন
★ দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালিয়ে যায়
★ রোমা রল্যা লেড় খায়
★ চাচায় চা চায়, চাচি চেঁচায়
★ লালু লালা নিলী লিলি লীলা লীনা
★ মনাকে মনার মা মানা করেছে, মনা মায়ের মানা না শুনে চলে গেছে
★ চল চপলার চকিত চরণে করিছে চরণ বিচরণ
★ কত না জনতা জানাল যতনে যতনে
★ লীলা নিলি নালা নালী
★ কালুদের কুচকুচে কালো কুকুর কাল কচুরিতে কামড় দিয়েছিল
★ টিপুর টুপি টুপুর টাকে, টুপুর টাকা টিপুর ট্যাঁকে
★ উৎকটকটমহাশঙ্করকিটকিটাম্বররায়চৌধুরী
★ লালা রি লোলা রি লিলারি লালারি লু
★ পাঁক পুকুরের পশ্চিম পাড়ের পাঁচু পাইন পাঁচটি পুলিশ কে পটিয়ে পাঁচটি পাইপ পুঁতিল
★ হেলিকপ্টারের প্রোপ্রাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত
★ গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়
★ চারুচন্দ্র চক্রবর্তী চটি জুতো চরণে জড়ায়ে চট্টগ্রাম চলে গেছে
★ লাল গরুর লাল রান
★ রুলারে লড়াই
★ কে কোণে কাঁটা পুঁতে, কানা কোণে কাঁটা পুঁতে, কেন কানা কোণে কাঁটা পুঁতে, পুঁতে দেখুক না কানা কোণে কাঁটা
★ মিতা আটা হাতে আতা কাটে
★ বাঁশের বাঁশি, বাঁশের কাঠি, কাঠের বাঁশি, কাঁসার বাটি
★ ভাত আর নেব না
★ মাচার তলে গুড়ের হাড়ি,
গুড় উঠাই গুড় খাই
★ চাচা চেঁচায়, চাচি চেঁচায়, চাচা চাচি এত চেঁচায়, চামিলি চমকে যায়

২১ জুলাই, আনন্দময়ী বুড়ী'টারশুভ 🎂 জন্মদিন।
20/07/2025

২১ জুলাই, আনন্দময়ী বুড়ী'টার
শুভ 🎂 জন্মদিন।

এসিলর লুক্সোটিকা ( Essilor Luxottica) এর ২.৫ এনভিজি ( 2.5 NVG Bangladesh) কুমিল্লা রিজোনের আয়োজনে আইমিত্র মিট প্রোগ্রামে...
14/07/2025

এসিলর লুক্সোটিকা ( Essilor Luxottica) এর ২.৫ এনভিজি ( 2.5 NVG Bangladesh) কুমিল্লা রিজোনের আয়োজনে আইমিত্র মিট প্রোগ্রামে "শপ ডকুমেন্টস এন্ড সেলস্" ক্যাটাগরিতে আমাকে সেরা নির্বাচন করায় এসিলরের সকল কর্মকর্তা বিশেষ করে
জনাব মোঃ আজিজুল হক 2.5 NVG, Channel Development Deputy Manager,
জনাব মোঃ তোফাজ্জল হোসেন, Business Development Officer, 2.5 NVG,
জনাব মোঃ রোকনুজ্জামান সরকার Field Optom 2.5 NVG,
জনাব মোঃ ফিরোজ আলম Team Leader, 2.5 NVG এবং
জনাব মোঃ মিজানুর রহমান Marketing Officer, 2.5 NVG. আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।
বিশেষ কৃতজ্ঞতা আমার গুরু জনাব রূপক রায় স্যার'কে যিনি আমাকে ডকুমেন্টসের গুরুত্ব এবং তৈরি করার সকল কাজ ধরে ধরে শিখিয়ে ছিলেন।

Hoque Eye Vision
Eye Mitro Optician-আইমিত্র অপটিশিয়ান

শুভ সকাল
07/07/2025

শুভ সকাল

Anti Drug Abuse and Anti eve Teasing Movement Film- Shuvo Sakal. (শুভ সকাল )....FLVScript and Direction: Rupak RoyProduction : Be Related to Audio Visual Ed...

পেপটিক আলসার বা গ্যাসট্রিক সমস্যায় অ্যালকোহল বা ধূমপান কেন নিষেধ করা হয়? অ্যালকোহল পাকস্থলীর অ্যাসিড উৎপাদন বাড়াতে পারে।...
07/07/2025

পেপটিক আলসার বা গ্যাসট্রিক সমস্যায় অ্যালকোহল বা ধূমপান কেন নিষেধ করা হয়?

অ্যালকোহল পাকস্থলীর অ্যাসিড উৎপাদন বাড়াতে পারে। যার ফলে আস্তরণে ক্ষত সৃষ্টি হয় এবং পেপটিক আলসার দেখা দেয়।

অতিরিক্ত ধূমপানও ক্ষতিকর। ধূমপানের মাধ্যমে তামাক সেবনের ফলে পাকস্থলীর অভ্যন্তরে ক্ষত সৃষ্টি হয় এবং পেপটিক আলসার হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
আলসার বা ক্ষত বলতে সহজে বুজে নেন এটি পাকস্থলীর অভ্যন্তরে ঘা।
এবার আপনিই সিদ্ধান্ত নিন ধূমপান করবেন কি না।

মোবাইল ক্লিকে ছবি: হৃদয় মজুমদার

বন্ধু দিবসে বন্ধুত্বের সিনেমা'উড়াল'শুভ মুক্তি ১লা আগস্ট, ২০২৫ খ্রি. শুক্রবার।  #উড়াল
05/07/2025

বন্ধু দিবসে বন্ধুত্বের সিনেমা
'উড়াল'
শুভ মুক্তি ১লা আগস্ট, ২০২৫ খ্রি. শুক্রবার।

#উড়াল

আন্তর্জাতিক মঞ্চে ‘বঙ্গরত্ন সম্মান’ পেলেন চাঁদপুরের কৃতিসন্তান বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সদস্য অভিনেতা শান্ত সূত্রধর।গৌরবের ...
01/07/2025

আন্তর্জাতিক মঞ্চে ‘বঙ্গরত্ন সম্মান’ পেলেন চাঁদপুরের কৃতিসন্তান বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সদস্য অভিনেতা
শান্ত সূত্রধর।
গৌরবের আরেক অধ্যায় সংযোজন করলেন চাঁদপুরের উদীয়মান নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা শান্ত চন্দ্র সূত্রধর। ২৮ ও ২৯ জুন কলকাতার আইসিসিআর (ICCR)-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান "Bangashree 2025"-এ তাঁকে ‘বঙ্গরত্ন সম্মান’ (Banga Ratna Samman) প্রদান করা হয়।

Cultural Development Foundation আয়োজিত এই আন্তর্জাতিক মেগা নৃত্য ও সঙ্গীত উৎসবে দেশ-বিদেশের বহু গুণী শিল্পীর উপস্থিতিতে শান্ত সূত্রধর তাঁর দীর্ঘ ১৬ বছরের মঞ্চ এবং মিডিয়া-সংগ্রামের স্বীকৃতি হিসেবে এই সম্মান গ্রহণ করেন।

তিনি ICCR (Indian Council for Cultural Relations) এর আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি প্রাপক (Scholar) হিসেবে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়-এর নাটকের উপর স্নাতক (Honours) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত ধাপে রয়েছেন এবং আগামী এক মাসের মধ্যেই তাঁর মাস্টার্সের পাঠক্রম আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ হবে।

শান্ত সূত্রধর কেবল অভিনয়ে নয়, তাঁর নাট্যচর্চা ও দক্ষতার বিকাশে বাংলাদেশ, ভারত, নরওয়ে ও অন্যান্য দেশের খ্যাতনামা প্রশিক্ষকদের নিকট থেকে নাটক, অভিনয় ও শিল্প-সম্পর্কিত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এই বহুমাত্রিক শিক্ষাজ্ঞানের প্রতিফলন তাঁর কাজের প্রতিটি পরতে পরতে অনুভূত হয়।

সম্প্রতি, তিনি অভিনীত "উড়াল" নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, যার পরিচালনায় রয়েছেন জোবাইদুর রহমান। এই ছবিতে শান্ত সূত্রধরকে কেন্দ্রীয় একটি চরিত্রে দেখা যাবে, যা তাঁর অভিনয়জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে চলেছে।

শান্ত সূত্রধরের অভিনয়-জীবনের সূচনা চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী-র মাধ্যমে।
তার অভিনয়ের হাতে খড়ি হয় চাঁদপুরের খ্যাতিমান নাট্যনির্দেশক ও অভিনেতা শরীফ চৌধুরী-র হাতে।
নাটকের উপর উচ্চতর শিক্ষাবৃত্তি এবং কলকাতা, চাঁদপুর ও বাংলাদেশের নানা প্রান্তে একাধিক নাট্যপ্রযোজনায় তাঁর সফল অভিনয় ও সংশ্লিষ্টতা তাঁকে এনে দিয়েছে সম্মান ও দর্শকপ্রশংসা, যার ধারাবাহিকতায় এবার তিনি পেয়েছেন আন্তর্জাতিক মঞ্চে ‘বঙ্গরত্ন সম্মান’।

তাঁর পিতা সাংবাদিক লক্ষণ চন্দ্র সূত্রধর চাঁদপুরের একজন বিশিষ্ট গণমাধ্যমকর্মী এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সুপরিচিত।

এই গৌরবময় সম্মাননা প্রদান করেন উৎসব পরিচালক ডঃ উপেন্দ্র কুমার শর্মা, যিনি ইউনেস্কোর CID-এর আন্তর্জাতিক নৃত্য পরিষদের সদস্য এবং India Chapter-এর প্রেসিডেন্ট।

শান্ত সূত্রধর বলেন...
“এই সম্মান শুধু আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং আমার চাঁদপুর শহরের, আমার শিক্ষক, সহশিল্পী ও শুভানুধ্যায়ীদের সম্মান। বাংলা নাটক ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরাই আমার ভবিষ্যতের পথ।”

গুগল পে থেকে যেসব সুবিধা পাওয়া যাবে....▫️বিস্তারিত কমেন্টে
24/06/2025

গুগল পে থেকে যেসব সুবিধা পাওয়া যাবে....
▫️বিস্তারিত কমেন্টে

Address

BRAVE
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Hoq JEWEL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul Hoq JEWEL:

Share