
09/08/2025
📢 "0 রিটার্ন" (Zero Return) মানে হলো: আপনার ইনকাম ট্যাক্সযোগ্য নয়, অথবা কোনো আয় নেই, কিন্তু আপনি নিয়ম মেনে আয়কর রিটার্ন দিচ্ছেন। তবে সত্যি বলতে কি জিরো রিটার্ন নামে কোনো শব্দ নেই। আর যেটা 0 রিটার্ন সেটা প্রকৃতপক্ষে 0 ট্যাক্স রিটার্ন। সুতরাং যারা 0 রিটার্ন শব্দ বলছেন তারা অবশ্যই ভুল বলছেন।
অনলাইনে আপনি যদি "0 ট্যাক্স রিটার্ন" সাবমিট করতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
✅ প্রয়োজনীয় জিনিসপত্র:
1. TIN সার্টিফিকেট
2. eTIN User ID ও Password (যদি না থাকে, https://etaxnbr.gov.bd থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে)
3. জাতীয় পরিচয়পত্র (NID)
4. মোবাইল নম্বর ও ইমেইল অ্যাক্সেসযোগ্য থাকতে হবে।
🖥️ 0 ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ধাপসমূহ (অনলাইনে):
১. ভিজিট করুন:
👉 https://etaxnbr.gov.bd
২. Login করুন:
"eReturn Login" অপশন সিলেক্ট করুন।
TIN, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগইন করুন।
৩. নতুন রিটার্ন শুরু করুন:
Dashboard থেকে “New Return” বা “Create Return” ক্লিক করুন।
Assessment Year নির্বাচন করুন (যেমন: 2023-2024)।
৪. “0 ট্যাক্স রিটার্ন” বেছে নিন:
যখন “Income Details” আসবে, সেখানে সমস্ত ইনকাম সেকশন ০ রাখুন
ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন অটোমেটিক্যালি ০ দেখাবে
অন্যান্য তথ্যগুলো (ব্যক্তিগত তথ্য, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে) দিন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য, যাদের ইনকাম ৩,৫০,০০০ টাকা এবং ব্যয় আয়ের চাইতে কম সেক্ষেত্রে সঞ্চয়কে ভবিষ্যতের জন্য যোগ করতে হলে ইনকাম সেকশশে 0 দেখাতে যাবেন না।
৫. “Verification” এবং “Submission” করুন:
সব তথ্য ভালোভাবে যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন।
প্রয়োজন হলে DSC (Digital Signature) ব্যবহার করুন অথবা Verification Code মোবাইলে যাবে
রিটার্ন সাবমিট হয়ে গেলে আপনি একটি Acknowledgement Receipt পাবেন (PDF ডাউনলোড করতে পারবেন)।
🧾 কেন ০ ট্যাক্স রিটার্ন দাখিল করা জরুরি?
অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। যাদের আয় ৩,৫০,০০০ টাকার নিচে তাদের TIN Active রাখতে, ব্যাংক, পাসপোর্ট, লোন, ঠিকাদারি লাইসেন্স, ফেসবুক পেমেন্ট (Pioneer বা bKash) ইত্যাদির ক্ষেত্রে প্রমাণ দেখাতে,
NBR থেকে জরিমানা এড়াতে।