The Flamer

The Flamer Trending Topics Find My Page
(3)

হামজা চৌধুরী এই মানুষটা বাংলাদেশের ফুটবলে আসার পর থেকে বাংলাদেশের ফুটবলের আবহায়া চেঞ্জ হয়ে গেছে। ধন্যবাদ হামজা চৌধুরী ...
17/07/2025

হামজা চৌধুরী এই মানুষটা বাংলাদেশের ফুটবলে আসার পর থেকে বাংলাদেশের ফুটবলের আবহায়া চেঞ্জ হয়ে গেছে। ধন্যবাদ হামজা চৌধুরী আপনাকে বাংলাদেশ ফুটবলকে শক্ত হাতে ধরে রাখার জন্য 🇧🇩⚽

খেলাযোগের তথ্য মতে, যেই ৬ জন ফুটবলার ডাক পাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পেইনে 👇🇧🇩১. ক্যাসপার হক২. ইমান আলম৩. জা...
17/07/2025

খেলাযোগের তথ্য মতে, যেই ৬ জন ফুটবলার ডাক পাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পেইনে 👇🇧🇩

১. ক্যাসপার হক
২. ইমান আলম
৩. জায়ান আহমেদ
৪. ইফাজ আবেদ
৫. সামির মিয়া
৬. বিতশুক চাকমা

সব কিছু ঠিক ঠাক চললে আগামী মৌসুমে ইংলিশ নবম টায়ার ফুটবল লিগে দেখা যাবে আরেকজন বাংলাদেশী বংশোদ্ভূত খেলোয়াড় কে ব্রান্থাম অ...
17/07/2025

সব কিছু ঠিক ঠাক চললে আগামী মৌসুমে ইংলিশ নবম টায়ার ফুটবল লিগে দেখা যাবে আরেকজন বাংলাদেশী বংশোদ্ভূত খেলোয়াড় কে ব্রান্থাম অ্যাথলেটিকস এফসি তে যোগ দিতে যাচ্ছেন তরুণ ডিফেন্ডার তোফায়েল তানিম...🇧🇩🫶

ইতো মধ্যে ক্লাবটির সঙ্গে তাঁর আলোচনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে জানা গেছে, প্রাক-মৌসুম প্রস্তুতি তে অংশ নিয়েই মূল দলের অংশ হতে যাচ্ছেন তিনি মাঠে তাঁর পজিশন মূলত মাঝ মাঠের কেন্দ্র বিন্দুতে তবে প্রয়োজনে রক্ষণভাগে ও অবদান রাখতে সক্ষম...🫶🥹

তোফায়েল তানিমের ফুটবল যাত্রা শুরু হয় যুক্তরাজ্যে তে ছোট বেলা থেকেই ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা এবং স্থানীয় একাডেমি ঘুরে পেশাদার লিগে জায়গা করে নেওয়া সহজ ছিল না তাঁর জন্য তবে নিজের পরিশ্রম আর নিবেদন দিয়েই তিনি ছিনিয়ে এনেছেন এই সুযোগ বাংলাদেশী বংশোদ্ভূত হওয়ার সুবাদে দেশের ফুটবল প্রেমীদের মধ্যেও ইতো মধ্যে তোফায়েল তানিম কে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে রয়েছে বাড়তি উদ্দীপনা এমন এক সময়ে যখন বাংলাদেশী ফুটবলে প্রবাসী ট্যালেন্টদের খোঁজ চলছে তখন তানিমের এ ধরনের অগ্রগতি নিঃসন্দেহে আশার আলো...🫶

ব্রান্থাম অ্যাথলেটিকস ক্লাব টি যদিও পেশাদার ফুটবলের বাইরের স্তরে অবস্থান করছে, তবুও ইংল্যান্ডের প্রতিযোগিতা মূলক ফুটবল কাঠামোর অংশ হওয়ায় এখান থেকে আরও ওপরে ওঠার পথ খোলা থাকে...🌸

তানিম নিজেও জানিয়েছেন, তাঁর লক্ষ্য শুধুই এক মৌসুম খেলা নয়, বরং নিজের দক্ষতা দিয়ে ধাপে ধাপে উচ্চ পর্যায়ের লিগে উঠে যাওয়া, যদিও এখনো আনুষ্ঠানিক স্বাক্ষর হয়নি তবে সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী মৌসুম থেকেই ব্রান্থাম অ্যাথলেটিকস এর জার্সি তে মাঠে দেখা যাবে তোফায়েল তানিম কে আর সেই সঙ্গে, ইংলিশ ফুটবলের এক কোণায় আবারও উড়বে বাংলাদেশী সম্ভাবনার পতাকা...🇧🇩🥹

🚨🎙️ সাংবাদিক: মেসি টানা পাঁচটি এমএলএস ম্যাচে একাধিক গোল করেছেন। যখন প্রতিপক্ষ দলে এমন একজন তারকা থাকেন, তখন কি সেটা আপনা...
16/07/2025

🚨🎙️ সাংবাদিক: মেসি টানা পাঁচটি এমএলএস ম্যাচে একাধিক গোল করেছেন। যখন প্রতিপক্ষ দলে এমন একজন তারকা থাকেন, তখন কি সেটা আপনার দলের ডিফেন্ডারদের মানসিকভাবে প্রভাবিত করে? তাকে থামানো কি আরও কঠিন হয়ে যায়?

🗣️প্যাট নুনান (সিনসিনাটি কোচ): “মাঠে খেলোয়াড়রা ঠিক কীভাবে চিন্তা করে, সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারি না। তবে একজন কোচ হিসেবে আমার দায়িত্ব হলো তাদের সঠিক জায়গায় পজিশন নেওয়ার নির্দেশনা দেওয়া, এবং বোঝানো যে আমরা কীভাবে সফল হতে পারি।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই ক্ষেত্রে আমরা এমন একজন খেলোয়াড়ের কথা বলছি, যাকে থামানোর উপায় আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি।”🐐💫

🇦🇷

শেষটা সুন্দর ❤️এই সুন্দরের ধারাবাহিকতা বজায় থাকুক পরবর্তী সিরিজ গুলোতেও..❤🖤
16/07/2025

শেষটা সুন্দর ❤️

এই সুন্দরের ধারাবাহিকতা বজায় থাকুক পরবর্তী সিরিজ গুলোতেও..❤🖤

চারজন ডাক পেয়েছেন। শতভাগ নিশ্চিত। সোর্স- যমুনা টিভি
16/07/2025

চারজন ডাক পেয়েছেন।
শতভাগ নিশ্চিত।
সোর্স- যমুনা টিভি

২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু কবে, দাম কত, কীভাবে কিনবেন?টিকিট কেনার ক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দি...
16/07/2025

২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু কবে, দাম কত, কীভাবে কিনবেন?

টিকিট কেনার ক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছে ফিফা। fifa.com/tickets ব্যাপক চাহিদার কারণে টিকিট বিক্রির প্রক্রিয়া ধাপে ধাপে শেষ করা হবে।

লামিন ইয়ামালের তদন্ত হবে?স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয় দেশটির প্রসিকিউটরের অফিসকে বার্সেলোনার উইঙ্গার লামিনে ইয়াম...
16/07/2025

লামিন ইয়ামালের তদন্ত হবে?

স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয় দেশটির প্রসিকিউটরের অফিসকে বার্সেলোনার উইঙ্গার লামিনে ইয়ামালের বিরুদ্ধে তদন্ত করতে বলেছে, যিনি তার ১৮তম জন্মদিনের পার্টিতে বামন আকৃতির লোকদের পারফর্ম করার জন্য ভাড়া করেছিলেন বলে জানা গেছে।

→ Atletico Madrid ❎→ Mini Argentina ✅
16/07/2025

→ Atletico Madrid ❎
→ Mini Argentina ✅

নতুন কোচ পেলেন হামজারা ⚽ গত মৌসুমে বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের তলানিতে নেমে গিয়েছিল লেস...
16/07/2025

নতুন কোচ পেলেন হামজারা ⚽

গত মৌসুমে বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের তলানিতে নেমে গিয়েছিল লেস্টার সিটি। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে লেস্টার নেমে যায় দ্বিতীয় স্তরের ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে। দলের দুর্দশার কারণে ২৭ জুন কোচের দায়িত্ব ছাড়তে হয় রুদ ফন নিস্টলরয়কে।

নিস্টলরয়ের জায়গায় লেস্টারে নিয়োগ পেয়েছেন কুইন্স পার্ক রেঞ্জার্সের সাবেক কোচ মার্তি সিফুয়ন্তেস। স্প্যানিশ এই কোচকে আগামী তিন বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার। সিফুয়েন্তেসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ লেস্টারকে আবার প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনা।

সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন প্লিজ 🫣
04/07/2025

সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন প্লিজ 🫣

বাংলাদেশের ভিতরে থাকা ফুটবল খেলোয়ার আর প্রবাসে থাকা ফুটবল খেলোয়াড়ের মাঝে অনূর্ধ্ব ১৯ অনূর্ধ্ব যুব এবং জাতীয় দল ভিত্ত...
04/07/2025

বাংলাদেশের ভিতরে থাকা ফুটবল খেলোয়ার আর প্রবাসে থাকা ফুটবল খেলোয়াড়ের মাঝে অনূর্ধ্ব ১৯ অনূর্ধ্ব যুব এবং জাতীয় দল ভিত্তিক তিনটা টিম করে তাদের সাথে একটা প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করুন| তাহলে আপনি পুরাপুরি খেলোয়ারদের ইস্কেল সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে | আর সেই খেলাগুলো বিটিভি বা বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানকে বলেন সরাসরি টিভিতে দেখাইতে আমরা জনগণ রায় দিব প্রবাসী ফুটবল খেলোয়াড়রা ভালো খেলে না বাংলাদেশী ফুটবল খেলোয়াড়রা ভালো খেলে|™ তাহলে স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে | কোন জবাবদিহিতা আর কোন ধরনের প্রপাকান্ড থাকবে না| ফুটবলের সিন্ডিকেট আর থাকবে না বাংলাদেশে ধন্যবাদ

Address

Chandpur

Telephone

+8801852205403

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Flamer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Flamer:

Share

Category