21/03/2025
আপনি আপনার মতো। আপনার এমন কিছু গুণ আছে যেটা দুনিয়ার অনেক মানুষের নেই। আপনি ভাবতে পারেন, সময়ের স্রোতে একাকীত্ব বোধ করতে পারেন। তবে এখানে অন্যের সাথে নিজের তুলনার কী আছে?
আল্লাহ আপনাকে যা বানিয়েছে আপনি সেটাই। তার কম'ও না, তার বেশিও না। আপনার জন্য যা লেখা আছে তার একটা অংশ আপনি কম পাবেন না, একটা অংশ বেশিও পাবেন না। তো অন্যেরটা দেখে মন খারাপের কি আছে?
অন্যের হয়তো অনেক থাকতে পারে, আপনার হয়ত কিছুই না থাকতে পারে। কিন্তু এটা কি জীবনের খেলা ছাড়া আর বেশি কিছু?
আজ আপনার কিছু নেই, কাল আপনার সব থাকতে পারে, পরশু সব হারাতেও পারে। হয়ত আপনি এতটা প্রতিভাবান ব্যক্তি না, হয়ত আপনি আপনার কাছের মানুষদের জন্য এতটাও করতে পারেননি যতটা আপনার করার কথা, হয়ত আপনার চেয়ে অনেক পরিচিত মানুষ জীবন নিয়ে এগিয়ে গিয়েছে। কিন্তু আপনি তো হেরে যাননি।
আপনি এখনো করতে চান, ভাবতে চান। হয়ত জানেন না কীভাবে, হয়ত জানেন না কেন। কিন্তু আপনি ভিতরে ভিতরে আশা রাখেন, যদিও বলেন "বাদ দে, হবেনা কিছু”। ভালো খবর হচ্ছে সময় কখনো শেষ হয়ে যায় না। আপনার সব কিছু করার যোগ্যতা আছে। শুধু জানতে হবে কেন। শুধু জানতে হবে কীভাবে। আর আপনার গতি হবে আপনার মতোই।
অন্যের পাওয়া নিয়ে মন খারাপের কিছু নেই। তারা তাদের মতো, আপনি আপনার মতো।
সময় সবার জন্য ভিন্ন গতিতে যায়। কখনো বা ভালো, কখনো বা খারাপ। কিন্তু কারোই এক রকম সময় না।
আপনি কারো মতো না, আপনি আপনার মতো। নিজের মত করে নিজেকে ভালোবাসলে সব মেনে নেওয়া সহজ। অপনাকে দেখতে লাগে গোলাপ ফুলের মত, কলা ফুলের গন্ধ নিয়ে হিংসা করে লাভ আছে?