Rufida's beauty corner

Rufida's beauty corner Organic, Safe and All Natural Skincare Products To Protect, Soothe and Nourish Your Skin.

Try Our Range Of Skin Care Products That'll Leave You Looking & Feeling...

24/08/2023

Assalamualaikum..

03/05/2022
গরমে শরীরের ঘামের দৃর্গদ্ধ থেকে আপনাকে দিবে দিনের শুরুতে সুরক্ষিত আত্মবিশ্বাসের সতেজ অনুভূতি। আন্ডার আর্মের গন্ধের বিরুদ...
26/04/2022

গরমে শরীরের ঘামের দৃর্গদ্ধ থেকে আপনাকে দিবে দিনের শুরুতে সুরক্ষিত আত্মবিশ্বাসের সতেজ অনুভূতি। আন্ডার আর্মের গন্ধের বিরুদ্ধে আপনাকে দিবে সারাদিনের কার্যকরী সুরক্ষা। ঝাঁঝ শূন্য ডিও-ষ্টীক আপনি গোসলের পর বা যে কোন সময় সরাসরি ব্যবহার করতে পারেন। ফরএভার লিভিং প্রডাক্টস এর বিশেষ ফর্মূল্যায় তৈরী এই দ্রব্য ক্রমাগত মসৃণ গতিতে ত্বকের ভেতরে প্রবেশ করে তাই কাপড়ে দাগ লাগে না। স্বাস্থ্যর ক্ষতি করতে পারে এমন উপাদানগুলি বাদ দিয়ে অ্যালো ভেরার উপকারী নির্যাসই এর মূল উপাদান।

সুস্থিত অ্যালো ভেরা এর মূল উপাদান এতে আন্ডার আর্মের ঘাম কমানো বা শূন্য করার জন্য ব্যবহৃত ক্ষতিকর Aluminum Salts নেই কিন্তু বাজারে প্রাপ্ত অধিকাংশ ডিওডোরান্ট এ এই ক্ষতিকার উপাদান পাওয়া যায়।

এক নজরে:
• ক্ষতিকর Aluminum Salts নেই
• ব্যবহারে কাপড়ে দাগ লাগে না
• শেভ এবং ওয়াক্সিং (লোম তোলার পর) এর পর সরাসরি ব্যবহা করতে পারেন, এছাড়া ত্বকের ক্ষত ও জ্বালা পোড়া প্রশমনেও ব্যবহার করতে পারেন
• দীর্ঘদিন ব্যবহার যোগ্য
• ত্বক মসৃণ করার উপাদান সমৃদ্ধ

পরিমাণ:
NET WT. 3.25. Oz (92.1 গ্রাম)

ব্যবহার বি:
প্রতিদিন আপনার আন্ডারআর্মে ব্যবহার করুন। যা আপনাকে দেবে সারাদিনের জন্য সতেজ ও পরিস্কারের এক চমৎকার অনুভূতি। পায়ের পাতা ও গোড়ালিতে লাগান যায়। ত্বকে জালাপোড়া করলে সরাসরি প্রলেপ দিন।

মূল্য: ৪৭৫ টাকা

31/01/2022
31/01/2022

খুব ভালো লাগছে কথা গুলো।

30/01/2022

কর্মব্যস্ত সারাদিনের ক্লান্তি যন্ত্রণা ও মাংস পেশীর ব্যাথাসহ যে কোন ব্যাথার জন্য নিমিষে সারিয়ে আপনি অ্যালো হিট লোশনের উপর নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন ।
অ্যালো ভেরা সমৃদ্ধ PH-balanced সমৃদ্ধ চমৎকার এই emollient (ত্বক কোমল করে এমন পদার্থ) লোশন ত্বকের গভীরে ঢুকে পেশী, জয়েন্ট, মাথা, পিঠ ও কোমরের ব্যাথায় মালিশ হিসেবে ব্যবহারের তাৎক্ষনিক আরাম দেয় । অ্যালো ভেরা ত্বকের গভীরে প্রবেশ করে খেলাধুলা ও পরিশ্রমের পর আপনার পেশী সমূহে আরাম দিতে পারে । শরীর মন শিথিল করার মালিশ হিসেবে চমৎকার ।

এক নজরে:
* খেলোয়াড়দের খেলাধুলা জনিত আঘাত দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে
* Rich, emollient formula
* মালিশের জন্য চমৎকার

পরিমাণ: 4 fl. Oz (১১৮ মি.লি.)

ব্যবহার বিধি:
প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন । চোখের সংস্পর্শ থেকে দূরে রাখুন । যদি অসাবধানতা বসতঃ চোখে লেগে যায় তবে বার বার পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

মূল্য: ৯৭৯ টাকা

অ্যালো হ্যান্ড এন্ড ফেইস সোপ পর্যাপ্ত পরিমাণ অ্যালো ভেরা সমৃদ্ধ, উন্নত ও রাজকীয় সুগন্ধ যুক্ত যা মুখমন্ডল সহ সমস্ত শরীরের...
30/01/2022

অ্যালো হ্যান্ড এন্ড ফেইস সোপ পর্যাপ্ত পরিমাণ অ্যালো ভেরা সমৃদ্ধ, উন্নত ও রাজকীয় সুগন্ধ যুক্ত যা মুখমন্ডল সহ সমস্ত শরীরের আর্দ্রতা ধরে রেখে পরিষ্কার করতে চমৎকার। পর্যাপ্ত ফেনা তৈরী করে ত্বককে দেয় পরিষ্কার, মসৃণ ও মোলায়েম পেলব অনুভূতি। No tears ফর্মূলায় তৈরী অ্যালো হ্যান্ড এন্ড ফেইস সোপ বাচ্চাদের শ্যাম্পু হিসেবে চমৎকার এবং প্রাপ্ত বয়স্করাও ব্যবহার করতে পারেন।

পরিবেশ বান্ধব, PH balance এবং অস্বস্তিকর নয় এমন ফর্মূলায় তৈরী। অ্যালো হ্যান্ড এন্ড ফেইস সোপ প্রতিদিন মুখ, হাত, চুল, ও শরীর পরিস্কারের জন্য কোমল এবং স্পর্শকাতর ত্বকের জন্য বিশেষ উপযোগী। তাই এই চমৎকার ময়েশ্চারাইজিং ক্লিনজার দ্রব্য পরিবারের সবার জন্য উপযুক্ত।

এক নজরে:
* চোখে গেলে জ্বালা পোড়া করে না এমন ফর্মূলায় তৈরী
* ময়েশ্চারাইজিং ক্লিনজার হিসেবে চমৎকার
* ত্বকের জন্য কোমল ও জ্বালা পোড়াদায়ক নয়
* Pump-action dispenser

পরিমাণ: 16 Fl. Oz. (1 pt) (৪৭৩ মি. লি.)

ব্যবহার বিধি: প্রয়োজন মত ব্যবহার করুন

মূল্য: ৮৬৭ টাকা

মৌমাছি ফুলে ফুলে ঘুরে পুস্প রেণু থেকে মধু নিয়ে সুচারুরূপে তাদের এনজাইমের সাথে মিশিয়ে মৌচাকে জমা রাখে। যুগ যুগ ধরে প্রাকৃ...
30/01/2022

মৌমাছি ফুলে ফুলে ঘুরে পুস্প রেণু থেকে মধু নিয়ে সুচারুরূপে তাদের এনজাইমের সাথে মিশিয়ে মৌচাকে জমা রাখে। যুগ যুগ ধরে প্রাকৃতিক গুণ সম্পন্ন সুস্বাদু খাবার হিসেবে সমাদৃত যা শক্তির চমৎকার উৎস এবং সহজেই হজম সাধ্য।
সুস্বাদু, সম্পূর্ণ প্রাকৃতিক বিশুদ্ধ মিষ্টি দ্রব্য যা প্রকৃতির একটি শ্রেষ্ঠ অবদান। ফরএভার বী-হানি সময়োপযোগী দ্রুত ও প্রাকৃতিক শক্তির উৎস।

এক নজরে:
* পরিবেশনের সুবিধা নিয়ে চমৎকার বোতলে
* দ্রুত শক্তি তৈরিতে সহায়ক
* প্রাকৃতিক মিষ্টতা ও সহজে হজম হয়

পরিমাণ: 17.6 oz (1.1 LB) (০.৫ কিলো. গ্রা.)

সেবন বিধি:
শুধু মধু সেবন করতে পারেন বা প্রাকৃতিক মিস্টিকরণ উপাদান হিসেবেও ব্যবহার যোগ্য।

মূল্য: ১১০২ টাকা

ফরএভার অ্যালুরিং আইস হচ্ছে চোখের নীচের ত্বকের সঞ্জীবনী শক্তি পূনরুদ্ধার করার ক্রীম। সাথে আধুনিক প্রযুক্তির ব্যবহার যা চো...
30/01/2022

ফরএভার অ্যালুরিং আইস হচ্ছে চোখের নীচের ত্বকের সঞ্জীবনী শক্তি পূনরুদ্ধার করার ক্রীম। সাথে আধুনিক প্রযুক্তির ব্যবহার যা চোখের চারিপাশের বলি রেখা, চিকন লম্বা রেখা এবং চোখের নীচের দাগ কমাতে সাহায্য করে। এটা অতি উৎকৃষ্ট কিছু প্রাকৃতিক নির্যাসের মিশ্রণে সমৃদ্ধ যা চোখের চারিপাশের স্পর্শকাতর ত্বককে কোমল এবং পেলব রেখে টান টান করতে সাহায্য করে।

ফরএভার অ্যালুরিং আইস এর অতি গুরুত্বপূর্ণ নির্যাস সমূহঃ
অ্যালো বারবা ডেনসিস জেল (সুস্থিত বা স্বাস্থ্য সম্পন্ন বা উদ্বেগহীন অ্যালো ভেরা জেল)- প্রাকৃতিকভাবে ত্বককে যন্ত্রণা থেকে উপশম করার নির্যাস সমৃদ্ধ।
* Caprlic /Capric Triglyceride এটি নারিকেল তেলের মত ত্বক কোমল করে, এমন হালকা উপাদান সমৃদ্ধ যা ত্বককে ভারী ও তেল তেলে ছাড়াই ময়েশ্চার করে।
* Jojoba Ester-Jojoba তৈল থেকে প্রাপ্ত ত্বককে কোমল রাখার উপাদান। ত্বককে উজ্জ্বল এবং ময়েশ্চার করার চমৎকার গুণ সমৃদ্ধ। এটা ক্রীমের ঘনত্ব ধরে রাখতে সাহায্য করে।

* Glycerin-A humectants(A substance that attracts moister to skin) এটা ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে।
* Squalance- a fine emollient, এটা তেলতেলে ভাব ছাড়াই ত্বককে করে স্বাস্থ্যে জ্জল এবং ঝকঝকে। চোখের নীচের ত্বকের দৃশ্যমান চিকন লম্বা দাগগুলো মিশিয়ে ত্বকের স্বাভাবিকতা ফিরিয়ে আনে এবং রুক্ষভাব দূর করে।
* Sodium Hyaluronate – ত্বককে চমৎকার ভাবে ময়েশ্চারাইজিং রাখার উৎকৃষ্ট উপাদান। কারণ এর আছে ত্বকের প্রয়োজনীয় পানি ধরে রাখার গুণ। চোখের চারিপাশে কুঞ্চিত বলিরাখা দূর করে ও ত্বককে নরম, কোমল, মসৃণ ও টানটান করার মাধ্যমে কালো দাগ ও ফোলাভাব কমাতে সাহায্য করে।
* Tocopherol –এটা ভিটামিন ই এর চমৎকার উৎস। ত্বককে নরম, কোমল ও ময়েশ্চার করতে সাহায্য করে।

এক নজরে:
* চোখের চারিপাশের বলিরেখা ও চিকন লম্বা রেখে কমাতে সাহায্য করে
* ভিটামিন ই-চোখের চারিপাশের ত্বককে নরম ও ময়েশ্চারাইজ করে
* চোখের নীচের ফোলা ভাব কমাতে সাহায্য করে
* অনন্য ও সতেজ সুগন্ধি যুক্ত

পরিমাণ: NET WT. 1 Oz. (২৮.৩গ্রা.)

ব্যবহার বিধি:
চোখের চারপাশে করতল দিয়ে আলতোভাবে লাগিয়ে দিন।

মূল্য: ১৫৮৮ টাকা

30/01/2022

Address

Chandpur Sadar
Chandpur
CHANDPUR

Telephone

+8801611846083

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rufida's beauty corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share