Rubel Ahammed

Rubel Ahammed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rubel Ahammed, Digital creator, Chandpur.

06/04/2025

বিশেষ বার্তা🛑সৌদির রাজা মুহাম্মদ বিন সালমান।আমি ট্রাম্পকে বলব আমাদের দেশ অনেক যুদ্ধ করেছে, আমরা গাজওয়া তাবুক, গাজওয়া আলমতি ইত্যাদি যুদ্ধ জিতেছি।সাবধান আমরা আবু লাহাব ও আবু জাহলের মুখোমুখি হয়েছি।আরবরা ঘুমন্ত সিংহ, জাগলে বিশ্বপুত্ররা এলোমেলো। ,আল্লাহ সালমান কে হিদায়তের উপর অটল অবিচল করুন,কাফের দের প্রতি কঠোর হওয়ার তৌফিক দান করুন

06/04/2025

আল্লাহ মানুষের অন্তরে এই আহাজারির শব্দের আওয়াজ না পৌঁছাতে পারে কিন্তু আপনি তো আমাদের স্রষ্টা আপনার দরবারে কি এই মজলুম মানুষের আহাজারির শব্দ পৌঁছে না আপনি শুনেন না ইয়া রব ইয়া রাহমানির রাহিম।🤲🤲🤲😭😭😭😭

01/04/2025

১০-৪০তম বিসিএস এ আসা ২৪ টি বানান:
____________________________
০১। শুদ্ধ বানান কোনটি – মুমূর্ষু। [১০ম, ২১তম]
০২। কোনটি শুদ্ধ – সৌজন্য। [১১তম]
০৩। কোন বানানটি শুদ্ধ – পাষাণ। [১২তম]
০৪। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি শুদ্ধ – হাতি/ হাতী। [১৩তম]
০৫। কোন বানানটি শুদ্ধ – বিভীষিকা। [১৪তম] ০৬। শুদ্ধ বানান নির্দেশ কর – মুহুর্মুহু। [১৫তম]
০৭। কোন বানানটি শুদ্ধ – সমীচীন। [১৮তম]
০৮। কোন বানানটি শুদ্ধ – শুশ্রূষা। [২০তম]
০৯। নিত্য মূর্ধন্য-ষ কোন বানানে বর্তমান – আষাঢ়। [২০তম, ২৪তম]
১০। কোন বানানটি শুদ্ধ – শুচিস্মিতা (৪টি অপশন ভুল ছিল)। [২১তম]
১১। শুদ্ধ বানানের শুদ্ধগুচ্ছ সনাক্ত করুন – স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক। [২৩তম]
১২। কোনটি শুদ্ধ বানান – দ্বন্দ্ব। [২৫তম]
১৩। কোন বানানটি শুদ্ধ – নিশীথিনী। [৩১তম, ৩৩তম]
১৪। কোন বানানটি শুদ্ধ – আকাঙ্ক্ষা। [৩১তম]
১৫। কোন বানানটি শুদ্ধ নয় – উর্ধ্ব (শুদ্ধ – ঊর্ধ্ব)। [৩৩তম]
১৬। কোন বানানটি শুদ্ধ – পিপীলিকা। [৩৩তম]
১৭। কোনটি শুদ্ধ বানান – শ্বশুর। [৩৫তম]
১৮। কোন বানানটি শুদ্ধ – প্রতিযোগিতা। [৩৫তম]
১৯। নিচের কোন বানানটি শুদ্ধ – মনীষী। [৩৫তম]
২০। নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে ‘ণ’ -এর ব্যবহার হয়েছে – প্রবণ। [৩৬তম]
২১। নিচের কোন বানানগুচ্ছের সবগুলোই বানান অশুদ্ধ – নিক্কন, সূচগ্ৰ, অনুর্ধ্ব (শুদ্ধ- নিক্বন, সূচ্যগ্ৰ, অনুর্ধ)। [৩৭তম]
২২। কোনটি শুদ্ধ বানান – শুদ্ধ উত্তর নেই (স্বায়ত্তশাসন)। [৩৮তম]
২৩। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে – ত্রিভুজ। [৩৮তম]
২৪। কোনটি শুদ্ধ বানান – প্রোজ্জ্বল। [৪০তম]

27/03/2025

আমাদের চাঁদপুর ।

23/03/2025

বারবার বিসিএস পরীক্ষায় আসা ৭৫ টি প্রশ্ন :
———————————————————————
১। সুষম খাদ্যের উপাদান কয়টি ? [৩৪, ২৯ , ২৮ তম বিসিএস] উত্তরঃ ৬টি।

২। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণি ? [৩৪, ২১, ১৬ তম বিসিএস] উত্তরঃ শুশুক।

৩। ডায়াবেটিকস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল ? [৩৪,৩০ ২১ তম বিসিএস] উত্তরঃ চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।

৪। সংকর ধাতু পিতলের উপাদান কী কী ? [৩৩, ৩২, ৩০, ২৩, ১০তম বিসিএস] উত্তরঃ তামা ও দস্তা।

৫। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্মচাপ অঞ্চলের দিকে প্রবাহি হয় তাতে কী বায়ু বলে ? [৩২, ১২, ১০তম বিসিএস] উত্তরঃ নিয়ত বায়ু।

৬। আকাশে বিদ্যুত চমকায় কখন ? [৩১ ২৬, ১২ তম বিসিএস] উত্তরঃ মেঘের অসংখ্য জলকণা/ বরফকাণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।

৭। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান পদ্ধতিকে কী বলে? [৩১, ৩০ ২৪ তম বিসিএস]
উত্তরঃ ইন্টারনেট।

৮। মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজম থাকে ? [৩১, ২৬, ১৯, ১১ তম বিসিএস] উত্তরঃ ২৩ জোড়া।

৯। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ? [৩০ ২৪ ২২ তম বিসিএস] উত্তরঃ এডিস মশা।

১০। রঙ্গিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় ? [৩০ ২৪, ২২, ১৬ তম বিসিএস] উত্তরঃ মৃদু রঞ্জন রশ্মি
১১।গ্রীনহাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরতর ক্ষতি কী হবে ? [৩০ ,২৬ ২২, ১৯, ১৫ তম বিসিএস] উত্তরঃ নিম্মভূমি নিমজ্জিত হবে।

১২।বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কীরূপ হবে ? [৩০, ২৩, ১১ তম বিসিএস] উত্তরঃ একই খরচ হবে।

১৩। পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে ? [৩৪, ২৩ তম বিসিএস] উত্তরঃ নিউট্রন ও প্রোটন।

১৪। প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে ? [৩৬,৩৪ তম বিসিএস] উত্তরঃ জেনেটিক্স

১৫। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি ? [৩৬, ২৮ তম বিসিএস] উত্তর: গামা রশ্মি

১৬। ত্রিভুজের দু’টি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’১১, ’১২, ’১৩, ’১৩, ‘১৩] উত্তরঃ সমকোণী।

১৭। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? [৩২, ২৭ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১৪, ’১৪, ’১৫, ‘১৫] উত্তরঃ ৯ গুণ।

১৮। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২১তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-০৩, ’০৭, ’১০, ’১১, ’১১, ’১৩, ’১৩, ‘১৪] উত্তরঃ ১৬ গুণ।

১৯। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২০তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৮, ’১০, ’১১, ’১২, ’১২, ’১৩] উত্তরঃ ৪ গুণ।

২০। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৪, ’০৬, ’০৯, ’১৩, ’১৩, ’১৩, ১৩, ’১৪, ’১৪, ‘১৪] উত্তরঃ ২২/৭

২১। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী ? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’০৭, ’১২, ’১২, ’১৩, ‘১৪] উত্তরঃ ভূমি ×উচ্চতা।

২২। ১ কুইন্টালে কত কেজি হবে? [১৪তম বিসিএস,[পিএসসি নন ক্যাডার জব-’০৫, ’০৭, ’০৯, ‘১১] উত্তরঃ ১০০ কেজি।

২৩। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত? [৩৩তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৭, ’০৮, ’১০, ’১২, ’১৩, ‘১৪] উত্তরঃ ৩৬০⁰

২৪। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? [১৮ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘১২] উত্তরঃ ৫০৫০।

২৫। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে ? [১৪তম বিসিএস , [পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘ ০৯, ’১১, ‘১৩] উত্তরঃ ৫ সেন্টিমিটার।

২৬। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তবে ক্ষেত্রফল কত হবে? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১০, ’১১, ’১৪, ‘১৪] উত্তরঃ (√3)/4 a²

২৭। চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিলো? [১০, ১২, ২৩, ৩৬ তম বিসিএস] উত্তরঃ ২০%

২৮। a+b+c = 0 হলে, aᶾ+bᶾ+cᶾ এর মান কত? [১০ ম বিসিএস, নন ক্যাডার জব- ১৬, ১৫, ১৪, ১২] উত্তরঃ 3abc

২৯। টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? [১০,২৬, ৩২ তম বিসিএস] উত্তরঃ ৫০% ৩০। ১ মিটারে কত ইঞ্চি? [ ১১, ২৫ তমবিসিএস, নন ক্যাডার জব-০৫, ০৬, ১১, ১২, ১৫] উত্তরঃ ৩৯.৩৭

৩১। বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত ? [৩৬,২৮ তম বিসিএস] উত্তরঃ অস্ট্রিক।

৩২। ৬ দফা দাবী কত সালে উত্থাপন করা হয় ? [৩৬, ১৩ তম বিসিএস] উত্তরঃ ১৯৬৬ সালে।

৩৩। IAEA এর সদর দফতর কোথায় ? [৩৬, ২১, ১১ তম বিসিএস] উত্তরঃ ভিয়েনা।

৩৪। বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলে ? [ ৩৫, ১৫ তম বিসিএস] উত্তরঃ সিলেট।

৩৫। ’অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ এর সদর দফতর কোথায় ? [৩৪, ২৪ তম বিসিএস] উত্তরঃ লন্ডন।

৩৬। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ? [৩৪, ২৮তম বিসিএস] উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩।

৩৭। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ? [৩২, ১১ তম বিসিএস] উত্তরঃ ১০ : ৬।

৩৮। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ? [৩১, ২২, ১৯, ১৪, ১০ তম বিসিএস] উত্তরঃ সোনারগাঁও।

৩৯। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ? [৩১, ২৯,২২, ১০ তম বিসিএস] উত্তরঃ ১৯২১ সালে।

৪০। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী ? [৩০, ১১ তম বিসিএস] উত্তরঃ বরিশাল।

৪১। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় ? [৩০, ২৬ তম বিসিএস] উত্তরঃ ১০ ডিসেম্বর।

৪২। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি ? [২৯, ২৮ তম বিসিএস] উত্তরঃ সেন্টমার্টিন।

৪৩। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে ? [২৯, ২২, ২০, ১৯, ১৫ তম বিসিএস] উত্তরঃ ১১ টি।

৪৪। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ? [২৮, ২১, ১০ তম বিসিএস] উত্তরঃ ১৬১০ সালে।

৪৫। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত ? [২৭, ২৬ তম বিসিএস] উত্তরঃ ৫৪৩।

৪৬। বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ? [২৭, ২৬,২২তম বিসিএস] উত্তরঃ ১৯৭৪ সালে।

৪৭। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে? [২৫, ২১ তম বিসিএস] উত্তরঃ ৬০ জন।

৪৮। মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অবরোধ করা হয়েছিলো? [২৫, ১৭ তম বিসিএস] উত্তরঃ
১৯৭৩ সালে।

৪৯। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? [২৫, ২৩ তম বিসিএস] উত্তরঃ ইন্দোনেশিয়া।

৫০। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? [২৪, ১৬ ১৪ তম বিসিএস] উত্তরঃ কামরুল হাসান।

৫১। বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? [২৩, ২২ তম বিসিএস] উত্তরঃ তৈরি পোশাক থেকে।

৫২। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? [২২, ১৪, ১৩তম বিসিএস] উত্তরঃ লালমনিরহাট জেলায়।

৫৩। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
[২২, ২০ তম বিসিএস] উত্তরঃ ১৯৮৫ সালে ঢাকায়।

৫৪। বাংলাদেশে কোনো ব্যাক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত ? [২০, ১৯ তম বিসিএস] উত্তরঃ ১৮ বছর।

৫৫। ’মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে? [১৮, ১৪ তম বিসিএস] উত্তরঃ লিওনার্দো দ্যা ভিঞ্চি।

৫৬। শুদ্ধ বানান কোনটি? [১০, ২১ তম বিসিএস] উত্তরঃ মুমূর্ষু।

৫৭। ‘কবর’ নাটকটির লেখক কে? [১০, ১৮, ২১ তম বিসিএস] উত্তরঃ মুনীর চৌধুরী।

৫৮। ক্রিয়া পদের মূল অংশকে কী বলে? [১০, ১২ তম বিসিএস] উত্তরঃ ধাতু।

৫৯। ‘’আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’’ গানটির রচয়িতা কে? [১০, ১৯ তম বিসিএস] উত্তরঃ আব্দুল গফফার চৌধুরী।

৬০। বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? [১০, ১৬ তম বিসিএস] উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।

৬১। বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’ কে? [১১, ১৪ তম বিসিএস] উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।

৬২। ‘চাচা কাহিনী’র লেখক কে? [১১, ২৯ তম বিসিএস] উত্তরঃ সৈয়দ মুজতবা আলী।

৬৩। মধুসূদন দত্ত রচিত ‘বীরঙ্গনা’ কী ধরনের গ্রন্থ? [১২,৩৬ তম বিসিএস] উত্তরঃ পত্রকাব্য।

৬৪। রোহিনী কোন উপন্যাসের নায়িকা? [১২, ১৬ তম বিসিএস] উত্তরঃ কৃষ্ণকান্তের উইল।

৬৫। ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম? [১৪, ১৬, ৩২ তম বিসিএস] উত্তরঃ প্রমথ চৌধুরী।

৬৬। কোনটি মৌলিক শব্দ? [ ৩৭, ১৪ তম বিসিএস] উত্তরঃ গোলাপ।

৬৭। ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? [১৫, ১৬, ২৫ তম বিসিএস] উত্তরঃ সিকান্দ্র আবু জাফর।

৬৮। সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? [১৫, ১৬ তম বিসিএস] উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে।

৬৯। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে? [১৬, ২৯ তম বিসিএস] উত্তরঃ ১৯৫৫ সালে।

৭০। ’একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে? [১৬, ২০ তম বিসিএস] উত্তরঃ হাসান হাফিজুর রহমান।

৭১। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কী? [১৭, ২৪ তম বিসিএস] উত্তরঃ উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে পেছনে।

৭২। নিত্য মূর্ধন্য-ষ যোগে গঠিত শব্দ কোনটি? [২০, ২৪ তম বিসিএস] উত্তরঃ আষঢ়।

৭৩। ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা? [২১, ২৪ তম বিসিএস] উত্তরঃ ড. মুহম্ম্দ শহীদুল্লাহ।

৭৪। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [২৭, ৩৩ তম বিসিএস] উত্তরঃ ১৯২৩ সালে। প্রকাশক দীনেশরঞ্জন দাস।

৭৫। ‘পাখি সব করে রব রাত্রি পোহাইল’ এই পঙক্তিটির রচয়িতা কে? [২৬, ২৭ তম বিসিএস] উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার...

18/03/2025

"৯" সংখ্যা, "৮" সংখ্যাকে একবার জোড়ে এক চড় মারল।
তখন কাঁদতে কাঁদতে ৮ সংখ্যা জিজ্ঞাসা করল, "আমাকে মারলে কেন?"
"৯" সংখ্যা বলল আমি বড় তাই মেরেছি।
এ কথা শুনে "৮" সংখ্যা, ''৭'' সংখ্যাকে জোড়ে চড় বসিয়ে দিল।
সেও অনুরূপভাবে অজুহাত দিয়ে বলল, "আমি বড় তাই মেরেছি।

এরপর এদের দেখাদেখি একে একে ''৭'', ''৬''-কে; ৬, ৫-কে; ৫, ৪-কে; ৪, ৩-কে; ৩, ২-কে; আর ২, ১-কে চড় মারল।
হিসাব মত এবার ১-এর শূন্যকে মারার পালা।

কিন্তু "১" মারল না।
বরং সে ভালোবেসে শূন্যকে নিজের পাশে বসালো।
এতে করে দু'জনে মিলে "১০" সংখ্যা হয়ে গেল।
তারা এবার ৯-এর থেকেও বেশী শক্তিশালী হয়ে গেল।
তারপর থেকে "১০" সংখ্যাকে সবাই ভয় পেতে বাধ্য হলো।

তাই নিজেদের মধ্যে লড়াই না করে একে অন্যের হাত ধরি।
নিজেদেরকে ঐক্যবদ্ধ করে শক্তি বৃদ্ধি করি।

Completing Sentence
19/02/2025

Completing Sentence

30/01/2025

১. কোন ৩টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?
উত্তর:- ২,৪,৭
নোট:-(ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষায় বড় হলে ত্রিভুজ আঁকা যাবে আর ক্ষুদ্রতম হলে আঁকা যাবে না।)
২. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩। ত্রিভুজটি হবে-
উত্তর :- সমকোণী ত্রিভুজ।
নোট:-(একটি ত্রিভুজের দু’টি কোণের অনুপাত তৃতীয় অনুপাতের সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ।
৩. ৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি?
উত্তর:- ৫০ডিগ্রি
৪. একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪,৫,ও ৩ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উত্তর:-৬
৫. সমকোণী ত্রিভুজের বাহুগোলোর অনুপাত কত?
উত্তর:-১৩:১২:৫
৬. স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের সংখ্যা-
উত্তর:-১টি
৭. একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?
উত্তর:-১৮০ ডিগ্রি
৮. ত্রকটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত একক?
উত্তর:-২৪ একক
৯. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজের মান কত?
উত্তর:-৫ সেমি
১০. দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-
উত্তর:- প্রবৃদ্ধকোণ
১১. ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি –
উত্তর:- সমবাহু
১২. একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া পাওয়া যায়?
উত্তর:- ২ টি
১৩. দু’টি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান ৩৫ ডিগ্রি হলে অপরটির মান কত?
উত্তর:-৫৫
১৪. ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরী করে?
উত্তর: ১২টি
১৫. একটি চর্তুভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান। একে বলে-
উত্তর:- ট্রাপিজিয়াম
১৬. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০ ডিগ্রি হলে অপর কোণটি কত?
উত্তর:-৪০ ডিগ্রি
১৭. একটি সমবাহু ত্রিভুজের একটি বহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উত্তর:-৬৪📷৩
১৮. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে-
উত্তর:- আয়তক্ষেত্র
১৯. একটি বৃত্তের যেকোনো দু’টি বিন্দুর সংযোজক রেখাকে বলে-
উত্তর:- জ্যা
২০. কোনো ত্রিভুজের তিনটি বহিুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির মোট পরিমাণ হবে-
উত্তর:-৩৬০ ডিগ্রি
২১. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি হলে, এর অতিভূজের মান কত?
উত্তর:- ৫ সে.মি.
২২. ABC –এর কোণ A=৪৫ ডিগ্রি ও কোণ B=৩০ ডিগ্রি হলে কোণ C-এর মান কত ডিগ্রি?
উত্তর:-১০৫ ডিগ্রি
২৩. কোনো ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ তিনটি কোণের পরিমাণ কত ডিগ্রি?
উত্তর:-৩৬০ ডিগ্রি
২৪. দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কী বলা হয়?
উত্তর:- বিপ্রতীপ কোণ
২৫. বৃত্তের যেকোনো দু’টি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি-
উত্তর:-জ্যা
২৬. ত্রিভুজের যেকোনো দু’টি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি-
উত্তর:- সমদ্বিবাহু ত্রিভুজ
২৭. একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোণের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ৩০ ডিগ্রি বড়ো হয় তবে কোণটি কত ডিগ্রি?
উত্তর:-৬০ ডিগ্রি
২৮. অতিভুজের বিপরীত থাকে-
উত্তর:- সমকোণ
২৯. যে চতুর্ভুজের সাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো নয়, তাকে কী বলে?
উত্তর:-রম্বস
৩০. ২৫৩ ডিগ্রি কোণকে কী কোণ বলে?
উত্তর:- প্রবৃদ্ধ কোণ
৩১. বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
উত্তর:- ৯ গুণ
৩২. বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রন্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?
উত্তর:- দ্বিগুণ
৩৩. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
উত্তর:- ভূমি📷উচ্চতা
৩৪. ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয়-
উত্তর:- সূক্ষ্মকোণ
৩৫. কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক রেখাংশ দু’টির প্রত্যেকটিকে বলে-
উত্তর:-কর্ণ
৩৬. বৃত্তের পরিধি ও ব্যাসের অপুপাত-
উত্তর:-২২/৭
৩৭. দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?
উত্তর:- সম্পূরক কোণ
৩৮. ABC বৃত্তে AB ও CD দু’টি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
উত্তর:-PB=PD
৩৯. একটি সমবাহু ত্রিভুজের একটি বহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উত্তর:-৬৪📷৩
৪০. সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-
উত্তর:-স্থুলকোণ
৪১. বৃত্তের পরিধি ও ব্যাসের অপুপাত-
উত্তর:-২২/৭
৪২. সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে-
উত্তর:- একটি মাত্র ত্রিভুজ আঁকা যায়
৪৩. কোনো ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-
উত্তর:-৩৬০ ডিগ্রি
৪৪. দু’টি পরস্পরছেদী বৃত্তে কয়টি সাদারণ স্পর্শক আঁকা যেতে পারে?
উত্তর:- ২টি
৪৫.বৃত্তের পরিধি ও ব্যাসের অপুপাত-
উত্তর:-২২/৭
৪৬. কোনো ত্রিভুজের একটি কোণ অপর দু’টি কোণের সমান হলে ত্রিভুজটি-
উত্তর:-সমকোণী
৪৭. কোণ A = ৫০ ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি?
উত্তর:- ৪০ ডিগ্রি
৪৮. একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬০ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-
উত্তর:-১২০ ডিগ্রি
৪৯. ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি-
উত্তর:- সমকোণী
৫০. কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
উত্তর:-ভরকেন্দ্র
৫১. কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্ব-দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
উত্তর:- পরিকেন্দ্র
৫২. সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বির্ধিত করেলে উৎপন্ন কোণদ্বয় হবে-
উত্তর:- স্থুলকোণ
৫৩. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি-
উত্তর:- সূক্ষ্মকোণ
৫৪. কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
উত্তর:- অন্তঃকেন্দ্র
৫৫. দুই সমকোণ থেকে বড়, কিন্তু চার সমকোণ থেকে ছোট, সে ধরনের কোণের নাম কী?
উত্তর:- প্রবৃদ্ধ কোণ
৫৬. দু’টি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রদ্বয় হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ-
উত্তর:- সরল কোণ
৫৭. কোনো ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডক যদি ভূমির উপর লম্ব হয়, তবে ত্রিভুজটিকে কী বলে?
উত্তর:- সমদ্বিবাহু
৫৮. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-
উত্তর:- ৮
৫৯. বৃত্তের কেন্দ্র হতে ২৪ সে.মি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫ সে.মি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে-
উত্তর:- ১৩ সে.মি
৬০. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক কোণ-
উত্তর: এক সমকোণ
৬১. তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কী ত্রিভুজ বলে?
উত্তর:- সদৃশ ত্রিভুজ
৬২. ত্রিভুজের যেকোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি-
উত্তর:- দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
৬৩. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক কোণ-
উত্তর: এক সমকোণ
৬৪. ১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে-
উত্তর:- ৫ সেমি
৬৫. একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-
উত্তর:-১২০
৬৬. ১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা-এর লম্ব দূরত্ব ৫ সেমি হলে জ্যা- এর দৈর্ঘ্য হবে-
উত্তর:- ২৪ সেমি
৬৭. একটি সুষম পঞ্চভূজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-
উত্তর:-১০৮ ডিগ্রি
৬৮. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি হলে, এর অতিভূজের মান কত?
উত্তর:- ৫ সে.মি.
৬৯. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-
উত্তর:-৩৬০ ডিগ্রি
৭০. একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে-
উত্তর:- চারগুণ
৭১. একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬৫ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-
উত্তর:- ১৩০ ডিগ্রি
৭২. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা হবে-
উত্তর:- ৯টি
৭৩. কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
উত্তর:- অন্তঃকেন্দ্র
৭৪. কোন ক্ষেত্রটি সামন্তরিক নয়?
উত্তর:- ট্রাপিজিয়াম
৭৫. কোন ক্ষেত্রটি সামন্তরিক নয়?
উত্তর:- ট্রাপিজিয়াম
৭৬. কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি-
উত্তর:- সমদ্বিবাহু
৭৭. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সমলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
উত্তর: চারগুণ
৭৮. বৃত্তস্থ সামন্তরিক একটি-
উত্তর: আয়তক্ষেত্র
৭৯. একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১০০ ডিগ্রি হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে-
উত্তর:- ৫০ ডিগ্রি
৮০.একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ ৪০ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-
উত্তর:-৮০ ডিগ্রি
৮১. সামান্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখণ্ডদ্বয়-
উত্তর:- পরস্পর সমান
৮২. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে-
উত্তর:- রম্বস
৮৩. একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ ৬০ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-
উত্তর:-১২০ ডিগ্রি
৮৪. দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রস্থ হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ-
উত্তর:- সরল কোণ
৮৫. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলে-
উত্তর:- রম্বস
৮৬. ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির-
উত্তর:-পূরক কোণ বলে
৮৭. ত্রিভুজের তিন বাহু, এর অন্তঃর্বৃত্তের-
উত্তর:- স্পর্শক
৮৮. বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে-
উত্তর:-ব্যাস
৮৯. স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ-
উত্তর:- এক সমকোণ
৯০. একটি রম্বস আঁকতে হলে কমপক্ষে কোন উপাত্তগেুলোর প্রয়োজন?
উত্তর:- এক বাহু ও এক কোণ
৯১. কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত। এটি কোন ধরনের চতুর্ভুজ হবে?
উত্তর:- বর্গক্ষেত্র
৯২. কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
উত্তর:- অন্তঃকেন্দ্র
৯৩. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা হবে-
উত্তর:- ৮টি
৯৪. সুষম য়ড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-
উত্তর:- ১২০ ডিগ্রি
৯৫. একটি ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ কের তাকে বলে-
উত্তর:- ভরকেন্দ্র
৯৬. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪৪ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা হবে-
উত্তর:- ১০টি
৯৭. কোন ত্রিভুজের বাহু গুলেঅর লম্ব-দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
উত্তর:- পরিকেন্দ্র
৯৮. কোন ত্রিভুজের বাহু গুলেঅর লম্ব-দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
উত্তর:- পরিকেন্দ্র
৯৯. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪৪ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা হবে-
উত্তর:- ১০টি
১০০. সমদ্বিবহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-
উত্তর:-স্থুলকোণ
১০১. দু’টি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান সত্ত্বেও ত্রিভুজ দু’টি সর্বময় হবে না-
উত্তর:- তিন কোণ
১০২. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি. হলে এর অতিভুজ এর মান কত?
উত্তর:- ৫ সে.মি
১০৩. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি –
উত্তর:- ৩৬০ ডিগ্রি
১০৪. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র –
উত্তর:- ভূমি 📷 উচ্চতা
১০৫. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭৫ ডিগ্রি হলে বিপরীত কোণটি হবে-
উত্তর:- ১০৫ ডিগ্রি
১০৬. অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাণ হবে-
উত্তর:- ৩০ ডিগ্রি
১০৭. ত্রিভুজের যে-কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর-
উত্তর:- অর্ধেক
১০৮. ABC ত্রিভুজের AB = AC। কোণ A = 80 কোণ B=কত?
উত্তর:- ৫০ ডিগ্রি
১০৮. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১২ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উত্তর:- ৩৬📷৩
১০৯. কোন ক্ষেত্রগুলোর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণ সমদ্বিখণ্ডিত করে?
উত্তর:- বর্গক্ষেত্র ও রম্বস
১১০. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০ ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত?
উত্তর:-১১০ ডিগ্রি
১১১. ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিঃস্থ কোণটি-
উত্তর:- বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে
১১২. সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫ ডিগ্রি হলে এর বাহু সংখ্যা হবে-
উত্তর:- ৮টি
১১৩. সুষম পঞ্চভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে-
উত্তর:- ৭২ ডিগ্রি
১১৪. ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডিত রেখা ভূমিকে সমদ্বিখণ্ডিত করলে ত্রিভুজটি-
উত্তর:- সমবাহু
১১৫. ত্রিভুজের বৃহত্তম বাহুসংলগ্ন কোণদ্বয়-
উত্তর:- সূক্ষ্মকোণ
১১৬. একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত?
উত্তর:- ১৩৫ ডিগ্রি
১১৭. ’ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুিই সমকোণের সমান’ –কোন ক্ষেত্রে সত্য?
উত্তর:- সকল ত্রিভুজের ক্ষেত্রে
১১৮. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০ ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত?
উত্তর:- ১১০ ডিগ্রি
১১৯. কোনো বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর কয়টি স্পর্শ আঁকা যেতে পারে?
উত্তর:-২টি
১২০. বৃত্তের একই চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অংশ ?
উত্তর:- দ্বিগুণ
১২১. একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত?
উত্তর:- ২৪ একক
১২২. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ ১২০ হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-
উত্তর:- ৬
১২৩. কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমান হলে ত্রিভুজটি-
উত্তর:- সমকোণী ত্রিভুজ
১২৪. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?
উত্তর:- ৩,৪ ও ৫
১২৫. ত্রিভুজের তিন বাহু, এর অন্তঃর্বৃত্তের-
উত্তর:- স্পর্শক
১২৬. সুষম য়ড়ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি?
উত্তর:- ৬০ ডিগ্রি
১২৭. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
উত্তর:- ভূমি 📷উচ্চতা
১২৮. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
উত্তর:- ভূমি 📷উচ্চতা
১২৯. একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১২ হলে প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?
উত্তর:- ৩০ ডিগ্রি
১৩০. এতটি চতুর্ভুজের একটি কোণ ৭০ ডিগ্রি হলে বিপরীত কোণটির পরিমাণ কত?
উত্তর:- ১১০ ডিগ্রি
১৩১. সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের একটি ১১৫ ডিগ্রি হলে অরটি কত?
উত্তর:- ৬৫ ডিগ্রি
১৩২. একটি ‍সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ ২০ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত?
উত্তর:-১৮
১৩৩. ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো। কোণ ACD=105 ডিগ্রি হলে কোণ BAC + কোণ ABC =কত?
উত্তর:- ১০৫ ডিগ্রি
১৩৪. একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কত গুণ হবে?
উত্তর:- চারগুণ
১৩৫. ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাড়ানো হলো। কোণ BAD=১০০ ডিগ্রি হলে কোণ BCD =কত?
উত্তর:-৮০ ডিগ্রি
১৩৬. ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্য বিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর –
উত্তর:- অর্ধেক
১৩৭. ত্রিভুজের যে কোন দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি-
উত্তর:- দুই সমকোণের বৃহত্তর
১৩৮. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
উত্তর:- ভূমি 📷উচ্চতা
১৩৯. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৩ ও ৪ সেমি। অতিভুজের দৈর্ঘ্য কত?
উত্তর:- ৫ সেমি
১৪০. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল কত?
উত্তর:- 📷 বর্গ মিটার
১৪১. বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণগুলোর সমষ্টি কত?
উত্তর:- ৩৬০ ডিগ্রি
১৪২. সামান্তরিকের দু’টি সন্নিহিত কোণের একটি ১১০ ডিগ্রি হলে অপরটি কত?
উত্তর:- ৭০ ডিগ্রি
১৪৩. ত্রিভুজের বৃহত্তর বাহুসংলগ্ন কোণদ্বয় কোন প্রকার কোণ?
উত্তর:- সূক্ষ্মকোন।

22/12/2024

মনে রাখার টেকনিক।

বিষয় :তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়) টপিক: সংখ্যা পদ্ধতি
05/12/2024

বিষয় :তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)
টপিক: সংখ্যা পদ্ধতি

05/12/2024

Address

Chandpur
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubel Ahammed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubel Ahammed:

Share