Rubel Ahammed

Rubel Ahammed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rubel Ahammed, Digital creator, Chandpur.

22/12/2024

মনে রাখার টেকনিক।

বিষয় :তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়) টপিক: সংখ্যা পদ্ধতি
05/12/2024

বিষয় :তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩য় অধ্যায়)
টপিক: সংখ্যা পদ্ধতি

05/12/2024
25/11/2024

#সংখ্যা পদ্ধতি কি?
সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা লেখার ও প্রকাশ করার একটি নিয়ম বা পদ্ধতি। এটি ব্যবহার করে আমরা সংখ্যা লিখি, গণনা করি এবং বিভিন্ন হিসাব-নিকাশ করি।
#বেস কি?
কোন সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বা ব্যাবহৃত অংকসমূহের সংখ্যাকে ঐ সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে।
সংখ্যা পদ্ধতি ২ প্রকার।
১। পজিশনাল সংখ্যা পদ্ধতি
- যে সংখ্যা পদ্ধতির বেস, ভিত্তি,স্থায়ী মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে।
যেমন- দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা।
২। নন পজিশনাল পদ্ধতি
- যে সংখ্যা পদ্ধতির বেস, ভিত্তি,স্থায়ী মান থাকে না তাকে নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে।
যেমন - রোমান সংখ্যা , হায়ারোগ্লিফিক্স

#বিভিন্ন সংখ্যা পদ্ধতির ব্যাবহার-

***বাইনারি
-কম্পিউটার প্রক্রিয়াকরণ: কম্পিউটার সিস্টেমে সব তথ্য বাইনারি হিসেবে সংরক্ষিত হয়। এটি ট্রানজিস্টরের অন (১) এবং অফ (০) অবস্থার প্রতিনিধিত্ব করে।
-ডিজিটাল সার্কিট
-লজিক গেট
- মেশিন কোড
-ডাটা এনকোডিং।

***অক্টাল-
-পুরনো কম্পিউটার সিস্টেম: প্রাথমিক দিনগুলোর কম্পিউটার প্রোগ্রামিংয়ে (যেমন PDP-11) অক্টাল ব্যবহৃত হতো।
-ফাইল পারমিশন,
-বাইনারি সংক্ষিপ্ত রুপে।

***হেক্সাডেসিমাল-
-মেমোরি অ্যাড্রেসিং
-কালার কোডিং
-মেশিন কোড.
-ডিবাগিং
- ম্যাক আড্রেস।
#বাইনারি সংখ্যা কেন ব্যবহার করা হয়,?
কম্পিউটার প্রক্রিয়াকরণ: কম্পিউটার সিস্টেমে সব তথ্য বাইনারি হিসেবে সংরক্ষিত হয়। এটি ট্রানজিস্টরের অন (১) এবং অফ (০) অবস্থার প্রতিনিধিত্ব করে এবং দ্রুত কাজ করা যায় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।

#বিপরীতকরণ বা নেগেশন বলতে কি বুঝো?
-বিপরীতকরণ বা নেগেশন বলতে ধনাত্নাক সংখ্যাকে ঋনাত্নক বা ঋনাত্নক সংখ্যাকে ধনাত্নাক করাকে বুঝায়।
বিপরীতকরণ বা নেগেশনের জন্য বাইনারি সংখ্যাকে ২ এর পরিপূরকে রুপান্তর করা হয়, বিপরীতকরণ করেল কোন সংখ্যার মানের পরিবর্তন হয় না শুধু চিহ্নের পরিবর্তন হয়।
#২ এর পরিপূরক কি?
- ১ এর পরিপূরকের সাথে ১ যোগ করে যে মান পাওয়া তাকে ২ এর পরিপূরক বলে।
২ এর পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা-
- ২ এর পরিপূরক গঠনে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়
- ২ এর পরিপূরক গঠনে সরল বর্তনী ব্যাবহার করা হয় কারণ সরল বর্তনী দামে সস্তা ও দ্রুত গতিতে কাজ করে।
- ২ এর পরিপূরক গঠনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সং্খ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা হয়।

#বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট ভালো করে প্রাক্টিস করবেন।
#বাইনারি,অক্টাল,হেক্সাডেসিমাল দেখে নিবেন।

24/11/2024

#লজিক গেইট কি?
লজিক গেইট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহন করে এবং শুধুমাত্র একটি আউটপুট প্রদান করে।
লজিক গেইট দুই প্রকার
১। মৌলিক গেট ২। যৌগিক গেইট।
#মৌলিক গেইট কি?
- ডিজিটাল ইলেকট্রনিক পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সকল গেইট মূলত কাজ করে তাদেরকে মৌলিক গেইট বলে।
অথবা
যে সকল গেইট দ্বারা বুলিয়ান আলজেবরার মৌলিক অপারেশনের কাজ করা যায় তাদেরকে মৌলিক গেইট বলে।
মৌলিক গেইট ৩ টি
- এন্ড, নর , নট গেইট।
#যৌগিক গেইট কি?
বিভিন্ন মৌলিক গেইটের সমন্বয় যে গেইট তৈরি হয়, তাকে বলা হয় যৌগিক গেইট।
যৌগিক গেইট ৪ টি।
-ন্যান্ড, নর,এক্স অর,এক্সনর গেইট।
#সত্যক সারণি কি?
- যে সারণি গুলো ইনপুটের উপর নির্ভর করে আউটপুট প্রদর্শন করে তাকে সত্যক সারণি বলে।
#সার্বজনীন গেইট কাকে বলে?
- যে গেইট দিয়ে মৌলিক গেইট সহ ( এন্ড, অর,নর) অন্যান্য গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
Gate- ইনপুট ও আউটপুটের মান একই হয় যে গেইটে তাকে Buffer Gate বলে।
লজিক গেইট ডিজাইন, কম্পিউটার নেটওয়ার্কে ব্যাবহার করা হয়।
#ফাজি লজিক (Fuzzy Logic) হলো একটি গণিত ভিত্তিক লজিকাল পদ্ধতি, যা অস্পষ্ট বা অনিশ্চিত তথ্যের সাথে কাজ করে এবং কোনো বিষয়কে "হ্যাঁ" বা "না" এর পরিবর্তে ধূসর অঞ্চলে বিশ্লেষণ করতে সহায়তা করে। এটি ঐতিহ্যবাহী বাইনারি লজিকের (0 বা 1) বিকল্প যেখানে মান শুধুমাত্র সত্য (True) বা মিথ্যা (False) হতে পারে। ফাজি লজিকের মাধ্যমে কোনো তথ্য আংশিকভাবে সত্য বা মিথ্যা হতে পারে।

#বুলিয়ান আলজবেরা কি?
- জর্জ বুলি সর্বপ্রথম গানিত ও যুক্তির মধ্য সম্পর্ক আবিস্কার করেন এবং গনিত ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের আলজেবরা তৈরি করেন, তাকে বুলিয়ান আলজেবরা বলে।

#অর,নট,এন্ড,ন্যান্ড, নর,এক্স অর,এক্স নর এর ট্রুথ টেবিল, ফিগার দেখতে হবে।
#বুলিয়ান উপপাদ্যর সূত্র গুলো দেখতে হবে।
#সরল দেখতে হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হ্যান্ডনোট 🧡প্রোগ্রামিং
22/11/2024

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হ্যান্ডনোট 🧡
প্রোগ্রামিং

30/10/2024

আমাদের জানা উচিত।

26/10/2024

কোন ছেলে যদি """"মা- বাবার কবরের""'' কাছে যায়, আর ""সুরা ফাতেহা"" পাঠ করে ""সূরা ইখলাস"" পাঠ করে ""দুরুদ শরীফ"'' পাঠ করে ""আল্লাহর"' দরবারে দুটি হাত বাড়িয়ে দে!!

"""আমার নবী"""" বলেন, ""কেয়ামত"" পর্যন্ত আমার """আল্লাহ ঐ কবরের আজাব মাফ""" করিয়ে দেন!!

মাওলানা নেছার আহমদ চাঁদপুরী!!!

16/10/2024

ধর্ম যার যার উৎসব সবার তাদের জন্য এই ভিডিও ।

04/10/2024

নামাজ শিখুন সঠিক পদ্ধতিতে! মাওলানা মুফতি আল আমিন সাইফি

গ্রামারের কিছু অংশ ।
23/09/2024

গ্রামারের কিছু অংশ ।

16/09/2024

শুধু ভাল ছাত্র নয়,শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে ভাল মানুষ করে!

14/09/2024
27/08/2024

বাস্তবতা ।

16/08/2024

বাচ্চারা রিডিং পড়তে পারছে না, শিক্ষকরা কিভাবে পড়াবে সেটাও বুঝতে পারছে না, তাহলে এমন কারিকুলাম দিয়ে আমরা কি করবো যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বং'সের দিকে নিয়ে যাচ্ছে ||

13/08/2024

হাইস্যকর।

বর্তমানে যে কাজটি সবচেয়ে বেশি করে।
03/07/2024

বর্তমানে যে কাজটি সবচেয়ে বেশি করে।

Address

Chandpur
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubel Ahammed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubel Ahammed:

Videos

Share