17/07/2024
শরিয়তপুর জেলার সখিপুর থানার,চরসেনসাস ইউনিয়নে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
উক্ত খেলার আয়োজন করেন খায়ের পট্টি জিনিয়াস ক্লাব।
চ্যাম্পিয়ন সানরাইজ ক্রিকেট একাদশ সখিপুর,রানার আপ রাসেল বাইপার ক্রিকেট একাদশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সখিপুর থানা আওয়ামীলীগের সহসভাপতি জিতু মিয়া বেপারী(সাবেক চেয়ারম্যান,চরসেনসাস ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরসেনসাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বালা।
প্রতিনিধি:আইনাল মিজির পাঠানো তথ্যে।