28/07/2022
#জনশুমারি ও গৃহগণনা ২০২২ ও কিছু মিথ্যাচার।
১. দেশের জনসংখ্যা এত কম কেন?
উত্তরঃ আপনার দাদার/বাবার কয়জন সন্তান ছিলেন? কমপক্ষে ৫/৬ জন করে। আপনিতো ১ জন নিয়ে হিমশিম খাচ্ছেন আরেকজন নিবেন কিনা। দেশে বিবাহ কমছে, তরুণরা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, অবৈধ সম্পর্ক বাড়ছে, বেকারদের নিকট কেউ বিয়ে দিচ্ছে না, বেশি বয়সে বিয়ের হার বাড়ছে, ডিভোর্সের হার বাড়ছে, তারপরেও ৮০ ভাগ মানুষ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করছেন, গত ১০ বছরে প্রবাসী কত গেছে খবর রাখেন, তাহলে মানুষ কি ঘুমাইয়া বাড়ব?
২. বিবিএসের ২০১৯ সালের রিপোর্ট থেকে জনসংখ্যা কম কেন?.
এই কথা জানার আগে আপনাকে জেনে নিতে হবে শুমারি ও জরিপের (সার্ভে) মধ্যে পার্থক্য কি? জরিপের মাধ্যমে স্যাম্পল বেসিস তথ্য নিয়ে সমগ্র রিপোর্ট প্রকাশ করা হয় কাজেই এটা শতভাগ শুদ্ধ হবে না যে এটাই স্বাভাবিক। শুমারিতে শতভাগ কাউন্টিং করা হয়, কাজেই এর সঠিকতা রয়েছে। অন্যান্য বিদেশি সংস্থা, UNDP বা World Bank এর কথা বলবেন। তারা নিজেরাই বিবিএসের তথ্য ব্যবহার করেন, ভাল করে খোজ নিয়ে দেখেন।
৩. মুসলমান বেড়েছে হিন্দু কমেছে?
হিন্দু জনগোষ্ঠী কমেছে সেই কথা আপনি কই দেখলেন বরং বৃদ্ধির হার কমেছে। একজন হিন্দু কতটুকু শিক্ষিত এবং সচেতন সেটা আপনি আগে দেখে নিন, তারপর তর্ক করতে আসেন।
৪. নারীর সংখ্যা বেশি কেন?
ভাই ইহা কেয়ামতের লক্ষণ, বিশ্বাস না হলে আপনার এলাকায় গত ১ বছরে কতজন ছেলে-মেয়ে জন্ম নিয়েছে খোজ নিয়ে দেখেন।