Chandpur.Com

Chandpur.Com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chandpur.Com, News & Media Website, .

এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন জীবনে তিনটি বিষয়ে কখনো ছাড় দিবে না-      ১। ভালো খাবার খাওয়া।   ২। ভালো বিছানায় ...
17/08/2022

এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন জীবনে তিনটি বিষয়ে কখনো ছাড় দিবে না-

১। ভালো খাবার খাওয়া।
২। ভালো বিছানায় ঘুমানো।
৩। ভালো ঘরে বসবাস করা।

ছেলে: কিন্তু আমি তো দরিদ্র। এই গুলো আমার দ্বারা কিভাবে সম্ভব?

জ্ঞানী বাবাঃ-
"যখন প্রচন্ড খিদে পাবে, তখন খাবে,তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার।

"যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানেই ঘুমাবে, সেটাই হবে ভালো বিছানা।

"যখন মানুষের সাথে মিশবে, সদাচারণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা।'

একজন মুসলিম হিসেবে মৃত্যু আসার আগেই আপনার পরিবারকে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করে যাবেন,,,,• মসজিদের মাইকে আমার মৃত্যুর খবর ...
16/08/2022

একজন মুসলিম হিসেবে মৃত্যু আসার আগেই আপনার পরিবারকে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করে যাবেন,,,,

• মসজিদের মাইকে আমার মৃত্যুর খবর বলবেন না।

• আমার মৃত্যুর সংবাদ শুনলে পড়ুন "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন"।

• আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিযিক ভোগ করে ফেলেছি।

• আমাকে নিয়ে বিলাপ-মাতম করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী কাজ।

• আমার মৃত্যুতে চল্লিশা, কুল-খানি করবেন না কারণ এটা স্পষ্ট বিদ'আত।

• যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

• আমার লাশকে সুন্দরভাবে গোসল করার ব্যবস্থা করে দিবেন।

• লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন.... সমাজের নয়।

• আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকুন আর পড়ুন আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু।

• আমার কবরের আজাব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ইমান।

• আমার হয়ে দান-সাদাকা করবেন।এতে আমার জন্য কল্যাণ হবে। দান- সাদকা বেশি বেশি করলে আল্লাহ খুশি হন।

• আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিয়েন,, সে গুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।

• আমার পরিবারের খবর নিয়েন।

• আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন... আপনার সময়ও অতি নিকটে।

• আমার পাওনা আমার পরিবার কে ফিরিয়ে দিবেন, না পারলে সাদকাহ জারিয়া করবেন আমার জন্য, তাও না পারলে আজিবন আমার জন্য দুয়া করবেন আমি ক্ষমা করে দিব ইন শা আল্লাহ।

আপনি আমার কাছে পেয়ে থাকলে আমার জীবিত অবস্থায়ই চেয়ে নিবেন আমার কাছে, আর যদি মরে যাই পরিবারের কাছে চাবেন। তারা না দিলে ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন।

اللهم إني أسألك حسن الخاتمة مع كلمة التوحيد موتا شهيدا وأدخلني الجنة الفردوس الاعلي بلا حساب ولاعذاب يا رب العالمين.

আল্লাহ তোমার কাছে কালিমা নসিব করে উত্তম শহীদী মরন চাই। কোন প্রকার আযাব হিসাব ছাড়া জান্নাতুল ফেরদৌসের প্রবেশ করতে দিও হে পৃথিবীর মালিক। আমীন।.. Cp

28/07/2022

#জনশুমারি ও গৃহগণনা ২০২২ ও কিছু মিথ্যাচার।
১. দেশের জনসংখ্যা এত কম কেন?
উত্তরঃ আপনার দাদার/বাবার কয়জন সন্তান ছিলেন? কমপক্ষে ৫/৬ জন করে। আপনিতো ১ জন নিয়ে হিমশিম খাচ্ছেন আরেকজন নিবেন কিনা। দেশে বিবাহ কমছে, তরুণরা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, অবৈধ সম্পর্ক বাড়ছে, বেকারদের নিকট কেউ বিয়ে দিচ্ছে না, বেশি বয়সে বিয়ের হার বাড়ছে, ডিভোর্সের হার বাড়ছে, তারপরেও ৮০ ভাগ মানুষ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করছেন, গত ১০ বছরে প্রবাসী কত গেছে খবর রাখেন, তাহলে মানুষ কি ঘুমাইয়া বাড়ব?
২. বিবিএসের ২০১৯ সালের রিপোর্ট থেকে জনসংখ্যা কম কেন?.
এই কথা জানার আগে আপনাকে জেনে নিতে হবে শুমারি ও জরিপের (সার্ভে) মধ্যে পার্থক্য কি? জরিপের মাধ্যমে স্যাম্পল বেসিস তথ্য নিয়ে সমগ্র রিপোর্ট প্রকাশ করা হয় কাজেই এটা শতভাগ শুদ্ধ হবে না যে এটাই স্বাভাবিক। শুমারিতে শতভাগ কাউন্টিং করা হয়, কাজেই এর সঠিকতা রয়েছে। অন্যান্য বিদেশি সংস্থা, UNDP বা World Bank এর কথা বলবেন। তারা নিজেরাই বিবিএসের তথ্য ব্যবহার করেন, ভাল করে খোজ নিয়ে দেখেন।
৩. মুসলমান বেড়েছে হিন্দু কমেছে?
হিন্দু জনগোষ্ঠী কমেছে সেই কথা আপনি কই দেখলেন বরং বৃদ্ধির হার কমেছে। একজন হিন্দু কতটুকু শিক্ষিত এবং সচেতন সেটা আপনি আগে দেখে নিন, তারপর তর্ক করতে আসেন।
৪. নারীর সংখ্যা বেশি কেন?
ভাই ইহা কেয়ামতের লক্ষণ, বিশ্বাস না হলে আপনার এলাকায় গত ১ বছরে কতজন ছেলে-মেয়ে জন্ম নিয়েছে খোজ নিয়ে দেখেন।

চাঁদপুরে পুরুষের সংখ্যা ১২ লাখ ২৮ হাজার ৭৭৪, নারী ১৪ লাখ ৫ হাজার ৬৮২ জন। নারীর সংখ্যাই বেশী।🤦‍♂️
28/07/2022

চাঁদপুরে পুরুষের সংখ্যা ১২ লাখ ২৮ হাজার ৭৭৪, নারী ১৪ লাখ ৫ হাজার ৬৮২ জন। নারীর সংখ্যাই বেশী।🤦‍♂️

মসজিদে নামাজ এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার সময় এসি চালানোয় বাধা নেই।  ~ জ্বালানি প্রতিমন্ত্রী
18/07/2022

মসজিদে নামাজ এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার সময় এসি চালানোয় বাধা নেই।

~ জ্বালানি প্রতিমন্ত্রী

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share