02/08/2025
দুনিয়ার বুকে কত্ত মানুষ, কত্ত বিচিত্র মানুষের মনস্তাত্ত্বিক চিন্তাধারা। একেক জনের একেক রকম। প্রত্যেকের জীবন চলে আবার বহু টানাপোড়েনের মধ্যি দিয়া।
তবুও দিনশেষে এরা এমন আরেকজন মানুষরে খু্ঁইজা বেড়ায় যে কিনা তার নিজের মন বুঝবে, নিজের মতো কইরা চিন্তা করবে।
এতো এতো বৈচিত্র্যময় মানুষের ভীড়ে নিজের মনের মতো মানুষ খুঁইজা পাওয়া দুষ্কর কর্ম বটে। কেউ পায় আর কেউ মানায় নেয়।
- ধ্রুব