SAGOR Mallik

SAGOR Mallik �. My service- Facebook Marketing, page Optimization, Canva Expert, Affiliated marketing et

পৃথিবীর কেউ সুখি নয়😔সুখটা নিজের করে নিতে হয়। জাস্টিন ট্রুডোর ক্ষমতায়!'বিল গেটসের টাকায়!' ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়!'হুম...
05/08/2023

পৃথিবীর কেউ সুখি নয়😔
সুখটা নিজের করে নিতে হয়।
জাস্টিন ট্রুডোর ক্ষমতায়!'
বিল গেটসের টাকায়!'
ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়!'
হুমায়ন ফরিদীর ভালোবাসায়!'
তাহসানের কন্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে!'
তারা প্রত্যকেই সব মানুষের ভালোবাসায় সিক্ত হলেও!' নিজের বৌয়ের কাছেই ভালোবাসাটা অধরা থেকে গেলো!'
কোন কিছুই নারীকে আটকাতে পারে নাই!'
নারী আসলে কিসে আটকায় 😊💔?

আলহামদুলিল্লাহ ❤️😊স্কিল টেস্ট এর রেজাল্ট এ উত্তীর্ণ  হয়েছি।   Now...Let the journey start from here 💝Thank you so much ...
31/07/2023

আলহামদুলিল্লাহ ❤️😊
স্কিল টেস্ট এর রেজাল্ট এ উত্তীর্ণ হয়েছি।
Now...Let the journey start from here 💝
Thank you so much mem Freelancer Nadia Akter apnake apnar Jonno aj ato dur aste perechi,

Asa kori ay babe always amar pase thakben 💝

যে কোনো ধরণের পড়াশোনার পাশাপাশি আপনি ফ্রিলান্সিং ক্যারিয়ার বেছে নিতে পারেন।আপনি কি একজন সফল ফ্রিলান্সার হতে চান.?তাহলে আ...
30/07/2023

যে কোনো ধরণের পড়াশোনার পাশাপাশি আপনি ফ্রিলান্সিং ক্যারিয়ার বেছে নিতে পারেন।

আপনি কি একজন সফল ফ্রিলান্সার হতে চান.?

তাহলে আপনাকে অবশ্যই skills develop করতে হবে।একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যেটা অর্জন করবেন সেটা থেকে আপনি অবশ্যই বেনেফিট পাবেন। Skills কখনো বিফলে যায় না।

Skills development করে আপনিও হতে পারেন একজন সফল ফ্রিলান্সার।
আপনার ধৈর্য্য, আপনার শ্রম,আপনার সময় আপনাকে এমন জায়গায় পৌছে দিবে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না।

আর সময় নষ্ট না করে, বাবা-মার বোঝা না হয়ে, আপনিও skills Development করে বাবা,মা ও সমাজের মানুষের মুখে একদিন হাসি ফূটাতে পারবেন ইনশাআল্লাহ।

28/07/2023

Assalamu walaikum everyone welcome my new page, follow like and Share

ইনশা'আল্লাহ❤️❤️❤️
24/07/2023

ইনশা'আল্লাহ❤️❤️❤️

24/07/2023

আমি হারতে শিখেছি।

তবে হাল ছাড়তে নয় 👍

একদিন সফল হবোই

ইনশাআল্লাহ ♥️

টাইম ম্যানেজমেন্ট কি? Time management এর বাংলা অর্থ সময় ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা মানে হলো আপনার কোন কাজের সুষ্ঠু পরিকল্...
20/06/2023

টাইম ম্যানেজমেন্ট কি?

Time management এর বাংলা অর্থ সময় ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা মানে হলো আপনার কোন কাজের সুষ্ঠু পরিকল্পনা এবং পরিকল্পনা মোতাবেক তা বাস্তবায়ন করা এটাকে আমরা ব্যবস্থাপনা হিসেবে জানি আর টাইম ম্যানেজমেন্ট মানে আপনার সময়কে বিভিন্ন কাজের মধ্যে ভাগ করে দেওয়া এবং সেই সময়ের মধ্যে কাজটি শেষ করা।

🔰পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (পিডিএফ), আইএসও ২০০০ হিসাবে প্রমিত, একটি ফাইল ফরম্যাট যা অ্যাডোব ১ ১৯৯৩ সালে ডেভেলপ করে পাঠ্য...
12/06/2023

🔰পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (পিডিএফ), আইএসও ২০০০ হিসাবে প্রমিত, একটি ফাইল ফরম্যাট যা অ্যাডোব ১ ১৯৯৩ সালে ডেভেলপ করে পাঠ্য বিন্যাস এবং ইমেজ সহ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেম থেকে স্বাধীনভাবে উপস্থাপন করে।

🔰পিডিএফ কি বা কাকে বলে ❓
পিডিএফ ডকুমেন্ট ফাইলের ফরম্যাট নয়, এটি একটি ফাইল ফরম্যাট যা বিভিন্ন ধরনের বিষয়বস্তু যেমন টেক্সট, মাল্টিমিডিয়া, গ্রাফিক্স এবং ফর্ম ফিল্ডের মতো ইন্টারেক্টিভ উপাদান সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। এটি ক্রস-প্ল্যাটফর্ম, অর্থাৎ একই ফাইল উইন্ডোজ কম্পিউটার এবং ম্যাক উভয় ক্ষেত্রেই খোলা যেতে পারে।

সরকারী সংস্থা এবং ব্যবসার দ্বারা গৃহীত, PDF বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফাইল ফর্ম্যাটগুলির মধ্যে একটি। এটি প্রায়শই ফরম্যাট বা বিষয়বস্তু হারানোর বিষয়ে চিন্তা না করেই লোকেদের তথ্য ভাগ করার অনুমতি দিতে ব্যবহৃত হয়। এটি প্রায়ই চুক্তি এবং চিঠির মতো জিনিসগুলির জন্য ব্যবহৃত হয়, যেখানে একাধিক লোককে একই নথিতে কাজ করতে এবং শেয়ার করতে হতে পারে।

বৈদ্যুতিক ডকুমেন্টগুলি শেয়ার করা সোজা, কিন্তু ফরমাট চেঞ্জ হয়ে যাওয়ার ভয়টা থেকেই যায়। সেই জায়গা থেকে পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) হলো এমন একটি রাস্তা যার মাধ্যমে আপনি ডকুমেন্ট গুলিকে সুরক্ষিতভাবে কোন ফরমেট চেঞ্জ এর ভয় না করে সঞ্চয় করে রাখতে পারেন এবং শেয়ারও করতে পারেন। এবং যেটি সব সময় দেখতেও যেমন হবে প্রিন্ট করলেও ঠিক তেমনটাই হবে।

পিডিএফ বেশিরভাগই পাঠকদের কাছে বই এবং নিবন্ধের ডিজিটাল বিষয়বস্তু প্রদানের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। কিন্তু, আজকাল এগুলি ডিজিটাল সামগ্রী শেয়ার করার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। PDF এর কিছু সাধারণ ব্যবহার হল: * পত্রিকা এবং জার্নালের ডিজিটাল সংস্করণ তৈরি করার উদ্দেশ্যে * বার্ষিক প্রতিবেদনের ডিজিটাল সংস্করণ তৈরি করার উদ্দেশ্যে * বইগুলির ডিজিটাল সংস্করণ তৈরি করার উদ্দেশ্যে।

বই ছাড়াও অন্যান্য ডকুমেন্টগুলি পিডিএফ করার কারণ হলো এগুলি পোর্টেবল। সুতরাং, ব্যবহারকারীরা কোনো সমস্যা ছাড়াই যেকোনো কম্পিউটার বা মোবাইল ফোন থেকে PDF ডকুমেন্টের বিষয়বস্তু অ্যাক্সেস করতে পারবে।

🔰PDF এর আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল ব্যবহারকারীরা PDF এডিটরদের সাহায্যে PDF ডকুমেন্টের বিষয়বস্তু সম্পাদনা করতে পারেন। আপনি PDF ফাইলগুলিতে খুব সহজেই কোনকিছু যোগ করতে পারেন।

🔰পিডিএফ ফুল ফর্ম কি ❓
পিডিএফ (PDF) এর ফুল ফর্ম হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (Portable Document Format), যা কোনো ডকুমেন্ট এর গুণমান, অখণ্ডতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য তৈরি করা একটি ফাইল ফরম্যাট। পিডিএফ ফরম্যাট সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং আপনি যে প্ল্যাটফর্মই ব্যবহার করুননা কেন।

পিডিএফ মূলত অ্যাডোব (Adobe) কর্পোরেশন দ্বারা ইলেকট্রনিক ডকুমেন্ট উপস্থাপনের জন্য একটি একক মান প্রদানের উপায় হিসাবে তৈরি করা হয়েছিল।

🔰PDF কিভাবে তৈরি করে ❓
একটি পিডিএফ ফাইল তৈরি করা খুবই সহজ। ইন্টারনেট এ এমন অনেক ওয়েবসাইট এবং অ্যাপ আপনি পাবেন যেখানে আপনি যে ফাইল পিডিএফ করতে চান তা শুধুমাত্র একটি ক্লিক এ করে নিতে পারবেন। যদি আপনি ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ বানাতে চান তো, গুগল এ গিয়ে সার্চ করুন “ওয়ার্ড টু পিডিএফ”, সেখানে আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে শুধুমাত্র আপনি আপনার ফাইলটি সিলেক্ট করবেন এবং কনভার্ট করলেই আপনার ফাইলটি পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে।

আপনি যদি গুগল ডকস অ্যাপটি ব্যবহার করেন নতুন ওয়ার্ড ফাইল বানানোর জন্য বা কোন ওয়ার্ড ফাইল এডিট করার জন্য, তাহলে সেখানে আপনি শুধুমাত্র শেয়ার অপশনে ক্লিক করলেই পিডিএফ শেয়ার করার অপশন পেয়ে যাবেন। আপনাকে সেখানে অন্য কোন অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করার দরকারই হবে না।

⏳টিমওয়ার্ক (Teamwork) বলতে আমরা কি বুঝি?সহজভাবে বলা যায়, কয়েকজন মানুষ একসাথে হয়ে যখন কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে ...
11/06/2023

⏳টিমওয়ার্ক (Teamwork) বলতে আমরা কি বুঝি?

সহজভাবে বলা যায়, কয়েকজন মানুষ একসাথে হয়ে যখন কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে, সেটাকে সফল করতে নিজেদের সর্বোচ্চটা একত্রিত করে একটা অভিন্ন শক্তি হিসেবে কাজ করে, তখন সেটাকে বলা যায় টিমওয়ার্ক (Teamwork)।

এরিস্টটল বলেছিলেন, ‘The whole is greater than the sum of its parts’।

অর্থাৎ কোনো কিছুর পরিপূর্ণরূপ, এর আলাদা আলাদা অংশগুলোর যোগফলের থেকে বড়।

টিমওয়ার্কের ক্ষেত্রে এই উক্তিটি খুব বেশিই সত্য। একটা টিম গঠিত হলে এর প্রত্যেকটা সদস্যের মাঝে যে পরিমাণ দক্ষতা এবং কোয়ালিটি আছে সবকিছু একসাথে হয়ে এমন এক শক্তিতে পরিণত হয়, যা অপ্রতিরোধ্য। এই পুরো শক্তি এক হয়ে কাজ করে নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং স্বার্থকে সাইডে রেখে।

⏳আদর্শ টিমের বৈশিষ্ট্যসমূহ=

🔰 TRUST=
যে কোনো টিম সফল হওয়ার জন্য টিমের সদস্যদের পারস্পারিক বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ।

টিম মেম্বারদের প্রত্যেকে ভিন্ন ভিন্ন দায়িত্বে থাকে, প্রত্যেকের কাজের ধরন আলাদা হয় এবং একজনের কাজের ফলাফলের উপর পুরো টিমের সাফল্য ব্যর্থতা নির্ভর করে। তাই একটা টিমের প্রত্যেক সদস্যকেই নিজ নিজ কাজের প্রতি যত্নশীল হতে হয়, প্রত্যেকটা কাজ নির্ধারিত সময়ের মাঝে শেষ করার প্রতি মনোযোগী হতে হয়।
একটা আদর্শ টিমের মেম্বাররা কখনো একে অপরের কাজের প্রতি সন্দেহপ্রবন হবে না, সবাই সঠিক সময়ে কাজ শেষ করবে কিনা এ নিয়ে ভেবে সময় নষ্ট করতে হবে না।

পারস্পারিক আস্থা এবং বিশ্বাসই একটা টিমকে সামনে এগিয়ে নেয়, দূরদর্শী পরিকল্পনা করতে সাহায্য করে এবং এটিই যে কোনো টিমওয়ার্ককে সফল করতে পারে।

🔰 A MIX OF PEOPLE=
একটা টিমকে বিভিন্ন ধরণের মানুষের সংমিশ্রণে তৈরী করতে পারলে, এটি সম্ভাব্য যে কোনো বিপদ মোকাবিলায় কার্যকরী ভূমিকা পালন করতে পারে।

যেমন- টিমে কেউ থাকবে সব সময় সব নিয়ম মেনে চলে, কেউ থাকবে বাঁধা ধরা নিয়মের বাইরে গিয়ে কাজ করতে চায়, কেউ হয় খুব শান্ত, ধীর-স্থীর স্বভাবের, আবার কেউ হয় খুবই অস্থির আর উচ্ছল। তবে সবার মূল উদ্দেশ্য হয়, অভারঅল টিমের লক্ষ্যপূরণে কাজ করে যাওয়া।

আবার টিমের প্রত্যেক সদস্য ভিন্ন ভিন্ন কাজে দক্ষ হতে পারে, যাদের সম্মিলিত শক্তিতে টিম সাফল্যের দিকে এগিয়ে যায়।

🔰 STRONG LEADER=
অবশ্যই দক্ষ এবং উপযুক্ত টিম মেম্বারদের খুঁজে বের করে একটা আদর্শ টিম তৈরী করার জন্য দক্ষ লিডার খুব বেশি প্রয়োজন। একজন লিডারের মাঝে টিমের প্রত্যেকটা সদস্যদের কথা শোনার এবং তাদেরকে বোঝার ক্ষমতা থাকবে। সব সময় পুরো টিম তার চোখের সামনে থাকবে, কখনো লিডারের দৃষ্টি টিম মেম্বার এবং তাদের কাজ থেকে দূরে সরবে না।

একজন স্ট্রং লিডার অনেক গুনে গুনান্বিত থাকে, তবে তাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য হল- একজন স্ট্রং লিডার তার টিম মেম্বারদের জন্য একটা উদাহরণ তৈরী করে বা বলা যায় একটা রোল মডেল সামনে প্রেজেন্ট করে ওইভাবে কাজ করার জন্য, মেম্বারদের প্রতিনিয়ত বিভিন্নভাবে মোটিভেট করে, নিয়মিত কাজ পর্যালোচনা করে ফীডব্যাক দেয়, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রশিক্ষন দেয়।

একজন আদর্শ লিডার তার টিমের প্রত্যেকটা মেম্বার এবং টিমের একচুয়াল গোল বা টার্গেটের মধ্যকার সংযোগ হিসেবে কাজ করে।

🔰 EXCELLENT COMMUNICATION=
একটা টিমের মেম্বারদের মধ্যকার যোগাযোগ বা সম্পর্ক যত বেশি ভালো হবে, তত দ্রুত পুরো টিম সেটার মূল লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে, এর অন্যথা হলে ফেইলুর হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

টিম মেম্বার রা একে অপরের সাথে তাদের কাজের অগ্রগতি, ভালোমন্দ, সুবিধা অসুবিধা সব শেয়ার করবে, আলোচনা পর্যালোচনার মাধ্যমে সমস্যা এবং সুযোগগুলো চিহ্নিত করবে, প্রয়োজনে প্ল্যান পরিবর্তন করবে এবং লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে যাবে।
🔰 SOCIAL LIFE TOGETHER=
টিম মেম্বারদের মাঝে যখন সামাজিকতা এবং ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠবে, পারস্পারিক সঙ্গ উপভোগ করতে শুরু করবে, তখনই তারা কাজেও আরও বেশি মনোযোগী হবে। টিম মেম্বার রা একে অপরকে জানবে, অনুভব করবে, এভাবে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। আর এই বন্ধুত্বই তাদের সম্পর্ক আরও জোরদার করবে, পরস্পরের প্রতি সম্মান, বিশ্বাস ইত্যাদিও তখন বেড়ে যাবে এবং আল্টিমেট গোলের দিকে তারা এগিয়ে যাবে এভাবেই একত্রে।

✅ইমেইল মার্কেটিং এর কিছু লাভ= 👉ইমেইল মার্কেটিং দ্বারা সবচেয়ে বেশি নতুন কাস্টমার ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়।👉এই মাধ্য...
08/06/2023

✅ইমেইল মার্কেটিং এর কিছু লাভ=

👉ইমেইল মার্কেটিং দ্বারা সবচেয়ে বেশি নতুন কাস্টমার ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়।
👉এই মাধ্যম ব্লগ এবং ওয়েবসাইটের জন্য হাজার হাজার ভিসিটর বা ট্রাফিক আনতে পারে।
👉ইমেইল মার্কেটিং দ্বারা কেবল একটি ইমেইল (email) পাঠিয়েই যেকোনো নতুন video, blog article, product বা business এর ব্যাপারে ঘরে বসেই লোকেদের জানানো সম্ভব।
👉ডিজিটাল মার্কেটিং এর অন্য মাধ্যম গুলির থেকে এই মাধ্যম অনেক সস্তা এবং কম খরচেই সম্ভব। কিছু ফ্রি email marketing tool ব্যবহার করে আপনি ফ্রীতেই এই মাধ্যম ব্যবহার করতে পারবেন।
👉ইমেইল মার্কেটিং অনেক সোজা এবং এর থেকে লাভ অনেক বেশি।

✅Email marketing কিভাবে করবেন ?

ধরে নিন, আপনার একটি নতুন পণ্য (product) বা সার্ভিস (service) মার্কেটে এসেছে এবং আপনি সেই বিষয়ে লোকেদের জানাতে চান বা মার্কেটিং করতে চান। এর বাইরেও আপনার কোনো প্রোডাক্ট এর নতুন অফার (offer) বা সুবিধার বিষয়ে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন।

আপনার কেবল, ইমেইল এর দ্বারা লোকেদের নিজের product বা সার্ভিসের ব্যাপারে জানাতে হবে। এবং, তারপর তারা যদি আগ্রহী (interested) থাকেন তাহলে নিশ্চই আপনার প্রোডাক্ট বা সার্ভিস তারা কিনবেন বা তাতে রুচি রাখবেন।

আমরা সাধারণ ভাবে যেরকম ইমেইল লিখি ঠিক সেরকম ভাবেই আপনার নিজের offer, business বা service এর ব্যাপারে মেইলে লিখতে হবে। মেইল এভাবে লিখবেন যাতে আপনার ইমেইল এর বিষয় লোকেরা পরেই বুঝতে পারেন। শেষে, ইমেইল লেখা হলে এক সাথে হাজার হাজার লোকেদের ইমেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে।

Address

Uttar Matlab
Chandpur
3640

Telephone

+8801837315834

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAGOR Mallik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAGOR Mallik:

Share