24/11/2025
ঘনঘন ভূমিকম্প কেবল ভূতাত্ত্বিক নড়াচড়ার চিহ্ন নয়; এটি আমাদের প্রতি একটি স্পষ্ট সতর্কবার্তা। হয়ত বড় কোনো বিপদ আসন্ন, যার ব্যাপারে আমরা এখনও অজ্ঞাত। তাই শুধুমাত্র আতঙ্কিত হওয়া যথেষ্ট নয়—সতর্ক থাকা এবং বাস্তব প্রস্তুতি গ্রহণ করাও সমানভাবে জরুরি।
আমরা যে অঞ্চলে বসবাস করি, সেখানে জনসংখ্যা অত্যধিক ও নগরায়ণ অপরিকল্পিত। প্রতিটি ভবন যেন এক একটি সম্ভাব্য বিপদের ক্ষেত্র। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ঢাকায় যদি ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আসে, তাহলে লাখো ভবন ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। কল্পনা করুন, সেই বিপর্যয়ের পরিণতি কত ভীতিকর হতে পারে।
দুঃখজনক হলো, এমন ভয়াবহ ঝুঁকির মোকাবিলায় রাষ্ট্রীয় প্রস্তুতি প্রায় নেই বললেই চলে। প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মীর সংখ্যা খুবই নগণ্য, ভারী যন্ত্রপাতি অপর্যাপ্ত, আর অগ্নিনির্বাপক বাহিনীর সক্ষমতা সীমিত। হাজার হাজার ধ্বংসপ্রাপ্ত ভবন সামলানো কল্পনার অতীতই মনে হবে। অথচ সরকারের কোটি কোটি টাকা বরাদ্দ হয় অপ্রয়োজনীয় মেগা প্রকল্প, ভাস্কর্য নির্মাণ, রাজনৈতিক অনুষ্ঠান, তোরণ বা ক্ষমতার প্রদর্শনীর জন্য। দুর্নীতি ও অর্থপাচারের কারণে রাষ্ট্রীয় সম্পদ অপচয় হয়—যার সামান্য অংশই যদি দুর্যোগ প্রস্তুতিতে ব্যবহৃত হতো, তাহলে তা দেশের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও বিনিয়োগ হতো।
কিন্তু শুধু রাষ্ট্রকে দায়ী করা যথেষ্ট নয়। যারা বাড়ি নির্মাণ করি, আমরা নিজেরা কি কম দায়ী? নির্মাণবিধি উপেক্ষা, প্রকৌশলীদের পরামর্শ অবহেলা—সবই নিজের প্রিয়জনদের জন্য মৃত্যুফাঁদ তৈরি করা ছাড়া কিছু নয়। এটি কি সামাজিকভাবে স্বেচ্ছাসংক্রান্ত বিপর্যয় নয়? বিপর্যয় পরবর্তী অনুশোচনার চেয়ে, বিপর্যয়রোধী প্রস্তুতিই বুদ্ধিমান ও দায়িত্বশীল মানুষের কাজ।
রাষ্ট্রের উচিত এখনই একটি সমন্বিত জাতীয় পরিকল্পনা গ্রহণ করা। উদ্ধারকাজ, জরুরি চিকিৎসা, আশ্রয়, খাদ্য ও পানি, ট্রাফিক ও যোগাযোগ নিয়ন্ত্রণ—সবকিছু নিয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা অপরিহার্য। খোলা জায়গা সংরক্ষণ, ঝুঁকিপূর্ণ পুরোনো ভবন সংস্কার এবং নির্মাণসামগ্রীর মান নিয়ন্ত্রণেও তৎপর হতে হবে।
প্রস্তুতি কেবল ভৌত অবকাঠামোতে সীমাবদ্ধ থাকা চলবে না। আমাদের আধ্যাত্মিক প্রস্তুতিও সমানভাবে গুরুত্বপূর্ণ। আল্লাহর রহমত ছাড়া কোনো প্রযুক্তি, পরিকল্পনা বা প্রস্তুতি সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারে না। প্রতিটি দুর্যোগ আমাদের কাছে একটি সতর্কবার্তা—সমাজের বিস্তৃত দুর্নীতি, জুলুম, অশ্লীলতা ও নৈতিক অবক্ষয় থেকে প্রত্যেককে সজাগ হওয়ার বার্তা।
আল্লাহ আমাদের সকলকে নিরাপদ রাখুন।